West Bengal Madhyamik Bengali Mock Test Question Paper 2026। মাধ্যমিক বাংলা মক টেস্ট 2026

0

পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা মক টেস্ট 2026 

West Bengal Madhyamik Bengali Mock Test Question Paper 2026। মাধ্যমিক বাংলা মক টেস্ট 2026


WB Madhyamik Bangla Mock Test Question Paper 2026, পশ্চিমবঙ্গ মাধ্যমিক 2026 মক টেস্ট পরীক্ষার বাংলা MCQ সাজেশন, এবং WBBSE Madhyamik Bengali Mock Test Question Paper 2026 PDF খুঁজছেন? তাহলে এই পেজে পেয়ে যাবেন দশম শ্রেণী বাংলা মক টেস্ট, Class 10 Bengali Test Exam, এবং মাধ্যমিক বাংলা মক টেস্ট 2026–এর সম্পূর্ণ প্রস্তুতি গাইড। এখানে রয়েছে ক্লাস ১০ বাংলা মক টেস্ট, WBBSE Class 10 Bengali Question Paper, এবং পশ্চিমবঙ্গ দশম শ্রেণী মাধ্যমিক বাংলা মক টেস্ট 2026 সহ Class 10 Bengali MCQ Mock Test ও পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা মক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র–এর বিস্তারিত সমাধান। শেষ পর্যন্ত আপনি ডাউনলোড করতে পারবেন Madhyamik Bengali Question Paper 2026, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।


WBBSE Madhyamik Bengali Mock Test Question Paper 2026


১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×১৭ = ১৭


১.১ "রত্নের মূল্য জহুরির কাছেই।”—এখানে 'জহুরি'র সঙ্গে তুলনা করা হয়েছে—

(ক) তপনকে,

(খ) তপনের নতুন মেসোকে,

(গ) তপনের মাসিকে,

(ঘ) মেজোকাকুকে।


১.২ নাম পরিবর্তনের পর ইসাবের নাম হয়—

(ক) অমৃত,

(খ) অদল,

(গ) কালিয়া,

(ঘ) বদল।


১.৩ চার বছরের চেনা এই নদীর মূর্তিকে দেখে নদের চাঁদের কেমন মনে হল—

(ক) পরিচিত,

(খ) অপরিচিত,

(গ) সুন্দর,

(ঘ) পঙ্কিল।


১.৪ “তারা আর স্বপ্ন দেখতে পারল না।” — কারা স্বপ্ন দেখতে পারল না?

(ক) সেই মেয়েটি,

(খ) গির্জার নাম,

(গ) কবিতার কথক,

(ঘ) শান্ত হলুদ দেবতারা।


১.৫ "কবির সংগীতে বেজে উঠেছিল"— কী বেজে উঠেছিল?

(ক) সংগীতের মূর্ছনা,

(খ) সুন্দরের আরাধনা,

(গ) সুরের ঝংকার,

(ঘ) রাগ–রাগিনী।


১.৬ “বিদায় এবে দেহ, বিধুমুখি।” — ‘বিধুমুখি’ হল—

(ক) প্রভাষা,

(খ) প্রমীলা,

(গ) লক্ষ্মী,

(ঘ) মন্দোদরী।


১.৭ 'তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা।’— কার?

