দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্নপত্র। Class 10 History Second Unit Test Suggestion 2025

0

পশ্চিমবঙ্গ পর্ষদ দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্নপত্র সাজেশান 2025

দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্নপত্র। Class 10 History Second Unit Test Suggestion 2025

Madhyamik 2026 History Question Paper 

তোমাদের সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইট এ। আশা করি তোমরা সবাই ভালো আছো। Info Educations দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মডেল প্রশ্নপত্র গুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। পরীক্ষার আগে অবশ্যই ভালো করে প্রাকটিস করে যেতে হবে এখান থেকে। 

Class 10 History 2nd Unit Test Question Paper 2025 

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা August মাসে শুরু হতে চলেছে সব বিদ্যালয়ে। তাই Info Educations ছাত্রছাত্রীদের প্রস্তুতিকে আরও সহজ করে তুলতে নিয়ে চলে এসেছে WBBSE Class 10 All Subject Unit Test Question Papers। Dosom Shrenir Etihas Dwitiyo Porjai Kromik Mulyaon Proshnopotro) ভালো করে প্রাকটিস করো। WBBSE Class 10 History Question Paper টি অনেক অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের মাধ্যম্যে তৈরী করা হয়েছে। 


West Bengal Board Class 10 History 2nd Unit Test Syllabus / Madhyamik 2026 Syllabus

WBBSE Class 10 History 2nd Unit Test / দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ এর সিলেবাস এ থাকছে তোমাদের  চতুর্থ অধ্যায় : সংঘবদ্ধতার গোড়ার কথা। পঞ্চম অধ্যায় : বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ষষ্ঠ অধ্যায় : বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা। Class 10 ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ পূর্ণমান - ৪০ লিখিত।  যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।


West Bengal Board History Madhyamik Class 10 Second Summative Evaluation 

WBBSE Class 10 History Second Unit Test Question Paper

Set- 1

Class: IX, Subject: History

Full Marks : 40         Time : 1.20 Hrs.


দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন


বিভাগ-ক (১) সঠিক উত্তর নির্বাচন করোঃ- ১+১০=১০

১.১) ১৮৫৭ খ্রিষ্টাব্দের বিদ্রোহকে ‘জাতীয় বিদ্রোহ’ বলেননি—

ক) কার্ল মার্কস

খ) আর.পি. দত্ত

গ) জে.বি. নর্টন

ঘ) ডিসরেলি


১.২) মহারানি ভিক্টোরিয়াকে 'ভারত সম্রাজ্ঞী' রূপে আখ্যায়িত করা হয়—

ক) ১৮৫৮ খ্রিঃ ২রা আগস্ট

খ) ১৮৫৮ খ্রিঃ ১লা নভেম্বর

গ) ১৮৫৭ খ্রিঃ

ঘ) ১৮৭৭ খ্রিঃ


১.৩) রামতনু লাহিড়ি সভাপতিত্ব করেছিলেন—

ক) সর্বভারতীয় জাতীয় সম্মেলনে

খ) ভারতসভায়

গ) জাতীয় কংগ্রেসে

ঘ) টাউন হল সভায়


১.৪) বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা—

ক) সমাচার দর্পণ

খ) দিগদর্শন

গ) সংবাদ দর্শন

ঘ) বাংলা গেজেট


১.৫) ডা. মধুসূদন গুপ্ত যার তত্ত্বাবধানে ১৮৩৬ খ্রিষ্টাব্দে প্রথম শবব্যবচ্ছেদ করেন—

ক) ডা. বেক

খ) ডা. মার্ক ক্লার্ক

গ) ডা. হ্যারি টিম্বার

ঘ) ডা. গুড়িভ


১.৬) বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন—

ক) দেবেন্দ্রনাথ ঠাকুর

খ) দ্বারকানাথ ঠাকুর

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) রথীন্দ্রনাথ ঠাকুর


১.৭) বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন—

ক) বিহারে

খ) যুক্ত প্রদেশে

গ) রাজস্থানে

ঘ) মহারাষ্ট্রে


১.৮) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়—

ক) ১৯১৮ খ্রিঃ

খ) ১৯২০ খ্রিঃ

গ) ১৯২১ খ্রিঃ

ঘ) ১৯২২ খ্রিঃ


১.৯) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সম্পাদক হলেন—

ক) দেওয়ান চমনলাল

খ) লালা লজপত রায়

গ) জোসেফ ব্যাপ্টিস্তা

ঘ) পি. সি. যোশি


১.১০) ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল— 

ক) ইন্ডিয়ান লিগ

খ) ভারতসভা

গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

ঘ) জমিদার সভা


বিভাগ-খ

(২) যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ ২×৫ = ১০

২.১) ১৯৩৯ খ্রিষ্টাব্দে কংগ্রেসের ত্রিপুরি অধিবেশন জাতীয় রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল?

২.২) কোন অভিযোগের ভিত্তিতে সরকার ১৯২৯ খ্রিষ্টাব্দে মিরাট মামলা দায়ের করেছিল?

২.৩) কোন মৌলিক উদ্দেশ্যে জগদীশচন্দ্র বসু 'বস ইন্সটিটিউট' স্থাপন করেছিলেন?

২.৪) বিজ্ঞান চর্চায় 'স্কুল বুক সোসাইটি'র সাফল্য কী?

২.৫) 'ইলবার্ট বিল' এর প্রতিবাদে ব্রিটিশ গোষ্ঠী কোন দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত হয়েছিলেন?

২.৬) স্বামী বিবেকানন্দ তাঁর 'বর্তমান ভারত' গ্রন্থে 'শুদ্র জাগরণ' বলতে ঠিক কী বুঝিয়েছেন?

২.৭) অবনীন্দ্রনাথ ঠাকুরের 'ভারতমাতা' চিত্রটি কোন অর্থে জাতীয়তার বার্তাবাহক?


বিভাগ-গ

(৩) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ৪×৩ = ১২

৩.১) ১৮৫৭ খ্রিষ্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল?

অথবা,

মহারানির ঘোষণাপত্র কী?


৩.২) কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট’-এর ভূমিকা কী ছিল?

অথবা,

বঙ্গভঙ্গ আন্দোলনে শ্রমিক শ্রেণি কী ভূমিকা নিয়েছিল?


৩.৩) অহিংস অসহযোগ আন্দোলনের সময় এই আন্দোলন কীরূপ আকার ধারণ করেছিল?

অথবা,

বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে লেখো।


PDF সংগ্রহ করতে চাইলে Payment করে ডাউনলোড করো 

💰 Price of This PDF : -  ₹20 only 

🛒 Get This PDF  Click Here👉 Access Now


বিভাগ-ঘ

(৪) নিম্নলিখিত যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ ৮×১ = ৮

৪.১) ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ ব্যাখ্যা করো।

৪.২) মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো।

৪.৩) মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।


WBBSE Madhyamik History 2nd Unit Test Question Paper

Class 10 Second Unit Test History Question Paper 2025

Set- 2

Class: X, Subject: History

Full Marks : 40         Time : 1.20 Hrs.


ইতিহাস দশম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র 

বিভাগ — ক

(১) সঠিক উত্তরটি নির্বাচন করে সম্পূর্ণ বাক্যে লেখো : ১ × ১০ = ১০


১.১) ১৮৫৭-র বিদ্রোহের প্রথম শহিদ—

(ক) মঙ্গল পাণ্ডে

(খ) কুনওয়ার সিং

(গ) আহম্মদুল্লা

(ঘ) গোবিন্দ ধন্দু পন্থ


১.২) জমিদার সভার (১৮৩৮ খ্রি.) প্রথম সভাপতি ছিলেন—

(ক) দ্বারকানাথ ঠাকুর

(খ) প্রসন্নকুমার ঠাকুর

(গ) রাজা রাধাকান্ত দেব

(ঘ) ভবানীচরণ মিত্র


১.৩) “বর্তমান ভারত” সম্পর্কে কোন তথ্যটি ভুল?

(ক) এটি স্বামী বিবেকানন্দের রচনা

(খ) এটি ‘উদ্বোধন’ পত্রিকায় প্রকাশিত হয়

(গ) এতে ‘বন্দেমাতরম্’ গানটি অন্তর্ভুক্ত হয়েছে

(ঘ) এটি ১৯০৫ খ্রিস্টাব্দে গ্রন্থ আকারে প্রকাশিত হয়


১.৪) ‘শ্রীরামপুর ত্রয়ী’ নামে পরিচিত—

(ক) উইলিয়াম কেরি, মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড

(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর, মার্শম্যান, ঈশ্বরচন্দ্র গুপ্ত

(গ) রামমোহন রায়, কেরি, ওয়ার্ড

(ঘ) গঙ্গাকিশোর, ভবানীচরণ, জোসুয়া মার্শম্যান


১.৫) ভারতবর্ষীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠা হয়—

(ক) ১৮৬৭ খ্রি. ৯ জুন

(খ) ১৮৫৭ খ্রি. ১২ মার্চ

(গ) ১৮৭৬ খ্রি. ২৯ জুলাই

(ঘ) ১৮৯১ খ্রি. ৬ মে


১.৬) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট ১৯৫৫ খ্রিস্টাব্দে যে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়—

(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়

(খ) যাদবপুর বিশ্ববিদ্যালয়

(গ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

(ঘ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়


১.৭) অহিংস অসহযোগ আন্দোলন পর্বে সমাজসংস্কারের উদ্দেশ্যে গুজরাটে গড়ে ওঠে—

(ক) পতিদার যুবমণ্ডল

(খ) হালিপ্রথা পরিষদ

(গ) কালিপরাজ মহামণ্ডল

(ঘ) উজলিপরাজ যুবমণ্ডল


১.৮) সারা ভারত কিষাণ কংগ্রেসের (১৯৩৬ খ্রি.) প্রথম সভাপতি ছিলেন—

(ক) আচার্য নরেন্দ্রদেব

(খ) জয়প্রকাশ নারায়ণ

(গ) এন. জি. রঙ্গ

(ঘ) স্বামী সহজানন্দ


১.৯) জাতীয় শিক্ষা পরিষদের নেতৃবৃন্দ যে বিশ্ববিদ্যালয়কে ‘গোলদিঘির গোলামখানা’ বলে ব্যঙ্গ করেন—

(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়

(খ) উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

(গ) মাদ্রাজ বিশ্ববিদ্যালয়

(ঘ) কল্যাণী বিশ্ববিদ্যালয়


১.১০) মানবেন্দ্রনাথ রায় যে সংগঠনের প্রতিষ্ঠাতা—

(ক) ভারতের কমিউনিস্ট ও লেবার পার্টি

(খ) ভারতের বামপন্থী মহাসংসদ

(গ) ভারতের কমিউনিস্ট পার্টি

(ঘ) ট্রেড ইউনিয়ন অফ কমিউনিস্ট


বিভাগ — খ

(২) নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাওঃ

২.১) একটি বাক্যে উত্তর দাওঃ

২.১.১) ‘একা’ আন্দোলনের চরমপন্থী নেতা কে ছিলেন? 

২.১.২) কার সভাপতিত্বে ১৯০৬ খ্রিস্টাব্দের ১১ মার্চ ‘জাতীয় শিক্ষা পরিষদ’ গঠিত হয়?

২.১.৩) ব্রিটিশ ভারতে প্রথম ভাইসরয় হিসেবে কে নিযুক্ত হন?


বিভাগ – গ

২.২) ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো:

ক –

২.২.১) বারদৌলি সত্যাগ্রহ

২.২.২) হাফটোন ব্লক প্রিন্টিং

২.২.৩) অদ্ভুত লোক


খ –

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(খ) গগনেন্দ্রনাথ ঠাকুর

(গ) বল্লভভাই প্যাটেল

(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর


বিভাগ – ঘ

৩. দুটি বা তিনটি বাক্যে যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও: (২ × ৪ = ৮)

৩.১) ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে অনেকে ‘স্বাধীনতার যুদ্ধ’ বলেন কেন?

৩.২) আগাস্টাস হিকির ছাপাখানায় কী কী ছাপার কাজ হত?

৩.৩) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট কী কী কারণে স্মরণীয়?

৩.৪) কবে, কোথায় সর্বভারতীয় কিষাণ সভা স্থাপিত হয়?

৩.৫) কে, কেন র‍্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন?


বিভাগ – ঙ

৪. সাত-আটটি বাক্যে নিম্নলিখিত যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (৪ × ২ = ৮)

৪.১) স্কিমচন্দ্রের 'বন্দেমাতরম' ও জাতীয়তাবাদ

৪.২) রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বলে মনে করো?

৪.৩) অসহযোগ আন্দোলনের সময় উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনের বিবরণ দাও।


বিভাগ – চ

৫. পনেরো-ষোলোটি বাক্যে নিম্নলিখিত যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (৮ × ১ = ৮)

৫.১) ভারতসভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল? এই সংগনের উদ্যোগে পরিচালিত কয়েকটি রাজনৈতিক আন্দোলন সম্পর্কে লেখো।

৫.২) বিজ্ঞানচর্চায় কলকাতা বিজ্ঞান কলেজ এবং বসু বিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখ করো।

৫.৩) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি কেন গড়ে উঠেছিল? এর উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল? 



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)