দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় - ভূমিরূপ প্রক্রিয়া || Wbchse Geography Class 12 HS Geography First Chapter Questions & Answers

দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় - ভূমিরূপ প্রক্রিয়া || Wbchse Geography Class 12 HS Geography First Chapter Questions & Answers

Class 12 HS Geography First Chapter ভূমিরূপ প্রক্রিয়া Questions & Answers in Bengali

দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া, ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ - এর প্রশ্ন ও উত্তর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ভূমিরূপ প্রক্রিয়ার ছোট প্রশ্ন  উত্তর (MCQ & SAQ), দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় বড় প্রশ্ন উত্তর , সব রকমের প্রশ্নোত্তর  তুলে ধরা হয়েছে এখানে। WBCHSE Class 12 ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া Question Answer গুলি তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরত্ব পূর্ণ। তাই দ্বাদশ শ্রেণীর  প্রথম অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া, ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ - এর প্রশ্ন উত্তর গুলি তোমরা ভালো করে পড়তে থাকো।

দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন 2025 || Wbchse Class 12 Geography Suggestions 2025

দ্বাদশ শ্রেণীর(WBCHSE Class 12 HS) আরও অন্যান্য বিষয়ের নোটস(Notes) ও সাজেশন(HS Class 12 Suggestion All Subject 2025) পেতে আমাদের সাথে যুক্ত থাকো।  আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে কন্টাক্ট ফর্ম (Contact Form) এ নিজের ডিটেলস সাবমিট(Submit) করো। 

দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় MCQ | প্রতিটি প্রশ্নের মান - 1| Class 12 Hs Geography First Chapter Mcq || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া দ্বাদশ শ্রেণী mcq

1. সমস্থিতিক আলোড়ন হলো ---

A)      আকস্মিক প্রক্রিয়া

B)      বহির্জাত প্রক্রিয়া

C)      ধীর অন্তর্জাত প্রক্রিয়া

D)      আকস্মিক বহির্জাত প্রক্রিয়া

উত্তর: ধীর অন্তর্জাত প্রক্রিয়া।

2. পাহাড়ের ঢালে ট্যালাস গঠনের সক্রিয় প্রক্রিয়াটি হলো---

A)      অবরোহন

B)      আরোহণ

C)      অবহবিকর

D)      পুঞ্জিত স্খলন

উত্তর: অবহবিকার।

3. ইংরেজি গ্রেড শব্দটি (বাংলায় পর্যায়ন) সর্বপ্রথম ব্যবহার করেন যে ব্যক্তি ---

A)      উইলসন

B)      ডেভিস

C)      কিং

D)      গিলবার্ট

উত্তর: গিলবার্ট।

4. আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়কে একত্রে বলা হয় ---

A)      আরোহন

B)      নগ্নীভবন

C)      অপার্থিব পক্রিয়া

D)      অবরোহন

উত্তর: নগ্নীভবন।

5. ভৌমজলের প্রধান উৎস হলো---

A)      তুষারপাত

B)      বৃষ্টিপাত

C)      জলীয়বাষ্প

D)      অগ্নুৎপাত

উত্তর: বৃষ্টিপাত।

6. কূপ ও নলকূপে সঞ্চারিত জলকে বলা হয়---

A)      কৈশিক জল

B)      ফ্রিয়েটিক জল

C)      উৎস্যন্দ জল

D)      ভাদোস জল

উত্তর: ফ্রিয়েটিক জল।

7. পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে আছে---

A)      উষ্ণ

B)      শীতল

C)      সাময়িক

D)      অবিরাম প্রস্রবণ।

উত্তর: উষ্ণ প্রস্রবণ।

8. কার্স্ট ভূমিরূপের প্রধান শিলাস্তর হলো---

A)      কাদা পাথর

B)      বেলেপাথর

C)      চুনা পাথর

D)      মার্বেল পাথর

উত্তর: চুনা পাথর ।

9. বিশাখাপত্তনমের কাছে ডলফিন নোজ হলো একটি ---

A)      সমুদ্র ভৃগু

B)      ব্লো হোল

C)      স্ট্যাক

D)      স্ট্যাম

উত্তর: সমুদ্র ভৃগু ।

10. কেরালার মালাবার উপকূলে বালিয়াড়ি স্থানীয় ভাষায় পরিচিত---

A)      ধ্রিয়ান

B)      ধায়া

C)      টেরিস

D)      বর্খান নামে।

উত্তর: ধ্রিয়ান নামে।

11. হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখা যায়, তা হলো ---

A)      রিয়া উপকূল

B)      ফিয়র্ড উপকূল

C)      ডালমেশিয়ান উপকূল

D)      যৌগিক উপকূল

উত্তর: ফিয়র্ড উপকূল।

12. পূরদেশিয় বাঁধ বা স্পিটের পেছনে সৃষ্টি লবনাক্ত জলাভূমিকে জার্মান ভাষায় বলা হয়--

