নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য প্রশ্ন উত্তর সাজেশন 2024

1
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য প্রশ্ন উত্তর সাজেশন 2024

Wbbse Class 9 Life Science Chapter 1 Life and Its Diversity Question Answer in Bengali

West Bengal Board Class 9 Life Science Chapter 1 Life and Its Diversity Question Answer In Bengali ক্লাস 9 (Class 9) জীবন বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় জীবন তার বৈচিত্র্য - এর প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীব ও তার বৈচিত্র্য - এর (Class 9 Life Science Suggestion 2024) নিচের দেওয়া প্রশ্ন গুলি তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ (Very Very Important) এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনাও অনেক বেশি থাকে। তাই ক্লাস 9 জীবন বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় জীব ও তার বৈচিত্র্য - এর (Wbbse Class 9 Life Science Suggestion first unit) প্রশ্নের উত্তর গুলি তোমরা ভালো করে পড়তে থাকো। আশা করি নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় জীব ও তার বৈচিত্র্য - এর  প্রশ্ন উত্তর গুলি তোমাদের অনেক সাহায্য করবে। এখানে MCQ ,SAQ , সংক্ষিপ্ত এবং রচনাধর্মী সব রকমের প্রশ্নের আলোচনা করা হলো।

নবম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের নোটস সাজেশন(Class 9 Suggestion All Subject 2024) পেতে আমাদের সাথে যুক্ত থাকো।  আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact Form) নিজের ডিটেলস সাবমিট(Submit) করো। 

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন 2024 Class 9 Life Science Suggestion 2024

Class Nine জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য প্রশ্ন উত্তর সাজেশন 2024 Class 9 Life Science Suggestion 2024

