অষ্টম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ প্রশ্ন ও উত্তর। West Bengal Board Class 8 History Book Solution

0

West Bengal Boards Class 8 History Question & Answers Part - 5

অষ্টম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ প্রশ্ন ও উত্তর। West Bengal Board Class 8 History Book Solution
প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ সম্পূর্ণ প্রশ্ন ও উত্তর(West Bengal Board Class 8 History Chapter 5 Complete Solution)। অষ্টম শ্রেণীর ইতিহাস -পঞ্চম অধ্যায় - ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ প্রশ্ন উত্তরগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এর ছোট প্রশ্ন ও উত্তর (WBBSE Class 8th History Question and Answer) গুলি তুমি যদি করো তাহলে জ্ঞান এবং তার সাথে পরীক্ষায় লেখার দক্ষতা বৃদ্ধি পাবে। 

Ostom Shrenir Etihas Ouponibesik Sashoner Protikriya

অষ্টম শ্রেণীর ইতিহাস – ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ / Class 8 History Question & Answers অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর(Class 8 History Chapter 5 Question Answer in Bengali) সিরিজের মধ্যে আজকে তোমাদের জন্য থাকছে পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ প্রশ্ন ও উত্তর (Class Eight Ouponibesik Sashoner Protikriya Sohojogita o Bidroho Proshno o Uttor)। ভালো করে প্রশ্ন ও উত্তরগুলো বাড়িতে বসে প্রাকটিস করো এবং আমাদের কমেন্ট করে জানাতো পারো তোমার এই পোস্টটি কেমন লাগলো এবং এর সাথে তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটিও আমাদের জানাতে পারো ।


অষ্টম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর । প্রশ্নের মান - 1 

1. ঠিক উত্তরটি বেছে লেখো : প্রশ্নমান- 1

(i) নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন -

(a) দিগম্বর বিশ্বাস, 

(b) সিধু, 

(c) বিরসা মুন্ডা, 

(c) ভৈরব

উত্তর : - (a) দিগম্বর বিশ্বাস, 


(ii) ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল – 

(a) ১৮৮৫ খ্রি, 

(b) ১৮৫৮ খ্রি, 

(c) ১৯৪৭ খ্রি, 

(d) ১৮৭৫ খ্রি 

উত্তর : - (b) ১৮৫৮ খ্রি, 


(iii) প্রদত্ত কোন কারণটি উপজাতি বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত নয়?

(a) ঔপনিবেশিক অরণ্য আইন, 

(b) জমিদার, মহাজনদের শোষণ,

(c) উপজাতি সম্প্রদায়ের আধুনিকীকরণ, 

(d) উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতিতে হস্তক্ষেপ।

উত্তর : - (c) উপজাতি সম্প্রদায়ের আধুনিকীকরণ, 


(iv) ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের পর ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন ঘটে। নীচের কোন্ বিকল্পটি সঠিক নয়?

(a) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সমাপ্তি ঘটেছিল, 

(b) ভারতকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়, 

(c) রানি ভিক্টোরিয়াকে ব্রিটিশ ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয়, 

(d) লর্ড ক্যানিং ভাইসরয় নিযুক্ত হন।

উত্তর : - (b) ভারতকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়, 


(v) মানচিত্রটি ১৮৫৭-র বিদ্রোহের প্রধান কেন্দ্রগুলিকে দেখাচ্ছে। এগুলির মধ্যে বাংলার অন্তর্গত কেন্দ্র কোনটি? -- 

(a) দিল্লি, 

(b) মিরাট, 

(c) বেরিলি, 

(d) ব্যারাকপুর

উত্তর : - (d) ব্যারাকপুর।


(vi) মহারাষ্ট্রের সমাজসংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের অবদান ছিল গুরুত্বপূর্ণ। নীচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য জ্যোতিরাও ফুলে গড়ে তোলেন -

(a) সত্যশোধক সমাজ,

(b) আর্য সমাজ, 

(c) ব্রাহ্ম সমাজ, 

(d) প্রার্থনা সমাজ। 

উত্তর : - (a) সত্যশোধক সমাজ,


(vii) সমাজসংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বীরেশলিঙ্গম পাণ্ডুলুর কর্মকাণ্ডের মধ্যে বিশেষ মিল পাওয়া যায়। - 

