Class 11 Geography Second Semester Question Paper with Answers 2026 |ভূগোল দ্বিতীয় সেমেস্টার প্রশ্নপত্র সাজেশান 2026

0

WBCHSE Class 11 Geography Semester 2 Question Paper 2026 

Class 11 Geography Second Semester Question Paper with Answers 2026 |ভূগোল দ্বিতীয় সেমেস্টার প্রশ্নপত্র সাজেশান 2026


একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখানে দেওয়া হলো WBCHSE Class 11 Semester 2 Geography Question Answer PDF Download সহ সম্পূর্ণ সাজেশন ও নমুনা প্রশ্নপত্র। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার – ভূগোল প্রশ্নপত্র 2025 এবং WBCHSE Class 11 Question Paper of Geography–এর ভিত্তিতে তৈরি এই মডেল সেটটি পরীক্ষার প্রস্তুতিতে বিশেষভাবে সহায়ক। পাশাপাশি শিক্ষার্থীরা পাবেন ক্লাস 11 ২য় সেমেস্টার ভূগোল প্রশ্নপত্র, HS Class 11 Geography Question Pattern West Bengal Board, এবং WBCHSE ক্লাস 11 ভূগোল সেমিস্টার 2 মডেল প্রশ্নপত্র 2025, যা সঠিক ধারণা গঠনে সাহায্য করবে। এখানে আরও রয়েছে Class XI Geography 2nd Semester Question Paper PDF, একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিষ্টার ভূগোল প্রশ্নপত্র, এবং Class 11 Semester 2 Geography Question 2026–এর মতো গুরুত্বপূর্ণ ডাউনলোড লিংক। সর্বশেষ, একাদশ শ্রেণির ভূগোল সেমিস্টার প্রশ্ন এবং Class 11 Geography Second Semester Question Paper with Answers 2026 শিক্ষার্থীদের সঠিকভাবে অধ্যায়ভিত্তিক অনুশীলনে সাহায্য করে, যাতে তারা পরীক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করতে পারে।


Class XI Geography Question & Answer PDF


ভূগোলের পরীক্ষায় ভালো নম্বর পেতে শিক্ষার্থীদের জন্য ভূগোল দ্বিতীয় সেমেস্টার প্রশ্নপত্র সাজেশান 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া হয়েছে Class 11 Geography 2nd Semester Question 2026 এবং একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার ভূগোল প্রশ্নপত্র ২০২৬, যা WBCHSE সিলেবাস অনুযায়ী সাজানো। পাশাপাশি, Class Eleven Geography Second Semester Question Paper PDF Download–এর মাধ্যমে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ প্রশ্নপত্র ডাউনলোড করে বাড়িতে অনুশীলন করতে পারবেন। যারা একাদশ শ্রেণির ভূগোল দ্বিতীয় সেমিস্টার সাজেশান খুঁজছেন, তারা এই মডেল প্রশ্নপত্র থেকে অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিতে পারবেন। এছাড়া Class 11 Geography Syllabus West Bengal Board Semester 2 অনুসারে তৈরি এই সাজেশন শিক্ষার্থীদের সিলেবাস সম্পূর্ণভাবে কাভার করতে সাহায্য করবে, যাতে পরীক্ষায় কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন বাদ না যায়।


WBCHSE ভূগোল মডেল প্রশ্নপত্র ও উত্তর

Set - 1 

TIME- 2 HOUR  ।।  F.M= 35   


PART - A

. যেকোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও (৫*১=৫)

অ.  সমস্থিতি সম্পর্কে জন হেনরি প্রাট তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা কর।

আ.  বিভিন্ন প্রকার চ্যুতির ভূ-গাঠনিক উপাদান গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। 

আ.  বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান পাঁচটি কারণ চিত্রসহ ব্যাখ্যা কর।


২.যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। (৩*২=৬)

অ. মৃত্তিকা সংরক্ষণের যে কোন তিনটি গুরুত্ব উল্লেখ করো। 

আ.  অনুলোম ও বিলোম চ্যুতির তিনটি পার্থক্য লেখ। 

ই .  আয়ন বায়ুর গতিপথে মরুভূমি সৃষ্টি হয় কেন? 

ঈ.  জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক কি? 


৩. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। (২*২=৪)

অ.  ঝুম চাষ বলতে কী বোঝো? 

আ. ইনসোলেসন কাকে বলে? 

ই. অ্যাকুইফার কাকে বলে? 


PART-B

৪.যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। (৩*২=৬)

অ. গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলীর তিনটি বৈশিষ্ট্য লেখ। 

আ. রেড কলার ও হোয়াইট কলার কোন অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত? 

ই. সড়ক পরিবহনের প্রধান তিনটি সুবিধা লেখ। 

ঈ.  বিশ্ব মানচিত্রে চীনের মোটরগাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান তিনটি কারণ উল্লেখ কর। 


৫.যেকোনো তিনটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। (২*৩=৬)

অ.কাগজ শিল্পে কানাডা কিভাবে উন্নত লাভ করেছে তার দুটি কারণ লেখ। 

আ. সামুদ্রিক মৎস্য ক্ষেত্র গড়ে ওঠা দুটি গুরুত্বপূর্ণ কারণ লেখ।

ই. তথ্য পরিষেবা বলতে কী বোঝো? 

ঈ.  ইকো ট্যুরিজম কি? 

উ. 'পরিবহনের দোলক নীতি'কি? 


PART-C

৬.যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও।(৩*২=৬)

অ. বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব সংক্ষেপে লেখ। 

আ. ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান তিনটি উপায় সংক্ষেপে লেখ। 

ই. বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে গুলি উল্লেখ কর। 

ঈ. The population map of india followes the রেইনফল ম্যাপ এই বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। 


৭.যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও.(২*১=২)

অ.  মৌসুমী বায়ুর উপর এল নিনোর প্রভাব দুটি লেখ। 

আ. এনা ড্র মাস মাছ ও ক্যাটার্ডোমাস মাছের দুটি পার্থক্য লেখ।



Class Eleven Second Semester Vugol | ভূগোল দ্বিতীয় সেমিস্টার সাজেশন ২০২৬

Set - 2

TIME- 2 HOUR  ।।  F.M= 35    


PART – A

1. যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও : 5 × 1 = 5


(i) সমস্থিতি সম্পর্কে এইরির তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো।

(ii) মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু ও জীবজগতের ভূমিকা আলোচনা করো।

(iii) পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো।


2. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3 × 2 = 6


(i) সিমাটোজেনি কি এবং এর বৈশিষ্ট্যগুলি কি কি?

(ii) প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের পার্থক্য লেখো।

(iii) জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো।

(iv) মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি?


3. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2 × 2 = 4


(i) ন্যাপ কিভাবে সৃষ্টি হয়?

(ii) হোস্ট কি?

(iii) মৃত্তিকা পরিলেখ কাকে বলে?

(iv) উপত্যকা বায়ু কাকে বলে?


PART – B

4. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :3 × 2 = 6


(i) কানাড়া কাগজ শিল্পে উন্নত কেন?

(ii) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি কি কি?

(iii) জলপথকে কেন উন্নয়নের জীবনরেখা বলা হয়?

(iv) উত্তর গোলার্ধের নাতিশীতোষ্ণ অঞ্চলে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠার কারণগুলি কি কি?


5. যে কোনো তিনটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও : 2 × 3 = 6


(i) অনুসারী শিল্প কি?

(ii) অ্যানাড্রোমাস ও ক্যাটাডোমাস মৎস্য কি?

(iii) নীতি নির্ধারক কাকে বলে?

(iv) হীরক চতুর্ভূজ কি?

(v) পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি?

(vi) অর্থনৈতিক রূপায়নে বিশেষজ্ঞদের ভূমিকা কি?


PART – C

6. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3 × 2 = 6


(i) ভারতের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ—বলার কারণ কি?

(ii) দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে তুলনা করো।

(iii) ম্যানগ্রোভ বনভূমির অর্থনৈতিক গুরুত্ব লেখো।

(iv) ভারতের বনভূমি হ্রাসের কারণগুলি কি কি?


7. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 2 × 1 = 2


(i) মৌসুমী বিস্ফোরণ কি?

(ii) MONEX কি?

(iii) সামাজিক বনসৃজন কি?




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)