Class 8 History First Summative Evaluation 2024
অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আমরা নিয়ে এসেছি ইতিহাস বিষয়ের মডেল প্রশ্নপত্র(Class 8 1st Unit Test Model Question Paper 2024)। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এর মডেল প্রশ্ন পত্র (Model Question Paper) এখানে দেওয়া হয়েছে। আমরা এখানে ৩টি মডেল সেট দিয়েছি। আশা করি ছাত্রছাত্রীরা এই মডেল সেট গুলোর প্রশ্নগুলি নিজে বাড়িতে বসে সমাধান করে অনেক উপকৃত হবে।
অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (Class 8 1st Unit Test Question Paper ) পরীক্ষা ইতিহাস (অতীত ও ঐতিহ্য) বিষয়ের প্রথম অধ্যায় : ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন থাকবে না), দ্বিতীয় অধ্যায় : আঞ্চলিক শক্তির উত্থান এবং তৃতীয় অধ্যায় : ঔপনৈবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা হবে। তাই এই অধ্যায় গুলি থেকে প্রশ্ন পত্র তৈরী করা হয়েছে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ১৫ নম্বরের হবে যেখানে নির্ধারিত সময় ৩০ মিনিট।
অষ্টম শ্রেণীর (Class 8) আরও
অন্যান্য বিষয়ের সাজেশন ও পরীক্ষার মডেল প্রশ্নপত্র(Class
8 Suggestion & Question Paper All
Subject 2024) পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আর
আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact
Form) এ নিজের ডিটেলস সাবমিট(Submit)
করো। খুব
শীঘ্রই আমরা Reply করবো।
অষ্টম শ্রেণীর প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ন ইতিহাস বিষয়ের মডেল প্রশ্নপত্র 2024 । Class 8 History Model Question Paper Wbbse 2024
Model Set – 1
1st Summative
Evaluation 2024 । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024
বিষয় - ইতিহাস। পূর্ণমান - ১৫। সময় - ৩০ মিনিট
Subject – History । F.M – 15 ।Time – 30 Minute
A. সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো : (যেকোনো তিনটি) 1 x 3 = 3
1. স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন -
A) টিপু
সুলতান
B) নিজাম
C) সাদাৎ খান
2. আহমদ
শাহ আবদালি ছিলেন
A) মারাঠা
B) আফগান
C) পারসিক
3. অলিনগরের সন্ধি হয়েছিল -
A) মীরজাফর ও ব্রিটিশ কোম্পানির মধ্যে
B) সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে
C) মিরকাশিম ও ও ব্রিটিশ কোম্পানির মধ্যে
4. দ্বৈত শাসন ব্যাবস্থা তুলে নেওয়া হয় -
A) 1773 খ্রিস্টাব্দে
B) 1772 খ্রিস্টাব্দে
C) 1775 খ্রিস্টাব্দে
D) 1776 খ্রিস্টাব্দে
B. সত্য/মিথ্যা নির্ণয় করো : 1
x 2 = 2
1. দশ
বছরের ভূমিরাজস্ব ব্যাবস্থার জন্য কোম্পানি ইজারাদারী ব্যবস্থ্যা চালু করেছিলেন।
2. ‘History of British India’ নামক
গ্রথটির লেখক হলেন জেমস মিল।
C. নীচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও : (যেকোনো তিনটি) 1 x 3 = 3
1. বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?
2. কে,
কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?
3. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্টিত করেন ?
4. ব্রিটিশ আমলে ভারতে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন ?
D. নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও : (যেকোনো দুটি) 2 x 2 = 4
1. ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি?
2. পলাশীর লুন্ঠন কি?
3. জায়গিদারী প্রথা কি?
E. নীচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 3 x 1 = 3
1. ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থার আমলাতন্ত্রের কি ভূমিকা ছিল ?
2. ব্রিটিশ সরকারের রেলপথ নির্মাণের উদ্দেশ্য কি ছিল ? হিন্দু কলেজ কাদের উদ্যেগে প্রতিষ্টিত হয় ?
অষ্টম শ্রেণীর প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ন ইতিহাস বিষয়ের মডেল প্রশ্নপত্র 2024 । Class 8 History Model Question Paper Wbbse 2024
Model Set – 21st Summative
Evaluation 2024 । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024বিষয় - ইতিহাস। পূর্ণমান - ১৫। সময় - ৩০ মিনিটSubject – History । F.M – 15 ।Time – 30 Minute
A. সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো : (যেকোনো তিনটি)1 x 3 = 31. স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন -
A) কর্নওয়ালিস
B) ডালহৌসি
C) ক্লাইভ
D) বেন্টিং
2. বাংলার নদীপথগুলিজারি করেছিলেন -চার্লস উড
A) এলিজা ইম্পে
B) উইলিয়াম জোনস
C) জেমস রেনেল
3. ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার -
A) নবাব
B) জমিদার
C) দেওয়ান
D) জমিদার
4. ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল -
A) 1120 বঙ্গাব্দে
B) 1176 বঙ্গাব্দে
C) 1120 বঙ্গাব্দে
i.
