দশম শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ প্রশ্নোত্তর। Madhyamik Geography Suggestion 2025

দশম শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ প্রশ্নোত্তর। Madhyamik Geography Suggestion 2025

দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর 2024

এখানে শুধু মাত্র ভারতের অবস্থান  প্রশাসনিক বিভাগ এবং ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করা আছে এর পরবর্তীতে ভারতের জলসম্পদ ভারতের জলবায়ু ভারতের মৃত্তিকা এবং ভারতের স্বাভাবিক উদ্ভিদ নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী অংশের জন্য এখানে ক্লিক করো।

Class 10 Geography Chapter 5 Question Answer In Bengali দশম শ্রেণির (Class 10) ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত অবস্থান প্রশাসনিক বিভাগ এবং  ভারতের ভূপ্রকৃতি  এর প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দশম শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত অবস্থান প্রশাসনিক বিভাগ এবং  ভারতের ভূপ্রকৃতি (Class 10 Geography Suggestion 2024) এর নিচের দেওয়া প্রশ্ন গুলি তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ (Very Very Important) এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনাও অনেক বেশি থাকে। দশম শ্রেণির (Class 10) ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত অবস্থান প্রশাসনিক বিভাগ এবং  ভারতের ভূপ্রকৃতি এর (Wbbse Class 10 Geography Chapter 5 Questions And Answers) প্রশ্নের উত্তর গুলি তোমরা ভালো করে পড়তে থাকো। আশা করি দশম শ্রেণির (Class 10) ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত অবস্থান প্রশাসনিক বিভাগ এবং  ভারতের ভূপ্রকৃতি এর প্রশ্ন উত্তর গুলি তোমাদের অনেক সাহায্য করবে। এখানে MCQ ,SAQ ,ব্যাখ্যা ধর্মী, সংক্ষিপ্ত এবং রচনাধর্মী সব রকমের প্রশ্নের আলোচনা করা হলো।


দশম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের নোটস সাজেশন(Class 10/Madhyamik Suggestion All Subject 2025) পেতে আমাদের সাথে যুক্ত থাকো।  আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact Form) নিজের ডিটেলস সাবমিট(Submit) করো।  খুব শীঘ্রই আমরা Reply  করবো।

দশম শ্রেণীর ভূগোল সাজেশান Class 10 Geography Suggestion 2025

দশম শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ(Part - A)

ভূগোল ক্লাস 10 অধ্যায় 5 mcq  প্রতিটি প্রশ্নের মান1 দশম শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ Madhyamik Geography Suggestion 2025

1.   তেলেঙ্গানা কোন রাজ্যকে ভেঙে তৈরী হয় ?

A)  অন্ধ্রপ্রদেশ

B)  তামিলনাড়ু

C)  কর্ণাটক

D)  কেরালা

উত্তর: - অন্ধ্রপ্রদেশ

2.   শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে , তাকে বলে -

A)  খাদার

B)  ভাবর

C)  বেত

D)  ভাঙ্গর

উত্তর:- ভাবর

3.   ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল -

A)  ভাষা

B)  ভূপ্রকৃতিগত সাদৃশ্য

C)  খাদ্যের সাদৃশ্য

D)  অর্থনৈতিক কাজের সাদৃশ্য

উত্তর: - ভাষা

4.   আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো -

A)  রাজস্থান

B)  গোয়া

C)  উত্তরপ্রদেশ

D)  সিকিম

উত্তর :- গোয়া

5.   শিবালিক অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে -

A)  ভাবর

B)  খাদার  

C)  দুন

D)  কারেওয়া

উত্তর :- দুন

6.   কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ কে পৃথক করা হয়েছে -

A)  তেলেঙ্গানা

B)  জম্মু কাশ্মীর

C)  উত্তরাখন্ড

D)  ঝাড়খন্ড

উত্তর :- জম্মু কাশ্মীর

7.   বর্তমান ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি ?

A)  ২৮ টি

B)  ৭টি

C)  ৩০টি

D)  ৮টি

উত্তর :- ২৮ টি

8.   বর্তমান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি ?

