নবম শ্রেণীর বাংলা – ইলিয়াস (লিও তলস্তয়) গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণীর বাংলা – ইলিয়াস (লিও তলস্তয়) গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণীর বাংলা –- ইলিয়াস (লিও তলস্তয়) গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 

Wbbse Class 9 Bengali Elias (গল্প  - ইলিয়াস) Question Answer In Bengali

Wbbse Class 9 Bengali Elias (গল্প  - ইলিয়াস) Question Answer In Bengali ক্লাস 9 (Class 9) বাংলা বিষয়ের গল্প ইলিয়াসের প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে।নবম শ্রেণীর বাংলা বিষয়ের গল্প ইলিয়াসের (class 9 Bengali suggestion 2024) নিচের দেওয়া প্রশ্ন গুলি তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ (Very Very Important) এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনাও অনেক বেশি থাকে। তাই ক্লাস 9 বাংলা বিষয়ের গল্প ইলিয়াসের (Wbbse Class 9 Bengali Golpo Elias) প্রশ্নের উত্তর গুলি তোমরা ভালো করে পড়তে থাকো। আশা করি ক্লাস  9 বাংলা বিষয়ের গল্প ইলিয়াসের প্রশ্ন উত্তর গুলি তোমাদের অনেক সাহায্য করবে। এখানে MCQ ,SAQ , সংক্ষিপ্ত এবং রচনাধর্মী সব রকমের প্রশ্নের আলোচনা করা হলো।

নবম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের নোটস সাজেশন(Class 9 Suggestion All Subject 2024) পেতে আমাদের সাথে যুক্ত থাকো।  আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact Form) নিজের ডিটেলস সাবমিট(Submit) করো। 

নবম শ্রেণীর বাংলা সাজেশান। Class 9 Bengali Suggestion

ইলিয়াস গল্পের mcq  প্রতিটি প্রশ্নের মান1 । নবম শ্রেণীর বাংলা – ইলিয়াস (লিও তলস্তয়) গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর Wbbse Class 9 Bengali Suggestion 2024

1.     ইলিয়াস বসবাস করতো-

A)   উলসা প্রদেশ

B)   উফা  প্রদেশ

C)   উলিত প্রদেশ

D)   উলা প্রদেশ

উত্তর: উফা প্রদেশ

2.     ইলিয়াসের বিবাহের কত বছর পরে তার পিত মারা গিয়েছিলো?

A)   এক বছর

B)   দুই বছর

C)   তিন বছর

D)   চার বছর

উত্তর: এক বছর

3.     কত বছর পরিশ্রম করে ইলিয়াসের প্রচুর সম্পত্তি হয়েছিল?

A)   পঁচিশ বছর

B)   ত্রিশ বছর

C)   পয়ঁত্রিশ বছর

D)   ছত্রিশ বছর

উত্তর: পয়ঁত্রিশ বছর

4.     ভাড়াটে মজুররা ইলিয়াসের কি কাজ করতো ?

A)   দুধ দোয়া , কুমিস , মাখন তৌরি করতো

B)   শুধু মাখন আর কুমিস তৈরী করতো

C)   ঘোড়া দেখা শোনা করতো

D)   গরু  ঘোড়ার দেখা শোনা করতো

উত্তর:গরু  ঘোড়ার দেখা শোনা করতো

5.     "ইলিয়াস তখন খুব বলবোলাও "- বলবোলাও শব্দের অর্থ কী ?

A)   জোরে ডাকা

B)   আস্তে ডাকা

C)   প্রভাব

D)   হাঁকডাক

উত্তর: হাঁকডাক

6.     আশেপাশের লোক ইলিয়াস কে কী করতো ?

A)   ভালোবাসতো

B)   সম্মান করতো

C)   ঈর্ষা করতো

D)   ভয় করতো

উত্তর : ঈর্ষা করতো

7.      "কিন্তু বড়োলোক হবার পরে তারা আয়েশি হয়ে উঠে ছিল "- এখানে তারা কারা ?

A)   ইলিয়াস তার স্ত্রী

B)   প্রতিবেশী

C)   ইলিয়াসের ছেলে মেয়েরা

D)   বাড়ির কর্মচারীরা

উত্তরইলিয়াসের ছেলে মেয়েরা

8.     ইলিয়াসের স্ত্রীর নাম কী ?

A)   শাম

B)   শেমাগী

C)   শাম - শেমাগী

D)   শাম - শাম

উত্তর: শাম - শেমাগী

9.     কত বছর বয়সে ইলিয়াসের দুর্দশা একেবারে চরমে নেমে গেলো ?