A)      ওয়াতেন

B)      ফেচ

C)      লেগুন

D)      কয়াল

উত্তর: ওয়াতেন।

13. পৃথিবীর বৃহত্তম লেগুন হলো---

A)      চিল্কা হ্রদ

B)      ক্যালিডোনিয়ান হ্রদ

C)      পুলিকোট হ্রদ

D)      গ্যারাবোগাজ হ্রদ

উত্তর: গ্যারাবোগাজ হ্রদ।

14. ভৌম জলতলের ঊর্ধসীমাকে বলা হয়---

A)      অ্যাকুইফার

B)      পিজোমেট্রিক তল

C)      অ্যাকুইকুল্ড

D)      অ্যাকুইটার্ড

উত্তর: পিজোমেট্রিক তল ।

15. প্রবালের সঙ্গে মিথোজীবীর সম্পর্ক আছে যে শৈবালের, তা হলো ---

A)      ডায়াটম

B)      ফোরামিনিফোরা

C)      ডুজ্যানথেলি

D)      টেরোপড

উত্তর: ডুজ্যানথেলি।

16. গুহার মাঝে থেকে উত্থিত চুনাপাথরের ভূমিরূপকে বলে--

A)      স্ট্যালাকটাইট

B)      স্ট্যালাগমাইট

C)      ডোলাইন

D)      হামস

উত্তর: স্ট্যালাগমাইট।

17. যে পুরিদেশিয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপ যুক্ত করে, তাকে বলে --

A)      ফিয়র্ড

B)      টম্বোলো

C)      স্পিট

D)      হুক

উত্তর: টম্বোলো।

18. চুনা পাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে---

A)      অঙ্গারযোজন

B)      আর্দ্র বিশ্লেষণ

C)      জলযোজন

D)      জারণ

উত্তর: অঙ্গারযোজন ।

19. পৃথিবীর বৃহত্তম কার্স্ট গুহা টি হলো---

A)      ক্রুবেরা

B)      বোরো

C)      ম্যামথ

D)      ডমিকা

উত্তর: ম্যামথ।

20. ডোলিন অপেক্ষা বড়ো , অগভীর , দ্রবনসৃষ্ট গর্তকে বলা হয়--

A)      সিঙ্ক হোল

B)      পোলজি

C)      সলিউশান

D)      হাম

উত্তর: সলিউশান।

21. কার্স্ট কথাটি এসেছে যে ভাষা থেকে তা হলো--

A)      গ্রিক

B)      জার্মান

C)      রুশ

D)      ফরাসি

উত্তর: জার্মান।

22. প্রবাল কীট দ্বারা গঠিত সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পোত্থিত প্রায় বৃত্তাকার প্রাচীরকে বলে---

A)      প্রতিবন্ধক দ্বীপ

B)      অ্যাটল

C)      স্পিট

D)      টম্বোলো

উত্তর: অ্যাটল।

23. ভৌমজলের উপর প্রবেশ্য মধ্য দিয়ে বাহিত জল কে বলে ---

A)      ভাদোস জল

B)      সহজাত জল

C)      উৎস্যন্দ জল

D)      ঘনীভূত জল

উত্তর:  ভাদোস জল ।

 

দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | প্রতিটি প্রশ্নের মান - 1| Wbchse Geography Class 12 HS Geography First Chapter SAQ Questions Answers || দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন 2025

1. কাকে দশ সহস্র ধুম্র উপত্যকা বলে?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার কাঠমাই ন্যাশনাল পার্কে ১০ হাজারেরও বেশি ফিউমারোল অবস্থান করে বলে একে দশ সহস্র ধুম্র উপত্যকা বলে।

2. ভূমিরূপ গঠনের পার্থিব পক্রিয়া বলতে কী বোঝ?

উত্তর: যে সকল ভূমিরূপ প্রক্রিয়া ভূপৃষ্ঠ ও ভূ- অভ্যন্তরভাগে , বায়ুমণ্ডলে সৃষ্টি হয় ও কর্মসম্পাদন করে সেগুলিকে পার্থিব পক্রিয়া বলা হয় ।

3. গ্রেড কথার অর্থ কী?