Multiple Choice Question (MCQ) প্রশ্নোত্তর  প্রতিটি প্রশ্নের মান – 1 

1. ম্যাঙ্গিফেরা ইন্ডিকা(Mangifera Indica) কোন গাছের বিজ্ঞানসম্মত নাম ?
A)   আম
B)   জাম
C)   কলা
D)   বট
উত্তর : আম
2. মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব - এটি কার উক্তি ?
A)   ওপারিন
B)   ফক্স
C)   হ্যালডেন
D)   পাস্তুর
উত্তর : -  ফক্স
3. যে প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থৈতিক শক্তি তাপ শক্তিরূপে মুক্ত হয় তাকে বলে -
A)   পুষ্টি
B)   শ্বসন
C)   রেচন
D)   বৃদ্ধি
উত্তর : শ্বসন
4. নিচের কোনটি কনড্রিকথিস(Chondrichthyes) শ্রেণীর বৈশিষ্ট্য নয় ?
A)   পটকা
B)   হেটেরোসরকাল লেজ
C)   প্ল্যাকয়েড আঁশ
D)   অন্তরকঙ্কাল তরুনাস্থিময়
উত্তর : - পটকা
5. বর্গ ও পর্বের মধ্যবর্তী ক্যাটাগরি হল -
A)   শ্রেণী
B)   গণ
C)   গোত্র
D)   রাজ্য
উত্তর : - শ্রেণী
6. 'উদ্ভিদ রাজ্যের উভচর' হল -
A)   শৈবাল
B)   ছত্রাক
C)   মস
D)   ফার্ন
উত্তর : - মস
7. ব্যাকটেরিয়ার কোশ প্রাচীর গঠিত হয় যা দিয়ে তা হল -
A)   সেলুলোজ
B)   পেপ্টাইডোগ্লাইক্যান
C)   প্রোটিন
D)   কাইনিন
উত্তর : -   পেপ্টাইডোগ্লাইক্যান
8. মহাকাশযানে অক্সিজেন সোরোরবাহের জন্য কোন শৈবাল ব্যবহার করা হয় -
A)   ক্লোরেলা
B)   কারা
C)   ভলভক্স
D)   ক্ল্যামাইডোমোনাস
উত্তর : - ক্লোরেলা
9. পিত্ত উৎপাদিত হয় -
A)   পিত্তথলিতে
B)   যকৃতে
C)   অগ্ন্যাশয়ে
D)   প্লীহাতে
উত্তর : - যকৃতে ,উৎপন্ন হয়।  কিন্তু সঞ্চিত হয় পিত্তথলিতে
10. জীববিদ্যার জনক হলেন -
A)   ল্যামার্ক
B)   লিনিয়াস
C)   অ্যারিস্টট্ল
D)   ওপারিন
উত্তর : - ল্যামার্ক
11. হায়ারার্কি শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক হল -
A)   প্রজাতি
B)   গণ
C)   গোত্র
D)   বর্গ
উত্তর : - প্রজাতি
12. পরস্পর সম্পর্ক যুক্ত ও সাদৃশ্যযুক্ত কতকগুলি গোত্র নিয়ে গঠিত গোষ্ঠীকে বলা হয় -
A)   বর্গ
B)   গণ
C)   শ্রেণী
D)   প্রজাতি
উত্তর : -  বর্গ
13. কোষপ্রাচীর অনুপস্থিত -
A)   শৈবাল
B)   ছত্রাক
C)   আনিমালিয়াতে
D)   ব্যাকটেরিয়ায়
উত্তর : - আনিমালিয়াতে
14. সালোকসংশ্লেষের মাধ্যমে খাদ্য প্রস্তুত করতে অক্ষম হল -
A)   মনেরা
B)   প্রোটিস্টা
C)   ফানজি
D)   প্লান্টি
উত্তর : - ফানজি
15. 'Hot Dilute Soup ' বা 'তপ্ত লঘু ঝোল ' শব্দটি কোন বিজ্ঞানী প্রবর্তন করেন -
A)   হ্যালডেন
B)   ওপারিন
C)   মিলার
D)   লিনিয়াস
উত্তর : - হ্যালডেন
16. নিন্মলিখিত কোন উদ্ভিদগোষ্ঠীর মূল উদ্ভিদ দেহটি লিঙ্গধর ?
A)   ব্রায়োফাইটা
B)   জিমনোস্পার্ম
C)   টেরিডোফাইটা
D)   আনজিওস্পারম
উত্তর :- ব্রায়োফাইটা
17. জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে অধ্যায়নকে বলে -
A)   বাস্তুবিদ্যা
B)   শারীরবিদ্যা
C)   অনাক্রমবিদ্যা  
D)   অভিব্যাক্তি সংক্রান্ত বিদ্যা
উত্তর : - অভিব্যাক্তি সংক্রান্ত বিদ্যা
18. বৃহত্তম অমেরুদন্ডী প্রাণীদের পর্বটি হল -
A)   আনিলিডা
B)   আর্থ্রোপোডা
C)   মোলাস্কা
D)   একাইনোডার্মাটা
উত্তর : - আর্থ্রোপোডা
19. কাইটিন নির্মিত কোশ প্রাচীর যার দেখা যায় তা হল -
A)   শৈবাল
B)   ছত্রাক
C)   মোস
D)   ফার্ন
উত্তর : - ছত্রাক
20. বিজ্ঞানের যে শাখায় রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয় সেটি হল -
A)   হিস্টোলজি
B)   অনাক্রমবিদ্যা  
C)   শারীরবিদ্যা
D)   আচরণবিদ্যা
উত্তর : - অনাক্রমবিদ্যা  
21. প্রাণ সৃষ্টির সময় আদি পরিবেশের বৈশিষ্ট্য কি ছিল ?
A)   জারণধর্মী
B)   অক্সিজেনবিহীন
C)   শীতল
D)   অক্সিজেনসমৃদ্ধ
উত্তর : -অক্সিজেনবিহীন
22. হ্যালডেন বর্ণিত জটিল জৈবযৌগ মিশ্রিত সমুদ্রের তপ্ত জলকে বলে -
A)   তপ্ত সুপ্
B)   লঘু সুপ্
C)   সুপ্
D)   তপ্ত লঘু সুপ্
উত্তর : - তপ্ত লঘু সুপ্
23. এদের মধ্যে কোনটি মোলাস্কা পর্বভুক্ত ?
A)   ষ্টার ফিশ
B)   জেলি ফিশ
C)   ডেভিল ফিশ
D)   সিলভার ফিশ
উত্তর : - জেলি ফিশ
24. পটকা নেই অথচ অবসারণি ছিদ্র বর্তমান।  এটি কোন শ্রেণী হতে পারে ?
A)   রেপ্টিলিয়া
B)   অস্ট্রিকথিস 
C)   কনড্রিকথিস
D)   আম্ফিবিয়া
উত্তর : -রেপ্টিলিয়া
25. কোন প্রাণীতে কোয়ানসাইট কোশ বর্তমান -
A)   হাইড্রা
B)   স্পঞ্জিলা
C)   প্যারামেসিয়াম
D)   বেরো
উত্তর : - স্পঞ্জিলা
26. রাজ্য প্রোটিস্টা থেকে কোন রাজ্যের উৎপত্তি হয়েছে -
A)   ফাংগি
B)   প্ল্যান্টি
C)   আনিম্যালিয়া
D)   ফাংগি ,প্ল্যান্টি, আনিম্যালিয়া
উত্তর : - ফাংগি ,প্ল্যান্টি, আনিম্যালিয়া
27. এদের মধ্যে কোনটি রেপ্টিলিয়া শ্রেণীভুক্ত নয় -
A)   কুমির
B)   সাপ
C)   কচ্ছপ
D)   স্যালাম্যান্ডার
উত্তর : - কুমির
28. উদ্ভিদজগতে সংবহন কলা দেখা যায় প্রথমে কোন জীবগোষ্ঠীতে ?
A)   আলগী
B)   টেরিডোফাইটা
C)   ব্রায়োফাইটা
D)   জিমনোস্পার্ম
উত্তর : - টেরিডোফাইটা

