HS Class 12 Sociology 4th Semester Suggestion 2026 | সমাজবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

0

Board Exams Class 12 Sociology Question Papers 2026 

HS Class 12 Sociology 4th Semester Suggestion 2026 | সমাজবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর


Class 12 Sociology Semester 4 Question Paper 2026 অবলম্বনে তৈরি করা এই কনটেন্টটি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপযোগী। এখানে দ্বাদশ শ্রেণীর সমাজবিদ্যা প্রশ্নপত্র সাজেশান, HS Class 12 Sociology 4th Semester Suggestion 2026, এবং উচ্চমাধ্যমিক সমাজবিজ্ঞান চতুর্থ সেমিস্টার সাজেশন প্রশ্ন ও উত্তর–এর ভিত্তিতে পরীক্ষামুখী প্রস্তুতির সম্পূর্ণ দিশা দেওয়া হয়েছে। এই লেখায় Sociology Class 12 Model Paper 2026, Board Exams Class 12 Sociology Question Papers 2026, এবং ক্লাস ১২ সমাজবিদ্যা সেমিস্টার ৪ সাজেশান অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন সংকলিত হয়েছে। পাশাপাশি ABTA test Paper 2026 Class 12 Semester 4 PDF Download, Class 12 4th Semester Model Question Paper, সমাজবিদ্যা প্রশ্নপত্র গুরুত্বপূর্ণ সাজেশান, Class 12 sociology semester 4 question paper 2026 pdf, এবং Class 12 sem 4 sociology suggestion bengali medium—এই সমস্ত কীওয়ার্ডকে একত্রে ব্যবহার করে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজে বুঝে আত্মবিশ্বাসের সঙ্গে সমাজবিদ্যার চতুর্থ সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে পারে।



WBCHSEClass 12 Sociology Semester 4 Question Paper 2026

SET – 1


1. নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও : 2×5 = 10


(a) জনবিস্ফোরণ বলতে কী বোঝায়?

অথবা, গতিশীলতা বলতে কী বোঝায়? (অভিবাসন সম্পর্কিত)


(b) সমাজতত্ত্বে লিঙ্গ বলতে কী বোঝায়?

অথবা, সাধারণত লিঙ্গ সহিংসতা কোথায় কোথায় ঘটে?


(c) গ্রীন হাউস এফেক্ট কী?

অথবা, ভারতবর্ষে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবেশগত সমস্যাগুলি কী কী?


(d) সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা কী?

অথবা, সমাজমাধ্যমে Instagram বলতে কী বোঝায়?


(e) সামাজিক আন্দোলন কাকে বলে?

অথবা, স্বাধীন ভারতবর্ষে সংগঠিত চারটি পরিবেশ আন্দোলনের নাম লেখো।


2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো চারটি) 3×4 = 12


(a) আপেক্ষিক দারিদ্র্য ও চরম দারিদ্র্য কী?

অথবা, নিরক্ষরতা ও দারিদ্র্যের পারস্পরিক সম্পর্ক নিয়ে লেখো।


(b) দুর্নীতির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো।

অথবা, ভারতবর্ষে দুর্নীতির প্রভাব নিয়ে তোমার মতামত লেখো।


(c) লিঙ্গ এবং যৌনতার মধ্যে পার্থক্য নিরূপণ করো।

অথবা, ভারতবর্ষে লিঙ্গ সহিংসতা ও তার প্রভাব নিয়ে লেখো।


(d) পরিবেশগত সংকট সম্পর্কে সংক্ষেপে লেখো।

অথবা, ভারতবর্ষে পরিবেশ দূষণ মোকাবিলায় সরকারি ও বেসরকারি পদক্ষেপ নিয়ে লেখো।


(e) সামাজিক মাধ্যমে REEL কাকে বলে?