উত্তর: গ্রেড এর বাংলা প্রতিশব্দ হলো পর্যায় বা ক্রম। কথাটি ১৮৭৬ সালে জি কে গিলবার্ট সর্বপ্রথম ব্যবহার করেন। ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে নদীর ধীরে ধীরে ভারসাম্য অবস্থায় পৌঁচানোকে গ্রেড বলা হয়।

4. পর্যায়ন কী?

উত্তর: ক্ষয় এবং সঞ্চয়কর্যের সম্মিলিত প্রভাবে কোনো ভূমিরূপের সমতল অবস্থায় আসার প্রক্রিয়াকে পর্যায়ন বা গ্রেড বলা হয়।

5. নগ্নীভবন কী?

উত্তর: আবহবিকার , পুঞ্জিত ক্ষয় , ক্ষয়ীভবন এর ফলে ভূমিরূপের শিলার উপরিভাগের নির্মোচন ঘটে ও শিলাস্তর উন্মুক্ত হয় , একেই নগ্নীভবন বলে।

6. ভর সঞ্চালন বা পুঞ্জিত স্খলন কী?

উত্তর: আবহবিকারের ফলে সৃষ্ট চূর্ণ-বিচূর্ণ শিলাখণ্ড , আলগা পদার্থ সমূহ অভিকর্ষজ টানে নিচের দিকে নামে আসার প্রক্রিয়াকে পুঞ্জিত স্খলন বলে।

7. উষ্ণ মরু অঞ্চল এবং শীতল পার্বত্য বা মেরু অঞ্চলে কোন ধরণের আবহবিকার অধিক ঘটে?

উত্তর: যান্ত্রিক আবহবিকার প্রাধান্য পায়।

8. ক্ষয়ের নিম্নসীমা কী?

উত্তর: অবরোহন প্রক্রিয়া বা ক্ষয়ের ফলে ভূমিভাগের উচ্চতা হ্রাস পেলেও একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত ক্ষয়কাজ চলতে থাকে , একেই ক্ষয়ের নিম্ন সীমা বলে । সাধারণভাবে গড় সমুদ্রপৃষ্ঠই হলো ক্ষয়ের নিম্ন সীমা।

9. কোন ধরণের ভূ-আলোড়নের প্রভাবে মহাদেশীয় ভূখণ্ড সৃষ্টি হয়?

উত্তর: মহীভাবক ভূ- আলোড়নের প্রভাবে মহাদেশীয় ভূখণ্ড সৃষ্টি হয় ।

10. সমস্থিতি আলোড়ন কী?

উত্তর: ভূত্বকের বিভিন্ন ভূমিরূপের মধ্যে উচ্চতা জনিত ভারসাম্যলাভের জন্য যে আলোড়ন সৃষ্টি হয় , তাকে সমস্থিতি আলোড়ন বলে।

11. কার্স্ট শব্দের আক্ষরিক  অর্থ কী?

উত্তর: কার্স্ট শব্দটির আক্ষরিক অর্থ উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র।

12. ভাদস জল কাকে বলে?

উত্তর: জলপীঠের ওপরে অবস্থিত প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে ভাদোস জল বলে ।

13. হামস কী?

উত্তর: পোলজি বা পোলজির ওপরে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট টিলাগুলিকে হামস বলে।

14. স্পিলিওথেম বা কেভ ট্রভারটাইন কী?

উত্তর: কার্স্ট বা চুনাপাথর গঠিত অঞ্চলের সঞ্চয়জাত ভূমিরূপ গুলিকে সম্মিলিতভাবে স্পিলিওথেম বা কেভ ট্রভারটাইন বলে।

15. সহজাত জল কী?

উত্তর: পাললিক শিলা গঠিত হওয়ার সময় শিলাস্তরে যে জল আবদ্ধ হয় তাকে সহজাত জল বলে।

16. ভৌমজলস্তর বা ভৌমজলপীঠ কী ?

উত্তর: স্থায়ী সম্পৃক্ত শিলাস্তরের উপরিপৃষ্ঠকে ভৌমজলস্তর বা ভৌমজলপীঠ বলে।

17. জলকর্ষী জল কী?