Class Nine Prothom Odhyai Jibon O Tar Boichitro Proshno O Uttor Sagesan 2025 Class 9 Life Science Suggestion 2024

একটি  বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান – 1

1. মানুষের দ্বিপদ নাম কি ?

উত্তর: - Homo Sapiens, এখানে Homo গণ নাম আর Sapiens প্রজাতির নাম

2. লিনিয়াসের হায়ারার্কিতে কয়টি ধাপ ছিল ?

উত্তর : -  সাতটি ধাপ ছিল।

3. রাজ্য ফানজির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর : - এরা এককোষী , বহুকোষী , অনুসূত্রাকার হয়।

4. বাদুড় কোন শ্রেণীর প্রাণী ?

উত্তর : - উভচর শ্রেণীর প্রাণীরা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মামেলিয়া গোষ্ঠীর অন্তর্ভুক্ত।

5. জীবেদের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন ?

উত্তর : - ১৯৬৯ সালে হুইটটেকার (Whittaker)

6. কেঁচো কোন শ্রেণীর প্রাণী ?

উত্তর : - আনিলিডা (Annelida)

7. একটি অপচিতি বিপাকের নাম লেখো।

উত্তর : - শ্বসন রেচন।

8. কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয় ?

উত্তর : - অণুজীব বিজ্ঞান।

9. 'Taxonomy ' শব্দটি কে প্রবর্তন করেন ?

উত্তর : - অগাস্তিন পি দ্য ক্যান্ডল।

10. কণ্টকত্বকী পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও।

উত্তর : - তারামাছ , সমুদ্র শশা।

11. আদিকোষ বা প্রোটোসেল  কিভাবে সৃষ্টি হয়েছিল ?

উত্তর : - কোয়াসারভেট বা ,মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে আদিকোষ বা প্রোটোসেল এর উৎপত্তি হয়েছিল।

12. জীববিদ্যা শব্দটি কে নির্মাণ করেন ?

উত্তর : - ১৮০১ খ্রিস্টাব্দে ল্যামার্ক।

13. ট্যাক্সনমি (Taxonomy) শব্দের অর্থ কি ?

উত্তর : - বিন্যাসবিধি।

14. 'Systema Naturae ' গ্রন্থের লেখক কে ?

উত্তর : - ক্যারোলাস লিনিয়াস।

15. ট্যাক্সনমির মুখ্য উপাদান কয়টি কি কি ?

উত্তর : - তিনটি।  যথাক্রমে - শনাক্তকরণ , নামকরণ এবং শ্রেণীবিন্যাস।

16. হায়ারার্কি কথার অর্থ কি ?

উত্তর : - কতকগুলি নিচের স্তরের জীবগোষ্ঠীর পর্যায়ক্রমে ধাপে ধাপে ওপরের স্তরে অন্তর্ভুক্তি।

17. দ্বিপদ নামকরণ কোন কোন পদ নিয়ে গঠিত ?

উত্তর : - গণ এবং প্রজাতি।

18. হাঙ্গর কোন শ্রেণীর প্রাণী ?

উত্তর : - কনড্রিকথিস (Chondrichthyes)

19. নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তভুক্ত ?

উত্তর : - মনেরা। 

20. তরুনাস্থি বিশিষ্ট মাছের দেহে কি ধরণের আঁশ দেখা যায় ?

উত্তর : - প্ল্যাকয়েড।

21. 'নেপচুনের পেয়ালা' কোন পর্বভুক্ত?

উত্তর : - পরিফেরা পর্বের অন্তভুক্ত।

22. লিনিয়াস প্রবর্তিত কোন গ্রন্থে প্রাণীদের দ্বিপদ নামকরণ প্রকাশিত হয় ?

উত্তর : - ‘Species Plantarum’

23. কোন পর্বভুক্ত প্রাণীদের দেহে ছন্দ সিলোম দেখা যায় ?

উত্তর : - নিমাটোডা।

24. জীববিদ্যার যে শাখায় ছত্রাক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কি বলে?

উত্তর : - ছত্রাকবিদ্যা বা মাইকোলজি।

25. কোলোব্লাস্ট বা ল্যাসকোষ কোন পর্বের প্রাণীর দেহে উপস্থিত থাকে ?

উত্তর : - টিনোফেরা

26. সমাঙ্গদেহী উদ্ভিদ বলতে কি বোঝো ?

উত্তর :- যে সকল উদ্ভিদের শারিরীক বৈশিষ্ট্যকে মূল, কাণ্ড পাতায় বিভক্ত করা যায়না তারাই সমাঙ্গদেহী উদ্ভিদ।

27. নগ্নবীজ দেখতে পাওয়া যাই এমন একটি উদ্ভিদের নাম লেখো।

উত্তর : - সাইকাস, পাইনাস ইত্যাদি

28. জলসংবহনতন্ত্র কোন পর্বের শনাক্তকরণ বৈশিষ্ট্য ?

উত্তর : - একাইনোডার্মাটা

29. জীববিদ্যার যে শাখায় জীবাশ্মের গঠন নিয়ে আলোচনা করা বা চর্চা করা হয় তাকে কি বলে ?

উত্তর : - প্রত্নজীববিদ্যা ( Palaeontology )

30. জলসংবহনতন্ত্র আছে এমন একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো।

উত্তর : - তারামাছ (Asterias rubens)

31. কোন শ্রেণীর প্রাণীতে মুখছিদ্র মস্তকের অঙ্কদেশে অবস্থিত ?

উত্তর : - কনড্রিকথিস (হাঙর )

32. মাংসল পদ কোন পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য ?

উত্তর : - মোলাস্কা

33. ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি?

উত্তর : -  Oryza Sativa

34. কোন পর্বের প্রাণীদের দেহটি ম্যান্টল পর্দা দ্বারা আবৃত থাকে ?

উত্তর : -  মোলাস্কা

35. কোন পর্বের প্রাণীদের দেহে সিলেনটেরন থাকে ?

উত্তর :- নিডারিয়াতে ( জেলিফিশের দেহের মধ্যে )

36. ICZN এর সম্পূর্ণ লেখো।

উত্তর : - International Code of Zoological Nomenclature .

37. উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয় ?

উত্তর : - থিওফ্রাস্টাস

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর 2024 । Class Nine জীবন বিজ্ঞান সাজেশন 2025

সংক্ষিপ্ত প্রশ্ন গুলির উত্তর দাও দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান – 2 

১) হট ডাইলুট সুপ্ (Hot Dilute Soup  ) কি ?