(a) দুজনেই সংস্কৃত ভাষাচর্চার প্রসিদ্ধি ঘটিয়েছিলেন, 

(b) দুজনেই মুদ্রণ ব্যবস্থার বিকাশের সঙ্গে যুক্ত ছিলেন, 

(c) দুজনেই বিধবাবিবাহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, 

(d) দুজনেই সতীদাহপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। 

উত্তর : - (c) দুজনেই বিধবাবিবাহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, 


(viii)সতীদাহ প্রথা কবে আইন করে নিষিদ্ধ করা হয়?

(a) ১৮১৮ সালে

(b) ১৮২৯ সালে

(c) ১৮৫৩ সালে

(d) ১৮৬১ সালে

উত্তর: (b) ১৮২৯ সালে।


(ix) সতীদাহ প্রথা রদ হয়- কার নেতৃত্বে ?

(a) রাজা রামমোহন রায়-এর

(b) বিদ্যাসাগর-এর

(c) ডিরোজিও-এর

(d) দেবেন্দ্রনাথ ঠাকুর-এর

উত্তর: (a) রাজা রামমোহন রায়-এর।


(x) মহারাষ্ট্রে নিম্নবর্ণের মানুষের শিক্ষা ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় কার উল্লেখযোগ্য অবদান ছিল?

(a) রাজা রামমোহন রায়

(b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(c) জ্যোতিরাও ফুলে

(d) দয়ানন্দ সরস্বতী

উত্তর: (c) জ্যোতিরাও ফুলে


(xi) প্রথম সাপ্তাহিক পত্রিকাটি হল- 

(a) দিগদর্শন

(b) বেঙ্গল গেজেট

(c) সমাচার দর্পণ

(d) হিন্দু প্যাট্রিয়ট

উত্তর: (c) সমাচার দর্পণ। 


(xii) 'দামিন-ই-কোহ' কথাটির অর্থ হল-

(a) জঙ্গলের প্রান্তদেশ

(b) গ্রামের প্রান্তদেশ

(c) সাগরের প্রান্তদেশ

(d) পাহাড়ের প্রান্তদেশ

উত্তর: (d) পাহাড়ের প্রান্তদেশ


(xiii)  ১৮৫৭  খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন-

(a) লর্ড ক্যানিং

(b) লর্ড কার্জন

(c) রবার্ট ক্লাইভ 

(d) লর্ড কর্নওয়ালিস

উত্তর: (a) লর্ড ক্যানিং


(xiv) ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন- 

(a) রাজা রামমোহন রায়

(b) স্বামী বিবেকানন্দ

(c) দাদাভাই নৌরজি 

(d) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: (a) রাজা রামমোহন রায়।


(xv) ‘বেঙ্গল গ্যাজেট’ সাপ্তাহিক পত্রিকা কে প্রথম প্রকাশ করেন?

(a) রাজা রামমোহন রায়

(b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(c) জেমস অগাস্টাস হিকি

(d) জন ক্লার্ক মার্শম্যান

উত্তর: (c) জেমস অগাস্টাস হিকি


(xvi) ‘বেঙ্গল গ্যাজেট’ সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ হয় কত খ্রিস্টাব্দে?

(a) ১৭৮০ সালে

(b) ১৮৮০ সালে

(c) ১৬৮০  সালে

(d) ১৯৮০ সালে

উত্তর: (a) ১৭৮০ সালে। 


(xvii) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক প্রত্রিকা - 

(a) দিগদর্শন

(b) বেঙ্গল গেজেট

(c) সমাচার দর্পণ

(d) হিন্দু প্যাট্রিয়ট

উত্তর: (c) সমাচার দর্পণ। 


(xviii) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক প্রত্রিকা - 

(a) দিগদর্শন

(b) বেঙ্গল গেজেট

(c) সমাচার দর্পণ

(d) হিন্দু প্যাট্রিয়ট

উত্তর: (a) দিগদর্শন। 


(xix) সতীদাহ প্রথা রোধ করেন কে?