উত্তর: মৃত্তিকার কণার গায়ে বা রন্ধ্রে বায়ুমণ্ডলীয় জলকণা থাকে , যেগুলি সহজে পৃথক করা যায় না, তাকে জলকর্ষী জল বলে।

18. অ্যাকুইক্লুড কী?

উত্তর: স্বল্প প্রবেশ্যতা যুক্ত শিলারস্তর যা ভৌমজল পরিবহনে প্রায় অক্ষম,তাকে অ্যাকুইক্লুড বলে।

19. অ্যাকুইফার কী?

উত্তর: অ্যাকুইফার কথাটি লাতিন ভাষায় 'aqui' শব্দ 'aqua' অর্থাৎ "জল" এবং 'ferd' শব্দ 'ferre' অর্থাৎ "বহনকারী" শব্দ থেকে এসেছে।  অ্যাকুইফার হলো জল বহনকারী স্তর বা জলবাহী স্তর।

20. প্রস্রবণ কাকে বলে?

উত্তর: ভূপৃষ্ঠের কোনাে অংশ দিয়ে ভূগর্ভস্থ জলের স্বাভাবিক নির্গমনকে প্রস্রবণ বলে।

21. ভারতের একটি খনিজ প্রস্রবনের উদাহরণ দাও ।

উত্তর: বিহারের রাজগীর।

22. ভারতের একটি শীতল প্রস্রবণ এর নাম লেখো।

উত্তর: দেরাদুনের নিকট সহস্রধারা।

23. গিজার বা গাইজার কী?

উত্তর: যে প্রকার উষ্ণ প্রস্রবণে একটি নির্দিষ্ট সময় অন্তর বস্পমিশ্রিত জল ফোয়ারার মতো একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উৎক্ষিপ্ত হয় , তাকে গিজার বা গাইজার বলে। যেমন: -- আমেরিকা যুক্তরাষ্ট্রের ওল্ড ফেথফুল ।

24. প্রপাতরেখা কী?

উত্তর: অ্যাপালেচিয়ান পর্বতের পূর্বদিকে অবস্থিত দীর্ঘ চ্যুটিরেখা বরাবর অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাত সৃষ্টি হয়েছে বলে একে প্রপাতরেখা বলে।

25. সর্বপ্রথম কোথায় আর্টেজীয় কূপ আবিষ্কার হয়?

উত্তর: ফ্রান্সের আঁতোয়া প্রদেশে (১১২৬) সালে।

26. ককপিট কী?

উত্তর: বৃষ্টিবহুল ক্রান্তীয় জলবায়ুযুক্ত অঞ্চলে চুনাপাথরের স্তর তির্যকভাবে অবস্থান করলে দ্রুত দ্রবণের  ডোলাইন গুলি যুক্ত হয়ে তারকাকৃতির গর্ত সৃষ্টি করে। এর মাঝে খাড়া ঢাল যুক্ত টিলাকে জামাইকাতে ককপিট বলে।

27. কার্স্ট ভূমিরূপ কী?

উত্তর: চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌমজল দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়কাজ চালিয়ে একধরণের বৈচিত্রপূর্ণ  ভূমিরূপের উদ্ভব ঘটায় , এদের কার্স্ট ভূমিরূপ বলে।

28. নিভাল কার্স্ট কী?

উত্তর: শীতল চুনাপাথর যুক্ত অঞ্চলে তুষার বা বরফ গলা জলে গঠিত কার্স্ট ভূমিরূপকে  নিভাল কার্স্ট বলে।

29. স্পিলিওলজি কী?

উত্তর: কার্স্ট গুহা ও তদসংক্রান্ত সকল ভূমিরূপ সম্পর্কে বিজ্ঞানের যে শাখায় অধ্যয়ন করা হয়, তাকে স্পিলিওলজি বলা হয়।

30. জামা কী?

উত্তর: চুনাপাথরে গঠিত উলম্ব অথবা অত্যন্ত খাড়া হেলানো গর্তকে স্লাভ ভাষায় জামা বলে।

31. কারেন  বা ল্যাপিস কী?

উত্তর: চুনাপাথর গঠিত অঞ্চলে ফাটল বরাবর দ্রবীভূত খাতসদৃশ ভূমিরূপকে জার্মানিতে কারেন বা ল্যাপিস বলে।

32. রাবণভাটা কী?

উত্তর: ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলায় শেলগঠিত অবশিষ্ট টিলা বা হামস কে রাবণভাটা বলে।

33. মিটিওরিক জল কাকে বলে?