(ক) মানিক বন্দ্যোপাধ্যায়ের,

(খ) শৈলজানন্দ মুখোপাধ্যায়,

(গ) সুবোধ ঘোষের,

(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।


১.৮ আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল—

(ক) রিজার্ভার পেন,

(খ) ঝরণা কলম,

(গ) কুইল,

(ঘ) বলপেন।


১.৯ ‘বাংলা ভাষায় বিজ্ঞান' প্রবন্ধটি লেখকের কোন্ মূলগ্রন্থে রয়েছে—

(ক) 'অব্যক্ত',

(খ) 'বিচিন্তা',

(গ) 'কজ্জলী',

(ঘ) 'সংকলন'।


১.১০ ‘তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে?'— নিম্নরেখা পদটি—

(ক) অপাদান কারক,

(খ) কর্ম কারক,

(গ) করণ কারক,

(ঘ) অধিকরণ কারক।


১.১১ “তুমি এলে আমি যাবো”—এই বাক্যে কর্তাটি হল—

(ক) ব্যতিহার কর্তা,

(খ) অনুক্ত কর্তা,

(গ) প্রযোজক কর্তা,

(ঘ) নিরপেক্ষ কর্তা।


১.১২ দিও সমাসের পূর্ব পদটি সবসময় হয়—

(ক) বিশেষ্য,

(খ) বিশেষণ,

(গ) অব্যয়,

(ঘ) সংখ্যাবাচক।


১.১৩ সমাসের মূল অর্থ—

(ক) বর্ণের সাথে বর্ণের মিলন,

(খ) নামপদের সাথে ক্রিয়াপদের মিলন,

(গ) একাধিক পদের একটি পদে পরিণতি লাভ,

(ঘ) ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন।


১.১৪ "বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে”—

(ক) সরল বাক্য,

(খ) জটিল বাক্য,

(গ) যৌগিক বাক্য,

(ঘ) নির্দেশক বাক্য।


১.১৫ কর্তার উল্লেখ থাকে না—

(ক) কর্ম কর্তৃ বাচ্যে,

(খ) কর্ম বাচ্যে,

(গ) ভাব বাচ্যে,

(ঘ) কর্তৃ বাচ্যে।


১.১৬ “তুমি বুঝি সেখানে যাবে।” — অর্থগত দিক থেকে এটি—

(ক) না–সূচক বাক্য,

(খ) সন্দেহ বাচক বাক্য,

(গ) প্রশ্ন বাচক বাক্য,

(ঘ) প্রার্থনা সূচক বাক্য।


১.১৭ “জগদীশ বাবু সিঁড়ি ধরে নেমে যান”—বাক্যটির ভাববাচ্যের রূপ—

(ক) জগদীশ বাবুর সিঁড়ি ধরে নাম হয়,

(খ) জগদীশ বাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয়,

(গ) জগদীশ বাবু সিঁড়ি ধরে নামেন,

(ঘ) জগদীশ বাবু সিঁড়ি ধরে নেমে আসেন।


২. কমবেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :


২.১ যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও :  ১×৪ = ৪

২.১.১ “বোবার মতো বসে থাকে।” — কার, কেন এই অবস্থা?

২.১.২ “বা, সত্যি, খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি!” — হরি কীভাবে পুলিশ সেজে অভিনয় করেছিল?

২.১.৩ “অপূর্ব মুগ্ধ হইয়া সেইদিকে চাহিয়া ছিল,” — অপূর্ব কী দেখে মুগ্ধ হয়েছিল?

২.১.৪ “ভয়ে অমৃতের বুক ঢিপঢিপ করছিল!”— কেন ঢিপঢিপ করছিল?

২.১.৫ “মানুষ কি তাকে রেহাই দিবে?”— কার সম্পর্কে কথাটি?


২.২ যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও :  ১×৪ = ৪


২.২.১ “বৃষ্টিতে ধুয়ে দিল...” — বৃষ্টি এসে কী ধুয়েছিল?

২.২.২ “তব শরে মরিয়া বাঁচিল।” — কার শরে, কে মরে বাঁচল?

২.২.৩ “তোরা সব জয়ধ্বনি কর!” — কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন?

২.২.৪ “তাহাতে বিচিত্র টঙ্গি”—‘টঙ্গি’ শব্দের অর্থ কী?

২.২.৫ “কবির গানের গায়ে রক্ত মোছার কারণ কী?”


২.৩ যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও : ১×৩ = ৩


২.৩.১ ‘ফাউন্টেন পেনের এক বিপদ,” – বিপদটি কী?

২.৩.২ “আমরা ফেরার পথে কোনও পুকুরে তা ফেলে দিতাম।” — কেন ফেলে দিতেন?

২.৩.৩ বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত?

২.৩.৪ ‘পারিভাষিক শব্দ' বলতে কী বোঝো?


২.৪ যে কোন আটটি প্রশ্নের উত্তর দাও : ১×৮ = ৮


২.৪.১ সম্বন্ধ পদ ও সম্বোধন পদের পার্থক্য।

২.৪.২ সমধাতুজ কর্তা কাকে বলে?

২.৪.৩ ‘নির্দেশক’ বলতে কী বোঝ?

২.৪.৪ সমাসবদ্ধ করো— “শশ অঙ্কে যার”।

২.৪.৫ অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ।

২.৪.৬ সরল বাক্যে রূপান্তর— “যতদূর সাধ্য হয়, ততদূর পরিশ্রম করো।”

২.৪.৭ কর্মবাচ্যে রূপান্তর— “বুড়ো মানুষের কথাটা শুনো।”

২.৪.৮ কর্তৃবাচ্যের উদাহরণ।

২.৪.৯ “আমার দ্বারা চিঠি লেখা হচ্ছে।” — কর্তৃবাচ্যে রূপান্তর।

২.৪.১০ উপপদতৎপুরুষ সমাস কাকে বলে?