উত্তর: - বিজ্ঞানী হ্যালডেনের মতে আদি পৃথিবীতে উত্তপ্ত জলে কার্বোহাইড্রেট , ফ্যাট এবং প্রোটিন অনু সৃষ্টি হয়।  তিনি এই জৈব অনু মিশ্রিত সমুদ্রের উত্তপ্ত জলকে হট ডাইলুট সুপ্ (Hot Dilute Soup  ) নামে অভিহিত করেন। 

২) উদাহরণসহ একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর : - 1. একবীজপত্রী উদ্ভিদ প্রধানত বীরুৎ জাতীয় এবং গুল্ম বৃক্ষের সংখ্যা কম।  অন্যদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদ সাধারণত বৃক্ষ জাতীয় এবং বেশিরভাগ বহুবর্ষজীবী।

2. একবীজপত্রী উদ্ভিদের কান্ড শাখাহীন। অন্যদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ড শাখাপ্রশাখা যুক্ত। 

3. একবীজপত্রী উদ্ভিদের সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত। অন্যদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা জালকাকার শিরাবিন্যাসযুক্ত।

4. একবীজপত্রী উদ্ভিদের হলো - ধান , গম , ভুট্টা ইত্যাদি।  অন্যদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ - আম , মটর , ছোলা ইত্যাদি। 

৩) দ্বিপদ নামকরণের নিয়মগুলি কি কি ?

উত্তর : - . কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে। 

. কেবল মাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে। 

. কোনো একটি প্রজাতির নাম দ্বিপদযুক্ত হবে।  এবং উপপ্রজাতির নাম ত্রিপদযুক্ত হবে।

. গণের নামের প্রথম অক্ষর বড়ো হরফে এবং প্রজাতির নাম ছোট হরফে লিখতে হবে। যেমন ধানের বিজ্ঞানসম্মত নামOryza sativa

. বিজ্ঞানসম্মত নাম সবসময় বাঁকা হরফে অর্থাৎ ইটালিক অক্ষরে ছাপা হবে।  লেখার সময় নিন্মরেখিত করতে হবে।  যেমন গিনিপিগের বিজ্ঞানসম্মত নাম Cavia porcellus

. যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থেকে থাকে বা একাধিক উদ্ভিদের নাম একই হয়ে থাকে , তবে সর্বপ্রথম দেওয়া সিদ্ধ নামটিই গৃহীত হবে।  একে অগ্রাধিকার আইন বলে।

৪) মানুষের প্রধান রেচন অঙ্গের নাম লেখো। নীলাভ-সবুজ শৈবাল কোন্ রাজ্যের অন্তর্ভুক্ত ?

উত্তর : - মানুষের প্রধান রেচন অঙ্গের নাম বৃক্ক। নীলাভ-সবুজ শৈবাল মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত

৫) হুইটেকার কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে পাঁচরাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন ?

উত্তর : - . কোশ গঠনের জটিলতা : কোষের জটিলতার ভিত্তিতে জীবকে দুভাগে ভাগ করা হয় - প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক

. জীবের দেহগঠনের জটিলতা : জীব এককোষী বা বহুকোষী।

. জীবের খাদ্যগ্রহণ পদ্ধতি : জীব দুভাগে বিভক্ত - স্বভোজী পরভোজী।

. বস্তুতান্ত্রিক ভূমিকা : বাস্তুতন্ত্রে জীবের জীবনযাত্রা অনুযায়ী জীব তিনপ্রকার।  যথা - উৎপাদক , খাদক বিয়োজক।

. জাতিজনিগত সম্পর্ক : শ্রেণীবিন্যাসে জীবের একাধিক চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য জীবের বংশগতি এবং অভিব্যক্তিজনিত সম্পর্কের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।  

৬) কর্ডাটা পর্বের তিনটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর : - . জীবনের যেকোনো দশায় গলবিলের দুপাশে ফুলকা ছিদ্র থাকে।

. ভ্রূণ অবস্থায় বা সারাজীবন ধরে নেটোকর্ড থাকে। 

. পৃষ্ঠদেশে ফাঁপা নার্ভকর্ড থাকে।

উদাহরণ : - রুই মাছ(Labeo rohita) , সোনা ব্যাঙ (Rana tigrina)

৭) ট্যাক্সনমির (Taxonomy) উপাদানগুলি আলোচনা করো।

উত্তর : - ট্যাক্সনমির (Taxonomy) উপাদানগুলি হল - শনাক্তকরণ , নামকরণ এবং শ্রেণীবিন্যাস।

. শনাক্তকরণ : - কোনো বিবেশ বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্যান্য জীবদের থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতিকে বলে শনাক্তকরণ।

