পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অন্তৰ্গত অষ্টম শ্রেণী প্রশ্নপত্র ভূগোল 2025
অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার প্রশ্ন 2025
অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আমরা নিয়ে এসেছি ভূগোল বিষয়ের মডেল প্রশ্নপত্র(Class 8 Geography 2nd Unit Test Model Question Paper 2025)। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল বিষয়ের (Wbbse Class 8 Geography Question Paper) মডেল প্রশ্ন পত্র (Model Question Paper) এখানে দেওয়া হয়েছে। আমরা এখানে 2টি মডেল সেট দিয়েছি। আশা করি ছাত্রছাত্রীরা ভূগোল বিষয়ের এই মডেল সেট গুলোর প্রশ্ন ও উত্তর(Class 8 Geography Second Unit Test Question 2025) পড়ে অনেক উপকৃত হবে এবং পরীক্ষা অনেক ভালো ফলাফল করবে। কারণ, ১০০ % পরীক্ষাই Common আসবে এখান থেকে।
WBBSE Class 8 Geography 2nd Unit Test Syllabus 2025
অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (Class 8 1st Unit Test Question Paper Vugol) ভূগোল বিষয়ের চতুর্থ অধ্যায় -চাপবলয় ও বায়ুপ্রবাহ, পঞ্চম অধ্যায় - মেঘ ও বৃষ্টি ,নবম অধ্যায় - উত্তর আমেরিকা , দশম অধ্যায় - দক্ষিণ আমেরিকা পর্যন্ত পরীক্ষা হবে। তাই এই অধ্যায় গুলি থেকে প্রশ্ন পত্র(Ostom Shrenir Vugol Proshnopotro Uttorsoho) তৈরী করা হয়েছে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন(Vugol Proshno 2025) 50 নম্বরের হবে যেখানে নির্ধারিত সময় 100 মিনিট।
Class 8 2nd Unit Test Geography Question Paper 2025
8th Geography Question 2nd Unit Test Exam 2025
Model Set – 1
2nd Summative Evaluation 2025 । দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025
বিষয় - ভূগোল । পূর্ণমান - 50। সময় -100 মিনিট
1. শূন্যস্থান পুরণ করো : 1 x 7 = 7
(i) উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর মিলিত অঞ্চল______নামে পরিচিত।
উত্তর : -
(ii) লিবিয়া মরুভূমির উয় ও ধুলিপূর্ণ বায়ুকে বলা হয়______।
উত্তর : -
(iii) ___________বায়ুকে 'সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণও' বলা হয়।
উত্তর : -
(iv)_______________মেঘ ‘Bumpy Cloud' নামে পরিচিত।
উত্তর : -
(v) পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহ হল __________।
উত্তর : -
(vi) _______হল পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ।
উত্তর : -
(vii)__________হল পৃথিবীর রবার রাজধানী ।
উত্তর : -
2. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 x 7 = 7
(i) উত্তর আমেরিকার নবীন ভঙ্গিল পর্বত হল –
(a) হিমালয়,
(b) আন্দিজ,
(c) রকি।
উত্তর : -
(ii) ‘পৃথিবীর কসাইখানা’ নামে পরিচিত –
(a) বাফেলো,
(b) শিকাগো,
(c) ক্লিভল্যান্ড ।
উত্তর : -
(iii) অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে –
(a) আমাজন,
(b) লা-প্লাটা,
(c) ওরিনোকো নদীতে।
উত্তর : -
(iv) দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ তৃণভূমি হল -
(a) প্রেইরি,
(b) পম্পাস,
(c) ভেল্ড।
উত্তর : -
(v) আয়ন বায়ুর অপর নাম -
(a) সমুদ্র বায়ু,
(b) পুবালি বায়ু,
(c) স্থলবায়ু।
উত্তর : -
(vi) উয় স্থানীয় বায়ু হল –
(a) কালবৈশাখী,
(b) চিনুক,
(c) বোরা।
উত্তর : -
(vii) পূর্ব চিন সাগরে ঘূর্ণিঝড় –
(a) সাইক্লোন,
(b) হ্যারিকেন,
(c) টাইফুন নামে পরিচিত।
উত্তর : -
3. এক কথায় উত্তর দাও : 1 x 6 = 6
(i) কোন্ মেঘকে ‘বজ্রমেঘ’ বলা হয় ?
উত্তর : -
(ii) বৃষ্টিমাপক যন্ত্রের নাম কী ?
উত্তর : -
(iii) গর্জনশীল চল্লিশা কী ?
উত্তর : -
(iv) উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
উত্তর : -
(v) ‘শিল্ড’ কথার অর্থ লেখো ।
উত্তর : -
(vi) ‘এস্টেনশিয়া’ কী ?
উত্তর : -
4. সঠিক হলে 'শুদ্ধ' লেখো এবং ভুল হলে 'অশুদ্ধ' লেখো : 1 x 8 = 8
(i) দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সেলভা নামে পরিচিত।
উত্তর : -
(ii) কানাডিয়ান শিল্ড অঞ্চলের হ্রদগুলি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়েছে।
উত্তর : -
(ii) পশ্চিমা বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু।
উত্তর : -
(iv) শীতকালীন মৌসুমি বায়ুতে বৃষ্টিপাত অনেক বেশি হয়।
উত্তর : -
(v) নাতিশীতোয় অঞ্চলে ঘুর্ণবৃষ্টি ‘সীমান্ত বৃষ্টি' নামে পরিচিত।
উত্তর : -
(vi) পার্বত্য উপত্যকায় দিনের বেলায় শীতল ক্যাটাবেটিক বায়ু নীচের দিকে নামতে থাকে।
উত্তর : -
(vii) শিশির ও কুয়াশা অধঃক্ষেপণ নয়।
উত্তর : -
(viii) 2013 সালের ঘূর্ণবাত হল ফাইলিন।
উত্তর : -
Read More : - WBBSE Class 8 History Second Unit Test Question Paper 2025 । ক্লাস 8 ইতিহাস প্রশ্ন উত্তর 2025
5. কারণ উল্লেখ করো : (যে-কোনো চারটি) 3 x 4 = 12
(i) নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে।
(ii) মুম্বাই-এর তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয়।
(iii) আমাজন নদীতে বদ্বীপ গঠিত হয়নি।
(iv) ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে।
(v) সেলভা অরণ্যকে ‘পৃথিবীর ফুসফুস' বলা হয়।
(vi) প্রেইরি তৃণভূমিতে প্রচুর গম উৎপন্ন হয়।
6. উপযুক্ত চিত্রসহ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 5 x 2 = 10
(i) পৃথিবীর চাপবলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্রসহ আলোচনা করো।
(ii) চিত্র ও উদাহরণসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের উৎপত্তি আলোচনা করো ।
(iii) উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণ আলোচনা করো।
(iv) দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি বর্ণনা করো।
Class 8 Geography Model Question Second Unit Test 2025
অষ্টম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল প্রশ্নপত্র
Model Set – 1
2nd Unit Test 2025 । দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025
বিষয় - ভূগোল । পূর্ণমান - 50। সময় -100 মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 × 10 = 10
(i) তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ‘ডোলড্রামস’-এ থেমে থাকো তাহলে তুমি –
(a) সুমেরুবৃত্তীয়,
(b) মকরীয়,
(c) নিরক্ষীয় এলাকায় আছো।
উত্তর : -
(ii) দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যাবে –
(a) গভীরতম হ্রদ,
(b) দীর্ঘতম পর্বতশ্রেণি,
(c) উচ্চতম স্থান।
উত্তর : -
(iii) অশ্ব অক্ষাংশ দেখা যায় –
(a) 50°- 60° উত্তর-দক্ষিণ,
(b) 25° – 35° উত্তর-দক্ষিণ,
(c) 40°– 45° উত্তর-দক্ষিণ অক্ষাংশে।
উত্তর : -
(iv) রকি পার্বত্য অঞ্চলের উম্বুবায়ু –
(a) বোরা,
(b) সিরোক্কো,
(c) চিনুক নামে পরিচিত।
উত্তর : -
(v) আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয় –
(a) কলোরাডো,
(b) ডাকোটা,
(c) মিচিগান রাজ্যে ।
উত্তর : -
(vi) সেন্ট লরেন্স নদীর উৎস –
(a) আথাবাস্কা হ্রদ,
(b) অন্টারিও হ্রদ,
(c) সেলকিক পর্বত ।
উত্তর : -
(vii) যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয়, তা হল ওই বায়ুর –
(a) গলনাঙ্ক,
(b) শিশিরাঙ্ক,
(c) ঘনীভবন।
উত্তর : -
(viii) অ্যানাবেটিক বায়ু একটি -
(a) নিয়ত বায়ু,
(b) সাময়িক বায়ু,
(c) স্থানীয় বায়ু।
উত্তর : -
(ix) পৃথিবীর বৃহত্তম নদী হল -
(a) নিল,
(b) আমাজন,
(c) গঙ্গা
উত্তর : -
(x) ‘Bumpy Cloud’ নামে পরিচিত হল –
(a) সিরাস,
(b) স্ট্র্যাটোকিউমুলাস,
(c) সিরোকিউমুলাস মেঘ
উত্তর : -
2. শূন্যস্থান পূরণ করো : 1 x 10 =10
(i) একটি শীতল স্থানীয় বায়ুর নাম হল ______।
উত্তর : -
(ii) সেন্ট লরেন্স নদী ___________ মহাসাগরে পতিত হয়েছে।
উত্তর : -
(iii)__________মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো ।
উত্তর : -
(iv) উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের__________শহর পৃথিবীর রবার-এর রাজধানী' নামে পরিচিত ।
উত্তর : -
(v) পর্বতের অনুবাত ঢালকে __________বলা হয়।
উত্তর : -
(vi) নিরক্ষীয় অঞ্চলে সারাবছর-------------চাপ বিরাজ করে।
উত্তর : -
(vii)____________খ্রিস্টাব্দে পানামা খালটি কাটা হয় ।
উত্তর : -
(viii) ______________বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু।
উত্তর : -
(ix)____________পৃথিবীর বৃহত্তম নিকেল খনি ।
উত্তর : -
(x) পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক কেন্দ্ৰ_________।
উত্তর : -
3. নীচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো : 1 x 10 =10
(i) আয়ন বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কম ।
উত্তর : -
(ii) অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত।
উত্তর : -
(iii) আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় ।
উত্তর : -
(iv) ওরিনোকো নদীর অববাহিকায় ল্যানোস সমভূমি অবস্থিত।
উত্তর : -
(v) সুন্দরবনকে 'পৃথিবীর ফুসফুস' বলা হয়।
উত্তর : -
(vi) পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম পম্পেরো।
উত্তর : -
(vii) দুই মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ সৃষ্টি হয়েছে।
উত্তর : -
(viii) বায়ু সবসময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
উত্তর : -
(ix) লিবিয়া মরুভূমির উয় ও ধূলিপূর্ণ বায়ুকে সিরোক্কো বলা হয় ।
উত্তর : -
(x) কানাডিয়ান শিল্ড অঞ্চলের উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায়।
উত্তর : -
4. টীকা লেখো : (যে-কোনো চারটি) 2.5 x 4 =10
(i) ITCZ,
(ii) অশ্ব অক্ষাংশ,
(iii) বাইস ব্যালট সূত্র,
(iv) এস্টেনশিয়া,
(v) মৃত্যু উপত্যকা,
(vi) যোজক।
5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনো দুটি) 2 x 5 = 10
(i) চিত্রসহ সমুদ্রবায়ু ও স্থলবায়ুর উৎপত্তি ও প্রভাব আলোচনা করো।
(ii) উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষি উন্নতির কারণ ব্যাখ্যা করো ।
(iii) কানাডার শিল্ড অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন?
(iv) পম্পাস অঞ্চলের কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে যা জানো লেখো ।
Enter Your Comment