বিভাগ – ক
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : (১x৫ = ৫)
১. সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজের অক্সিজেনের উৎস হলো –
ক) জল
খ) কার্বন ডাই অক্সাইড
গ) C₆H₁₂O₆
ঘ) C₁₂H₂₂O₁₁
২. শর্করা ভঙ্গক উৎসেচক নয় কোনটি?
ক) ইরেপসিন
খ) সুক্রেজ
গ) মল্টেজ
ঘ) ল্যাকটেজ
৩. কোন উদ্ভিদের পাতার পত্ররন্ধ্র নিবেশিত?
ক) করবী
খ) বট
গ) ধান
ঘ) ফণীমনসা
৪. রিজার্ভ পেসমেকার বলা হয় –
ক) AV নোডকে
খ) SA নোডকে
গ) হিজের বান্ডিলকে
ঘ) পারকিনজি তন্তুকে
৫. মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় –
ক) বৃক্কে
খ) যকৃতে
গ) পাকস্থলীতে
ঘ) ফুসফুসে
বিভাগ – খ
২। একটি বাক্যে উত্তর দাও (যেকোনো দুটি) : (১ x ২ = ২)
i. BMR এর সম্পূর্ণ নাম লেখো।
ii. নিচের সম্পর্কযুক্ত শব্দজোড়া দেওয়া আছে। প্রথম জোড়াটি দেখে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থান পূরণ করো –
রক্ত জমাট বাঁধা : অনুচক্রিকা :: শ্বাসবায়ুর পরিবহন : _________
iii. হৃদপিণ্ডের আবরণীর নাম লেখো।
৩। শূন্যস্থান পূরণ করো (যেকোনো দুটি) (১ x ২ = ২)
i. শ্বসন প্রক্রিয়ায় মোট ________ অনু ATP উৎপন্ন হয়।
ii. ট্রিপসিন উৎসেচক ক্ষরিত হয় _________ থেকে।
iii. ল্যাকটোজ ________-এ পাওয়া যায়।
৪। সঠিক বাক্যের পাশে ✔ চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ✘ চিহ্ন দাও (যেকোনো দুটি) (১ x ২ = ২)
i. কেঁচোর শ্বসন অঙ্গ দেহতল।
ii. অগ্নাশয়ে শর্করা থাকে।
iii. বৃত্তীয় পরাপরিস্রাবক সম্পন্ন হয় নেফ্রনের হেনরির লুপ অংশে।
iv. সালোকসংশ্লেষ একপ্রকার জারণ-বিজারণ প্রক্রিয়া।
৫। মিল করো (বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ) (১ x ৪ = ৪)
বাম দিক ডান দিক
ক) নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ A) মিথোজীবী
খ) লাইকেন B) হাইড্রোক্লোরিক অ্যাসিড
গ) ম্যালেরিয়া C) কুইনাইন
ঘ) পাকস্থলী D) ট্র্যাকিয়া
E) গদ
বিভাগ – গ
৬। সংক্ষিপ্ত উত্তর দাও (যেকোনো ৫টি) (২ x ৫ = ১০)
i. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কেন?
ii. সালোকসংশ্লেষ ও শ্বসনকে পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া বলা হয় কেন?
iii. ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয় কেন?
iv. সালোকসংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলা হয় কেন?
v. উদ্ভিদের দুটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের উৎস ও তাদের অর্থনৈতিক গুরুত্ব লেখো।
vi. ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য লেখো।
vii. পিত্তরসে উৎসেচক থাকে না, তবু একে পাচক রস বলা হয় কেন?
বিভাগ – ঘ
নিন্মলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : - 3 x 5 = 15
৭। সন্ধান কাকে বলে? সন্ধানের তিনটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। (৩+২)
অথবা,
খ) উদ্ভিদের জল সংবহন সংক্রান্ত ডিক্সন ও জলির মতবাদ লেখো। স্বভোজী ও পরভোজী সৃষ্টির মধ্যে পার্থক্য লেখো। (৩+২)
৮। হিস্টোলজির সংজ্ঞা দাও। বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি – ব্যাখ্যা করো। (২+৩)
অথবা,
সালোকসংশ্লেষ কাকে বলে? সবাত শ্বসন ও অবাত শ্বসনের পার্থক্য লেখো। মানবদেহে একটি শ্বাসপেশীর নাম লেখো। (২+২+১)
৯। আরশোলার মুক্ত সংবহনতন্ত্রের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো : (i) অ্যালারি পেশি (ii) অস্ট্রিয়া (iii) হৃৎপিণ্ড (iv) পেরিকার্ডিয়াল সাইনাস।
অথবা,
খ) মানব হৃদপিণ্ডের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং চিহ্নিত করো :
ত্রিপত্র কপাটিকা, বাম নিলয় , ডান অলিন্দ , মহাধমনী।
Nobom Shrenir Jibon Bigyan Proshnopotro
Life Science 2nd Unit Test Question Paper 2025
Set- 2
Class: IX, Subject: Life Science
Full Marks : 40 Time : 1.20 Hrs.
