উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন ২০২৫ | HS EVS Suggestion Answer PDF Download
HS EVS 3rd Semester MCQ Suggestion Answer 2026 | WBCHSE Class 12 Semester 3 Suggestions
যারা HS EVS 3rd Semester MCQ Suggestion Answer 2026 খুঁজছেন, তাদের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতির গাইড। পরীক্ষার্থীরা সহজেই Class 12 EVS 3rd Semester MCQ Suggestion Answer 2026 এবং HS EVS 3rd Semester MCQ Suggestion Answer 2025 একসাথে পাবেন। পাশাপাশি দেওয়া হলো গুরুত্বপূর্ণ HS 2025 EVS 3rd Semester MCQ Suggestion // Class 12 প্রশ্নোত্তর, যা আসন্ন পরীক্ষার জন্য বিশেষভাবে সহায়ক হবে। WBCHSE শিক্ষার্থীদের জন্য আলাদা সেকশনে রয়েছে WBCHSE Sem 3 EVS Sem 3 Suggestions এবং WBCHSE HS Semester 3 MCQ Questions Suggestions। যারা ভালোভাবে প্রস্তুতি নিতে চান, তাদের জন্য এই সাজেশন হবে নির্ভরযোগ্য পথপ্রদর্শক।
ক্লাস 12 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর সাজেশন ২০২৫
Class 12 Enviromental Studies Semester 3 Model Question Paper PDF
Set - 1
Class - 12 | Semester - 3
F.M - 40 | Time - 90 Minutes
সঠিক উত্তর নির্বাচন করো : 1 x 40 = 40
১। ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন –
(a) ট্যান্সলে
(b) এলটন
(c) লিন্ডেম্যান
(d) আর্নেস্ট হেকেল
২। বাস্তুবিদ্যায় ‘গিল্ড’ কথাটির অর্থ কী? –
(a) একই বাস্তুতন্ত্রের অন্তর্গত সমস্ত প্রজাতি
(b) একই বাস্তুতন্ত্রের অন্তর্গত পৃথক প্রজাতি
(c) একই বাস্তুতন্ত্রের অন্তর্গত একই নিচ যুক্ত প্রজাতি গোষ্ঠী
(d) একই বাস্তুতন্ত্রের অন্তর্গত পৃথক নিচ যুক্ত প্রজাতি গোষ্ঠী
৩। নাইট্রোজেন চক্রের সঠিক ক্রম হল –
(a) ডিনাইট্রিফিকেশন → অ্যামোনিফিকেশন → নাইট্রিফিকেশন → নাইট্রোজেন স্থিতিকরণ
(b) নাইট্রোজেন স্থিতিকরণ → নাইট্রিফিকেশন → অ্যামোনিফিকেশন → ডিনাইট্রিফিকেশন
(c) নাইট্রোজেন স্থিতিকরণ → অ্যামোনিফিকেশন → নাইট্রিফিকেশন → ডিনাইট্রিফিকেশন
(d) নাইট্রোজেন স্থিতিকরণ → ডিনাইট্রিফিকেশন → নাইট্রিফিকেশন → অ্যামোনিফিকেশন
৪। নীচের কোন জোড়টি সঠিক? –
(a) প্রাথমিক ও গৌণ খাদকদের মধ্যে প্রাথমিক খাদকদের গ্রহণ দক্ষতা তুলনামূলক বেশি
(b) তৃণভোজী ও কর্করভূকদের আত্তীকরণ দক্ষতা তুলনামূলক বেশি
(c) মাংসাশীদের আত্তীকরণ দক্ষতা তুলনামূলকভাবে বেশি
(d) তৃণভোজীদের উৎপাদনমূলক দক্ষতা তুলনামূলকভাবে কম
৫। Nepanthes (পতঙ্গভুক কলসপত্রী উদ্ভিদ) হল –
(a) উৎপাদক
(b) খাদক
(c) উৎপাদক + খাদক
(d) বিয়োজক
৬। ফসল উৎপন্ন হয় এমন বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কোনটি? –
