মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু (আশাপূর্ণা দেবী) গল্পের প্রশ্নোত্তর । Wbbse Madhyamik Bangla Suggestion 2025

মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু (আশাপূর্ণা দেবী) গল্পের প্রশ্নোত্তর । Wbbse Madhyamik Bangla Suggestion 2025

Wbbse Class 10 Bengali Gyanchokhu (আশাপূর্ণা দেবী)Question Answer In Bengali ক্লাস 10 (Class 10) বাংলা বিষয়ের গল্প জ্ঞানচক্ষু (আশাপূর্ণা দেবী) প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দশম শ্রেণীর বাংলা বিষয়ের গল্প জ্ঞানচক্ষু (আশাপূর্ণা  দেবী) (Class 10 Bengali suggestion 2025) নিচের দেওয়া প্রশ্ন গুলি তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ (Very Very Important) এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনাও অনেক বেশি থাকে। তাই ক্লাস 10 বাংলা বিষয়ের গল্প জ্ঞানচক্ষু(আশাপূর্ণা  দেবী)  (Wbbse Madhyamik Bengali Golpo Gyanchokhhu) প্রশ্নের উত্তর গুলি তোমরা ভালো করে পড়তে থাকো। আশা করি ক্লাস  10 বাংলা বিষয়ের জ্ঞানচক্ষু(আশাপূর্ণ দেবী)গল্পের প্রশ্ন উত্তর গুলি তোমাদের অনেক সাহায্য করবে। এখানে MCQ ,SAQ , সংক্ষিপ্ত এবং রচনাধর্মী সব রকমের প্রশ্নের আলোচনা করা হলো।

দশম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের নোটস সাজেশন(Class 10 Suggestion All Subject 2024) পেতে আমাদের সাথে যুক্ত থাকো।  আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact Form) নিজের ডিটেলস সাবমিট(Submit) করো। 

দশম শ্রেণীর বাংলা সাজেশান Class 10 Bengali Suggestion

Madhyamik Bengali Suggestion 2025

Multiple Choice Question (MCQ) প্রশ্নোত্তর প্রতিটি প্রশ্নের মান1 মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু (আশাপূর্ণা দেবী) গল্পের প্রশ্নোত্তর Wbbse Madhyamik Bangla Suggestion 2025

1.    তপনের মেসোমশাই পেশাগত দিক থেকে কী ছিলেন?---

A)   লেখক

B)   সম্পাদক

C)   অধ্যাপক

D)   শিক্ষাবিদ

উত্তর: অধ্যাপক

2.    ' দেশের কিছু হবে না ' -- কথাটি কে বলেছিলেন?