বাংলার প্রথম গভর্নর ছিলেন ___।
ii. চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল ___ খ্রিস্টাব্দে
D. নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও : (যেকোনো দুটি) 2 x 2 = 4
a) কোম্পানি শাসন জরিপের ক্ষেত্রে রেনেল এর ভূমিকা কি ছিল ?
b) অধীনতামূলক মিত্রতা নীতির মূল উদ্দেশ্য কি ছিল ?
c) পিটের আইনে কি বলা হয়েছিল ?
E. নীচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4 x 1 = 4
a) টিকা
লেখো - উডের প্রতিবেদন । দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো ?
b) কোম্পানির শাসনকালে বিচারে সমতা আনার জন্য ওয়ারেন হেস্টিংস কি ভূমিকা নিয়েছিলেন ? অন্ধকূপ হত্যা কি ?
অষ্টম শ্রেণীর প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ন ইতিহাস বিষয়ের মডেল প্রশ্নপত্র 2024 । Class 8 History Model Question Paper Wbbse 2024
Model Set – 31st Summative
Evaluation 2024 । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024বিষয় - ইতিহাস। পূর্ণমান - ১৫। সময় - ৩০ মিনিটSubject – History । F.M – 15 ।Time – 30 Minute
A. সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো : (যেকোনো
চারটি) 1x 4 = 4
1. বাংলার ধনকুবের বলা হত -
A) জগৎ
শেট
B) উমিচাঁদ
C) খোজা
ওয়াজিদ
2. শ্রীরামপুর 'ব্যাপটিস্ট মিশন' প্রতিষ্টিত হয় -
A) 1773 খ্রিস্টাব্দে
B) 1800 খ্রিস্টাব্দে
C) 1802 খ্রিস্টাব্দে
D) 1873 খ্রিস্টাব্দে
3. ভারতে সিভিল সার্ভিস ব্যাবস্তা চালু করেন -
A) ওয়ারেন হেস্টিংস
B) লর্ড
কর্নওয়ালিস
C) লর্ড
ওয়েলেসলি
D) লর্ড
ডালহৌসি
4. পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল -
A) 1757
B) 1760
C) 1759
D) 1756
5. ভারতের মহাকাব্য গুলো অনুবাদ করেন -
A) উইলিয়াম কেরি
B) মেকলে
C) উইলিয়াম হান্টার
D) মাইকেল স্যাডলার
B. নীচের যেকোনো চারটি প্রশ্নের দু-তিনটি বাক্যে উত্তর দাও : 2 x 4 = 8
a) রেসিডেন্ট কাদের বলা হতো ?
b) ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে ?
c) কর্নওয়ালিস কোড বলতে কি বোঝো ?
d) ফারুখশিয়রের ফরমান কি ?
e) টিকা
লেখো - উইলিয়াম কেরি ।
C. নীচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 3 x 1 = 3
A) সিরাজের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধিতার কারণ কি ?
অথবা ,
B) ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো -
মেকলের প্রতিবেদন |
অযোধ্যা |
সাদাৎ খান |
1793
খ্রিস্টাব্দে |
কর্নওয়ালিস কোড
|
1835
খ্রিস্টাব্দে |
আরও দেখুন:-
অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়। Class 8 Bengali 1st Unit Test Question Paper - Click Here
আরও দেখুন:-
অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। Class 8 English 1st Unit Test Question Paper - Click Here
আরও দেখুন:-
অষ্টম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। Class 8 History 1st Unit Test Question Paper - Click Here
আরও দেখুন:-
অষ্টম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। Class 8 Geography 1st Unit Test Question Paper - Click Here
আরও দেখুন:-
অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। Class 8 Science 1st Unit Test Question Paper - Click Here
অষ্টম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের সাজেশন ও পরীক্ষার মডেল প্রশ্নপত্র (Class 8 Suggestion
& Question Paper All Subject 2024) পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আর
আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact Form) এ অথবা এখানে Click করে নিজের ডিটেলস সাবমিট (Submit) করো, খুব শীঘ্রই আমরা Reply করবো। এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এখানে ক্লিক করে বিভিন্ন রকম আপডেট পেতে।
তোমাদের মডেল পেপার (Model Paper) গুলো কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ো।