৩. প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও : ৩ + ৩ 


৩.১ যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : ৩×১ = ৩


৩.১.১ “অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে 

পারে।”—নদের চাঁদ কে? নদের চাঁদের নদীকে ভালোবাসিবার কারণ কী? ১+২ 

৩.১.২ “সে ভয়ানক দুর্লভ জিনিস।”— কোন্ জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন? 


৩.২ যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :  ৩×১ 


৩.২.১ “সেই মেয়েটি আমার অপেক্ষায়।”—কোন্ মেয়েটি? তার অপেক্ষার কারণ লেখো।  ১+২ 

৩.২.২ “তোরা সব জয়ধ্বনি কর!”—কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? কেন তার  ‘জয়ধ্বনি' করতে হবে? 



৪. কমবেশি ১৫০ শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১ = ৫


৪.১ “তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।”— কোন্ দিন তপনের এমন মনে হয়েছিল? তার এমন কনে হওয়ার কারণ কী? ২+৩ 

৪.২ “এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যন গ্রাহ্যই করিলনা।”— এখানে কোন্ ঘটনার 

ইঙ্গিত করা হয়েছে? তাকে ‘সৌভাগ্য' বলা হল কেন ? ১ + ৪ 


৫. কমবেশি ১৫০ শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১ = ৫


৫.১ ‘আমাদের ইতিহাস নেই'— কাদের, কেন ইতিহাস নেই? এই মন্তব্যের মধ্য দিয়ে সভ্যতার কোন্ কলঙ্কিত ইতিহাসকে বোঝাতে চাওয়া হয়েছে?  ২ + ৩ 

৫.২ “অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে”–কার উদ্দেশ্যে এই আবেদন? আবেদনটির তাৎপর্য বুঝিয়ে দাও ।  ১ + ৪ 


৬. কমবেশি ১৫০ শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১ = ৫


৬.১ কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তি ধর।'— বহিরাঙ্গভাবে একথার ভিত্তিকী ? 

বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা কর।  ১ + ৪ 

৬.২ “গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না।” —কী বোধগম্য হয় না? কেন বোধগম্য হয় না? বোধগম্য হওয়ার জন্য কী করতে হবে বলে প্রাবন্ধিক মনে করেন? 


৭. কমবেশি ১২৫ শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১ = ৫


৭.১ “আমরা নবাবের নিমক বৃথাই খাই না, একথা তাঁদের মনে রাখা উচিত।”—কোন্ প্রসঙ্গে বক্তার এই উক্তি? নিমক খাওয়ার তাৎপর্য কী? উক্তিটি থেকে বক্তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায় ? ১+১+২ 

৭.২ এইবার হয়ত শেষ যুদ্ধ!”—কোন্ যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে ‘শেষযুদ্ধ' বলেছেন কেন ? 


৮. কমবেশি ১৫০ শব্দে যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২ = ১০


৮.১ “আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চারলক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না।”— বক্তা কাবে, কেন একথা বলেছিলেন ? 

৮.২ ক্ষিদ্দা, এবার আমরা কী খাব?”—উদ্ধৃতিটির আলোকে কোণির যন্ত্রণা বিদ্ধ জীবনযাত্রার  পরিচয় দাও । 

৮.৩ "এটা বুকের মধ্যে পুষে রাখুক।”—কী পুষে রাখার কথা বলা হয়েছে? কী কারণে এই 

পুষে রাখা ? 


৯. চলিত বাংলায় অনুবাদ কর : ৪ 


No person can be happy without friends. But you cannot receive affection unless you also give it. Love is to be obtained only by giving love in return. If your companions do not love you, it is your fault. They cannot but love you, if you be kind and friendly. 


১০. কমবেশি ১৫০ শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :  ৫×১=৫ 


১০.১ মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে—এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক  সংলাপ রচনা করো। 

১০.২ “নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য উর্ধ্বমুখী”–এ বিষয়ে সংবাদপত্রের জন্য একটি  প্রতিবেদন রচনা করো। 


১১. কমবেশি ৪০০ শব্দে যে কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর : ১০×১ = ১০


১১.১ শিষ্টাচার ও ছাত্রসমাজ

১১.২ প্রযুক্তিবিদ্যা ও আমরা

১১.৩ বন্ধুত্ব

১১.৪ প্রথম ভ্রমণের অভিজ্ঞতা



বি:দ্রঃ— তোমরা তোমাদের Mock Test-এর উত্তর আমাদের কাছে পাঠাতে পারো। ৯০-এর মধ্যে ৮০ বা তার বেশি নম্বর পেলে তোমাদের জন্য থাকছে এক দারুণ সারপ্রাইজ!


Send Your Answer Sheet : - Send Here  



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)