Madhyamik Routine 2025 । ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন

Madhyamik Routine 2025 । ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন

Madhyamik Routine 2025 । ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন : - 

মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই চলে এলো আগামী বছরের মাধ্যমিক ২০২৫ পরীক্ষার রুটিন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সংবাদিক বৈঠক করে ২০২৫- মাধ্যমিক পরীক্ষার তারিখ ঘোষণা করেন। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা ২ রা ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল ১২ ই ফেব্রুয়ারি অর্থাৎ চলেছিল মাত্র দিন । কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন আগামী  ২০২৫- মাধ্যমিক পরীক্ষা ১৪ ফেব্রুয়ারী থেকে শুরু হবে এবং ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলবে অর্থাৎ ১০ দিন ধরে চলবে। তাই সময় আর বেশি নেই তোমাদের।

মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫ (WBBSE Madhyamik Exam Routine 2025)

তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রতিবারের মতো ২০২৫ সালেও সময় থাকছে ঘন্টা ১৫ মিনিট। যার মধ্যে ১৫ মিনিট থাকছে প্রশ্নপত্র পড়ার জন্য এবং ঘন্টা উত্তর লেখার জন্য।তোমাদের প্রতিদিন একটা বিষয়ের পরীক্ষা হবে  কিন্তু কখন থেকে পরীক্ষা শুরু হবে এবিষয়ে জানা যায়নি।

Madhyamik Exam 2025 Full Routine: ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু ২০২৫ সালের মাধ্যমিক, কবে কী পরীক্ষা? কখন শুরু হবে?

চলো এবার দেখে নেওয়া যাক কবে কোন বিষয়ের পরীক্ষা হবে।

পরীক্ষার  তারিখ(Exam Date)

বিষয় (Subject)

১৪ই ফেব্রুয়ারী২০২৫

প্রথম ভাষা (বাংলা) 

(Bengali)

১৫ই ফেব্রুয়ারী২০২৫

দ্বিতীয় ভাষা (ইংরেজি) 

(English)

১৭ই ফেব্রুয়ারী২০২৫

ইতিহাস 

(History)

১৮ই ফেব্রুয়ারী২০২৫

ভূগোল 

(Geography)

১৯ই ফেব্রুয়ারী২০২৫

জীবন বিজ্ঞান 

(Life Science)

২০ই ফেব্রুয়ারী২০২৫

ভৌত বিজ্ঞান 

(Physical Science)

২২ই ফেব্রুয়ারী২০২৫

গনিত 

(Mathematics)

২৪ই ফেব্রুয়ারী২০২৫

ঐচ্ছিক বিষয়


এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি তোমরা কিভাবে নেবে তো তার জন্য Info Educations তোমাদের জন্য নিয়ে এসেছে প্রতিটা বিষয়ের, প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর , অধ্যায়ভিত্তিক সাজেশন  এবং তার সাথে অসংখ্য মক টেস্ট,যাতে করে তোমরা ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। এর জন্য তোমরা প্রতিদিন ভিসিট(Visit) করতে থাকো www.infoeducations.com - এ । 

আর আমাদের এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে, তাই সবধরণের ছাত্র ছাত্রীরা উপকৃত হবে। তাই এই সব সুবিধা উপভোগ করার জন্য এবং নিত্য নতুন বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে তোমরা এক্ষুনি যুক্ত হয়ে যাও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যুক্ত হওয়ার জন্য নিচের লিঙ্ক গুলিতে ক্লিক করো।

ইউটিউব (YouTube) – Click Here

ফেসবুক (Facebook) – Click Here

হোয়াটসঅ্যাপ (WhatsApp) – Click Here

টেলিগ্রাম (Telegram) – Click Here

 

একটি মন্তব্য পোস্ট করুন

Enter Your Comment

নবীনতর পূর্বতন