অথবা, গণমাধ্যমে Reel-এর নেতিবাচক দিকটি নিয়ে লেখো।


(f) নারী আন্দোলন এবং এর উদ্দেশ্য সম্পর্কে লেখো।

অথবা, ভারতবর্ষে পরিবেশ আন্দোলন হিসাবে সাইল্যান্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে লেখো।


3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও 6×3 = 18


(a) ভারতবর্ষে দারিদ্র্যের কারণগুলি আলোচনা করো।

অথবা, গতিশীলতা ও পরিব্রজনের ফলাফলের উপর লেখো।


(b) পরিবেশের একটি প্রধান সমস্যা পরিবেশ দূষণ-এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে লেখো।

অথবা, ভারতবর্ষে পরিবেশ আন্দোলনের উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে লেখো।


(c) পরিবেশ দূষণের উপর সামাগ্রিক আলোচনা করো।

অথবা, রাষ্ট্রীয় ও বেসরকারি স্তরের উদ্যোগে পরিবেশ সংকট সমাধানের উপর লেখো।



HS Class 12 Sem 4 Sociology Bengali Medium

SET – 2


1. নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও : 2×5 = 10


(a) ছদ্মবেশী বেকারত্ব বলতে কী বোঝায়?

অথবা, দারিদ্র্য দূরীকরণের জন্য যে কোনো চারটি পন্থা উল্লেখ করো।


(b) লিঙ্গভিত্তিক সহিংসতা বলতে কী বোঝায়?

অথবা, L.G.B.T.Q সংক্ষিপ্ত রূপটির অন্তর্গত সম্প্রদায়গুলির নাম লেখো।


(c) পরিবেশ দূষণ বলতে কী বোঝায়?

অথবা, পরিবেশ সংকটের কয়েকটি চূড়ান্ত প্রাকৃতিক সমস্যার নাম লেখো।


(d) প্রিন্ট মিডিয়া ও টেলিমিডিয়ার উদাহরণগুলি উল্লেখ করো।

অথবা, Instagram Reels বলতে কী বোঝায়?


(e) ভারতবর্ষে সামাজিক আন্দোলন স্বাধীনতার পূর্বে ও পরে কখন শুরু হয়েছিল?

অথবা, পরিবেশ আন্দোলনের মূল উদ্দেশ্যসমূহ কী কী?


2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো চারটি) 3×4 = 12


(a) সর্বশিক্ষা অভিযান সম্পর্কে লেখো।

অথবা, জাতীয় সাক্ষরতা মিশন সম্পর্কে লেখো।


(b) ব্যক্তিগত দুর্নীতির কারণসমূহ সম্পর্কে লেখো।

অথবা, সরকারি খাতে দুর্নীতি বলতে কী বোঝায় উদাহরণ সহ লেখো।


(c) লিঙ্গ সহিংসতার মানসিক নির্যাতন সম্পর্কে লেখো।

অথবা, নারী যৌনতা বলতে কী বোঝায়?


(d) পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্যের সম্পর্কটি নিয়ে লেখো।

অথবা, সমাজের উপর পরিবেশ দূষণের প্রভাব সম্পর্কে আলোচনা করো।


(e) সমাজজীবনে গণমাধ্যমের বিষয় Vlogs-এর ভূমিকা সম্পর্কে লেখো।

অথবা, প্রিন্ট মিডিয়ার (Print Media) বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো।


(f) নারী আন্দোলনের ফলে কী কী অর্জিত হয়েছে?

অথবা, সামাজিক আন্দোলন বলতে কী বোঝায়?


3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 6×3 = 18


(a) ভারতবর্ষে নিরক্ষরতার কারণসমূহ আলোচনা করো।

অথবা, ভারতবর্ষে নিরক্ষরতা দূরীকরণ সম্পর্কিত কর্মসূচির উপর লেখো।


(b) যৌন সহিংসতার বিভিন্ন রূপ সম্পর্কে লেখো।

অথবা, লিঙ্গভিত্তিক সহিংসতার অঙ্গ হিসেবে নারী সহিংসতার উপর লেখো।


(c) সমাজজীবনে গণমাধ্যমের প্রভাব সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো।

অথবা, গণমাধ্যমের সদর্থক দিক ও নেতিবাচক দিক নিয়ে আলোচনা করো।


উচ্চমাধ্যমিক সমাজবিজ্ঞান চতুর্থ সেমিস্টার সাজেশন প্রশ্ন ও উত্তর

SET – 3


1. নিম্নলিখিত প্রশ্নগুলির কয়েকটি শব্দে উত্তর দাও (প্রতিটি প্রশ্নের মান : 2) 2×5 = 10


(i) স্থানান্তরকরণ বা পরিযান কাকে বলে?

অথবা, ‘অপারেশন ব্ল্যাকবোর্ড’ কী?


(ii) লিঙ্গভিত্তিক সহিংসতা বা হিংস্রতা কাকে বলে?

অথবা, যৌন পরিচিতি বলতে কী বোঝায়?


(iii) ব্লগ ও ভ্লগের মধ্যে দুটি পার্থক্য লেখো।

অথবা, একজন Vlogger-এর উদ্দেশ্যসমূহ কী থাকে?


(iv) পরিবেশ সংকটে বিশ্বায়নের প্রভাব লেখো।

অথবা, পরিবেশ সংকটের জন্য নগরায়ন কিরূপ দায়ী?


(v) নারী আন্দোলনের মূল লক্ষ্য কী?

অথবা, সামাজিক আন্দোলনের মূল লক্ষ্য কী?


2. নিম্নলিখিত প্রশ্নগুলির ৮০টি শব্দের মধ্যে উত্তর দাও : 3×4 = 12


(a) ভারতে দুর্নীতির রাজনৈতিক কারণ লেখো।

অথবা, লোকায়ুক্ত আইন–২০১৩-এর প্রধান দিকগুলি কী?


(b) পরিবেশের সংকট বলতে কী বোঝ? মানব সমাজে পরিবেশ সংকটের প্রভাবগুলি লেখো।

অথবা, প্রাকৃতিক পরিবেশে জলবায়ু পরিবর্তনের কিরকম প্রভাব দেখা যাচ্ছে?


(c) সামাজিক লিঙ্গ এবং জৈবিক লিঙ্গের মধ্যে পার্থক্য লেখো।

অথবা, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা সম্পর্কে তোমার ধারণাটি লেখো।


(d) ডিজিটাল মিডিয়া বা সমাজমাধ্যম (Social Media) কী? সামাজিক আন্দোলন সংগঠনে সমাজমাধ্যমের ভূমিকা লেখো।

অথবা, Instagram-এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে লেখো।


(e) পরিবেশ আন্দোলন কী? পরিবেশ আন্দোলনের দুটি উদ্দেশ্য লেখো।

অথবা, ভারতবর্ষে নারী আন্দোলনের সমালোচনা মূল্যায়ন সম্পর্কে লেখো।


(f) ভারতের নিরক্ষরতা দূরীকরণে কোঠারি কমিশনের প্রধান সুপারিশগুলি লেখো।

অথবা, ভারতবর্ষে দারিদ্র্য দূরীকরণে বর্তমান সময়ে কয়েকটি উল্লেখযোগ্য কর্মসূচি / প্রকল্প-এর নাম লেখো।


3. নিম্নলিখিত প্রশ্নগুলির সর্বাধিক ২০০টি শব্দের মধ্যে উত্তর দাও : 6×3 = 18


(a) নিরক্ষরতা বলতে কী বোঝ? নিরক্ষরতা দূরীকরণে সর্বশিক্ষা অভিযানের ভূমিকা লেখো।

অথবা, সামাজিক সচলতা কাকে বলে? সামাজিক সচলতার বিভিন্ন রূপগুলি উল্লেখ করো।


(b) নারী আন্দোলন কী? নারী আন্দোলনের প্রধান কারণগুলি লেখো।

অথবা, সামাজিক আন্দোলন কাকে বলে? সামাজিক আন্দোলনের উদ্ভবের কারণগুলি লেখো।


(c) বিপন্ন পরিবেশ বলতে কী বোঝ? পরিবেশের সংকট মোকাবিলায় রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় উদ্যোগগুলি লেখো।

অথবা, পরিবেশ সংকটের সামাজিক প্রভাব-এর উপর আলোচনা করো।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)