A)   ছোটোমেসো

B)   তপনের বাবা

C)   তপনের ছোটো মামা

D)  ছোটো মেসো

উত্তর: ছোটো মেসো

3.    তপন যে কারণে মামার বাড়িতে এসেছে তা হলো--

A)   ছোটোমামার বিয়ে উপলক্ষ্যে

B)   ছোটোমাসির বিয়ে উপলক্ষ্যে

C)   পুজোর ছুটি কাটাতে

D)   বড়দিনের ছুটি কাটাতে

উত্তর: ছোটোমাসির বিয়ে উপলক্ষ্যে।

4.    যে পত্রিকায় তপনের গল্প চাপানোর কথা বলা হয়েছিল, তা হলো--

A)   শুকতারা

B)   নয়নতারা

C)   সন্ধ্যাতারা

D)   প্রবাসী

উত্তর: সন্ধ্যাতারা

5.    'জ্ঞানচক্ষুএকটি  ---

A)   বড়ো গল্প

B)   ছোটোগল্প

C)   নাটক

D)   প্রবন্ধ

উত্তর: ছোটোগল্প

6.    ' রত্নের মূল্য জহুরির কাছেই' -- এখানে রত্ন জহুরি হলো---

A)   গল্প ছোটোমেসো

B)   তপন ছোটোমাসি

C)   তপন সন্ধ্যাতারার সম্পাদক।

D)   তপন মেজকাকু।

উত্তর: গল্প ছোটোমেসো

7.    ছোটোমাসি তপনের থেকে বয়সে ---

A)   ছয় বছরের বড়ো

B)   বছর তিনেকের বড়ো

C)   বছর আষ্টেকের বড়ো

D)   বছর দশেকের বড়ো

উত্তর: বছর আষ্টেকের বড়ো

8.    'শুধু এটাই জানা ছিল না' -- অজানা বিষয়টি হলো ---

A)   মেসো একজন লেখক

B)   তার ছাপা ছাপা হবে

C)   মানুষেই গল্প লেখে

D)   সে গল্প লিখতে পারে

উত্তর: মানুষেই গল্প লেখে

9.    বাড়িতে তপনের নাম হয়েছে ---

A)   গল্পকার ,লেখক

B)   কবি, সাহিত্যিক , কথাশিল্পী

C)   কবি, লেখক

D)   কথাশিল্পী , গল্পকার

উত্তর: কবি, সাহিত্যিক , কথাশিল্পী

10. 'তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়' -- একথা বলেছেন--

A)   তপনের ছোটোমাসি

B)   তপনের মেজকাকু

C)   তপনের বাবা

D)   তপনের ছোটোমামা

উত্তরতপনের মেজকাকু

11. তপনের সম্পূর্ণ নাম কী?

A)   তপন কুমার সেন

B)   শ্রীতপন কুমার রায়

C)   শ্রীতপন কুমার বিশ্বাস

D)   শ্রীতপন কুমার পাল

উত্তর: শ্রীতপন কুমার রায়

12. ' মেসোর উপযুক্ত কাজ হবে সেটা' -- বক্তা হলেন ---

A)   তপনের মেজোকাকু

B)   তপনের মা

C)   তপনের মাসি

D)   কেউ নয়

উত্তর: তপনের মাসি

13. সারা বাড়িতে কী পড়ে যায় ?

A)   হইচই

B)   চিৎকার

C)   শোরগোল

D)   কোলাহল

উত্তর: শোরগোল

14. নিজের গল্প পড়ে তপনের যা হয়েছিল ---

A)   আনন্দে আপ্লুতো হয়েছিল

B)   গায়ে কাঁটা দিয়ে উঠেছিল

C)   চোখে জল এসে  গিয়েছিলো

D)   চোখ বড়ো বড়ো হয়ে গিয়েছিলো

 উত্তর: চোখে জল এসে  গিয়েছিলো

15.  ' গভীর ভাবে সংকল্প করে তপন' -- সংকল্পটি হলো---

A)   আর কখনো লেখা চাপানোর জন্য কোথাও যাবে না

B)   মেসো কে নয় মাসি কেই লেখা জমা দেবে।

C)   ডাকে লেখা পাঠাবে

D)   তপন নিজে গিয়ে লেখা জমা দেবে।

উত্তর: তপন নিজে গিয়ে লেখা জমা দেবে।

 

একটি  বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান1 মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু (আশাপূর্ণা দেবী) গল্পের প্রশ্নোত্তর Wbbse Madhyamik Bangla Suggestion 2025

1.    বিষয়ে সন্দেহ ছিল তপনের ' --- কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের?

উত্তর: আলোচ্য উদ্ধৃতাংশ টি আশাপূর্ণা দেবীর ' জ্ঞানচক্ষু ' গল্প থেকে নেওয়া হয়েছে। তপন সন্দেহ ছিল যে লেখকও তার বাবা , কাকা, মামাদের মতো কোনো মানুষ হতে পারে।

2.    ' জ্ঞানচক্ষু ' গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে?

উত্তর: 'জ্ঞানচক্ষু' গল্পটি আশাপূর্ণা দেবীর  'কুমকুম' গ্রন্থ  থেকে গৃহীত হয়েছে।

3.    কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল?

উত্তর: তপনের মেসোমশাই যে একজন লেখক সেই কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল।

4.    ' বিকালে চা এর টেবিলে কথাটি ওঠে' -- কোন কথা?

উত্তর: আলোচ্য অংশটি আশাপূর্ণা দেবীর ' জ্ঞানচক্ষু ' গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে তপনের গল্পটি তার মেসোমশাই পত্রিকায় ছাপাবেন বলেছিলেন সেই কথার, কথা বলা হয়েছে। 

5.    তপনের লেখা গল্পের বিষয়বস্তু কি ছিল?

উত্তর: তপনের লেখা গল্পের বিষয়বস্তু ছিল তার প্রথম দিনের স্কুলে ভর্তি হওয়ার অভিজ্ঞাতা অনুভূতি।  

6.    তপনের গল্প পরে ছোটোমাসি কী বলেছিলো?

