💬 Student Q&A FAQs
গণিতে ভালো করতে হলে প্রতিদিন কিছু সময় নির্দিষ্টভাবে অনুশীলন করো। প্রথমে বেসিক ধারণা পরিষ্কার করো, যেমন সংখ্যা পদ্ধতি, ভগ্নাংশ, শতকরা, গুণ-ভাগ ইত্যাদি। প্রতিদিন কমপক্ষে ৫–১০টি সমস্যা সমাধান করো, ভুল হলে তার সমাধান ভালোভাবে বোঝার চেষ্টা করো। Info Educations-এ তোমার জন্য বিনামূল্যে নোটস, উদাহরণ এবং প্র্যাকটিস প্রশ্ন রয়েছে — এগুলো নিয়মিত করলে ভালো ফলাফল নিশ্চিত হবে।
হ্যাঁ, আমরা ক্লাস ৬ থেকে ১২ পর্যন্ত বাংলা মাধ্যমের সব বিষয়ের জন্য বিনামূল্যে নোটস, উদাহরণ এবং প্র্যাকটিস প্রশ্ন প্রদান করি।
পরীক্ষার সময় প্রতিদিন অন্তত ৪–৫ ঘণ্টা পড়াশোনা করা ভালো। কিন্তু নিয়মিত পড়া শুরু করলে ২–৩ ঘণ্টা মনোযোগ দিয়ে পড়াই যথেষ্ট।
পড়ার জায়গা পরিষ্কার ও শান্ত রাখো, মোবাইল ফোন এড়িয়ে চলো, ২৫–৩০ মিনিট পড়ে ৫ মিনিট বিরতি নাও। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে পড়লে মনোযোগ ভালো থাকে।
ছোট ছোট অধ্যায় থেকে শুরু করো এবং প্রতিদিন কিছু সময় গণিতের অনুশীলন করো। সহজ সমস্যায় আত্মবিশ্বাস বাড়লে ধীরে ধীরে কঠিন সমস্যায় চেষ্টা করো। Info Educations-এর নোটস ও প্র্যাকটিস প্রশ্নগুলো এতে সাহায্য করবে।
তুমিও যদি তোমার প্রশ্ন আর নাম FAQ পেজে দেখতে চাও, তাহলে এখুনি Ask Question এ ক্লিক করে তোমার প্রশ্ন আমাদের জানাও।
Enter Your Comment