WB HS Class Eleven History 2nd Semester Question Paper with Answers । ইতিহাস প্রশ্ন সাজেশান 2026

0

একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার ইতিহাস প্রশ্ন ও উত্তর

WB HS Class Eleven History 2nd Semester Question Paper with Answers । ইতিহাস প্রশ্ন সাজেশান 2026


একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখানে থাকছে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিষ্টার ইতিহাস প্রশ্নপত্র ও উত্তর 2026 এবং WBCHSE Class 11 History Semester 2 Model Question Paper—যা সম্পূর্ণ WBCHSE সিলেবাস অনুযায়ী তৈরি। এই সংকলনে আপনি পাবেন একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় সেমিস্টার সকল অধ্যায় ও প্রশ্নোত্তর, Class 11 History 2nd Semester Question Answer PDF Download, এবং WB Class 11 Semester 2 Model Paper History। পাশাপাশি রয়েছে ২য় সেমিস্টার ইতিহাস প্রশ্ন উত্তর, WB Board 11th Class Semester 2 Sample Papers, ও একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর, যা পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করে। শিক্ষার্থীরা চাইলে Class 11 History 2nd Semester Question 2026, একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র ২০২৬, এবং WBCHSE Class 11 History 2nd Semester Question Paper PDF ডাউনলোড করে সম্পূর্ণ অনুশীলন করতে পারবেন।


WBCHSE Class XI History Question Answer Bengali Medium 


একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় সেমিস্টার প্রস্তুতিতে অত্যন্ত সহায়ক এই মডেল প্রশ্নপত্র ও সাজেশন। এখানে রয়েছে Class Eleven History Second Unit Test Suggestion 2026, যা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তৈরি। শিক্ষার্থীরা সহজেই পড়তে পারে ক্লাস 11 ২য় সেমেস্টার ইতিহাস প্রশ্ন ও উত্তর এবং Class 11 Semester 2 History Model Question Paper, যা পরীক্ষায় ভালো নম্বর পেতে বিশেষভাবে সহায়ক। এছাড়াও একাদশ শ্রেণি ইতিহাস ২য় সেমিস্টার, Class 11 History Question Answer In Bengali Medium, এবং 2nd Semester History Question Paper 2025 অনুসারে প্রস্তুতি নিলে প্রতিটি অধ্যায় পরিষ্কারভাবে বোঝা যায়। WBCHSE-এর জন্য তৈরি WB HS Class XI Semester 2 Question Paper History শিক্ষার্থীদের পরীক্ষার বাস্তব অভিজ্ঞতা প্রদান করে এবং সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করে।


WBCHSE Class 11 History Semester 2 Model Question Paper 2026

Set - 1 

TIME- 2 HOUR।।  F.M= 40   


ক- বিভাগ

1. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও। (3*4=12)

i) সোফিস্ট মতাদর্শে রাষ্ট্রদর্শনের উল্লেখ করো। 

ii) ‘নব্য রাজতন্ত্র’ বলতে কী বোঝ?

iii) মার্টিন লুথারের '৯৫ থিসিস' বলতে কী বোঝ?

iv) জনগণে্র ক্রুসেড বলতে কী বোঝ?

v) 'অপরসায়ণবিদ্যা' কী? 

vi) 'হেনরী দ্য ন্যাভিগেটর'  কাকে কেন বলা হয়? 


খ- বিভাগ

2.যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। (4*5=20)


i) সুলতানরা কিভাবে ইক্তাদারদের নিয়ন্ত্রণ করতেন? 

ii) বারনির ফতেয়া-ই- জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কি ধারণা ছিল?

iii)ইতালিতে নবজাগরণ শুরু হওয়ার কারণ গুলি সংক্ষেপে আলোচনা করো। 

iv) ক্রসেডের সামাজিক কারণগুলি বর্ণনা করো। 

v)জ্যোতিষ শাস্ত্র এবং জ্যোতির্বিদ্যার মধ্যে পার্থক্য কী?

vi) সামুদ্রিক অভিযানে পর্তুগাল কেন উদ্যোগী হয়? 

vii) টীকা লেখো: গ্যালিলিও গ্যালিলেই। 


গ- বিভাগ

3.একটি প্রশ্নের উত্তর দাও। (1*8=8)


i) প্রশাসনিক কাজ পরিচালনায় স্যাট্টাপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কি ছিল? 

ii) ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো। 

iii) ভৌগোলিক আবিষ্কারের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। (4+4)

iv) মুদ্রণ বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। (4+4)



একাদশ শ্রেণীর ইতিহাস ২য় সেমিস্টার সাজেশন

Set - 2

TIME- 2 HOUR।।  F.M= 40    


1. সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোন চারটি) : 3 × 4 = 12

(a) ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো।

(b) 'ভক্তিবাদ' কী?

(c) 'ক্রুসেড' নামকরণের কারণ কী?

(d) 'সফিস্ট' কারা?

(e) অ্যালকেমি বা অপরসায়নবিদ্যা বলতে কী বোঝো?

(ধ) সুফিবাদ কাকে বলে? 'সুফি' শব্দের অর্থ কী?


2. বিশ্লেষণমূলক প্রশ্নগুলির উত্তর দাও (যেকোন তিনটি) 4 × 3 = 12


(a) অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল?

(চ) ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো।

(গ) মনসবদারি ব্যবস্থা কী? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

(d) মুদ্রণবিপ্লব কী? ইউরোপে মুদ্রণবিপ্লবে আরবদের অবদান কী ছিল?

(e) গ্যালিলিওর আবিষ্কারগুলি সম্পর্কে লেখো।

(f) টীকা লেখো – লিওনার্দো দ্য ভিঞ্চি।


3. ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও (যেকোন দুটি) 8 × 2 = 16


(a) কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো।

(চ) দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল?

(ক) কৃষি প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে যা জানো লেখো।

(ন) ভক্তিবাদের মূল আদর্শগুলি কী ছিল?





একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)