(a) মাটির জীবের অনুপস্থিতি
(b) ন্যূনতম জিনগত বৈচিত্র্য
(c) আগাছার অনুপস্থিতি
(d) বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম
৭। নদী ভূদৃশ্যে, মরুভূমি ভূদৃশ্যে, উপকূলীয় ভূদৃশ্যে দেখা যায়। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও –
(I) ______ (II) ______ (III) ______ (IV) ______
৮। TSO Kan জলাভূমি ভারতের কোন অঞ্চলে অবস্থিত? –
(a) মণিপুর
(b) লাদাখ
(c) অরুণাচল প্রদেশ
(d) মিজোরাম
৯। নীচের কোনটির সঙ্গে রামসার কনভেনশন সংশ্লিষ্ট? –
(a) বন্যপ্রাণী সুরক্ষা
(b) পরিবেশ সুরক্ষা
(c) নদী সুরক্ষা
(d) জলাভূমি সুরক্ষা
১০। (A) বিবৃতি : স্টেপিস বায়োমের উদ্ভিদরাজি বাস্তবে বৃক্ষশূন্য।
(R) কারণ : তারা মহাদেশের অনেক ভিতরে অবস্থান করে।
(a) A ও R উভয়ই সত্য এবং R হল A-র সঠিক ব্যাখ্যা
(b) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-র সঠিক ব্যাখ্যা নয়
(c) A সত্য কিন্তু R মিথ্যা
(d) A ও R উভয়ই মিথ্যা
১১। (A) বিবৃতি : বাস্তুতন্ত্রে একটি পপুলেশন অন্য পপুলেশনের শিকারে পরিণত হয়।
(R) কারণ : বাস্তুতন্ত্রে দুটি ভিন্ন পপুলেশন বেঁচে থাকার রসদ পারস্পরিক বিনিময় করে প্রত্যেকের বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি করে।
(a) A ও R উভয়ই সত্য এবং R হল A-র সঠিক ব্যাখ্যা
(b) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-র সঠিক ব্যাখ্যা নয়
(c) A সত্য কিন্তু R মিথ্যা
(d) A ও R উভয়ই মিথ্যা
১২। পিরামিডের প্রকৃতি কীরকম? –
(a) সোজা
(b) ওলটানো
(c) শঙ্কু আকৃতির
(d) ঘটের ন্যায়
১৩। ______ প্রাণীকে চাষির বন্ধু বলা হয়।
(a) কেঁচো
(b) ইঁদুর
(c) মৌমাছি
(d) ব্যাকটেরিয়া
১৪। বিবৃতি :
(A) ইথিওপিয়ান অঞ্চলে এশিয়া মহাদেশ অন্তর্ভুক্ত হয়েছে।
(B) ইথিওপিয়ান অঞ্চলে ওরাংওটাং বাস করে।
(a) A সত্য, B মিথ্যা
(b) B সত্য, A মিথ্যা
(c) A ও B উভয়ই সত্য
(d) A ও B উভয়ই মিথ্যা
১৫। 10% সূত্র কে আবিষ্কার করেন? –
(a) লিন্ডেম্যান
(b) এলটন
(c) আর্নেস্ট হেকেল
(d) ট্যান্সলে
১৬। জীব হলে 2ওও হবে যথাক্রমে –
(a) কমিউনিটি ও পপুলেশন
(b) পপুলেশন ও কমিউনিটি
(c) বাস্তুতন্ত্র ও পপুলেশন
(d) কমিউনিটি ও বাস্তুতন্ত্র
১৭। পৃথিবীতে বায়োস্ফিয়ারের সংখ্যা –
(a) 1 টি
(b) 2 টি
(c) 3 টি
(d) 4 টি
১৮। গৌণ ও প্রগৌণ খাদকেরা হল –
(a) মাংসাশী
(b) তৃণভোজী
(c) উৎপাদক
(d) বিয়োজক
১৯। 2025-এ ভারতের জনসংখ্যা –
(a) 100 কোটি
(b) অনধিক 115 কোটি
(c) 140 কোটির বেশি
(d) 170 কোটি
২০। গোরুর বিজ্ঞানসম্মত নাম –
(a) Bos indicus
(b) Ovis ories
(c) Bubalus sp.
(d) Macaca sp.