A)  ২৮ টি

B)  ৭টি

C)  ৩০টি

D)  ৮টি

উত্তর :- টি

9.   ভারতের সর্বোচ্চ মালভুমি হলো -

A)  তেলেঙ্গানা মালভুমি

B)  মেঘালয় মালভুমি

C)  লাদাখ মালভুমি

D)  মালবের মালভুমি

উত্তর :- লাদাখ মালভুমি

10.                ভারত পাকিস্তানের সীমানা নির্দেশ করে -

A)  ম্যাকমোহন লাইন

B)  রাডক্লিফ লাইন

C)  ডুরান্ড লাইন

D)  কোনোটিই নয়

উত্তর :- রাডক্লিফ লাইন

11.                ভারত আফগানিস্তানের সীমানা নির্দেশ করে -

A)  ম্যাকমোহন লাইন

B)  রাডক্লিফ লাইন

C)  ডুরান্ড লাইন

D)  কোনোটিই নয়

উত্তর :- ডুরান্ড লাইন

12.                হিমালয়ের উচ্চতম অংশ হলো -

A)  শিবালিক

B)  হিমাচল

C)  হিমাদ্রি

D)  টেথিস

উত্তর :- হিমাদ্রি

13.                তিন বিঘা করিডোর আছে -

A)  অসমে

B)  বিহারে

C)  ত্রিপুরায়

D)  পশ্চিমবঙ্গে

উত্তর :- পশ্চিমবঙ্গে

14.                ভারতের কটি রাজ্যের উপরদিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে -

A)  ৮টি

B)  ৯টি

C)  ৬টি

D)  ৭টি

উত্তর :- ৮টি

15.                কুমায়ুন হিমালয়ের তাল হলো একপ্রকার -

A)  শৃঙ্গ

B)  উপত্যকা

C)  হিমবাহ

D)  হ্রদ

উত্তর :- হ্রদ

16.                ভারতের উত্তরতম স্থান হল -

A)  ইন্দিরা কল

B)  ইন্দিরা পয়েন্ট

C)  কন্যাকুমারী

D)  কিবিথু

উত্তর :- ইন্দিরা কল

17.                ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো -

A)  মাউন্ট এভারেস্ট

B)  কাঞ্চনজঙ্ঘা

C)  গডউইন অস্টিন

D)  লিওপারগেল

উত্তর :- গডউইন অস্টিন

18.                ভারতের মিষ্টি জলের বৃহত্তম হ্রদের নাম কি -

A)  লোকটাক

B)  চিল্কা

C)  কল্লেরু

D)  পুলিকেট

উত্তর :- লোকটাক (মনিপুর)

19.                পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ -

A)  মাউন্ট এভারেস্ট

B)  কাঞ্চনজঙ্ঘা

C)  গডউইন অস্টিন

D)  লিওপারগেল

উত্তর :- কাঞ্চনজঙ্ঘা

20.                সিয়াচেন কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ?

A)  কারাকোরাম

B)  জান্সকার

C)  লাদাক

D)  কৈলাশ

উত্তর :- কারাকোরাম

21.                ভারত শ্রীলংকার মাঝে অবস্থিত -

A)  ১০ ডিগ্রি চ্যানেল

B)  ডিগ্রি চ্যানেল

C)  ডিগ্রি চ্যানেল

D)  পক প্রণালী

উত্তর :- পক প্রণালী


ভূগোল ক্লাস 10 অধ্যায় 1 প্রশ্ন উত্তর প্রতিটি প্রশ্নের মান1 দশম শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ Madhyamik Geography Suggestion 2025

1.   ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের অবস্থান কত?

উত্তর: ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের অবস্থান সপ্তম।

2.   'সার্ক' এর পুরো কথা কী?

উত্তর: সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন।

3.   সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: সার্ক এর সদর দপ্তর কাঠমান্ডু তে অবস্থিত।

4.   ভারতের মোট ক্ষেত্রফল কত?

উত্তর: ভারতের মোট ক্ষেত্রফল ৩২ লক্ষ ৮৭ হাজার ২৬৩ বর্গকিমি

5.   ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কী?

উত্তর: রাজস্থান।

6.   ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল এর  নাম কী?

উত্তর: লাদাখ

7.   ক্ষেত্রফলের বিচারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল এর  নাম কী?

উত্তর: লাক্ষাদ্বীপ।

8.   'রাজ্য পুনর্গঠন কমিশন ' কত সালে চালু হয়?

উত্তর: ১৯৫৩ খ্রিস্টাব্দে  'রাজ্য পুনর্গঠন কমিশন চালু হয়।

9.   ম্যাকমোহন লাইন কী?