(a) লর্ড ওয়েলেসলি 

(b) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 

(c) লর্ড কর্নওয়ালিস 

(d) লর্ড হেস্টিংস 

উত্তর: (b) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 


(xx) হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয় - 

(a) ১৭৮০ সালে

(b) ১৮৮০ সালে

(c) ১৮৫৬  সালে

(d) ১৯৮০ সালে

উত্তর: (c) ১৮৫৬  সালে। 


(xxi) প্রার্থনা সমাজ গড়ে তোলেন কে?

(a) রাজা রামমোহন রায়

(b) মহাদেব গোবিন্দ রানাডে

(c) দয়ানন্দ সরস্বতী

(d) কেশবচন্দ্র সেন

উত্তর:  (b) মহাদেব গোবিন্দ রানাডে


(xxii) পন্ডিত রামাবাঈ ছিলেন –

(a) একজন বিজ্ঞানী

(b) একজন সমাজ সংস্কারক

(c) একজন রাজনৈতিক নেতা

(d) একজন সাংবাদিক

উত্তর: (b) একজন সমাজ সংস্কারক


ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ প্রশ্ন উত্তর

2. শূন্যস্থান পূরণ করো : প্রশ্নমান- 1

(i) আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন ________। 

উত্তর : - স্যার সৈয়দ আহমেদ খান। 

(ii) সাগরে কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন __________। 

উত্তর : - লর্ড ওয়েলেসলি। 

(iii) মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবাবিবাহ আন্দোলন শুরু হয় __________। 

উত্তর : - বীরেশলিঙ্গম পান্ডুলুর। 

(iv) স্বামী বিবেকানন্দ ___________ধর্ম সম্মেলনে যোগদান করেন।

উত্তর : - শিকাগো। 


Class 8 History Chapter 5 Question Answer / Class 8 history (অষ্টম শ্রেণি ইতিহাস)

3. ঠিক না ভুল লেখো : প্রশ্নমান- 1

(i) ১৮২৯ খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি হয়। 

উত্তর : - ভুল। 

(ii) বীরেশলিঙ্গম পাণ্ডুলু অস্পৃশ্যতা, জাতিভেদ ও বাল্যবিবাহের বিরোধিতা করেন।  

উত্তর : - ঠিক। 

(iii) সাঁওতালরা ঔপনিবেশিক শাসকের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। 

উত্তর : - ঠিক। 

(iv) বাঙালি মধ্যবিত্ত সমাজ সিফাই বিদ্রোহে যোগ দিয়েছিলেন। 

উত্তর : - ভুল।  তারা এই বিদ্রোহকে সমর্থন করেননি বরং নিন্দা করেছিলেন। 

(v) প্রথম সিপাহীবিদ্রোহ শুরু হয় মিরাটে। 

উত্তর : - ঠিক। (১০ মে, ১৮৫৭ খ্রিস্টাব্দে)


অষ্টম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর

4. বেমানান শব্দটি খুঁজে বের করো :  প্রশ্নমান- 1

(i) সৈয়দ আহমদ, আব্দুল ওয়াহাব, স্যার সৈয়দ আহমদ খান, হাজি শরিয়তউল্লা। 

উত্তর : - স্যার সৈয়দ আহমদ খান। 

(ii) পণ্ডিতা রমাবাঈ, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ভগিনী শুভলক্ষ্মী, রানি লক্ষ্মীবাঈ।

উত্তর : - রানি লক্ষ্মীবাঈ। 

(iii) আত্মারাম পাণ্ডুরং, মহাদেব গোবিন্দ রানাড়ে, জ্যোতিরাও ফুলে, বীরেশলিঙ্গম পাণ্ডুলু।