উত্তর: বৃষ্টিপাত ও তুষারগলা জল ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূঅভ্যন্তরে প্রবেশ করে ভৌমজলে পরিণত হয়, একে   মিটিওরিক বলে।

34. আর্তেজীয় কূপ  বা আর্টেজীয় কূপ কাকে বলে?

উত্তর: আবদ্ধ জলবাহী স্তরে সঞ্চিত ভৌমজল পাম্পের সাহায্য ছাড়াই যে কূপ স্বতঃস্ফূর্তভাবে ফোয়ারার মতো ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে আর্তেজীয় কূপ  বা আর্টেজীয় কূপ বলে।

35. রুফ পেনডেন্ট কী?

উত্তর: চুনাপাথরের গুহার ছাদ থেকে কীলকের মতো বা ছুরির ফেলার মতো আকৃতির অভিক্ষিপ্ত প্রস্তরখন্ডকে রুফ পেনডেন্ট বলে।

36. ফ্লোস্টোন কাকে বলে?

উত্তর: গুহার ভেতরে প্রবাহমান জলের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপকে ফ্লোস্টোন বলে।

37. ড্রিপস্টোন কাকে বলে?

উত্তর: চুনাপাথরের ছাদ থেকে জল চুঁইয়ে সৃষ্ট সঞ্চিত ভূমিরূপকে ডেভিস ড্রিপস্টোন বলে উল্লেখ করেছেন।

38. কার্স্ট গবাক্ষ বা জানালা কাকে বলে?

উত্তর: কার্স্ট অঞ্চলে গুহা বা সুড়ঙ্গের ছাদ ধসে গেলে অনেক সময় তার মধ্যদিয়ে ভূ অভ্যন্তর দিয়ে প্রবাহিত নদী দেখা যায় ,একেই  কার্স্ট গবাক্ষ বা জানালা বলে।

39. টেরা রোসা কী?

উত্তর: ভূপৃষ্ঠে অদ্রব্য লৌহযৌগ সঞ্চিত হয়ে লাল কর্দমযুক্ত  যে মৃত্তিকা সৃষ্টি হয় , তাকে টেরা রোসা বলে।

40. কৌশিক জল কাকে বলে?

উত্তর: মাটির প্রতিটি কণা বেষ্টনকারী জলকে কৌশিক জল বলে। এই জল মাটির কৌশিক স্তরে অবস্থান করে।

41. কৌশিক নল কী?

উত্তর: মৃত্তিকার রন্ধ্রগুলি সরু সরু নল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে , এদের কৌশিক নল  বলে।

42. অন্ধ উপত্যকা  কাকে বলে?

উত্তর: কার্স্ট অঞ্চলের নদী সিঙ্কহোল এর মধ্যে প্রবেশ করলে নদী উপত্যকা সিঙ্কহোল পর্যন্ত বিস্তৃত হয়ে হঠাৎ শেষ হয়ে যায় । এরূপ উপত্যকাকে অন্ধ উপত্যকা বলে।

43. ডাইক প্রস্রবণ কী?

উত্তর: জলবাহী স্তরের জলপীঠ ভুগর্ভস্থ ডাইকের উচ্চতাকে অতিক্রম করলে ভূগর্ভস্থ জল প্রস্রবণের আকারে নির্গত হয়, একে ডাইক প্রস্রবণ বলে।

44. গ্রাইক কী?

উত্তর: চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে দারণ বা সন্ধিস্থল বরাবর গভীর রৈখিক ও দীর্ঘ গর্ত সৃষ্টি হলে তাকে গ্রাইক বলে।

45. ক্লিন্ট কী?

উত্তর:  চুনাপাথর গঠিত অঞ্চলে গ্রাইকের মধ্যবর্তী প্রায় সমতল পৃষ্ঠবিশিষ্ট আয়তকার উঁচু শিলাখন্ডকে ক্লিন্ট বলে।

46. বোগাজ কী?

উত্তর: বড়ো আকারের গ্রাইক কে বোগাজ বলে।

47. কার্স্ট হ্রদ কাকে বলে?

উত্তর: ডোলাইনে জল সঞ্চিত হয়ে যে হ্রদ সৃষ্টি হয়, তাকে কার্স্ট হ্রদ বলে।

48. হামস এর অপর নাম কী?

উত্তর: হামস এর অপর নাম হে স্ট্যাক পাহাড় বা

49. প্রাকৃতিক সুড়ঙ্গ  কী?