উত্তর: তপনের ছোটোমাসি বলেছিলো যে , কোথাও থেকে সে টুকলি করেছে কিনা

7.    " যেনো নেশায় পেয়েছে'" কীসের কথা বলা হয়েছে?

উত্তর: আলোচ্য উদ্ধৃতাংশ আশাপূর্ণা দেবীর ' জ্ঞানচক্ষু' গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে  তপনের গল্প লেখার কথা বলা হয়েছে  

8.    'সূচীপত্রেও নাম রয়েছে' -- সূচিপত্রে কী লেখা রয়েছে?

উত্তর: সূচিপত্রে লেখা রয়েছে ' ' " প্রথম দিন" (গল্প) শ্রীতপন কুমার রায়'

9.    'সারা বাড়িতে শোরগোল পরে যায় ' -- সারা বাড়িতে শোরগোল পরে কেন?

উত্তর: তপনের লেখা গল্পটি পত্রিকায় চাপানো হয়েছে এবং সেটি তার মেসোমশাই ছাপিয়ে দিয়েছে তাই সারাবাড়িতে শোরগোল পরে যায়।

10. ' ক্রমশ ছড়িয়ে পড়ে'-- কোন কথা ছড়িয়ে পড়ে?

উত্তর: তপনের মেসোমশাই তার লেখা গল্প টা একটু আধটু কারেকশন করে ছাপিয়েছে সেই কথাটি ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে।

11. তপনের লেখা গল্পটি কতখানি 'কারেকশান ' কনের নতুন মেসো?

উত্তর: গল্পের নাম ' প্রথম দিন ' তপনের সম্পূর্ণ নাম ' শ্রীতপন কুমার রায় ' বাদে পুরোটাই সংশোধন করে বদলে দিয়েছিলেন

12. তপনের লেখা গল্পের নম কী ছিল?

উত্তর: তপনের লেখা গল্পের নম ছিল ' প্রথম দিন'

13. ' আজ যেনো তার জীবনের সবচেয়ে দুঃখের দিন' -- বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের?

উত্তর'জ্ঞানচক্ষু' গল্প থেকে গৃহীত হয়েছে আলোচ্য উদ্ধৃতাংশ টি বক্তা তথা তপনের মনে হয়েছিল যেদিন তার ছোটো মাসি ' সন্ধ্যাতারা' পত্রিকায় প্রকাশিত তার লেখা গল্প নিয়ে তাদের বাড়িতে এসেছিল। সেই দিনটি ছিল তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।

14. দুঃখের মুহূর্তে তপনের সংকল্প কী ছিল?

উত্তর: সমালোচনা দুঃখে তপনের সংকল্প করেছিল , যদি কখনও গল্প ছাপাতে দেয় তো সে নিজে গিয়ে দিয়ে আসবে তাতে সে গল্প ছাপা হোক আর না হোক

 

সংক্ষিপ্ত প্রশ্ন গুলির উত্তর খুব সুন্দর ভাবে যত্ন করে তোমাদের জন্য লেখা হয়েছে। পরীক্ষায় এলে এইভাবেই লিখবে।

সংক্ষিপ্ত প্রশ্ন গুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান3 মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু (আশাপূর্ণা দেবী) গল্পের প্রশ্নোত্তর Wbbse Madhyamik Bangla Suggestion 2025

1.    ' যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা , সে আহ্লাদ খুঁজে পায় না ' --- 'আহ্লাদ ' হবার কথা ছিল কেন? ' আহ্লাদ খুঁজে' না পাওয়ার কারণ কী?

উত্তর: আলোচ্য উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবীর 'জ্ঞানচক্ষু' গল্প থেকে নেওয়া হয়েছে। সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম গল্প প্রকাশিত হলে, তার আহ্লাদ হওয়ার কথা ছিল।

 তপনের জীবনের প্রথম গল্প যখন ' সন্ধ্যাতারা'পত্রিকায়  ছাপা হয়  তখন তার বাড়ির সকল সদস্য তার গল্পের বদলে তার মেসোমশাই এর প্রশংসা গুনগান করে, এবং তপনকে নিয়ে অনেক ঠাট্টা তামাশা করে। তাই তপনের গল্প পত্রিকায় প্রকাশিত হলে তার কে আহ্লাদ টা হবার কথা ছিল তা  হয়নি।

2.    'তার চেয়ে দুঃখের কিছু নেই , তার থেকে অপমানের!'--- কে, কোন ঘটনায় কেনো এই সিদ্ধান্তে পৌঁছেছিল ?