. নামকরণ : - গোষ্ঠীভুক্ত প্রত্যেক জীবকে পৃথক পৃথক নাম দিয়ে আলাদা করে চিনে নেওয়া কেই বলা হয় নামকরণ।  যেমন আম গাছের বিজ্ঞানসম্মত নাম Mangifera indica হল অন্য দিকে বাঘের বিজ্ঞানসম্মত নাম হল Panthera tigris

. শ্রেণীবিন্যাস : - জীবেদেরকে বিভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে।

8) গুপ্তবীজী ও ব্যাক্তবীজী উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর : - 1. গুপ্তবীজী উদ্ভিদ বিরাট , গুল্ম বৃক্ষ জাতীয় হয়।  অন্যদিকে ব্যক্তবীজী উদ্ভিদ দীর্ঘ , কাষ্ঠল , বহুবর্ষজীবী , চিরহরিৎ বৃক্ষ জাতীয় হয়।

2. গুপ্তবীজী উদ্ভিদের বীজে বীজপত্রের সংখ্যা একটি বা দুটি। অন্যদিকে ব্যক্তবীজী উদ্ভিদের বীজে একাধিক বীজপত্র থাকে।

3. গুপ্তবীজী উদ্ভিদের প্রকৃত ফল গঠিত হয়। অন্যদিকে ব্যক্তবীজী উদ্ভিদের ফল গঠিত হয় না। 

4. গুপ্তবীজী উদ্ভিদের উদাহরণ হল - ধান , মটর , আম।অন্যদিকে ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ হল - সাইকাস , পাইনাস।   

9)  তারামাছ মাছ নয় কেন ?

উত্তর : - . তারামাছের নালীপদ গমন অঙ্গ, যা অন্য মাছেদের থাকে না। 

. তারামাছ একাইনোডার্মাটা পর্বের প্রাণী এবং অন্য মাছ এই পর্বের অন্তর্ভুক্ত না।

. এদের দেহ ওরাল আবরাল তলে বিভেদিত।

10)  অর্থোপোডা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর : - . দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত।

. সন্ধিল উপাঙ্গ উপস্থিত।

. রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির।

উদাহরণ : - আরশোলা , মাছি।

11 ) আনিলিডা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর : - . দেহে অসংখ্য আংটির মতো খন্দক নিয়ে গঠিত।

. দেহে রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির

. দেহ ত্রিস্তর বিশিষ্ট  - এক্টোডার্ম, মেসোডার্ম এন্ডোডার্ম।

উদাহরণ : - কেঁচো , জোঁক।

12. উদাহরণসহ টিনোফোরা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো

উত্তর : - . দেহত্বকে কোলোব্লাস্ট কোশ থাকে।

. দেহে সমদূরত্বে অবস্থিত আটটি কোম্বপ্লেট থাকে।

. স্ট্যাটোসিস্ট নামক জ্ঞানেন্দ্রিয় উপস্থিত।

উদাহরণ : বেরো , হরমিফোরা

13. নিডারিয়া এবং টিনোফোরা- মধ্যে পার্থক্য লেখো। 

উত্তর : -

বিষয়

নিডারিয়া

টিনোফোরা

নিডোব্লাস্ট কোশ

থাকে

থাকেনা।

ল্যাসোকোষ

থাকে  না

থাকে।

কোম্বপ্লেট

থাকে না

থাকে।

উদাহরণ

হাইড্রা , অরেলিয়া

 

বেরো , হর্মিফরা।

14. মহাকাশ গবেষণায় ক্লোরেলা নামক শৈবাল ব্যবহার করা হয় কেন ?

উত্তর : - ক্লোরেলা হলো একটি এককোষী শৈবাল যা মহাকাশচারী মহাকাশে খাদ্যরূপে গ্রহণ করে।  এই শৈবাল মহাকাশযানে কার্বন ডাই অক্সাইড শোষণ করে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরী করে অক্সিজেন মুক্ত করে এবং উক্ত অক্সিজেন মহাকাশচারীর প্রশ্বাস প্রক্রিয়ায় ব্যবহার করে। 

15. রাজ্য মনেরার দুটি বৈশিষ্ট্য লেখো।    

উত্তর : - . এরা এককোষী প্রোক্যারিয়োটিক।

. এদের অযৌন জনন সম্পন্ন হয়। 

. এদের পুষ্টি প্রক্রিয়া স্বভোজী বা পরভোজী।

উদাহরণ : - ব্যাকটেরিয়া , নীলাভ সবুজ শৈবাল।

16. জীবের দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর : - . উত্তেজনায় সারা দেয়।

. প্রত্যেক জীব প্রজননে সক্ষম হয়। 

. প্রত্যেক জীবদেহে বিপাক ক্রিয়া সম্পন্ন হয়।

. জীবের নির্দিষ্ট আকার আয়তন আছে।

17. সোনা ব্যাঙ সাপ কোন শ্রেণীভুক্ত ?

