WBBSE Class 8 Bengali 2024 1st Unit Test Questions Paper
অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ মডেল প্রশ্নপত্র
অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আমরা নিয়ে এসেছি বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল প্রশ্নপত্র( Class
8 Bengali First Unit Test Model Question 2024)। পশ্চিমবঙ্গ মধ্য
শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ের (Wbbse
Class 8 Bengali Question Paper) মডেল প্রশ্ন পত্র (Model
Question Paper) এখানে দেওয়া হয়েছে। আমরা এখানে ৩টি মডেল সেট দিয়েছি। আশা করি ছাত্রছাত্রীরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের এই মডেল সেট গুলোর প্রশ্নগুলি নিজে
বাড়িতে বসে সমাধান করে অনেক উপকৃত হবে এবং পরীক্ষা অনেক ভালো ফলাফল করবে। কারণ, ১০০ % পরীক্ষাই Common
আসবে এখান থেকে।
অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (Class
8 1st Unit Test Question Paper ) বাংলা বিষয়ের বোঝাপড়া ,
অদ্ভুত আতিথেয়তা, প্রাণ ভরিয়ে (গান),
চন্দ্রগুপ্ত ,
বনভোজনের ব্যাপার (নিখিল বঙ্গ-কবিতা-সংঘ),
সবুজ জামা ,
চিঠি (আলাপ),
পরবাসী ,
পথচলতি ,
একটি চড়ুই পাখি ,
বই পড়ার কায়দা কানুন (৪) [সব কটি পাঠের শেষে যুক্ত 'হাতে-কলমে' এবং 'মিলিয়ে পড়ো' (যদি থাকে) অংশ সহ ] 'ছোটোদের পথের পাঁচালি' (সহায়ক পাঠ) : প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় (পৃষ্ঠা ৭ থেকে ৩১ পর্যন্ত)। ব্যাকরণ ও নির্মিতি : প্রথম অধ্যায় : দল ,
দ্বিতীয় অধ্যায় :
ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা পর্যন্ত পরীক্ষা হবে। তাই
এই অধ্যায় গুলি থেকে প্রশ্ন পত্র তৈরী করা হয়েছে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ১৫ নম্বরের হবে যেখানে নির্ধারিত সময় ৩০ মিনিট।
Class-8 Bengali First-Unit-Test Question-2024
অষ্টম শ্রেণীর (Class
8) আরও অন্যান্য বিষয়ের সাজেশন ও পরীক্ষার মডেল প্রশ্নপত্র(Class
8 Suggestion & WBBSE Class 8 Question Paper All Subject 2024) পেতে
আমাদের সাথে যুক্ত থাকো। আর
আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact
Form) এ নিজের ডিটেলস সাবমিট(Submit)
করো। খুব
শীঘ্রই আমরা Reply করবো।
৮ম শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র ২০২৪ বাংলা
Model Set – 1
1st Summative
Evaluation 2024 । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024
বিষয় - বাংলা । পূর্ণমান - ১৫। সময় - ৩০ মিনিট
Subject – Bengali । F.M – 15 ।Time – 30 Minute
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : - (যেকোনো সাতটি ) 1 x 7 = 7
a)
'অদ্ভুত আতিথেয়তা' গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে?
b)
'রাজার প্রতি রাজার আচরণ' উধৃতাংশের বক্তা কে?
c)
কোন্ খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো?
d)
পলাশের ঝোপে কবি কী দেখেছেন?
e)
পাঠানদের মাতৃভাষা কী?
f)
চড়ুই পাখি এখান সেখান থেকে কী সংগ্রহ করে আনে?
g)
অপুর বয়স কত?
h) অপুর গ্রামের নাম কী?
i)
অপুর মা দুপুর বেলবেলা কোন বই
পড়তেন ?
২. নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও : - (যেকোনো
দুটি)
2 x 2 = 4
a)
"সেইটে সবার চেয়ে শ্রেয়"---- কোনটি সবার
চেয়ে শ্রেয়?
b)
'সবুজ
জামা' কবিতায় তোতাই সবুজ
জামা পড়লে কী কী ঘটনা ঘটবে তা লেখো ।
c)
মাইকেল মধুসূদন দত্ত তাঁর 'প্রিয় ও পুরাতন বন্ধু' গৌরদাস বসাককে কোথা থেকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন? তাঁর যাত্রাপথের বিবরণ দাও । ১+১
৩. নীচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত ও রুদ্ধ দল চিহ্নিত করো: 1 x 2 = 2
a.
বিশ্বভুবন
b.
তৎক্ষণাৎ
৪. নীচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো: 1
x 2 = 2
a.
ইস্কুল
b.
জানলা
অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ মডেল প্রশ্নপত্র
Model Set – 2
1st Summative
Evaluation 2024 । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024
বিষয় - বাংলা । পূর্ণমান - ১৫। সময় - ৩০ মিনিট
Subject – Bengali । F.M – 15 ।Time – 30 Minute
১। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো: - 1 x 5 = 5
a)
সহজে মেনে নিতে হবে --- সত্য / অসত্য / মিথ্যা কে ।
b)
আতিথিয়েতা বিষয়ে জগতে ---- আরব / মুর/ ভারতীয় - রা অতুলনীয়।
c)
রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিলেন---- টেনিদা / ক্যাবলা/ প্যালা
d)
সবুজ জামা পরলে তোতাই এর ডালে এসে বসবে --- প্রজাপতি/ মৌমাছি / বোলতা।
e)
বোঝাপড়া শব্দটির দল বিশ্লেষণ হলো--- বো+ ঝা+ প+ড়া/ বোঝা+ পড়া/ ব+ও+ঝ+আ+প+ড়+ আ
২। নীচের প্রশ্নগুলির এক-দুটি বাক্যে উত্তর দাও : - (যেকোনো
পাঁচটি)
1 x 5 = 5
a)
'আপনি
সত্বর প্রস্থান করুন'--- বক্তা কেন
উদ্দিষ্ট বেক্তিকে 'সত্বর প্রস্থান' করার নির্দেশ দিলেন?
b)
সবুজ জামা আসলে কী?
c)
ময়ূর কীভাবে মারা গেছে?
d)
'তাসবিহ' শব্দের অর্থ কী?
e)
দল কয় প্রকার ও কী কী ?
f)
'পরবাসী ' শব্দটির ধ্বনিতাত্ত্বিক বিচার করো।
৩। নীচের প্রশ্নগুলির তিন-চারটি বাক্যে উত্তর দাও : - (যেকোনো
একটি)
2 x 1 = 2
a.
অপুর মায়ের নাম কী ? অপু তার মায়ের কাছে থেকে যে গল্পটি শুনত সেই গল্পের কোন্ চরিত্রটি অপুর ভালো লাগতো? 1+1
b.
অপুর দিদির নাম
কী? গ্রামের লোকেরা সরস্বতী পুজোরদিন কোথায় গিয়েছিল? 1+1
৪। নীচের প্রশ্নগুলির সাত-আটটি বাক্যে উত্তর দাও : - (যেকোনো
একটি)
3 x 1 = 3
a.
"মরণ
এলে হঠাৎ দেখি/ মরার চেয়ে বাঁচাই ভালো।" --- ব্যাখ্যা করো।
b. 'ভাবলাম --- এ একটা জাতি বটে !"--- বক্তা কে? তাঁর এমন ভাবনার কারণ কী? 1+2
অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ মডেল প্রশ্নপত্র
Model Set – 3
1st Summative Evaluation 2024 । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024
বিষয় - বাংলা । পূর্ণমান - ১৫। সময় - ৩০ মিনিট
Subject – Bengali । F.M – 15 ।Time – 30 Minute
১। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো: - 1 x 5 = 5
a)
তোতাইবাবুর একটা --- লাল/ নীল/ সবুজ- জামা চায় ।
b)
মেঘনাদ বধ কাব্যে মেঘনাদ মারা গেছে --- পঞ্চম / ষষ্ঠ/ সপ্তম সর্গে।
c)
লেখকের ট্রেন ধরার কথাছিলো--- দেহারা- দুন এক্সপ্রেস / চেন্নাই এক্সপ্রেস / করমণ্ডল এক্সপ্রেস ।
d)
খিচুড়ির লিস্ট থেকে নাম বাদ গিয়েছিলো-- হাবুলের/ টেনিদার / ক্যাবলার / প্যালার
e) দলের আক্ষরিক অর্থ হলো--- অক্ষর / বর্ণ / শব্দ ।
২। নীচের প্রশ্নগুলির এক-দুটি বাক্যে উত্তর দাও : - 1 x 5 = 5
i.
'জগতে
একটা কীর্তি রেখে যেতে চাই '--
বক্তা কীভাবে এই কীর্তি রেখে যেতে চান?
ii.
বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল?
iii.
মধুসূদন দত্ত যে জাহাজে করে যাত্রা করছিলেন সেটার নাম কী?
iv.
উদাহরণসহ স্বরভক্তি কাকে বলে লেখো।
v. দল বিশ্লেষণ করে রুদ্ধ দল ও মুক্ত দল চিহ্নিত করো -- অশ্রুসাগর, বিজয়বাহিনী
৩। নীচের প্রশ্নগুলির তিন-চারটি বাক্যে উত্তর দাও : - (যেকোনো
একটি)
2 x 1 = 2
i.
অপুর পাঠশালা সম্পর্কে কী ধারণা ছিল?
ii.
'হাঁ
হাঁ হাত দিয়ো না হাত দিয়ো না '---
বক্তা কে ?
তিনি কাকে কী হাত দিতে বারন করেছিলেন? 1+1
৪। নীচের প্রশ্নগুলির সাত-আটটি বাক্যে উত্তর দাও : - (যেকোনো
একটি)
3 x 1 = 3
i.
'আলেম
' শব্দের মানে
কী? লেখককে করা, কেন '
এক মস্ত আলেম' ভেবেছিলেন? 1+2
ii.
‘পরবাসী’ কবিতায় কবি
নিজেকে ‘পরবাসী’
বলেছেন কেন?
আরও দেখুন:-
অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। Class 8 Bengali 1st Unit Test Question Paper - Click Here
আরও দেখুন:-
অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। Class 8 English 1st Unit Test Question Paper - Click Here
আরও দেখুন:-
অষ্টম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। Class 8 History 1st Unit Test Question Paper - Click Here
আরও দেখুন:-
অষ্টম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। Class 8 Geography 1st Unit Test Question Paper - Click Here
আরও দেখুন:-
অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। Class 8 Science 1st Unit Test Question Paper - Click Here
অষ্টম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের সাজেশন ও পরীক্ষার মডেল প্রশ্নপত্র (Class 8 Suggestion & Question Paper All Subject 2024) পেতে আমাদের সাথে যুক্ত থাকো।আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact Form) এ অথবা এখানে ক্লিক করে নিজের ডিটেলস সাবমিট (Submit) করো, খুব শীঘ্রই আমরা Reply করবো। এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এখানে ক্লিক করে বিভিন্ন রকম আপডেট পেতে।
তোমাদের মডেল পেপার (Model Paper) গুলো কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ো।
Enter Your Comment