A)   পঞ্চান্ন বছর বয়সে

B)   সত্তর বছর বয়সে

C)   পঁচাত্তর বছর বয়সে

D)   পঞ্চাশ বছর বয়সে

উত্তর: সত্তর বছর বয়সে

10.  ইলিয়াসের ঘোড়া চুরি করেছিল

A)   কাজাখরা

B)   ইবলিশরা

C)   কিরবিজরা

D)   নাবিকরা

উত্তর: কিরবিজরা

11.  অথিতিরা ইলিয়াস কে কি বলে সম্বোধন করেছিল ?

A)   ইলিয়াস

B)   মহাশয়

C)   বাবাই

D)   ভিখারি

উত্তর: বাবাই

12.  কতদিন ধরে তারা সুখ খুঁজছিলো ?

A)   জীবনভর

B)   দরিদ্র থাকা কালীন

C)   অর্ধশতাব্দি

D)   এক শতাব্দি

উত্তর: অর্ধশতাব্দি

13.  " একসময় সে তল্লাটের সবচেয়ে ধোনি ছিল " উক্তিটির বক্তা কে ?

A)   ইলিয়াস

B)   মোহাম্মদ শা

C)   ইলিয়াসের স্ত্রী

D)   প্রতিবেশী

উত্তরমোহাম্মদ শা

14.  "সেও তো পাপ " - পাপ টা কী ?

A)   পরস্পরের ঝগড়া

B)   পারস্পরিক অবিশ্বাস

C)   পশুদের যত্ন না নেওয়া

D)   কোনটিই নয় 

উত্তর: পরস্পরের ঝগড়া

15.  "এটা তামাশা নয় " - কথাটি কার ?

A)   মোল্লা

B)   মহম্মদ শা

C)   ইলিয়াস

D)   শাম- শেমাগী

উত্তর: ইলিয়াস

 

ইলিয়াস গল্পের ছোটো প্রশ্ন উত্তর । একটি  বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান1 । নবম শ্রেণীর বাংলা – ইলিয়াস (লিও তলস্তয়) গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর Wbbse Class 9 Bengali Suggestion 2024

1.    "ইলিয়াস " গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর: লিও তলস্তয় এর ' সিলেক্টেড স্টোরিজ '(Selected Stories) গ্রন্থের ' স্টোরিজ ফর ইয়ং রিডার্স '(Stories for Young Readers) থেকে নেওয়া হয়েছে

2.    ইলিয়াসের বিষয় সম্পত্তি বলতে কী কী ছিল ?

উত্তর: সাত টি ঘোটকী , দুটো গরু  আর কুড়িটি ভেড়া ছিল

3.    ভাড়াটে মজুরানিরা কী করতো ?

উত্তর: ভাড়াটে মজুরানিরা দুধ দুইতো , কুমিস , মাখন আর পনির তৈরী করতো

4.    ইলিয়াসের বড়ো ছেলের মৃত্যু কী ভাবে হয়েছিল?

উত্তর: মারামারির মধ্যে পড়ে   গিয়ে ইলিয়াসের বড়ো ছেলের মৃত্যু হয়েছিল

5.    'কুমিস ' শব্দের অর্থ কী ?

উত্তর: ঘোটকীর দুধ দিয়ে তৈরী একধরণের সুস্বাদু পানীয় খাদ্য

6.    ইলিয়াসকে করা ভাগ্যবান বলতো ?

উত্তর: ইলিয়াস কে তার প্রতিবেশী রা ভাগ্যবান বলতো

7.    ইলিয়াসের কজন ছেলে মেয়ে ?

উত্তর: ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে

8.    ইলিয়াস ছোট ছেলেকে কী কী সম্পত্তি দিয়েছিলো?

উত্তর: ইলিয়াস ছোট ছেলে কে একটি বাড়ি, কিছু গরু ঘোড়া দিয়েছিলো

9.    কিরবীজ করা ?

উত্তর: রাশিয়া উপজাতি অধ্যুষিত অঞ্চলের যাযাবর শ্রেণীর এক দস্যুদল

10.  কত বছর বয়সে ইলিয়াস নিঃস্ব হয়ে পড়েছিল ?

উত্তর: সত্তর বছর বয়সে ইলিয়াস একবারে নিঃস্ব হয়ে পড়েছিল

11.  ইলিয়াসের বোঁচকাই কী ছিল ?

উত্তর: ইলিয়াসের বোঁচকাই একটি লোমের তৈরী  কোট, টুপি বুট আর জুতো ছিল

12.  মহম্মদ শা কে ?

উত্তর: মহম্মদ শা হলেন ইলিয়াসের প্রতিবেশী যিনি শেষ জীবনে ইলিয়াস কে আশ্রয় দিয়েছিলেন

13.  "বাবাই একবার এই দিকে এস তো ' - কে কাকে বাবাই বলে ডাকে ?

উত্তর: মহম্মদ শা ইলিয়াস কে বাবাই বলে ডাকে .

14.  'আচ্ছা ঠাকমা'  - কে কাকে ' ঠাকমা ' বলেছে?

উত্তর: মহম্মদ শা এর বাড়িতে আগত এক অথিতি শাম - শেমাগী কে ঠাকমা বলেছে

15.  অথিতিরা বিস্মিত হলো কেন ?

উত্তর: একসময় উফা প্রদেশের সবচেয়ে ধোনি বেক্তি বর্তমানে মহম্মদ শা এর বাড়িতে ভাড়াটে মজুর - কথা শুনে অথিতি রা বিস্মিত হলো।

সংক্ষিপ্ত প্রশ্ন গুলির উত্তর খুব সুন্দর ভাবে যত্ন করে তোমাদের জন্য লেখা হয়েছে। পরীক্ষায় এলে এইভাবেই লিখবে।

ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর  সংক্ষিপ্ত প্রশ্ন গুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান3 । নবম শ্রেণীর বাংলা – ইলিয়াস (লিও তলস্তয়) গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর Wbbse Class 9 Bengali Suggestion 2024

1.     বলবোলাও ' শব্দের অর্থ কী ? ' বলবোলাও ' এর কারণ লেখো

উত্তর: আলোচ্য উদ্ধৃতাংশ টি লিও তলস্তয় এর ' ইলিয়াস' গল্প থেকে নেওয়া হয়েছে এখানে  ' বলবোলাও ' শব্দের অর্থ হাঁকডাক  তথা প্রতিপত্তি।

         প্রথম জীবনে ইলিয়াসের আর্থিক অবস্থা ভালো না থাকলেও পয়ঁত্রিশ বছর অক্লান্ত পরিশ্রম করে অগাধ সম্পত্তি বানিয়ে ফেলেছিলো সে তখন তার দুইশ ঘোড়া , দেড়শো গরু - মোষ আর বারোশো ভেড়া ছিল এবং এদের দেখা শোনার জন্যে ভাড়াটে মজুর ছিল ফলে এলাকায় ইলিয়াসের খ্যাতি , প্রতিপত্তি ছড়িয়ে পরে ছিল সেই প্রসঙ্গে ' বলবোলাও ' শব্দটি উল্লেখ করা হয়েছে

2.     "ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ"- কে কেন কথা বলেছে?

উত্তর: উল্লিখিত অংশটি লিও তলস্তয় এর ' ইলিয়াস ' গল্প থেকে নেওয়া হয়েছে প্রশ্নে উদ্ধৃত বক্তাটি হলো ইলিয়াসের জৈনক প্রতিবেশী

              প্রথম জীবনে ইলিয়াসের আর্থিক অবস্থা ভালো না থাকলেও পয়ঁত্রিশ বছর অক্লান্ত পরিশ্রম করে অগাধ সম্পত্তি বানিয়ে ফেলেছিলো সে তখন তার দুইশ ঘোড়া , দেড়শো গরু - মোষ আর বারোশো ভেড়া ছিল এবং এদের দেখা শোনার জন্যে ভাড়াটে মজুর ছিল এবং তাদের কাজ ছিল দুধে, মাখন , পনির কুমিস সংগ্রহ করা এই সব কিছু থেকে  বোঝা যাই যে ইলিয়াসের আয়েশি জীবন ছিল এত সবকিছু দেখে ইলিয়াস এর প্রতিবেশী রা ইঈর্ষাপরান্নিত হয়েই বিদ্রূপরাত্মক এই উক্তিটি করেছিল

3.      ইলিয়াসের স্ত্রীর নাম কী ? সে কিভাবে তার স্বামী কে সাহায্য করতো ?

উত্তর :    লিও তলস্তয় লেখা " ইলিয়াস" গল্পে ইলিয়াসের স্ত্রীর নাম হলো শাম - শেমাগী

           শাম- শেমাগী অত্যন্ত ধীর স্বভাবের নারী বরাবরই সে স্বামীর পাশে থেকেছে , ভালোমন্দ অংশীদারি হয়েছে যখন ইলিয়াস নিঃস্ব হয়ে পড়েছে তখনও    শাম - শেমাগী তার সঙ্গী হয়েই পাশে থেকেছে মহম্মদ শা বাড়িতে ইলিয়াস কাজ করার সময় তার স্ত্রী মনিবের ঘোটকী গোরুগুলোর দুধ দুইতো  আর কুমিস বানাতো মোটকথা স্বামীর হাতে হাতে কাজ করে দেবার জন্যে সর্বদাই সে স্বামীর পাশে থাকতো এবং সাহায্য করতো।

4.     'সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘরে' -- একথা কে বলেছিলো? কখন বলেছিলো?

উত্তর: উপরিউক্ত উদ্ধৃতাংশটি লিও তলস্তয় এর লেখা 'ইলিয়াস' গল্প থেকে গৃহীত হয়েছে উদ্ধৃতাংশটির বক্তা হলেন মহম্মদ  শা এর বাড়িতে আগত এক অথিতি

            ইলিয়াসের জীবনে দুঃসময় চলাকালীন যখন সে মহম্মদ  শা এর বাড়িতে কর্মচারী হিসেবে নিযুক্ত হয়েছিলেন, সেই সময় মহম্মদ  শা এর বাড়িতে কিছু অথিতির আগমন ঘটে ।মহম্মদ  শা এর পরামর্শে ইলিয়াস অথিতিদের সাদর অভ্যর্থনা জানইয়ে

 যখন খাবার পরিবেশন করছিল তখন এক অথিতি উল্লিখিত উক্তিটি করেছিল।

5.     ' স্বামীও হাসছে' -- 'স্বামী' কে ? তার হাসির কারণ কী?

উত্তরআলোচ্য অংশটি লিও তলস্তয় এর রচিত ' ইলিয়াস ' শীর্ষক ছোট গল্প থেকে নেওয়া হয়েছে এখানে স্বামী বলতে ইলিয়াস কে বোঝানো হয়েছে।

           শেষ জীবনে জীবনদর্শনের বাস্তব সত্যটি ইলিয়াস তার স্ত্রী শাম-শেমাগী বুঝতে পেরেছিল। তাদের দুঃখের কোথায় অতিথিরা দুঃখিত হলেও জীবনে আসল সুখের সন্ধান পাওয়াই  তারা খুব আনন্দিত ছিল। তাই অতিথিদের সামনে এই কথাগুলি বলতে তাদের কোনো কষ্ট হয়নি, বরং আনন্দই হয়েছে। তাই সে হেসে হেসেই ঘটনা ব্যক্ত করেছে আর তার সঙ্গী হয়েছে তার স্বামী ইলিয়াস।

6.     মোল্লা কে? তারা কীভাবে অ্যাপায়িত হলো?

উত্তর: লিও  তলস্তয় এর ' ইলিয়াস ' গল্পে মোল্লা হলো  মহম্মদ শা এর বাড়িতে আগত অথিতিদের মধ্যে একজন বেক্তি।

          ইলিয়াস অত্যন্ত অথিতিবৎসল একজন ব্যাক্তি। নিজের সাধ্য না থাকলেও মনিবের আদেশমত সে অতিথিদের যথেষ্ট অ্যাপায়ন  করেছিল ।মহম্মদ শা ইলিয়াস কে একটা ভেরা এনে মারতে বলেছিল , ইলিয়াস তার চামড়া ছড়িয়ে , সেদ্ধ করে অথিতিদের কাছে পাঠিয়েছিলো। সব শেষে অথিতিদের খাওয়াদাওয়ার পরে চা কুমিস এর বন্দোবস্ত ইলিয়াস করেছিল।

7.     "আর এখন?" -- 'এখন' বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? সে সময়ে কী হয়েছিল?

উত্তর: আলোচ্য গল্পটি লিও তলস্তয় এর 'ইলিয়াসগল্প থেকে নেওয়া হয়েছে। গল্পে   ' এখন ' বলতে ইলিয়াসের শেষ জীবনের কোথাই বলা হয়েছে   মহম্মদ শা এর অতিথিদের কাছে ইলিয়াস তার জীবনের সুখ দুঃখ আলোচলার প্রসঙ্গে ' এখন' শব্দটি প্রয়োগ করেছে।

     পূর্বে যখন ইলিয়াস জীবনে অগাধ সম্পত্তি ছিল তখন তার জীবনে প্রকৃত সুখ ছিলোনা। কিন্তু যখন তারা দরিদ্র হয়ে  পড়েছিল এবং মহম্মদ শা এর বাড়িতে থাকতে শুরু করেছিল তখন তারা উপলব্ধি করেছিল জীবনের প্রকৃত সুখ। সেই সময় ইলিয়াস তার স্ত্রী সকালে একসঙ্গে ঘুম থেকে উঠতে, সুখ দুঃখের গল্প করতো। তাদের মধ্যে সেই সময় ঝগড়া বা দুশ্চিন্তা ছিলনা। যতটা পারতো পরিশ্রম করতো, বাড়ি এসে খাবার কুমিস খেয়ে ক্ষুধা নৃবিত্ত করতো। শীতকালে শরীর গরম রাখার লোমের কোট ছিল, ছিল ভাবার মতো সময়, সময় ছিল ঈশ্বরের কাছে প্রার্থনা করার। এই সময় টা ছিল ইলিয়াসের জীবনের খুব মূল্যবান সময়। আর প্রশ্নঅংশে এই সময় এর কোথাযই বলা হয়েছে

ইলিয়াস গল্প নবম শ্রেণী রচনা ধর্মী প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান5 । নবম শ্রেণীর বাংলা ইলিয়াস (লিও তলস্তয়) গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর Wbbse Class 9 Bengali Suggestion 2024

1)    ইলিয়াস' গল্পে ইলিয়াসের জীবনের যে উত্থানপতন, সুখদুঃখের দোলাচলতা লক্ষ্য  করা যায় তা নিজের ভাষায় লেখো ( )

উত্তরআপডেট করা হবে

2)    'ইলিয়াস' গল্পে যে জীবনদর্শন ব্যক্ত হয়েছে, তা ব্যাখ্যা করো। ( )

উত্তরআপডেট করা হবে

3)    মহম্মদ শা- চরিত্র আলোচনা করো

উত্তরআপডেট করা হবে

4)    'সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে'- কখন কথা বলা হয়েছে? কথা বলার কারণ কী?( + )

উত্তরআপডেট করা হবে

5)    ' কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন'- কোন সত্যের কথা বলা হয়েছে ? তা কিভাবে উন্মুক্ত হয়েছে? (+)

উত্তরআপডেট করা হবে

6)    " এটা খুবেই জ্ঞান এর কথা' - বক্তা কেজ্ঞান এর কথাটি কী? বক্তা কেন এমন কথা বলেছেন? (+ + )

উত্তরআপডেট করা হবে


নবম শ্রেণীর বাংলা বিষয়ের সমস্ত ব্যাকরণ, গল্প, কবিতার প্রশ্ন উত্তর । WBBSE Class 9 Bengali Question and Answer / Suggestion / Notes  সব পেতে প্রতিদিন Visit  করো www.infoeducations.com এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এখানে ক্লিক করে বিভিন্ন রকম  আপডেট পেতে।

 

আরও দেখুন:-

নবম শ্রেণীর বাংলা বিষয়ের সমস্ত ব্যাকরণ, গল্প, কবিতার প্রশ্ন উত্তর। Wbbse Class 9 Bengali Question Answer – Click Here

আরও দেখুন:-

নবম শ্রেণীর বাংলা সাজেশন Class 9 Bengali Suggestion 2024 – Click Here

আরও দেখুন:-

নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান সাজেশন Class 9 Physical Science Suggestion 2024 – Click Here

আরও দেখুন:-

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন Class 9 Life Science Suggestion 2024 – Click Here

আরও দেখুন:-

নবম শ্রেণীর ইতিহাস সাজেশন Class 9 History Suggestion 2024 – Click Here

আরও দেখুন:-

নবম শ্রেণীর ভূগোল সাজেশন Class 9 Geography Suggestion 2024 – Click Here

আরও দেখুন:-

নবম শ্রেণীর গণিত সাজেশন Class 9 Mathematics Suggestion 2024 – Click Here

 

নবম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের নোটস সাজেশন পেতে আমাদের সাথে যুক্ত থাকো।  আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact Form) অথবা এখানে Click করো নিজের ডিটেলস সাবমিট করো, খুব শীঘ্রই আমরা Reply  করবো। এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এখানে ক্লিক করে বিভিন্ন রকম আপডেট পেতে।

 

1 মন্তব্যসমূহ

Enter Your Comment

নবীনতর পূর্বতন