উত্তর: ভুটান থেকে অরুণাচল পর্যন্ত ভারত - চীন সীমারেখার নাম ম্যাকমোহন।

10.                ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী?

উত্তর: সিয়াচেন।

11.                ভাঙ্গার খাদার কাকে বলে?

উত্তর: উচ্চগঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চল হলো ভাঙ্গার এবং নবীন পলিগঠিত অঞ্চল খাদার বলে।

12.                দোয়াব কাকে বলে?

উত্তর: গঙ্গা- যমুনার মধ্যবর্তী সমভূমি দোয়াব নামে পরিচিত।

13.                ধ্রিয়ান কী?

উত্তর: থর মরুভূমির চলমান বালিয়াড়ি।

14.                থালি কী?

উত্তর: লুনির উত্তরে বালি গঠিত সমভূমি হলো থালি।

15.                হামাদা কাকে বলে?

উত্তর: ভারতের পশ্চিম প্রান্তে বালি শিলা গঠিত অঞ্চল হলো হামাদা।

16.                আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তর: গুরুশিখর( ১৭৭২ মি)

17.                বিন্ধ্য  পর্বতের  সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তর: মানপুর (৮৮১মি)

18.                ভারতের নায়াগ্রা নামে পরিচিত জলপ্রপাত টির নাম  কী?

উত্তর: ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত চিত্রকূট জলপ্রপাত।

19.                 ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তর: গডউইন অস্টিন (৮৬১১মি)

20.                সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তর: আনাইমালায় পর্বতের আনাইমুদি (২৬৯৫মি)

21.                কয়াল কাকে বলে ?

উত্তর: ভূ - আন্দোলনে বারংবার উত্থান   নিমজ্জনের কারণে যে জলাভূমির সৃষ্টি হয়েছে তাকে স্থানীয় ভাষায় কয়াল বলে।

22.                ভারতের বৃহত্তম কয়ালের নাম কী?

উত্তর: ভেম্বনাদ কয়লা।

23.                ভারত তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদের নাম কী?

উত্তর: চিল্কা

24.                টেরিস কাকে বলে?

উত্তর: মালাবার উপকূলীয় সমভূমি অঞ্চলের বালিয়াড়ি গুলিকে  স্থানীয় ভাষায় টেরিস বলে।

25.                ভারতের দুটি আগ্নেয়গিরির নাম বলো?

উত্তর: ব্যারেন নারকোন্ডাম

26.                কাশ্মীর উপত্যকায় অবস্থিত একটি মিষ্টি জলের হ্রদ এর নম লেখো?

উত্তর: উলার ডাল

27.                কোন দুটি পর্বতমালার মধ্যে দুন উপত্যকা বিস্তৃত ?

উত্তর: শিবালিক হিমাচল - হিমালয় মাঝে মাঝে  অবস্থিত।

28.                কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো।

উত্তর :- মালনাদ ময়দান।

29.                দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো

উত্তর :- আনাইমুদি।

30.                কেরালা উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে ?

উত্তর :- কয়াল বলে।

31.                পশ্চিম ঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি ?

উত্তর :- থলঘাট ভোরঘাট।

32.                বিন্ধ্য সাতপুরা পর্বতের মাঝে অবস্থিত গ্রস্ত উপত্যকার নাম লেখো।

উত্তর :- নর্মদা উপত্যকা।

33.                ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম লেখো।

উত্তর :- আরাবল্লী পর্বত।

34.                উত্তর-পূর্ব ভারতের একটি মালভূমির নাম লেখো।

উত্তর :- ছোটনাগপুর মালভুমি।

35.                ভারতের কোথায় বাগার অবস্থিত ?

উত্তর :- ভারতীয় মরু অঞ্চলে একেবারে পূর্বদিকে আরাবল্লি পাদদেশে অল্প বালুকাময় অংশ বাগার নামে পরিচিত।

36.                ভারতের দক্ষিণতম অংশের নাম লেখো।

উত্তর :- আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট। 

37.                পূর্বহিমালয়ের একটি গিরিপথের নাম লেখো।

উত্তর :- নাথুলা।

38.                ভারতের সর্ব বৃহৎ উপহ্রদ কোনটি ?

উত্তর :- ওড়িশায় অবস্থিত চিল্কা হ্রদ।

39.                কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো।

উত্তর :- মালনাদ

40.                ভারতের ধ্রিয়ান কোথায় দেখা যায়?

