উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা চতুর্থ সেমিস্টার সাজেশন ২০২৬ | Physics Chapter Wise Important Questions

0

HS Class 12 Physics 4th Semester Suggestion 2026

উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা চতুর্থ সেমিস্টার সাজেশন ২০২৬ | Physics Chapter Wise Important Questions


Class 12 Physics Suggestions Chapter Wise 2026 অবলম্বনে প্রস্তুত করা এই কনটেন্টটি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরীক্ষামুখী। এখানে উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা চতুর্থ সেমিস্টার সাজেশন ২০২৬, Class 12 Physics Suggestions Chapter Wise Suggestions, এবং উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা চতুর্থ সেমিস্টার সাজেশন প্রশ্ন ও উত্তর অনুযায়ী অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সংকলিত করা হয়েছে। এই লেখায় HS Physics Class 12 Board Suggestion, দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা অধ্যায়ভিত্তিক সাজেশান ২০২৬, এবং Important Questions of Physics Class 12 Chapter Wise PDF–এর মাধ্যমে পরীক্ষার জন্য সবচেয়ে দরকারি বিষয়গুলো তুলে ধরা হয়েছে। পাশাপাশি Higher Secondary (HS) Physics Semester IV পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে সাজেশন, Class 12 Physics Most Important Topics Chapter Wise, এবং দশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার পদার্থবিদ্যা বিষয়ের প্রশ্ন উত্তর—এই সব কীওয়ার্ডকে একত্রে ব্যবহার করে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় ভালো ফল করতে পারে।


Class 12 Physics Most Important Topics Chapter Wise


উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা অধ্যায় ১০ যোগাযোগ ব্যবস্থ্যা 

Syllabus : - COMMUNICATION SYSTEM

Elements of a communication system(Block diagram only), concepts of amplitude and frequency modulation. Band width of signals (speech, TV and digital data).

Band width of transmission medium. Propagation of electromagnetic waves in the atmosphere, sky wave and space wave propagation (qualitative idea only).


Class 12 Physics Sem 4 Chapter - Wise লাগলে WhatsApp করুন : - 8337875981 (Price : - 50 Rupees) শুধুমাত্র প্রশ্ন থাকবে অধ্যায়ভিত্তিক । 


UNIT-X || Full Marks (3)

2 Marks


1. যোগাযোগ ব্যবস্থা প্রকাশ করার জন্য একটি চিহ্নিত ব্লক চিহ্ন অঙ্কন করো ৷

or,

একটি সাধারণ সঞ্চার ব্যবস্থার (Communication System) ব্লক চিত্র অঙ্কন করো এবং প্রতিটি অংশের কাজ সংক্ষেপে নেখো।

2. মডুলেশন সূচক বলতে কী বোঝো । এর গুরুত্ব লেখো। এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত ? এর রাশি মালা লেখো । 

3. এমপ্লিচুড মডিউলেটেড (AM) তরঙ্গের পরিষ্কার তরঙ্গ চিত্র অঙ্কন করো ৷

4. মোডেম কী ? এটি কিভাবে কাজ করে ? 

5. ডি-মডুলেশন কী ? বাহক তরঙ্গের প্রয়োজনীয়তা লেখ ৷ 

6. মডুলেশন গুণাঙ্ক কে মডিউলেটেড তরঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভোেল্টজ দ্বারা প্রকাশ করো । একটি বিস্তার মডুলেটেড তরঙ্গের w- এর সঙ্গে বিস্তার পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো ।

7. বিস্তার নিরূপণ (AM) ও কম্পাঙ্ক বিরূপনের (FM) পার্থক্য লেখো । 

৪. কোন বার্তাকে সরাসরি সম্প্রচার না করে কোনো একটি বাহক তরঙ্গের মাধ্যমে সম্প্রচার করা হয় কেন?

9. হ্রস্ব তরঙ্গ সম্প্রচার দিনের তুলনায় রাতে বেশি স্পষ্ট হয় কেন? আয়ন মণ্ডল দেশ I তরঙ্গকে প্রতিফলিত করতে পারে না কেন ?

10. আকাশ তরঙ্গ ও ভূমি তরঙ্গের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখ করো । AM-এর সুবিধা লেখো। বেশি দূরবর্তী স্থানে চিভি সম্প্রচারের ক্ষেত্রে উপগ্রহ ব্যবহার করা হয় কেন? 

11. ভূমিতরঙ্গ বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে বেশি দূর ছড়িয়ে পড়া সম্ভব নয় কেন ?

12. কম্পাঙ্ক বিরূপিতা (FM) তরঙ্গের সম্প্রচারে ব্যায়িত ক্ষমতার রাশিমালা নির্ণয় করো । 

13. মডুলেশন (Modulation) কী? সঞ্চার ব্যবস্থায় মডুলেশনের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। প্রয়োজনীয়তা উল্লেখ করো ।

14. বিস্তার মডুলেশন (AM) বলতে কী বোঝো? একটি মডুলেটেড তরঙ্গে সর্বোচ্চ সর্বনিম্ন বিস্তার যথাক্রমে Vmax এবং Vmin হলে, মডুলেশন সূচক (Modulation Index) নির্ণয়ের সূত্রটি লেখো।

15. আকাশ তরঙ্গ বিস্তার (Sky Wave Propagation) বা আয়নন্ডের মাধ্যমে সঞ্চার ব্যবস্থা চিত্রসহ ব্যাখ্যা করো। কোন কম্পাঙ্ক পাল্লায় এটি কার্যকরী?

16. একটি টিভি টাওয়ারের উচ্চতা h। পৃথিবীর ব্যাসার্ধ R হলে, টাওয়ারটি থেকে কত দূরে টিভি সংকেত পৌঁছাবে? এর একটি চিহ্নিত চিত্র আঁকো।



NUMERICALS

1. 32 km পর্যন্ত টেলিভিশন সম্প্রচার করতে হলে অ্যান্টেনা কে কত উচ্চতায় রাখতে হবে ? (পৃথিবীর ব্যাসার্ধ (R = 6.4 × 10^6 m) 

2. একটি TV টাওয়ারের উচ্চতা। 120 m যদি সেটির পাল্লা দ্বিগুণ করতে হয়, তাহলে টাওয়ারের উচ্চতা কত বৃদ্ধি করতে হবে? 

3) অ্যান্টেনা কী? একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক 3 × 10^8 Hz হলে দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য কত ? 

4) 1 KHz এর শাব্য সংকেত 500 KHz এর বাহক তরঙ্গের সাথে মডুলেশন করা হলো৷ পার্শ্বপটিদ্বয়ের কম্পাঙ্ক ও পর্টি বিস্তার নির্ণয় করো

5) বিস্তার মডিউলেশন যুক্ত তরঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন বিস্তার হল যথাক্রমে 10V ও 2V, মডিউলেশন সূচক কত ? 

6) একটি সম্প্রচারক AM ট্রান্সমিটার বাহক তরঙ্গের 50kw ক্ষমতা বিকিরণ বারে। 58% মডিউলেশনে এর মোট ক্ষমতা কত হবে?


Class 12 Physics Sem 4 Chapter - Wise লাগলে WhatsApp করুন : - 8337875981 (Price : - 50 Rupees) শুধুমাত্র প্রশ্ন থাকবে অধ্যায়ভিত্তিক । 




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)