২১। ভারতের জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় –
(a) 1972 খ্রিস্টাব্দে
(b) 1974 খ্রিস্টাব্দে
(c) 1976 খ্রিস্টাব্দে
(d) 1975 খ্রিস্টাব্দে
২২। ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয় কত খ্রিস্টাব্দে? –
(a) 1972
(b) 1973
(c) 1981
(d) 1975
২৩। কাজিরাঙা জাতীয় উদ্যানটি অবস্থিত –
(a) কেরালায়
(b) পশ্চিমবঙ্গে
(c) অসমে
(d) বিয়োজক
২৪। WWF-এর পুরো কথাটি হল –
(a) World Wide Fund for Nature
(b) World Wide Fund Forum
(c) World Wide for Conservation
(d) World Wide Forest
২৫। ভারতীয় জীব বৈচিত্র্যের হট-স্পট বলা হয় –
(a) পশ্চিমঘাট বনাঞ্চলকে
(b) উত্তরবঙ্গের তরাই অঞ্চলকে
(c) কেরালার উপকূল অঞ্চলকে
(d) কর্ণাটকের বনাঞ্চলকে
২৬। শিমূলের বিজ্ঞানসম্মত নাম –
(a) Bombax ceiba
(b) Ficus elastica
(c) Mangifera
(d) Cocos nucifera
২৭। হাতির সংখ্যা হ্রাসের কারণ হল –
(a) জঙ্গলে রেল লাইনের প্রসার
(b) বনভূমি সংকোচন
(c) চোরা শিকার
(d) সবকটিই সঠিক
২৮। পশ্চিমবঙ্গের সুন্দরবন হল একটি বিখ্যাত –
(a) ম্যানগ্রোভ অরণ্য
(b) বৃদ্ধি অরণ্য
(c) পত্রমোচী অরণ্য
(d) এদের কোনোটিই নয়
২৯। স্টকহোম সম্মেলন কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? –
(a) 1972
(b) 1992
(c) 1982
(d) 1962
৩০। A স্তম্ভ-র সঙ্গে B স্তম্ভ মেলাও –
A স্তম্ভ : - B স্তম্ভ :
(a) সিংহ প্রকল্প - (i) ময়ুরঝরণা, পশ্চিমবঙ্গ
(b) ব্যাঘ্র প্রকল্প - (ii) গির জাতীয় উদ্যান
(c) গণ্ডার প্রকল্প - (iii) বন্দিপুর
(d) হস্তী প্রকল্প - (iv) কাজিরাঙা জাতীয় উদ্যান
৩১। A স্তম্ভ-র সঙ্গে B স্তম্ভ মেলাও –
A স্তম্ভ : - B স্তম্ভ :
(a) বসুন্ধরা সম্মেলন - (i) 1972 খ্রিস্টাব্দ
(b) জাতীয় সংরক্ষণ আইন - (ii) 1972 খ্রিস্টাব্দ
(c) জীব বৈচিত্র্য আইন - (iii) 2002 খ্রিস্টাব্দ
(d) বন সংরক্ষণ আইন - (iv) 1980 খ্রিস্টাব্দ
৩২। বিবৃতি :
(A) সকল বন্যপ্রাণীকেই সংরক্ষণ করা প্রয়োজন।
(R) অনেক প্রজাতির বন্যপ্রাণীর বিভিন্ন কারণে সংখ্যা হ্রাস হচ্ছে।
(a) A ও R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
(b) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সত্য কিন্তু R ভুল
(d) A মিথ্যা কিন্তু R সত্য
৩৩। বিবৃতি :
(A) জিন ব্যাঙ্কে বিভিন্ন জেনেটিক বস্তু সংরক্ষণ করা হয়।
(R) জিন ব্যাঙ্কে সংরক্ষিত জিনবস্তু গবেষণার কাজেই ব্যবহৃত হয়।
(a) A ও R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
(b) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সত্য কিন্তু R ভুল
(d) A মিথ্যা কিন্তু R সত্য
৩৪। প্রতিষ্ঠার কাল অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভগুলির সঠিক ক্রম (পুরোনো থেকে নতুন) –
(a) নন্দাদেবী
(b) পান্না
(c) সুন্দরবন
(d) নীলগিরি
৩৫। বিবৃতি :
(A) থানকুনি একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ।
(B) কুলেখাড়া শাক রক্তাল্পতায় উপকারী।
(a) কেবল A সত্য
(b) কেবল B সত্য
(c) A ও B উভয় সত্য
(d) A ও B উভয় মিথ্যা
৩৬। চর্মরোগে যে গাছের পাতা ব্যবহারের পরামর্শ দেবে –
(a) তুলসি
(b) সজিনা
(c) নিম
(d) বাসক
৩৭। সাইলেন্ট ভ্যালি হল ______ অঞ্চলের অন্তর্গত।
(a) সুন্দাল্যান্ড
(b) ইন্দো-বার্মা
(c) উত্তরাঞ্চল
(d) পশ্চিমঘাট পর্বত
৩৮। ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির পাখি হল –
(a) ধনেশ
(b) কাকাতুয়া
(c) গোলাপি মাথাওয়ালা হাঁস
(d) ডোডো
৩৯। কৃষির বিস্তারের কুফল হল –
(a) জলাভূমি ও পতিতজমির বাস্তুতন্ত্র ধ্বংস হওয়া
(b) মাটি অনুর্বর হয়ে পড়ছে
(c) ভূমিক্ষয় বাড়ছে
(d) উপরের সবকটি
৪০। পার্থেনিয়াম উদ্ভিদটি এসেছে –
(a) আমেরিকা থেকে
(b) অস্ট্রেলিয়া থেকে
(c) মেক্সিকো থেকে
(d) ইংল্যান্ড থেকে
উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন ২০২৫ – MCQ প্রশ্নোত্তর
HS Enviromental Studies Semester 3
Set - 2
Class - 12 | Semester - 3
F.M - 40 | Time - 90 Minutes
Enter Your Comment