উত্তর : - বীরেশলিঙ্গম পাণ্ডুলু।

(iv) রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী।

উত্তর : -দয়ানন্দ সরস্বতী।

(v) বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে।

উত্তর : - তিতুমির। 


WBBSE Class 8 History Notes & Suggestions 

5. (a) স্তম্ভ দুটি মিলিয়ে লেখো : প্রশ্নমান- 1

ক- স্তম্ভ                              খ- স্তম্ভ

(i) দক্ষিণ ভারতের সংস্কারক         (a) বীরেশলিঙ্গম পাণ্ডুলু 

(ii) আত্মীয় সভা              (b) জ্যোতিরাও ফুলে 

(iii) জাতীয় মেলা                  (c) রামমোহন রায়          

(iv) সত্যশোধক সমাজ                  (d) স্বামী দয়ানন্দ সরস্বতী 

(v) আর্য সমাজ                      (e) নবগোপাল মিত্র 


উত্তর : - 

(i) দক্ষিণ ভারতের সংস্কারক         (a) বীরেশলিঙ্গম পাণ্ডুলু 

(ii) আত্মীয় সভা              (c) রামমোহন রায়  

(iii) জাতীয় মেলা                           (e) নবগোপাল মিত্র 

(iv) সত্যশোধক সমাজ                 (b) জ্যোতিরাও ফুলে  

(v) আর্য সমাজ               (d) স্বামী দয়ানন্দ সরস্বতী        


(b) স্তম্ভ দুটি মিলিয়ে লেখো : প্রশ্নমান - 1

ক- স্তম্ভ               খ- স্তম্ভ 

(i) হিন্দু প্যাট্রিয়ট           (a) শেষ মুঘল সম্রাট

(ii) বাহাদুর শাহ জাফর            (b) সতীদাহ-বিরোধী আন্দোলন

(iii) রাজা রামমোহন রায়         (c) ব্রাহ্ম সমাজ

(iv) বিজয়কৃষ্ণ গোস্বামী          (d) সিধু ও কানহু

(v) সাঁওতাল বিদ্রোহ            (e) নীল বিদ্রোহ

উত্তর : - 

(i) হিন্দু প্যাট্রিয়ট           (e) নীল বিদ্রোহ 

(ii) বাহাদুর শাহ জাফর            (a) শেষ মুঘল সম্রাট 

(iii) রাজা রামমোহন রায়         (b) সতীদাহ-বিরোধী আন্দোলন 

(iv) বিজয়কৃষ্ণ গোস্বামী          (c) ব্রাহ্ম সমাজ

(v) সাঁওতাল বিদ্রোহ            (d) সিধু ও কানহু


WBBSE Class VIII History Chapter 4 Problem Solution 

6. একটি বাক্যে উত্তর দাও :         প্রশ্নমান-1

(i) পণ্ডিতা রমাবাঈ কেন স্মরণীয়? 

উত্তর : - পণ্ডিতা রমাবাঈ স্মরণীয় কারণ তিনি নারী শিক্ষা ও বিধবার অধিকার রক্ষায় আন্দোলন করে সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন।

(ii) পশ্চিম ভারতে বিধবাদের পুনর্বিবাহের ক্ষেত্রে কে উদ্যোগ নিয়েছিলেন? 

উত্তর : - বিষ্ণুশাস্ত্রী পন্ডিত। 

(iii) সতীদাহপ্রথা কে আইন করে রদ করেন? 

উত্তর : - লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 

(iv) ‘নব্যবঙ্গ’ কাদের বলা হত? 

উত্তর : - উনবিংশ শতাব্দীর প্রথমভাগে, হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও-র নেতৃত্বে তাঁর অনুগামী একদল যুবককে 'নব্যবঙ্গ' বা 'ইয়ং বেঙ্গল' বলা হত। 

(v) আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর : - স্বামী দয়ানন্দ সরস্বতী। 

(vi) ‘সত্যশোধক সমাজ' কী উদ্দেশ্যে গড়ে উঠেছিল?

উত্তর : - তথাকথিত নিম্নবর্ণের মানুষের শিক্ষা, সামাজিক অধিকার এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার জন্য গড়ে উঠেছিল। 

(vii) সতীদাহপ্রথা কবে, কার উদ্যোগে রদ করা হয় ? 

উত্তর : - ১৮২৯ সালের ৪ঠা ডিসেম্বর, লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের (Lord William Bentinck) উদ্যোগে। 

(viii) ‘সত্যশোধক সমাজ' কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর : - মহারাষ্ট্রের জ্যোতিরাও ফুলে। 

(ix) কে প্রথম ভাইসরয় নিযুক্ত হন? 