উত্তর: চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট সুদীর্ঘ গর্ত কে প্রাকৃতিক সুড়ঙ্গ বলে।

50. পিয়েজোমিটার (Piezometer) দিয়ে কী মাপা হয়?

উত্তর: পিয়েজোমিটার দিয়ে চাপে থাকা ভৌমজলের উচ্চতা মাপা হয়।

 

দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় বড় প্রশ্ন উত্তর | প্রতিটি প্রশ্নের মান - 7| Wbchse Geography Class 12 Hs Geography First Chapter Pdf Free || Wbchse Class 12 Suggestions 2025

1. কার্স্ট অঞ্চলে সৃষ্ট 'সিঙ্ক হোল ', 'পোলজি ' এবং 'পাতনপ্রস্তর' কীরূপ গঠিত হয় তা চিত্রসহ আলোচনা করো। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া বলতে কী বোঝায়? (৫+২)

2. বহির্জাত প্রক্রিয়াকে পর্যায়ণ প্রক্রিয়া বলে কেন ?  অ্যাকুইফার কী? গিজার কীভাবে গড়ে ওঠে ? 3 + 2 + 2

3. বিভিন্ন প্রকার অ্যাকুইফারের শ্রেণীবিভাগ করো।  প্রস্রবণমালা বলতে কী বোঝো  ? 5 + 2 

4. ভাদোস স্তর কাকে বলে? চিত্রসহ চুনাপাথরের গুহায় গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও। 

স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের মধ্যে পার্থক্য লেখো। 1 + 3 + 3 

5. তরঙ্গ কর্তিত মঞ্চ কীভাবে গড়ে ওঠে? সোয়াশ ও ব্যাকওয়াশের মধ্যে পার্থক্য লেখো । 3 + 4 

6. ফেনিল প্রবাহ বা সার্ফ কী? চিত্রসহ বিভিন্ন প্রকার তটভূমির বিবরণ দাও। 2 + 5 

7. রিয়া ও ডালমেশিয়ান স্পিটের মধ্যে পার্থক্য নিরূপণ করো।বিভিন্ন প্রকার সমুদ্রতরঙ্গের শ্রেণীবিভাগ করো। 3 + 4 

8. টম্বোলো কাকে বলে?পর্যায়ন কাকে বলে?অ্যাকুইফার বলতে কী বোঝো ? 3 + 2 + 2

9. সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের ফলে সৃষ্ট যে কোনো চারটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 

অ্যাটল কী? 5 + 2

 

আরও দেখুন

দ্বাদশ শ্রেণীর বাংলা সাজেশান || Wbchse Class 12 HS Bengali Suggestions 2025 – Click Here

আরও দেখুন

দ্বাদশ শ্রেণীর ইংরেজি সাজেশান|| Wbchse Class 12 HS English Suggestions 2025 – Click Here

আরও দেখুন

দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশান || Wbchse Class 12 HS Geography Suggestions 2025 – Click Here

আরও দেখুন

দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশান || Wbchse Class 12 HS History Suggestions 2025 – Click Here

আরও দেখুন

দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাজেশান || Wbchse Class 12 HS Education Suggestions 2025 – Click Here

আরও দেখুন

দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশান  || Wbchse Class 12 HS Philosophy Suggestions 2025 – Click Here

আরও দেখুন

দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশান  || Wbchse Class 12 HS Political Science Suggestions 2025 – Click Here

 

দ্বাদশ শ্রেণীর(WBCHSE Class 12 HS) আরও অন্যান্য বিষয়ের নোটস(Notes) ও সাজেশন(HS Class 12 Suggestion All Subject 2025) পেতে আমাদের সাথে যুক্ত থাকো।  আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এখানে ক্লিক করে (Contact Form)  নিজের ডিটেলস সাবমিট(Submit) করো। 

বিভিন্ন রকম আপডেট পেতে এক্ষুনি যুক্ত হয়ে যাও । নীচের লিঙ্ক গুলিতে ক্লিক করে : - 

তোমরা যদি আমাদের সাথে কন্টাক্ট (Contact) করতে চাও তাহলে – Click Here

তোমরা যদি টেলিগ্রাম (Telegram) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে -  Click Here

তোমরা যদি হোয়াটস্যাপ (WhatsApp) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে - Click Here

তোমরা যদি ফেসবুক (Facebook) পেজের সাথে যুক্ত হতে চাও তাহলে -  Click Here

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

Enter Your Comment

নবীনতর পূর্বতন