উত্তর :- রাজস্থানের থর মরুভূমিতে।

 

শুন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান1  দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর 2024। Madhyamik Geography Suggestion 2025

1.   ______ মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ।

উত্তর :- শিলং।

2.   ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ______

উত্তর :- কন্যাকুমারী।

3.   মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় _________ বলে।

উত্তর :- কয়াল

4.   ভারতের বৃহত্তম কয়াল হল __________

উত্তর :- ভারতের বৃহত্তম কয়াল এর নাম হল ভেম্বানাদ কয়াল(কেরালা রাজ্যে)

5.   ভারতের পূর্বতম স্থান হল ________

উত্তর :- কিবিথু (অরুণাচল প্রদেশে।

6.   'মালনাদ' কথার অর্থ _______

উত্তর :- পাহাড়ি দেশ বা উঁচুনিচু ভূমি।

7.   ভারতের খনিজ ভান্ডার _______

উত্তর :- পরেশনাথ মালভুমি।

ঠিক বা ভুল নির্ণয় করো। প্রতিটি প্রশ্নের মান1  দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় অনুশীলনী। Madhyamik Geography Suggestion 2025

1.   গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে।

উত্তর :- ঠিক

2.   শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি বালি গঠিত মৃত্তিকাকে বেট বলে।

উত্তর :- ভুল

3.   ভারতের আরাবল্লী হলো একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ।

উত্তর : ভুল

4.   শ্রীলংকা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র।

উত্তর :- ভুল

5.   লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ।

উত্তর :- ভুল

প্রতিটি প্রশ্নের মান2 দশম শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ Madhyamik Geography Suggestion 2025

1.   সার্ক কাকে বলে?

উত্তর: ভারত সমেত এই উপমহাদেশের টি দেশ নিয়ে গঠিত সংগঠন হলো সার্ক সার্ক এর পুরো কথা হলো সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডু তে অবস্থিত।

2.   কাশ্মীর উপত্যকা কী?

উত্তর: পিরপাঞ্জাল উচ্চ হিমালয় এর মাঝে কাশ্মীর উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে ' ভূস্বর্গ' নাম পরিচিত। নদী হিমবাহের কার্যে অধঃভঙ্গে গঠিত হ্রদ  ভরাট হয়ে এটি গঠিত হয়েছে। উলার ডাল এখানকার মিষ্টি জলের হ্রদ।

3.   করেওয়া কী?

উত্তরকাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমি হলো করেওয়া এবং এখানকার মৃত্তিকাও করেওয়া নামে পরিচিত, যা জাফরান চাষের উপযোগী।

4.   ' দুন ' কাকে বলে?

উত্তর: শিবলিক উত্থানকালে উচ্চ অংশ থেকে আসা নদী গুলি শিবলিকে আটকে পড়ে হ্রদ গঠন করে এবং পলি, বালি, নুড়ি দ্বারা ভরাট হতে থাকা। পরে শিবলিক অংশ কেটে হ্রদের জল সরে গেলে ওই অংশ উপত্যকায় পরিণত হয়। এই উপত্যকাগুলি কে স্থানীয় ভাষায় ' দুন ' বলে।

5.   অপভূমি কী?

উত্তর: বৃষ্টিহীন প্রায় শুষ্ক অঞ্চলে যেখানে ভূমি খোয়াই প্রভিতি ক্ষয়ের মাধ্যমে এবড়োখেবড়ো রূপ ধারণ করে সেই অনুর্বর , শুষ্ক ক্ষয়প্রাপ্ত ভূমি হলো অপভূমি

6.   কচ্ছের রণ কী?

উত্তর: কচ্ছ উপদ্বীপের লবণাক্ত জলাভূমি হলো কচ্ছের রণ। কচ্ছ শব্দের অর্থ হলো জলময় দেশ। উত্তরের অংশ হলো ' বৃহৎ কচ্ছের রণ' এবং দক্ষন- পূর্বের অংশ ' ক্ষুদ্র কচ্ছের রণ' অঞ্চলটি নীচু হওয়ার বর্ষাকালে এটি লবণাক্ত, কর্দমময় কিন্তু বাকি সময় শুকনো।

7.   কয়াল কী?

উত্তর: ভূআন্দোলনে বারংবার উত্থান নিমজ্জনের কারণে মালাবার উপকূলে অসংখ্য জলাভূমি সৃষ্টি হয়েছে। এগুলি কে স্থানীয় ভাষায় কয়াল বলে। ভাম্বনাদ , অষ্টমুডি , ভেলায়ানি প্রভৃতি এখানকার বিখ্যাত  কয়াল। কয়ালগুলিকে খাল পথে যোগ করে যোগাযোগের মাধ্যম তৈরি করা হয়েছে। এগুলি বিখ্যাত পর্যটন কেন্দ্র।

8.   লেগুন কী?

উত্তর: উপকূল অঞ্চলের আবদ্ধ বা সংকীর্ণ অংশ দ্বারা সমুদ্রের সাথে যুক্ত লবণাক্ত অগভীর জলাশয় হলো লেগুন। চিল্কা ভারতের বৃহত্তম লেগুন। এখারাও কল্লেরূ, পুলিকট ইত্যাদি হলো ভারতের বিখ্যাত লেগুন।

9.   ভারত সংলগ্ন দুটি উপসাগরের নাম লেখো।

উত্তর: কচ্ছ উপসাগর মান্নার উপসাগর।

10.                'তাল ' কী?

উত্তর: কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদ গুলিকে স্থানীয় ভাষায় তাল বলে

যেমন: নৈনিতাল , সাততাল, ভীমতাল ইত্যাদি

প্রতিটি প্রশ্নের মান -1 দশম শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ  Madhyamik Geography Suggestion 2025

মানচিত্র : - শিবালিক পর্বত , বিন্ধ্য পর্বত , আরাবল্লী পর্বত , মালাবার উপকূল  , নতুন দিল্লী , নাগাল্যান্ড , সিকিম , পুদুচেরি , নীলগিরি পর্বত ,ছোটনাগপুর মালভুমি , লোকটাক হ্রদ , মেঘালয় মালভুমি।

প্রতিটি প্রশ্নের মান5 দশম শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ Madhyamik Geography Suggestion 2025

1.   দক্ষিণ থেকে উত্তরে হিমালয়ের শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও।

2.   গঙ্গা সমভূমির ভূপ্রকৃতি লেখো।

3.   ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 

4.   পূর্বঘাট পশ্চিম ঘাট পর্বতমালার মধ্যে তিনটি পার্থক্য লেখো।

5.   ভারতের পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো।

 

এখানে শুধু মাত্র ভারতের অবস্থান  প্রশাসনিক বিভাগ এবং ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করা আছে এর পরবর্তীতে ভারতের জলসম্পদ ভারতের জলবায়ু ভারতের মৃত্তিকা এবং ভারতের স্বাভাবিক উদ্ভিদ নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী অংশের জন্য এখানে ক্লিক করো।

দশম শ্রেণীর ভূগোল বিষয়ের  সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর। Wbbse Class 10 Geography All Chapters Question Answer / Suggestion / Notes  সব পেতে প্রতিদিন Visit  করো www.infoeducations.com এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এখানে ক্লিক করে আপডেট পেতে।

আরও দেখুন:-

দশম শ্রেণীর ভূগোল বিষয়ের  সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর। Wbbse Class 10 History All Chapters Question Answer – Click Here

আরও দেখুন:-

দশম শ্রেণীর ভূগোল সাজেশন । Madhyamik Geography Suggestion 2025 – Click Here

দশম শ্রেণীর : - মাধ্যমিক সাজেশন 2025 – Madhyamik All Subject Suggestion 2025 – Click Here

আরও দেখুন:-

দশম শ্রেণীর ইতিহাস সাজেশন । Madhyamik History Suggestion 2025 – Click Here

আরও দেখুন:-

দশম শ্রেণীর বাংলা সাজেশন । Madhyamik Bengali Suggestion 2025 – Click Here

আরও দেখুন:-

দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান সাজেশন । Madhyamik Physical Science Suggestion 2025 – Click Here

আরও দেখুন:-

দশম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন । Madhyamik Life Science Suggestion 2025 – Click Here

আরও দেখুন:-

দশম শ্রেণীর গণিত সাজেশন । Madhyamik Mathematics Suggestion 2025 – Click Here

 দশম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের নোটস সাজেশন পেতে আমাদের সাথে যুক্ত থাকো।  আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact Form) অথবা এখানে Click করে নিজের ডিটেলস সাবমিট করো, খুব শীঘ্রই আমরা Reply  করবো। এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এখানে ক্লিক করে বিভিন্ন রকম আপডেট পেতে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

Enter Your Comment

নবীনতর পূর্বতন