উত্তর : - সোনা ব্যাঙ উভচর শ্রেণীর প্রাণী এবং সাপ সরীসৃপ শ্রেণীর প্রাণী।

18. ট্যাক্সনমির দুটি গুরুত্ব লেখো।

উত্তর : - . ট্যাক্সনমির মাধ্যমে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়।

. অসংখ্য জীবের মধ্যে কোনো একটি বিশেষ জীবকে শনাক্ত করা যায়।

. বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়। 

19. সমস্ত মেরুদন্ডী প্রাণীই কর্ডাটা, কিন্তু সব কর্ডাটার মেরুদন্ডী নয় - উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো।

অথবা , সকল মেরুদন্ডী প্রাণী কর্ডাটা কিন্তু সকল কর্ডাটা মেরুদন্ডী নয় কেন ?

উত্তর : - সমস্ত মেরুদন্ডী প্রাণীদের দেহেই জীবনের ভ্রূণ দশায় নোটোকর্ড থাকে এবং ভ্রূণের পরিস্ফুরন   কালে নোটোকর্ড মেরুদন্ড দ্বারা প্রতিস্থাপিত হয়।  একারণে , এদের মেরুদন্ডী বলা হয়।

অন্যদিকে , কর্ডাটা পর্বভুক্ত হেমিকর্ডাটা , ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা উপপর্বের অন্তগত প্রাণীদের দেহে অবস্থিত নোটোকর্ড কখনোই মেরুদন্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না।  এজন্য , এরা কর্ডাটা হলেও মেরুদন্ডী প্রাণী নয়।   

20. পরিফেরা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো

উত্তর : - . দেহপ্রাচীরে অসংখ্য ছিদ্র বা পোর থাকে , যার মাধ্যমে দেহে জল প্রবেশ করে।

. দেহে কোয়ানোসাইট কোশ পরিবেষ্টিত একাধিক গহ্বর উপস্থিত।

. দেহে নালিকাতন্ত্র থাকে।

উদাহরণ : - সাইকন

21. আধুনিক জীববিদ্যার ব্যাবহারিক প্রয়োগ সম্পর্কে আলোচনা করো।

উত্তর : - . আধুনিক জীববিদ্যার প্রয়োগে উচ্চফলনশীল , উচ্চগুনমানযুক্ত রোগপ্রতিরোধ কৃষিবীজ   এবং চারা সৃষ্টি দ্বারা কৃষিকাজে উন্নতি হচ্ছে।

. বিভিন্ন সংক্রামক রোগের টিকা তৈরিতে , সাধারণ রোগের ওষুধ তৈরিতে এবং আন্টিবায়োটিক           উৎপাদনে বর্তমানে আধুনিক জীববিদ্যার জ্ঞান প্রয়োগ করা হচ্ছে।  

জীবন ও তার বৈচিত্র্য প্রশ্ন উত্তর সাজেশন 2024 Class 9 Life Science Suggestion 2024

রচনা ধর্মী প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান – 5 

1. আধুনিক জীববিদ্যার ব্যাবহারিক প্রয়োগ সম্পর্কে আলোচনা করো।

2. জীবের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

 


নবম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের নোটস সাজেশন পেতে আমাদের সাথে যুক্ত থাকো।আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact Form) অথবা এখানে Click করো নিজের ডিটেলস সাবমিট করো, খুব শীঘ্রই আমরা Reply  করবো। এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এখানে ক্লিক করে বিভিন্ন রকম আপডেট পেতে।

  

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

Enter Your Comment

  1. একবীজপত্রীয় ও দ্বিবীজপত্রী উদ্ভিদের তিনটি পার্থক্য লেখ

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন