WBBSE Class 9 Life Science First Unit Test Question Paper 2025 । নবম শ্রেণির জীবন বিজ্ঞান সাজেশন

4

Wbbse Class 9 Life Science Question Paper with Answer 2025

WBBSE Class 9 Life Science First Unit Test Question Paper 2025 । নবম শ্রেণির জীবন বিজ্ঞান সাজেশন

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা April মাসে শুরু হতে চলেছে সব বিদ্যালয়ে। তাই Info Educations ছাত্রছাত্রীদের প্রস্তুতিকে আরও সহজ করে তুলতে নিয়ে চলে এসেছে WBBSE Class 9 All Subject Unit Test Question Papers।

তোমাদের জন্য একসাথে 2 টি মক টেস্ট আলোচনা করা হলো। 

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর

প্রিয় ছাত্রছাত্রী , আশা করি তোমরা সবাই ভালো আছো।  আজ তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে  নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025। তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 40 Marks যার জন্য সময় বরাদ্দ থাকবে 80 Minutes। তোমাদের জন্য নবম শ্রেণীর জীবন বিজ্ঞান (Class Nine Jibon Bigyan Question Paper) প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাড়িতে বসে তোমরা নবম শ্রেণী জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশনটি (Nobom Shrenir Jibon Bigyan Prothom Porjai Kromik Mulyaon Proshnopotro) ভালো করে প্রাকটিস করো। WBBSE Class 9 Life Science Question Paper টি অনেক অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের মাধ্যম্যে তৈরী করা হয়েছে। 

West Bengal Board Class 9 Life Science 1st Unit Test Syllabus

WBBSE Class 9 Life Science 1st Unit Test / নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ এর সিলেবাস এ থাকছে তোমাদের প্রথম অধ্যায় - জীবন ও তার বৈচিত্র্য, দ্বিতীয় অধ্যায় - জীবন সংঘটনের স্তর । Class 9 জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ পূর্ণমান - ৪০ লিখিত।  যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।

West Bengal Board Class 9 First Summative Evaluation Question Paper 

WB Class 9 Life Science Question Paper 2025

Class: IX, Subject: Life Science

Full Marks : 40         Time : 1.20 Hrs.


1. সঠিক উত্তরটি নির্বাচন কর : 1 x 7 = 7

(i) উদ্ভিদরাজ্যের উভচর নামে পরিচিত উদ্ভিদগোষ্ঠী-

a) শৈবাল

b) মস

c) ফার্ণ 

d) গুপ্তবীজী 

উত্তর : - 

(ii) "নিডোব্লাস্ট' কোন পর্বের বৈশিষ্ট্য—

(a) টিনোফোরা 

(b) পরিফেরা 

(c) নিডারিয়া 

(d) মোলাস্কা

উত্তর : - 

(iii) দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন-

(a) ফক্স 

(b) ক্যানডোলে 

(c) ওপারিন 

(d) লিনিয়াস

উত্তর : - 

(iv) একটি উভলিঙ্গ প্রাণী হল-

(a) গোলকৃমি 

(b) ফিতাকৃতি 

(c) হাইড্রা 

(d) জেলিফিস 

উত্তর : - 

(v) কোশের শক্তিঘর হল-

(a) রাইবোজোম 

(b) মাইটোকনড্রিয়া 

(c) গলগি বস্তু 

(d) লাইসোজোম

উত্তর : - 

(vi) মানবদেহে সর্ববৃহৎ গ্রন্থি হল-

(a) বৃক্ক 

(b) প্লিহা 

(c) যকৃৎ 

(d) শুক্রাশয়

উত্তর : - 

(vii) লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির সর্বনিম্ন ধাপ হল-

(a) গোত্র 

(b) রাজা 

(c) গন 

(d) প্রজাতি

উত্তর : - 


2. একটি বাক্যে উত্তর দাও : 1 x 5 = 5

(i) ডিম্বানু উৎপন্ন হয় কোন স্থান থেকে?

উত্তর : - 

(ii) রুই মাছের কোন প্রকার আঁশ থাকে।

উত্তর : - 

(iii) 80S রাইবোজোমের দুটি অধঃ একক কী কী?

উত্তর : - 

(iv) ভিটামিন-C এর রাসায়নিক নাম লেখ।

উত্তর : - 

(v) একটি অপচিতি বিপাক এর নাম লেখ।

উত্তর : - 


3. শূন্যস্থান পূর্ণ করো : - 1 x 6 = 6

(i) মানবদেহের দীর্ঘতম কোশ হল ...............। 

উত্তর : - 

(ii) এপিকালচার বলা হয়............চাষ কে?

উত্তর : - 

(iii) DNA তে ...............শর্করা থাকে।

উত্তর : - 

(iv) মহাকাশযানে ......... নামক শৈবাল ব্যবহার করা হয়। 

উত্তর : - 

(v) রিকেট রোগ হয়....... .........ভিটামিনের অভাবে।

উত্তর : - 

(vi) এক গ্রাম প্রোটিন দহনে শক্তি উৎপন্ন হয়.............Kcal।

উত্তর : - 


4. অতি সংক্ষিপ্ত উত্তর দাও :   2 x 6 = 12

(i) টিকা লেখো : -  ICBN

(ii) শৈবাল এর দুইটি বৈশিষ্ট্য লেখ।

(iii) পার্থক্য লেখ—কোশপর্দা ও কোশপ্রাচীর। 

(iv) দ্বিপদ নামকরণে দুইটি নিয়ম লেখো।

v) হট ডাইলুট স্যুপ কী?

vi) ভিটামিন-A এর দুটি কাজ লেখ।


5. যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও :  5x2=10

i) একটি ‘নিউরোন’এর চিত্র অঙ্কন করে যে কোন চারটি অংশ চিন্নিত করো। 3 + 2 

ii) আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য লেখো। এই পর্বের দুটি প্রাণীর নাম লেখো। 4 + 1

iii) মিশ্র গ্রন্থি কাকে বলে। একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দিয়ে যে কোন দুটি কাজ লেখ ৷ 2+1+2


WB Class 9 Life Science Question Paper 2025

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন 2025 Set - 2

Class: IX, Subject: Life Science

Full Marks : 40         Time : 1.20 Hrs


A .সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1 x 7 = 7

i) জীবের কোন্ বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন হ্রাস করে ?

(a) উত্তেজিতা

(b) শ্বসন

(c) বিপাক,

(d) গমন

উত্তর : - 

ii) কোন্ শ্রেণির প্রাণীতে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম দেখা যায় ?

(a) রেটিলিয়া,

(b) ম্যামেলিয়া,

(c) অ্যানেলিডা,

(d) অ্যাম্ফিবিয়া

উত্তর : - 

iii) বেমতন্ত্র গঠনে সাহায্যকারী কোশ - অঙ্গাণুটি হল

(a) সেন্ট্রোজোম,

(b) ক্রোমোজোম,

(c) রাইবোজোম,

(d) লাইসোজোম

উত্তর : - 

iv) এনার্জি কারেন্সি বলে

(a) GTP -কে,

(b) CTP -কে,

(c) ATP -কে,

(d) NADP -কে 

উত্তর : - 

v) জাইলেমের সজীব উপাদানটি হল

(a) ট্রাকিড,

(b) ট্রাকিয়া,

(c) জাইলেম প্যারেনকাইমা,

(d) জাইলেম তন্তু 

উত্তর : - 

vi) মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রন করে

(a) মস্তিষ্ক,

(b) সুষুম্নাকান্ড,

(c) অগ্ন্যাশয়,

(d) প্লিহা 

উত্তর : - 

(vii) মানবখাদ্যে উপস্থিত কোন্ উপাদানটির পরিপাক হয় না এবং শক্তি উৎপন্ন করে না ?

(a) ফ্রুক্টোজ,

(b) ফ্যাট,

(c) সেলুলোজ,

(d) কার্বোহাইড্রেট

উত্তর : - 


Group-B

2. নিন্মলিখিত যেকোনো এগারোটি প্রশ্নের উত্তর দাও : -  1 x 11 = 11

(i) জীববিদ্যার প্রধান শাখা দুটি কী কী ?

উত্তর : - 

(ii) লিনিয়াস হায়ারার্কিতে ক-টি স্তর আছে ?

উত্তর : - 

(iii) কেমোজেনির ধারাবাহিক ঘটনাসমূহ ছকের দ্বারা উল্লেখ করো। 

উত্তর : - 

(iv) ক্লোনিং কাকে বলে ?

উত্তর : - 

(v) কোন্ উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহন কলার আবির্ভাব ঘটে ? 

উত্তর : - 

(vi) DNA : ডি-অক্সিরাইবোজ : : RNA : ..................। 

উত্তর : - 

(vi) দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো। 

উত্তর : - 

(viii) মানবদেহে লোহার অভাবজনিত রোগটি উল্লেখ করো । 

উত্তর : - 

(ix) ORS - এর পুরো নাম কী ?

উত্তর : - 

(x) ভিটামিন - D : ক্যালসিফেরল :: ভিটামিন - C :..........। 

উত্তর : - 

(xi) অনেক অ্যামাইনো অ্যাসিড ________________ বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে।

উত্তর : - 

(xii) হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয় ___________নামক অঙ্গে।

উত্তর : - 


Group-C

3. নিম্নলিখিত যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও : 2 x 6 = 12

(i) দ্বিপদ নামকরণ কাকে বলে ? উদাহরণ দাও ।

(ii) কনড্রিকথিস ও অসটিকথিস - এর মধ্যে দুটি পার্থক্য লেখো । 

(iii) ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে দুটি পার্থক্য লেখো । 

(iv) কোশপর্দা ও কোশপ্রাচীরের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো । 

(v) জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে দুটি পার্থক্য লেখো । 

(vi) প্রাইমরড্রিয়াল ইউট্রিক্‌ল কী ?

vii) প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের মধ্যে দুটি পার্থক্য লেখো । 

(vii) সুষুন্মাকান্ডের দুটি কাজ লেখো।


Group-D

4. যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও :  5 X 2 = 10

(i) ট্যাক্সোনমিক হায়ারার্কি বলতে কী বোঝ ? ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা কী ? 2+3

(ii) আধুনিক জীববিদ্যার প্রয়োগ সম্পর্কে আলোচনা করো । 

(iii) নিম্নলিখিত ভিটামিনগুলির দুটি করে কাজ উল্লেখ করো :

 ভিটামিন - C. ভিটামিন - B12, ভিটামিন - K, ভিটামিন - B1, ভিটামিন - A।


একটি মন্তব্য পোস্ট করুন

4মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন