HS Class 12 Semester 3 Biological Science Question Paper Suggestion 2025 । WBCHSE উচ্চ মাধ্যমিক জীববিদ্যা সাজেশন

1

WB HS Biological Science Question Paper 2025 PDF Download

HS Class 12 Semester 3 Biological Science Question Paper Suggestion 2025 । WBCHSE উচ্চ মাধ্যমিক জীববিদ্যা সাজেশন


উচ্চমাধ্যমিক 2025 Biology Question Paper প্রস্তুতিতে WB HS Biological Sciences Question Paper 2024 (PDF) ও HS Biology Question Paper 2024 | HS Biology Question Paper 2025 Solution/HS 2025 Biology এর মতো গুরুত্বপূর্ণ টপিকগুলো অত্যন্ত সহায়ক। ছাত্রছাত্রীদের জন্য 3rd Semistar Biological Science.pdf, Hs sem 3 biological science question paper with answers, Hs sem 3 biological science question paper pdf download এবং Hs sem 3 biological science question paper pdf বিশেষভাবে উপকারী হবে। পাশাপাশি ABTA Test Paper 2025 Class 12 Semester 3 | ABTA Test Paper ও West Bengal Board HS Biological Science Question Papers চর্চার মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করা সম্ভব। সবশেষে HS Biology Question Paper 2025 PDF download লিঙ্কের মাধ্যমে সহজেই প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষার আগে ভালোভাবে রিভিশন করা যাবে।


উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান সাজেশন 2025 | WBCHSE HS Biology Suggestion PDF Download


WBCHSE HS Sem 3 Question Paper Suggestions 2025 PDF download এবং HS 2025 Biology Question Paper পরীক্ষার আগে পড়াশোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা WBCHSE last 5 years Question Paper PDF with answers Biology Class 12 বা HS Biology Question Paper 2024 PDF Download খুঁজছেন, তাদের জন্য WBCHSE Class 12 Biology Semester 3 Model Question ও HS Class 12 3rd Semester Biology Suggestion MCQ PDF বিশেষ সহায়ক। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান সাজেশন ২০২৫, উচ্চ মাধ্যমিক জীববিদ্যা সাজেশন 2025 pdf | HS biology এবং HS জীববিজ্ঞান সাজেশন 2025 ডাউনলোড করুন - শেষ মুহূর্তের প্রশ্ন ছাত্রছাত্রীদের প্রস্তুতি আরও মজবুত করবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক ইংরেজি সাজেশন 2025, উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর, ভূগোল সাজেশন 2025 উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2025 PDF, মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2025 pdf এবং দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025-ও সমানভাবে কাজে আসবে। জীবের জনন class 12 mcq ও ক্লাস ১২ বায়োলজি সিলেবাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড 2025 অধ্যায়ের প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্ভব।


ক্লাস 12 উচ্চমাধ্যমিক 2025 Biology Question Paper 


A. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 x 40 = 40 


1. একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোশের ক্রোমোজোম সংখ্যা 38। এই উদ্ভিদের সস্য কোশের ক্রোমোজোম সংখ্যা কত হবে?

(a) 38 (b) 19 (c) 57 (d) 76


2. একটি আদর্শ ভ্রূণস্থলীতে নিউক্লিয়াসের সজ্জারীতি হবে –

(a) 3+2+3 (b) 2+4+2 (c) 2+3+3 (d) 3+3+2


3. পতঙ্গপরাগী ফুল হয় –

(a) বর্ণযুক্ত, গন্ধযুক্ত, ভারী পরাগরেণু যুক্ত

(b) বর্ণহীন, গন্ধযুক্ত, হালকা পরাগরেণু যুক্ত

(c) বর্ণযুক্ত, গন্ধযুক্ত, হালকা পরাগরেণু যুক্ত

(d) বর্ণহীন, গন্ধহীন, ভারী পরাগরেণু যুক্ত


4. Assertion : বর্তমান মানব অপেক্ষা ক্রোম্যাগনন মানবের অধিক বুদ্ধিমত্তা ছিল।

Reason : ক্রোম্যাগনন মানবকে আধুনিক মানবের নিকটতম পূর্বসূরী রূপে গণ্য করা।

(a) Assertion ও Reason উভয়ই সত্য এবং Reason, Assertion-এর সঠিক ব্যাখ্যা

(b) Assertion সত্য কিন্তু Reason মিথ্যা

(c) Assertion ও Reason উভয়ই মিথ্যা

(d) Assertion ও Reason উভয় সত্য কিন্তু Reason, Assertion-এর সঠিক ব্যাখ্যা নয়


5. কোন অবস্থায় একটি প্রজাতিতে জিনের অনুপাত ধ্রুবক থাকে?