উত্তর: উদ্ধৃতাংশে এই সিদ্ধান্তে পৌঁছেছিল 'জ্ঞানচক্ষু' গল্পের প্রধান চরিত্র তপন।

তপনের লেখা গল্প 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপা হওয়ার পরে তপন যখন গল্পটি পড়ে তখন তপনের কাছে প্রতিটি লাইন নতুন, আনকোরা এবং অপরিচিত মনেহয়েছিল। কারণ গল্পটিকে 'কারেকশান' করার পরিবর্তে সম্পূর্ণ নতুন একটি গল্প নিজের পাকা হাতে লিখেছিলেন তপনের মেসো। এই ঘটনার অভিঘাতে তপন অপমানে, লজ্জায় সিদ্ধান্তে পৌঁছায় যে, কোনোদিন গল্প ছাপতে হলে সে নিজেই দিয়ে আসবে, তাতে তার গল্প ছাপা হোক আর না হোক

3.    ' নিজের পাকা হাতের কলমে!'--- কার পাকা হতে? 'পাকা হাতের কলমে' তিনি কী করেছিলেন?

উত্তর: 'জ্ঞানচক্ষু' গল্পে সদ্যবিবাহিত ছোটোমাসির বর, যিনি প্রফেসর লেখক , তার পাকা হাতের কথা বলা হয়েছে

'জ্ঞানচক্ষু' গল্পের প্রধান চরিত্র তপন লেখক সম্পর্কে তার ভুল ধারণা দূর হয় তার ছোটোমেসো কে দেখে তার লেখক হওয়ার সুপ্তবাসনা কে জাগ্রত করে লিখে ফেলে একটা গল্প। সেই লেখাটি পড়ে তপনের ছোটো মেসো তপনকে গল্পটি পত্রিকায় ছাপার প্রতিশ্রুতি দেয় কিন্তু গল্পটি ছাপানোর আগে তপনের কাঁচা হাতের লেখা 'কারেকশান' করে ' নিজের পাকা হাতের কলমে' অর্থাৎ সুদক্ষ লিখনকৌশলে মেসোমশাই সম্পূর্ণ গল্পটি নতুন করে লিখেছিলেন।

4.    'ক্রমশ কতকথাটি ছড়িয়ে পড়ে '--- কোন কথাটি কেন ছড়িয়ে পড়েছিল?

উত্তরতপনের কাঁচা হাতের লেখা গল্প পত্রিকায় প্রকাশ করার আগে তার মেসোমশাই 'কারেকশান' করে দিয়েছিলেন গল্পে সেই কথাটাই ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে

তপনের লেখা গল্প পত্রিকায় প্রকাশ পাবার পরে, বাড়ির সকলে যখন সেটি নিয়ে কোলাহল শুরু করেছিল তখনই তপনের মেসোমশাই জানান যে তিনি তপনের কাঁচা হাতের লেখা গল্পের কিছু কারেকশন করেদিয়েছেন। তখন সবাই ধারণা করে যে , মেসোমশাই এর কৃতিত্বে গল্পটা ভালো হয়েছে।

5.    'মাথার চুল খাড়া হয়ে উঠল '-- কার মাথার চুল কী কারণে খাড়া হয়ে উঠেছিল?

উত্তর: তপনের মাথার চুল খাড়া হয়ে উঠেছিল।

তপন তার মামাবাড়ির তিনতলার সিঁড়ি তে বসে একটা গল্প লিখেছিলেন। গল্পটা লেখার পর যখন সে সেটা পড়ে, তখন তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে অনুভব করে তার লেখাটি হুবহু গল্পের মতো লাগছে। নতুন সৃষ্টির আনন্দে তপনের চুল খাড়া হয়ে গিয়েছিল।

6.    'এবিষয়ে সন্দেহ ছিল তপনের '--- কোন বিষয়ে কীরূপ সন্দেহ ছিল তপনের?

উত্তর: লেখকরা যে তপনের বাবা, কাকা, মামার মতো সাধারণ মানুষ , সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল।

কল্পনাপ্রবণ তপন মনে করতো লেখকরা সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ অন্যরকম , অসাধারণ কোনো ব্যাক্তি কোনো লেখককে তপন কোনোদিন স্বচক্ষে দেখেনি। তাই লেখকরা যে তার বাবা, ছোটো মামা, মেজো কাকার মতো মানুষ --- এই বিষয়ে তপনের সন্দেহ ছিল।

7.    'গভীরভাবে সংকল্প করে তপন ' --- তপন কী সংকল্প করে? তার এরূপ সংকল্পের কারণ কী?

উত্তর: 'জ্ঞানচক্ষু' গল্পে অপমানিত দুঃখিত, তপন সংকল্প করে যে , যদি কোনো দিনও গল্প ছাপতে হয় তো নিজে গিয়ে ছাপতে দেবে , তাতে গল্পটা ছাপা  হোক আর  নাই হোক, কিন্তু করার করুণার পত্র সে আর  হবে না।

 'জ্ঞানচক্ষু' গল্পে  তপনের অজান্তে তার মেসো তার লেখা গল্পের নাম তার সম্পূর্ণ নাম টা ছাড়া সবটাই বদলে দেন। সেই বদল চোখে পড়ে তার মা এর অনুরোধে যখন সে সকলের সামনে গল্পটা পাঠ করে। ইতিমধ্যে গল্প প্রকাশ নিয়ে তাকে অনেক ঠাট্টা তামাশা সহ্য করতে হয়েছে  আর সব শেষে যখন সে দেখলো নিজের লেখা গল্পের সব কিছুই তার অপরিচিত, তখন সে আর গল্পটা পড়তে পারে না। অপমানে , লজ্জায় বই রেখে ছাতে গিয়ে দুঃখের মাঝে সে গভীর সংকল্প করে।

রচনা ধর্মী প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান5 মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু (আশাপূর্ণা দেবী) গল্পের প্রশ্নোত্তর Wbbse Madhyamik Bangla Suggestion 2025

1.     পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে"-- তপনের এমন মনে হওয়ার কারণটি লেখো।

2.     " তপন আর পড়তে পারেনা বোবার মতো বসে থাকে" -- তপনের এমন অবস্থার কারণ বর্ণনা করো।

3.     'জ্ঞানচক্ষু' গল্প অনুসারে তপনের জ্ঞানচক্ষু কীভাবে উন্মীলিত হয়েছিল, তা আলোচনা করো।

4.     ' তপনের মনেহয় আজ যেনো তার সবচেয়ে দুঃখের দিন'--- কেনো তপনের একথা মনে হয়েছিল?

5.     " এর মধ্যে তপন কথা" -- উক্তিটির তাৎপর্য কোথায়?

6.     'জ্ঞানচক্ষু ' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।

 

দশম শ্রেণীর বাংলা বিষয়ের সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর। Wbbse Class 10/Madhyamik Bengali All Chapters Question Answer / Suggestion / Notes  সব পেতে প্রতিদিন Visit  করো www.infoeducations.com এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এখানে ক্লিক করে আপডেট পেতে।

 

আরও দেখুন:-

দশম শ্রেণীর বাংলা বিষয়ের সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর। Wbbse Class 10 Bengali All Chapters Question Answer – Click Here

 

আরও দেখুন:-

দশম শ্রেণীর বাংলা সাজেশন Madhyamik Bengali Suggestion 2025 – Click Here

আরও দেখুন:-

দশম শ্রেণীর ইতিহাস সাজেশন Madhyamik History Suggestion 2025 – Click Here

আরও দেখুন:-

দশম শ্রেণীর : - মাধ্যমিক সাজেশন 2025 – Madhyamik All Subject Suggestion 2025 – Click Here

আরও দেখুন:-

দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান সাজেশন Madhyamik Physical Science Suggestion 2025 – Click Here

আরও দেখুন:-

দশম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন Madhyamik Life Science Suggestion 2025 – Click Here

আরও দেখুন:-

দশম শ্রেণীর ভূগোল সাজেশন Madhyamik Geography Suggestion 2025 – Click Here

আরও দেখুন:-

দশম শ্রেণীর গণিত সাজেশন Madhyamik Mathematics Suggestion 2025 – Click Here

 

দশম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের নোটস সাজেশন পেতে আমাদের সাথে যুক্ত থাকো।  আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact Form) অথবা এখানে Click করে নিজের ডিটেলস সাবমিট করো, খুব শীঘ্রই আমরা Reply  করবো। এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এখানে ক্লিক করে বিভিন্ন রকম আপডেট পেতে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

Enter Your Comment

নবীনতর পূর্বতন