Class 9 Life Science 2nd Unit Test Question Paper 2025 set 2
১) সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো : (১x৫ = ৫)
ক) অতিরিক্ত শ্বাস অঙ্গ দেখা যায় –
(ক) রুই
(খ) কই
(গ) হাওর মাছ
(ঘ) সিলভার কার্প
খ) রিজার্ভ পেসমেকার বলা হয় –
(ক) এভি নোড
(খ) এসএ নোড
(গ) পারকিনজি তন্তু
(ঘ) হিজ বান্ডিল
গ) হাঁপানি রোগের উপশমে লাগে –
(ক) থিইন
(খ) কুইনাইন
(গ) ডাটুরিন
(ঘ) স্যালবিউটামল
ঘ) একটি অ্যামাইলোলাইটিক উৎসেচক –
(ক) পেপসিন
(খ) টায়ালিন
(গ) ট্রিপসিন
(ঘ) অ্যামাইলেজ
ঙ) স্থিতিকারী ব্যাকটেরিয়া হল –
(ক) কমান
(খ) বাসিলাম
(গ) রাইজোবিয়াম
(ঘ) ক্লোস্ট্রিডিয়াম
২) ঠিক বাক্যের পাশে '✔' আর ভুল বাক্যের পাশে '✘' চিহ্ন দাও : (১ x ৫ = ৫)
ক) টিটানাস একটি ভাইরাস ঘটিত রোগ।
খ) কেঁচো, জোঁক প্রভৃতি প্রাণীর রেচন অঙ্গ ফ্লেমকোশ।
গ) হিমোলাইসিসের ফলে আরবিসির সংখ্যা কমে যায়।
ঘ) সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের অনুপাত প্রায় ৪:১:১।
ঙ) অন্যের দেহ থেকে রক্ত চুষে পুষ্টি লাভ করে, তাদের বলা হয় কপোফ্যাজি।
৩) একটি বাক্যে উত্তর দাও : (১ x ৫ = ৫)
ক) সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ লেখো।
খ) পরিণত মানুষের দত্ত সংকেত কী?
গ) আরবিসির আয়ুষ্কাল কত?
ঘ) কানের খোল বা সেরুমেন কোন গ্রন্থি থেকে রেচিত হয়?
ঙ) ডিপথেরিয়া রোগের জন্য কোন জীবাণু দায়ী?
৪) শূন্যস্থান পূরণ করো : (১ x ৫ = ৫)
ক) হৃৎপিণ্ড __________ নামক আবরণে আবৃত।
খ) পেয়ারা, অর্জুন প্রভৃতি গাছে __________ মোচন দেখা যায়।
গ) ছত্রাক ও শৈবালের মিলিত রূপকে __________ বলে।
ঘ) ADP + __________ = ATP
ঙ) রস নির্ভর অনাক্রম্যতার জন্য দায়ী__________ লিম্ফোসাইট।
৫) নিচের প্রশ্নগুলির উত্তর দাও : (২ x ৫ = ১০)
ক) জন্মগত ও অর্জিত অনাক্রম্যতার মধ্যে তিনটি পার্থক্য লেখো।
খ) তিনটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম লেখো এবং একটি করে অর্থনৈতিক গুরুত্ব লেখো।
গ) ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয় কেন?
ঘ) পাকস্থলীতে কোন অ্যাসিড পাওয়া যায়?
ঙ) রক্ত তঞ্চন পদ্ধতি শব্দছকের সাহায্যে বোঝাও।
৬) ছক পূরণ করো : (১ x ৩ = ৩)
উৎসেচক সাবস্ট্রেট উৎপন্ন পদার্থ
সুক্রেজ ____________ গ্লুকোজ + ফ্রুকটোজ
____________ ফ্যাট ফ্যাটি অ্যাসিড + গ্লিসারল
ট্রিপসিন পেপটোন ___________
৭) নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : (৩ + ২ = ৫)
ক) মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহনের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো – বাম নিলয়, ডান অলিন্দ, মহাধমনী, ত্রিপত্র কপাটিকা।
অথবা,
খ) একটি নেফ্রনের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো –
হেনলির লুপ, বোম্যানস ক্যাপসুল, গ্লোমেরুলাস, সংগ্রাহক নালিকা।
Enter Your Comment