(a) Gene flow (b) Mutation (c) Random mating (d) Sexual selection


6. স্বাভাবিক হিমোগ্লোবিনের জন্য দায়ী একটি অ্যালিল এবং সিকল সেল-এর জন্য দায়ী একটি অ্যালিলযুক্ত ব্যক্তি ম্যালেরিয়া প্রতিরোধী হয়। এটি একটি –

(a) হেটেরোজাইগোট অ্যাডভান্টেজ

(b) রিসেসিভ সুপিরিওরিটি

(c) ডমিন্যান্ট সুপিরিওরিটি

(d) হোমোজাইগোট অ্যাডভান্টেজ


7. কোন সজ্জাটিকে 'প্রিবনাউ বক্স' বলে?

(a) 5' ATATTA 3' (b) 5' TATAAT 3' (c) 5' TAATTA 3' (d) 5' TAATAAT 3'


8. tRNA-র CCA 3' প্রান্তকে বলে –

(a) অ্যামাইনো অ্যাসিড সংযুক্তির স্থান

(b) DHU লুপ

(c) TyC লুপ

(d) অ্যান্টিকোডন লুপ


9. ওকাজাকি খণ্ডক সংশ্লেষণের অভিমুখ হল –

(a) 5' → 5' (b) 3' → 5' (c) 5' → 3' (d) 3' → 3'


10. নীচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক?

(a) ডাউন সিন্ড্রোম → 21তম ক্রোমোজোম

(b) হিমোফিলিয়া → Y ক্রোমোজোম

(c) সিকল সেল অ্যানিমিয়া → X ক্রোমোজোম

(d) পারকিনসনস্ রোগ → X ও Y ক্রোমোজোম


11. মানুষের থ্যালাসেমিয়া রোগে হিমোগ্লোবিন অণুর β-শৃঙ্খলের পরিবর্তন কীরূপ মিউটেশনের ফলে ঘটে?

(a) ট্রানজিশন (b) ট্রান্সভারশন (c) ফ্রেমশিফট (d) কোনোটিই নয়


12. ডবল ট্রাইজোমিতে ক্রোমোজোম সংখ্যা কত হবে?

(a) (2n+1)² (b) 2n+1+1 (c) 2n-1-1 (d) 2(2n-1)


13. ‘O’ ব্লাডগ্রুপযুক্ত শিশুর বাবা ‘B’ ব্লাডগ্রুপযুক্ত। এক্ষেত্রে বাবার জিনোটাইপ কী হবে?

(a) IBIB (b) IAIB (c) IBI° (d) I°I°


14. সম্পূর্ণ লিংকেজ দেখা যায় যে প্রাণীতে সেটি হল –

(a) পাখি (b) পুং ড্রসোফিলা (c) সাপ (d) স্ত্রী ড্রসোফিলা


15. একজন স্বাভাবিক হোমোজাইগাস স্ত্রীলোক এবং একজন হিমোফিলিক পুরুষের মধ্যে বিয়ে হলে কত সংখ্যক সন্তান এই রোগে আক্রান্ত হবে?

(a) 1% (b) 100% (c) 0% (d) 50%


16. HIV ভাইরাস AIDS রোগীর কোন কোশকে বিনষ্ট করে?

(a) সাপ্রেসর কোশ (b) NK কোশ (c) হেল্পার T কোশ (d) সবগুলি


17. নীচের সবগুলি কন্ট্রাসেপশন বাধাদায়ক পদ্ধতি, ব্যতিক্রম হল –

(a) IUD (b) ডায়াফ্রাম (c) কন্ডোম (d) ডাচ ক্যাপ


18. অ্যাক্রোজোম টুপি একপ্রকার –

(a) ফ্লাজেলাম (b) রাইবোজোম (c) বেসাল বডি (d) লাইসোজোম


19. নিম্নলিখিত স্তম্ভ দুটিকে মেলাও ও সঠিক বিকল্পটি দেখাও :

A. প্লাসেন্টা – 1. অ্যান্ড্রোজেন

B. জোনাপেলুসিডা – 2. HCG

C. বালবোইউরেথ্রাল গ্রন্থি – 3. ডিম্বানুর আবরণ 

D. লেডিগ কোশ – 4. পিচ্ছিল পদার্থ

(a) A-3, B-2, C-4, D-1

(b) A-2, B-3, C-4, D-1

(c) A-4, B-3, C-1, D-2

(d) A-1, B-4, C-2, D-3


20. সঠিক মন্তব্যগুলি নির্বাচন করো :

(i) হিমোফিলিয়া হল একটি লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন রোগ

(ii) ডাউন সিন্ড্রোম ঘটে অ্যানিউপ্লয়েডির কারণে

(iii) ফিনাইল কিটোনিউরিয়া হল অটোজোমাল প্রচ্ছন্ন

(iv) সিকল সেল অ্যানিমিয়া হল X-লিংকড প্রচ্ছন্ন

(a) (i), (iii), (iv) (b) (i), (ii), (iii) (c) (i), (iv) (d) (ii), (iv)


21. একটি DNA-তে গুয়ানিন কত শতাংশ থাকবে, যদি অ্যাডেনিন 20% থাকে?

(a) 20% (b) 30% (c) 40% (d) 60%


22. পরাগথলির ভেতরের স্তরকে বলে –

(a) ট্যাপেটাম (b) স্কুটেলাম (c) কোলারাইজা (d) পরাগপিন্ড


23. ডিম্বকরন্ধ্র দিয়ে পরাগনালী প্রবেশ করাকে বলে –

(a) মেসোগ্যামী (b) চ্যালাজোগ্যামী (c) পোরোগ্যামী (d) অ্যালোগ্যামী


24. নীচের কোনটি বর্ণান্ধ জিনের বাহক হবে? (C=স্বাভাবিক, C+=বর্ণান্ধ)

(a) C|C+ (b) C|P (c) C+|C+ (d) C+|C


25. ওপেরন মডেলে রিপ্রেসর প্রোটিন যার সঙ্গে যুক্ত হয় –

(a) সাংগঠনিক জিন (b) নিয়ন্ত্রক জিন (c) অপারেটর জিন (d) প্রোমোটার জিন


26. নীচের কোনটির ক্ষেত্রে চারগাফের সূত্র প্রযোজ্য?

(a) ss DNA (b) ss RNA (c) ds RNA (d) ds DNA


27. DNA পলিমারেজ অংশ নেয় –

(a) ট্রান্সক্রিপশন (b) রেপ্লিকেশন (c) ট্রান্সলেশন (d) স্পাইসিং


28. 6টি কুণ্ডলীযুক্ত একটি DNA খণ্ডে 12 জোড়া N-বেস আছে। এতে কয়টি সাইটোসিন বেস থাকবে?

(a) 22 (b) 44 (c) 76 (d) 38


29. কোনটি প্রাণের উৎপত্তির সময় বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল?

(a) NH₃ (b) H₂ (c) CH₄ (d) কোনোটিই নয়


30. সমসংস্থ অঙ্গের মিল দেখা যায় –

(a) গঠনগত (b) শারীরবৃত্তীয় (c) কার্যগত (d) আকারগত


31. মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন –

(a) কোরেন্স (b) ডারউইন (c) শেরম্যাক (d) হুগো দ্য ভ্রিস


32. প্রাকৃতিক নির্বাচনের মূল ভিত্তির ক্ষেত্রে সত্য –

(a) সময় (b) মিউটেশন (c) পূর্বস্থিত অভিযোজন সহায়ক প্রকরণ (d) জিন মাইগ্রেশনের ফলে নতুন অ্যালিল বিন্যাস


33. নীচের কোনটি জেনেটিক ড্রিফট-এর ফলে ঘটে না?

(a) বটলনেক এফেক্ট (b) অ্যাডাপটিভ রেডিয়েশন (c) ফাউন্ডার এফেক্ট (d) স্যাম্পলিং এরর


34. ডারউইনের ফিঞ্চ পাখি সেটির একটি উত্তম উদাহরণ –

(a) সংযোজক প্রাণী (b) মৌসুমি পরিযান (c) নির্দিষ্ট পরজীবিতা (d) অভিযোজনগত বিকিরণ


35. পিকিং মানবের মস্তিষ্ক পরিসর ছিল –

(a) 900 cc (b) 1075 cc (c) 1660 cc (d) 1450 cc 



HS Class 12 3rd Semester Biology Suggestion MCQ


A. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 x 40 = 40 

1. 1600টি বীজ উৎপাদন করতে কতগুলি মিয়োসিস বিভাজন প্রয়োজন?

(a) 2400

(b) 2000

(c) 1600

(d) 1800


2. এর মধ্যে কোন উদ্ভিদটি সহবাসী এবং একই উদ্ভিদে গেইটোনোগ্যামী এবং জেনোগ্যামী উভয়ই সম্ভব?

(a) পেঁপে

(b) খেজুর

(c) ভুট্টা

(d) পালং


3. ভুল জোড়টি শনাক্ত করো :

(a) অ্যানিমোফিলি — বায়ুপরাগী

(b) হাইড্রোফিলি — বাদুড় পরাগী

(c) অর্নিথোফিলি — পক্ষীপরাগী

(d) এন্টেমোফিলি — পতঙ্গরাগী


4. ডিম্বকরন্ধ্র থেকে শুরু করে ডিম্বকমূল পর্যন্ত একটি নিষিক্ত ভ্রূণস্থলীর বিভিন্ন অংশগুলি ক্রমানুযায়ী সাজাও :

(a) জাইগোট → বিনষ্টপ্রায় প্রতিপাদ কোশ সমষ্টি → প্রাথমিক সস্য কোশ → বিনষ্টপ্রায় সহকারী কোশ → প্রাথমিক সস্য নিউক্লিয়াস

(b) বিনষ্টপ্রায় প্রতিপাদ কোশ সমষ্টি → জাইগোট → বিনষ্টপ্রায় সহকারী কোশ → প্রাথমিক সস্য কোশ → প্রাথমিক সস্য নিউক্লিয়াস

(c) বিনষ্টপ্রায় সহকারী কোশ → জাইগোট → প্রাথমিক সস্য কোশ → প্রাথমিক সস্য নিউক্লিয়াস → বিনষ্টপ্রায় প্রতিপাদ কোশ সমষ্টি

(d) বিনষ্টপ্রায় সহকারী কোশ → জাইগোট → প্রাথমিক সস্য নিউক্লিয়াস → প্রাথমিক সস্য কোশ → বিনষ্টপ্রায় প্রতিপাদ কোশ সমষ্টি


5. প্রসবের সংকেত বা উদ্দীপনা স্ত্রী দেহে কোথা হতে উৎপন্ন হয়?

(a) পরিণত ভ্রূণ থেকে

(b) প্লাসেন্টা এবং পরিণত ভ্রূণ উভয় থেকে

(c) প্লাসেন্টা থেকে

(d) মাতৃপিটুইটারী থেকে নিঃসৃত অক্সিটোসিন থেকে


6. মানব স্ত্রী দেহের জনন চক্রটি ক্রমানুযায়ী সাজাও :

(i) FSH ক্ষরণ

(ii) ওভুলেশান

(iii) কর্পাস লুটিয়াম গঠন

(iv) ডিম্বথলির বৃদ্ধি ও উজেনেসিস

(v) LH-এর আকস্মিক বৃদ্ধি

(a) i-iii-v-iv-ii

(b) i-iv-v-ii-iii

(c) iv-i-v-iii-ii

(d) vii-iii-i-ii


7. স্পার্মাটোজেনেসিসের ধাপগুলিকে ক্রমানুযায়ী সাজাও :

(i) স্পার্মাটোজোয়া

(ii) স্পার্মাটোগোনিয়া

(iii) প্রাথমিক স্পার্মাটোসাইট

(iv) গৌন স্পার্মাটোসাইট

(v) স্পার্মাটিড

(a) i-ii-iii-iv-v

(b) ii-i-iii-iv-v

(c) ii-iii-iv-v-i

(d) v-i-iii-iv-ii


8. HCG, HPL এবং রিলাক্সিন এই তিনটি হরমোন সাধারণত তৈরি হয় –

(a) পিউবার্টির সময়ে

(b) গর্ভকালীন সময়ে

(c) রজঃচক্রকালীন সময়ে

(d) মেনোপজের সময়ে


9. নেবেনকার্ন কিসের অংশ?