উত্তর : - লর্ড ক্যানিং। 

(x) কত খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়ার শাসন শুরু হয় ?

উত্তর : - ১৮৫৮ খ্রিস্টাব্দের পর। 

(xi) মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন ?

উত্তর : - বাদশাহ বাহাদুর শাহ জাফর। 

(xii) বাদশাহ বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেওয়া হয় ?

উত্তর : - বার্মার (এখনকার মায়ানমারে) রেঙ্গুনে। 

(xiii) বাদশাহ বাহাদুর শাহ জাফরকে কত খ্রিস্টাব্দে নির্বাসন দেওয়া হয় ?

উত্তর : - ১৮৫৮ খ্রিস্টাব্দের ২৯শে মার্চ। 

(xiv) ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ কোনটি ছিল ?

উত্তর : - ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ। 

(xv) মঙ্গল পান্ডে কবে , কোথায় ইংরেজ সেনাকে হত্যা করেন ?

উত্তর : - ১৮৫৭ খ্রিস্টাব্দের মার্চ মাসে ব্যারাকপুরের সেনাছাউনিতে। 

(xvi) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর : - হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 

(xvii) নীল বিদ্রোহের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে ?

উত্তর : - ১৮৬৩ খ্রিস্টাব্দে। 

(xviii) নীল দর্পন নাটকটি কার লেখা ?

উত্তর : - দীনবন্ধু মিত্র। 

(xix) নীল দর্পন নাটকটি কবে প্রকাশিত হয় ?

উত্তর : - ১৮৬০ খ্রিস্টাব্দে।  

(xx) মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখো। 

উত্তর : - বিরসা মুন্ডা। 

(xxi) ফরাজী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ?

উত্তর : - হাজি শরীয়তুল্লাহ। 

(xxii) বাঁশের কেল্লা নির্মিত করেন ?

উত্তর : - তিতুমীর। 

(xxiii) ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় কবে এবং কোথায় ?

উত্তর : - আরবে , আব্দুল ওয়াহাবের নেতৃত্বে। 

(xxiv) তিতুমীরের আসল নাম কি ?

উত্তর : - মীর নিসার আলী। 

(xxv) বাংলায় ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন ?

উত্তর : - সৈয়দ আহমেদ। 

(xxvi) নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন ?

উত্তর : - তিতুমীর। 

(xxvii) মোপলা বিদ্রোহের সূচনা কোথায় হয় ?

উত্তর : - ১৯২১ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের মালাবার উপকূলে। (কেরালা রাজ্যে)

(xxviii) 'হুল' কথার অর্থ কি ?

উত্তর : - বিদ্রোহ। 

(xxix) 'উলগুলান' শব্দের অর্থ কি ?

উত্তর : - 'উলগুলান' শব্দের অর্থ হলো 'বিদ্রোহ' বা 'অভ্যুত্থান'। 

(xxx) আলীগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন কে ?

উত্তর : - স্যার সৈয়দ আহমেদ খান, ১৮৭৫ খ্রিস্টাব্দে । 

(xxxi) কলকাতায় মোহামেডান লিটারারি সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় ?

উত্তর : - ১৮৬৩ খ্রিস্টাব্দে। 

(xxxii) স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন ?

উত্তর : - ১৮৯৩ খ্রিস্টাব্দে। 

(xxxiii) কে, কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন ?

উত্তর : - ১৮৭৫ খ্রিষ্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী। 

(xxxiv) কে,কত খ্রিস্টাব্দে আন্তীয় সভা প্রতিষ্ঠা করেন ?

উত্তর : - রাজা রামমোহন রায় কলকাতায় ১৮১৫ খ্রিস্টাব্দে। 

(xxxv) ব্রাহ্মসমাজ কে, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ?

উত্তর : - রাজা রামমোহন রায় কলকাতায় ১৮২৮ খ্রিস্টাব্দে। 

(xxxvi) কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাশ হয় ?

উত্তর : - ১৮৫৬ সালে , লর্ড ক্যানিং । 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)