(a) ভ্রূণ

(b) ডিম্বাণু

(c) শুক্রাণু

(d) পরিণত ডিম্বথলি


10. 16–32 কোশের ভ্রূণকে কি বলা হয়?

(a) ব্লাস্টুলা

(b) মরুলা

(c) ট্রফোব্লাস্ট

(d) গ্যাস্টুলা


11. নিম্নলিখিতগুলি বিভিন্ন প্রকার ART এবং তাদের পদ্ধতি :

(A) IVF → স্ত্রী জনন নালীতে গ্যামেটের মিলন

(B) ZIFT → ৪টি ব্লাস্টোমিয়ার যুক্ত ভ্রূণ বা জাইগোট জরায়ুতে প্রতিস্থাপন

(C) IUT → জাইগোট বা ৪টি ব্লাস্টোমিয়ার যুক্ত ভ্রূণ ফ্যালোপিয়ান নালীতে প্রতিস্থাপন

(D) GIFT → গ্যামেটগুলিকে ফ্যালোপিয়ান নালীতে প্রতিস্থাপন

কতগুলি পদ্ধতি সঠিকভাবে বর্ণিত আছে?

(a) 3

(b) 4

(c) 2

(d) 1


12. ভারতবর্ষে অ্যামনিওসেন্টেসিস পুরোপুরি নিষিদ্ধ হওয়া উচিত কারণ –

(a) এটি খুবই ব্যয়সাপেক্ষ

(b) এটি ক্রোমোজোমগত অস্বাভাবিকতা নির্ধারণ করতে পারে

(c) এটি একটি জটিল শল্য চিকিৎসা পদ্ধতি

(d) এটি ভ্রূণের লিঙ্গ নির্ধারণে এবং ভ্রূণ হত্যায় ব্যবহার করা হয়


13. LNG-20 হল –

(a) প্রোজেস্টেরন সহযোগে একটি IUD

(b) CU সহযোগে একটি IUD

(c) CU এবং প্রোজেস্টেরন সহযোগে একটি IUD

(d) একটি সাধারণ IUD


14. একটি DNA-তে 27% থাইমিন আছে। ঐ DNA-তে কত শতাংশ গুয়ানিন বর্তমান?

(a) 23%

(b) 32%

(c) 36%

(d) 73%


15. E. Coli ব্যাকটেরিয়াতে Lac Operon-এর জিনগুলি switch on হয় যখন ল্যাকটোজ –

(a) মাধ্যমে বর্তমান থাকে এবং রিপ্রেসরের সাথে আবদ্ধ হয়

(b) মাধ্যমে বর্তমান থাকে না এবং রিপ্রেসর অপারেটারের সাথে যুক্ত হয়

(c) মাধ্যমে বর্তমান থাকে না এবং RNA পলিমারেজ অপারেটারের সাথে যুক্ত হয়

(d) মাধ্যমে বর্তমান থাকে এবং RNA পলিমারেজের সাথে যুক্ত হয়


16. এর মধ্যে কোনগুলি মৌমাছির লিঙ্গ নির্ধারণকে সূচিত করে –

(i) শুক্রাণু এবং ডিম্বানুর মিলনে সর্বদা স্ত্রী মৌমাছি তৈরি হয়

(ii) পুরুষ মৌমাছি সর্বদা স্ত্রী মৌমাছির অর্ধেক ক্রোমোজোম বহন করে

(iii) পুরুষ হ্যাপ্লয়েড হয় এবং 32 ক্রোমোজোম যুক্ত হয়

(iv) সমস্ত শ্রমিক এবং পুরুষ ডিপ্লয়েড হয় এবং 16টি ক্রোমোজোম যুক্ত হয়

(a) i এবং ii

(b) ii এবং iii

(c) i এবং iv

(d) ii এবং iv


17. একটি DNA খণ্ড যার ট্রান্সক্রিপশন হবে :

3'ATTGCC5'

5'TAACGG3'

এই DNA-এর ওপরের তন্ত্রীটি টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে কাজ করলে mRNA-এর সজ্জাবিন্যাস হবে –

(a) 5'AUUGCC3'

(b) 5'AUUCGG3'

(c) 5'UAACGG3'

(d) 5'GGCAAU3'


18. এর মধ্যে কোনটি অভিযোজনগত বিকিরণের ফল?

(a) বিভিন্ন প্রজাতির মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি

(b) প্ৰজাতিকরণের হার হ্রাস পাওয়া

(c) প্রজাতিদের মধ্যে অঙ্গসংস্থানিক বৈচিত্র্য কমে যাওয়া

(d) একটি ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী বিভিন্ন পপুলেশনের মধ্যে দ্রুত অপসারী বিচ্ছিন্নতা সৃষ্টি হওয়া


19. … দিয়ে কোন ধরনের বন্ধনীর কথা বোঝানো হয়েছে?

HS Class 12 Semester 3 Biological Science Question Paper Suggestion 2025 । WBCHSE উচ্চ মাধ্যমিক জীববিদ্যা সাজেশন

(a) হাইড্রোজেন বন্ড

(b) পেপটাইড বন্ড

(c) N-গ্লাইকোসাইডিক বন্ড

(d) ফসফোডাই এস্টার বন্ড


20. এর মধ্যে কোনটি অ্যামাইনোপুল থেকে অ্যামাইনো অ্যাসিড সংগ্রহ করে mRNA- এর নিকটে নিয়ে যায়?

(a) mRNA

(b) hnRNA

(c) rRNA

(d) tRNA


21. কোন দুটি বক্তব্য সঠিক চিহ্নিত করো :

(i) সমবৃত্তীয় অঙ্গ অপসারী অভিব্যক্তির ফল

(ii) বেশি পরিমাণে পেস্টিসাইড, হার্বিসাইডের ব্যবহার সময়ের সাথে প্রতিরোধী ভ্যারাইটি নির্বাচনে সক্ষম

(iii) ডারউইনের তত্ত্ব – প্রাকৃতিক নির্বাচন মতবাদ

(iv) ডারউইনের মতে একটি বৃহৎ মিউটেশন এক ধাপে অভিব্যক্তিতে সক্ষম হয়

(a) i এবং ii

(b) ii এবং iii

(c) i এবং iv

(d) iii এবং iv


22. এর মধ্যে কোন crossটি linkage-এর পরীক্ষার জন্য আদর্শ?

(a) aaBB × aaBB

(b) AABB × aabb

(c) AaBb × AaBb

(d) AAbb × AaBB


23. প্রোক্যারিওটিকদের Gene expression কোন পর্যায়ে নিয়ন্ত্রিত হয়?

(a) DNA replication

(b) ট্রান্সক্রিপশন

(c) ট্রান্সলেশন

(d) ট্রানজিশন


24. ক্রমানুযায়ী সাজাও :

(i) Homo erectus

(ii) Neanderthal man

(iii) Homo habilis

(iv) Homo sapiens

(a) i-ii-iii-iv

(b) iii-i-ii-iv

(c) iii-ii-i-iv

(d) iv-iii-i-ii


25. DNA-নির্ভরশীল RNA পলিমারেজ DNA যে তন্ত্রীটিতে অনুঘটন ক্রিয়া সম্পন্ন করে সেই তন্ত্রীটিকে বলা হয় –

(a) কোডিং স্ট্র্যান্ড

(b) আলফা স্ট্র্যান্ড

(c) টেমপ্লেট স্ট্র্যান্ড

(d) অ্যান্টি স্ট্র্যান্ড


26. p²+2pq+q²=1 এই সমীকরণটি কাজ করে না যদি পপুলেশনটিতে –

(a) অনবরত মিউটেশন ঘটতে থাকে

(b) দীর্ঘ সময় ধরে কোনো পরিযান ঘটে না

(c) প্রতিটি জীবের মধ্যে যদেচ্ছ জননক্রিয়া ঘটে

(d) অন্য জীবগোষ্ঠী থেকে বহুকাল বিচ্ছিন্ন থাকে


27. এর মধ্যে কোনটি stop কোডন নয়?

(a) UAA

(b) UUU

(c) UAG

(d) UGA


28. একজন পুরুষের ক্রোমোজোমীয় অসঙ্গতি আছে। একটি অতিরিক্ত ‘X’ ক্রোমোজোম থাকার দরুন তার মধ্যে নারীসুলভ বৈশিষ্ট্য দেখা যায় এবং পুরুষটি বন্ধ্যা। এটি হল –

(a) টার্নার সিনড্রোম

(b) ডাউনস্ সিনড্রোম

(c) ক্লাইনফেল্টার সিনড্রোম

(d) হিমোফিলিয়া


29. নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে দুটি সঠিক চিহ্নিত করো :

(i) যে জিনটি ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ উৎসেচককে তৈরি করে সেই জিনের মিউটেশনের জন্য PKU হয়

(ii) মৌমাছিতে পুরুষ মৌমাছি মিওসিস পদ্ধতিতে শুক্রাণু তৈরি করে

(iii) বর্ণান্ধতা একটি লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন অস্বাভাবিকতা

(iv) হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটির জন্য থ্যালাসেমিয়া হয় যা একটি প্রকট রোগ

(a) i এবং ii

(b) ii এবং iv

(c) i এবং iii

(d) iii এবং iv


30. মেন্ডেলের সূত্রের কয়েকটি ব্যতিক্রমের নাম ও বৈশিষ্ট্য :

(A) অসম্পূর্ণ প্রকটতা – হেটেরোজাইগাস জীবে দুটি অ্যালিলই নিজেদের সম্পূর্ণভাবে প্রকাশ করে

(B) বহু জিন উত্তরাধিকার – একাধিক জিন মিলে একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে

(C) সহপ্রকটতা – F₁ সংকর জীব দুই জনিতার থেকে বৈশিষ্ট্যগতভাবে পৃথক হয় এবং উভয় বৈশিষ্ট্য বহন করে

(D) প্লিওট্রপি – একটি জিন অনেকগুলি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে

কতগুলি সঠিকভাবে বর্ণিত আছে?

(a) 1টি

(b) 3টি

(c) 2টি

(d) 4টি


31. যে অ্যামিনো অ্যাসিড দিয়ে একটি পলিপেপটাইড গঠন শুরু হয় তা হল –

(a) মিথিওনিন

(b) লিউসিন

(c) লাইসিন

(d) ট্রিপটোফান


32. Assertion (A) : হার্ডি-উইনবার্গ নীতি কয়েক প্রজন্ম ধরে পপুলেশন ও প্রজাতিতে জিনগত ভারসাম্যের ব্যাখ্যা দেয়।

Reason (R) : এটি জেনেটিক ড্রিফ্ট ও জিন প্রবাহের অনুপস্থিতিতে কার্যকর।

(a) A এবং R উভয়ই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা

(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়

(c) A সত্য কিন্তু R মিথ্যা

(d) A এবং R উভয়ই মিথ্যা


33. Assertion (A) : ভারতে গর্ভনিরোধের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য পদ্ধতি হল IUD (কপার T)।

Reason (R) : পুরুষদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতিকে বলা হয় ভ্যাসেকটমি।

(a) A এবং R উভয়ই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা

(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়

(c) A সত্য এবং R মিথ্যা

(d) A মিথ্যা কিন্তু R সত্য


34. Assertion (A) : DNA ফিঙ্গারপ্রিন্টিং-এর নমুনাতে পর্যাপ্ত DNA খণ্ডকের প্রয়োজন।

Reason (R) : PCR পদ্ধতি দ্বারা কাঙ্ক্ষিত DNA অণুর অ্যামপ্লিফিকেশন করা হয়।

(a) A এবং R উভয়ই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা

(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়

(c) A সত্য কিন্তু R মিথ্যা

(d) A মিথ্যা কিন্তু R সত্য


35. Assertion (A) : Lac Operon-এ ল্যাকটোজ হল ইনডিউসার।

Reason (R) : ল্যাকটোজের অনুপস্থিতিতে Lac Operon সুইচ অন দশায় থাকে।

(a) A এবং R উভয়ই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা

(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়

(c) A সত্য এবং R মিথ্যা

(d) A মিথ্যা এবং R সত্য





একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন