1. হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়?
When was the Harappan Civilization discovered?
(ক) ১৯২০ খ্রিঃ (A) 1920
(খ) ১৯১৮ খ্রিঃ (B) 1918
(গ) ১৯২২ খ্রিঃ (C) 1922
(ঘ) ১৯৩০ খ্রিঃ (D) 1930
Answer: (A)
2. হরপ্পা সভ্যতা মানব সভ্যতার বিবর্তনে কোন পর্বের অন্তর্গত?
In the evolution of human civilization, to which period does the Harappan Civilization belong?
(ক) প্রাচীন প্রস্তর যুগ (A) Old Stone Age
(খ) তাম্র-ব্রোঞ্জ যুগ (B) Chalcolithic-Bronze Age
(গ) নব্য প্রস্তর যুগ (C) Neolithic Age
(ঘ) লৌহ যুগ (D) Iron Age
Answer: (B)
3. কোন দুটি মহাজনপদ প্রজাতান্ত্রিক ছিল?
Which two Mahajanapadas were republican in nature?
(ক) অঙ্গ ও মগধ (A) Anga and Magadha
(খ) বৃজি ও মল্ল (B) Vrijji and Malla
(গ) কুরু ও পাঞ্চাল (C) Kuru and Panchala
(ঘ) গান্ধার ও কম্বোজ (D) Gandhara and Kamboja
Answer: (B)
4. ঋকবৈদিক যুগে যুদ্ধের দেবতা কে ছিলেন?
Who was the god of war in the Rigvedic period?
(ক) বরুণ (A) Varuna
(খ) ইন্দ্র (B) Indra
(গ) সূর্য (C) Surya
(ঘ) মরুৎ (D) Marut
Answer: (B)
5. প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়?
Where was the First Buddhist Council held?
(ক) পাটলিপুত্র (A) Pataliputra
(খ) বৈশালী (B) Vaishali
(গ) কুশীনগর (C) Kushinagar
(ঘ) রাজগৃহ (D) Rajagriha
Answer: (D)
6. জৈন ধর্মে কতজন ধর্মগুরু ছিলেন?
How many Tirthankaras are there in Jainism?
(ক) ১২ জন (A) 12
(খ) ১৮ জন (B) 18
(গ) ২৪ জন (C) 24
(ঘ) ৩০ জন (D) 30
Answer: (C)
7. কৌটিল্যের আসল নাম কি?
What was the real name of Kautilya?
(ক) চরক (A) Charaka
(খ) বিষ্ণুগুপ্ত (B) Vishnugupta
(গ) পতঞ্জলি (C) Patanjali
(ঘ) বৃহদ্রথ (D) Brihadratha
Answer: (B)
8. অর্থশাস্ত্রে রাষ্ট্র পরিচালনার কটি অঙ্গের কথা বলা হয়েছে?
According to Arthashastra, how many limbs of administration are there?
(ক) পাঁচটি (A) Five
(খ) সাতটি (B) Seven
(গ) দশটি (C) Ten
(ঘ) বারোটি (D) Twelve
Answer: (B)
9. করের বিনিময়ে দৈহিক শ্রম বা বিষ্টি কাদের উপরে চাপানো হত ?
Who were subjected to physical labor (Vishti) in exchange for tax?
(ক) কারিগর শ্রেণী (A) Artisan class
(খ) শূদ্র ও বৈশ্য কৃষক (B) Shudra and Vaishya peasants
(গ) সমস্ত গ্রামীণ জনতা (C) All rural people
(ঘ) দাস সম্প্রদায় (D) Slave class
Answer: (B)
10. নিম্নলিখিত কোন দুটি সঠিকভাবে মেলানো?
Which of the following pairs are correctly matched?
(ক) পুরুষপুর – সাতবাহন (A) Purushapura – Satavahanas
(খ) সকলা – ইন্দো-গ্রিক (B) Sakala – Indo-Greek
(গ) প্রতিষ্ঠান – শুঙ্গ (C) Pratishthana – Shunga
(ঘ) পাটলিপুত্র – শক (D) Pataliputra – Shaka
Answer: (B)
11. গুপ্ত যুগে বহুল পরিমাণ স্বর্ণ মুদ্রার প্রচলন কি ইঙ্গিত দেয়?
What does the extensive use of gold coins in the Gupta period indicate?
(ক) নতুন স্বর্ণ খনি আবিস্কার (A) Discovery of new gold mines
(খ) উর্ধ্ব হারে মুদ্রাস্ফীতি (B) High inflation
(গ) বৈদেশিক বাণিজ্যের সুবাদে প্রচুর সোনার আগমন (C) Influx of gold via foreign trade
(ঘ) গুপ্ত সম্রাটদের সোনা আমদানি (D) Import of gold by Gupta emperors
Answer: (খ) উর্ধ্ব হারে মুদ্রাস্ফীতি (B) High inflation
12. কোন পাল রাজাকে ‘উত্তরাপথ স্বামী’ বলা হয় ?
Which Pala king was called "Lord of the North"?
(ক) গোপাল (A) Gopala
(খ) দেবপাল (B) Devapala
(গ) রামপাল (C) Ramapala
(ঘ) ধর্মপাল (D) Dharmapala
Answer: (খ) দেবপাল (B) Devapala
13. কে সিকন্দর-ই-সানি উপাধি ধারণ করেছিলেন?
Who assumed the title "Sikandar-e-Sani"?
(ক) বলবন (A) Balban
(খ) আলাউদ্দিন খলজি (B) Alauddin Khilji
(গ) মহম্মদ বিন তুঘলক (C) Muhammad bin Tughluq
(ঘ) সিকন্দার লোদি (D) Sikandar Lodi
Answer: (B)
14. দিল্লীর সুলতানি আমলে কাদের বারিদ বলা হতো?
In the Delhi Sultanate period, who were called Barid?
(ক) কারিগর শ্রেণী (A) Artisans
(খ) দেহরক্ষী (B) Bodyguards
(গ) উজির (C) Ministers
(ঘ) গুপ্তচর (D) Spies
Answer: (D)
15. কোন সুলতান সেনাবাহিনীকে দশমিক প্রথায় বিন্যস্ত করেন?
Which Sultan organized the army on the decimal system?
(ক) গিয়াসউদ্দিন বলবন (A) Ghiyasuddin Balban
(খ) আলাউদ্দিন খলজি (B) Alauddin Khilji
(গ) মহম্মদ বিন তুঘলক (C) Muhammad bin Tughluq
(ঘ) ফিরোজ তুঘলক (D) Firoz Tughluq
Answer: (C)
16. বাজার নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি কোন দপ্তর স্থাপন করেছিলেন?
Which department was created by Alauddin Khilji for market control?
(ক) দেওয়ান-ই-রিয়াসত (A) Diwan-i-Riyasat
(খ) দেওয়ান-ই-রিসালৎ (B) Diwan-i-Risalat
(গ) দেওয়ান-ই-ইনশা (C) Diwan-i-Insha
(ঘ) দেওয়ান-ই-আরজ (D) Diwan-i-Arz
Answer: (A)
17. কোন সুলতান দুর্ভিক্ষ কোড জারি করেন?
Which Sultan introduced a "famine code"?
(ক) বলবন (A) Balban
(খ) আলাউদ্দিন খলজি (B) Alauddin Khilji
(গ) মহম্মদ বিন তুঘলক (C) Muhammad bin Tughluq
(ঘ) ফিরোজ তুঘলক (D) Firoz Tughluq
Answer: (C)
18. বিজয়নগর সাম্রাজ্যের প্রধান আমদানি দ্রব্য কি ছিল?
What was the major import in the Vijayanagar Empire?
(ক) মূল্যবান পাথর (A) Precious stones
(খ) ঘোড়া (B) Horses
(গ) বিলাসবহুল সামগ্রী (C) Luxury goods
(ঘ) কাঁচা রেশম (D) Raw silk
Answer: (B)
19. বিজয়নগর সাম্রাজ্যে বিদেশি রাষ্ট্রদূত কে ছিলেন?
Who was a foreign ambassador in the Vijayanagar Empire?
(ক) ফারনাও নুনিজ (A) Fernão Nunes
(খ) ডোমিনগো পায়েস (B) Domingo Paes
(গ) আবদুর রাজ্জাক (C) Abdur Razzak
(ঘ) নিকোলো কন্টি (D) Nicolo Conti
Answer: (C)
20. জাত ও সওয়ার যে ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত সেটি হল
The zat and sawar system was related to –
(ক) জায়গীরদারী ব্যবস্থা (A) Jagirdari system
(খ) ইকতা ব্যবস্থা (B) Iqta system
(গ) জাবতী ব্যবস্থা (C) Zabti system
(ঘ) মনসবদারী ব্যবস্থা (D) Mansabdari system
Answer: (ঘ) মনসবদারী ব্যবস্থা (D) Mansabdari system
21. আকবর মাহজারনামা ঘোষণা কবে করেন?
When did Akbar issue the Mahzar Nama?
(ক) ১৫৬৪ খ্রিঃ (A) 1564
(খ) ১৫৭৬ খ্রিঃ (B) 1576
(গ) ১৫৭৯ খ্রিঃ (C) 1579
(ঘ) ১৫৮২ খ্রিঃ (D) 1582
Answer: (C)
22. জিন্দাপির নামে কে পরিচিত ছিলেন?
Who was known as Zinda Pir (Living Saint)?
(ক) আকবর (A) Akbar
(খ) শাহজাহান (B) Shah Jahan
(গ) বাহাদুর শাহ (C) Bahadur Shah
(ঘ) ঔরঙ্গজেব (D) Aurangzeb
Answer: (D)
23. শিবাজীর রাজ্যাভিষেক কোথায় অনুষ্ঠিত হয় ?
Where did Shivaji's coronation take place?
(ক) সুরাট (A) Surat
(খ) পুরন্দর (B) Purandar
(গ) বিজাপুর (C) Bijapur
(ঘ) গোয়ালিয়র (D) Gwalior
সঠিক উত্তর: None of the above (Correct answer is Raigarh) — এগুলোর মধ্যে সঠিক স্থান নেই
Answer: (C) সঠিক উত্তর হল রায়গড়। 6 জুন, 1674-এ, শিবাজি মহারাজকে রায়গড় দুর্গে মুকুট পরানো হয়েছিল, যা মারাঠা সাম্রাজ্যের রাজধানী ছিল। রায়গড় দুর্গ মুম্বাই থেকে প্রায় 170 কিলোমিটার দূরে পার্শ্ববর্তী রায়গড় জেলায় অবস্থিত।
24. ফতোয়া-ই-জাহান্দারি গ্রন্থের লেখক কে ছিলেন?
Who was the author of Fatawa-i-Jahandari?
(ক) মিনহাজ সিরাজ (A) Minhaj-i-Siraj
(খ) জিয়াউদ্দিন বারানি (B) Ziauddin Barani
(গ) খাজা মালিক ইসামি (C) Khwaja Malik Isami
(ঘ) রফিউদ্দিন সিরাজি (D) Rafiuddin Siraji
Answer: (B)
25. মারাঠা প্রশাসনে হুজুর দফতর বলতে কি বোঝা ?
In Maratha administration, what did Huzur Daftar refer to?
(ক) রাজস্ব প্রশাসন (A) Revenue Administration
(খ) জেলা দপ্তর (B) District Office
(গ) জেলা রাজস্ব বিভাগ (C) District Revenue Dept.
(ঘ) পেশোয়া সচিবালয় (D) Secretariat of the Peshwa
Answer: (D)
26. উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আকবরের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হল—
What was Akbar’s most notable success in the North-West Frontier Province?
(ক) কাশ্মীর (A) Kashmir
(খ) কাবুল (B) Kabul
(গ) কান্দাহার (C) Kandahar
(ঘ) বেলুচিস্তান (D) Baluchistan
Answer: (C)
27. কোন ঐতিহাসিক মুঘল দরবারে দল ও রাজনীতি নিয়ে প্রামাণ্য গ্রন্থ লিখেছেন?
Which historian wrote an authoritative work on factions and politics in the Mughal court?
(ক) যদুনাথ সরকার (A) Jadunath Sarkar
(খ) সতীশ চন্দ্র (B) Satish Chandra
(গ) নুরুল হাসান (C) Nurul Hasan
(ঘ) ঈশ্বরী প্রসাদ (D) Ishwari Prasad
Answer: (B)
28. সূর্যাস্ত আইন কোন ভূমি ব্যবস্থার সঙ্গে যুক্ত ?
The Sunset Law is associated with which land system?
(ক) চিরস্থায়ী বন্দোবস্ত (A) Permanent Settlement
(খ) রায়তওয়ারি ব্যবস্থা (B) Ryotwari System
(গ) প্রজাসত্ব আইন (C) Tenant Act
(ঘ) মহলওয়ারি ব্যবস্থা (D) Mahalwari System
Answer: (A)
29. সৈয়দ ভ্রাতৃদ্বয় কোন মুঘল সম্রাটের রাজত্বকালে প্রভাবশালী হন?
During the reign of which Mughal emperor did the Sayyid Brothers become influential?
(ক) বাহাদুর শাহ (A) Bahadur Shah
(খ) জাহান্দার শাহ (B) Jahandar Shah
(গ) ফারুকশিয়ার (C) Farrukhsiyar
(ঘ) মহম্মদ শাহ (D) Muhammad Shah
Answer: (C)
30. হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা কে?
Who was the founder of Hyderabad?
(ক) জুলফিকর খান (A) Zulfiqar Khan
(খ) চিন কুলিচ খান (B) Chin Qilich Khan
(গ) নাসির জঙ্গ (C) Nasir Jang
(ঘ) মুজাফফর জঙ্গ (D) Muzaffar Jang
Answer: (B)
31. কে বাংলায় প্রথম যুগের ইংরেজি শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে সক্রেটিসের মত প্রভাব ফেলেছিলেন?
Who influenced the early English-educated Bengali youth like Socrates?
(ক) রাজা রামমোহন রায় (A) Raja Rammohan Roy
(খ) স্বামী বিবেকানন্দ (B) Swami Vivekananda
(গ) হেনরি ভিভিয়ান ডিরোজিও (C) Henry Vivian Derozio
(ঘ) কেশবচন্দ্র সেন (D) Keshab Chandra Sen
Answer: (C)
32. ১৮৭৫ সালে ব্লাভাটস্কি ও কর্নেল ওলকট কোথায় থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন?
Where did Blavatsky and Colonel Olcott establish the Theosophical Society in 1875?
(ক) ভারত (A) India
(খ) মার্কিন যুক্তরাষ্ট্র (B) United States
(গ) ব্রিটেন (C) Britain
(ঘ) ফ্রান্স (D) France
Answer: (B)
33. স্যার সৈয়দ আহমেদ খান কবে আলিগড়ে মহামেডান-অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন?
When did Sir Syed Ahmed Khan establish the Muhammadan Anglo-Oriental College at Aligarh?
(ক) ১৮৭০ খ্রিঃ (A) 1870
(খ) ১৮৭৫ খ্রিঃ (B) 1875
(গ) ১৮৮২খ্রিঃ (C) 1882
(ঘ) ১৮৮৭ খ্রিঃ (D) 1887
Answer: (B)
34. মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার প্রাণপুরুষ কে ছিলেন?
Who was the main force behind the establishment of the Prarthana Samaj in Maharashtra?
(ক) আর.জি. ভাণ্ডারকর (A) R.G. Bhandarkar
(খ) এম.জি. রানাডে (B) M.G. Ranade
(গ) পন্ডিত রমাবাঈ (C) Pandita Ramabai
(ঘ) গোপাল গণেশ আগারকার (D) Gopal Ganesh Agarkar
Answer: (B)
35. কে নীল বিদ্রোহের প্রেক্ষিতে নীলদর্পণ নাটক লেখেন?
Who wrote the play Nil Darpan based on the Indigo Rebellion?
(ক) প্যারীচাঁদ মিত্র (A) Peary Chand Mitra
(খ) দীনবন্ধু মিত্র (B) Dinabandhu Mitra
(গ) শিবনাথ শাস্ত্রী (C) Shibnath Shastri
(ঘ) হরিশ চন্দ্র মুখার্জি (D) Harish Chandra Mukherjee
Answer: (B)
36. “হিস্ট্রি অব দি সিপাই ওয়ার” গ্রন্থের লেখক কে?
Who is the author of History of the Sepoy War?
(ক) স্যার জন কে (A) Sir John Kaye
(খ) ডেভিড হেয়ার (B) David Hare
(গ) হেনরি কটন (C) Henry Cotton
(ঘ) দাদভাই নওরোজী (D) Dadabhai Naoroji
Answer: (A)
37. কে দেশবাসীকে বলেছিলেন “সকল ভারতবাসী আমার ভাই”?
Who said to the nation “All Indians are my brothers”?
(ক) লোকমান্য তিলক (A) Lokmanya Tilak
(খ) বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি (B) Bankimchandra Chattopadhyay
(গ) স্বামী বিবেকানন্দ (C) Swami Vivekananda
(ঘ) মহাত্মা গান্ধী (D) Mahatma Gandhi
Answer: (C)
38. কাকে “ভারতীয় অসন্তোষের জনক” বলা হয়?
Who is called the “Father of Indian Unrest”?
(ক) দাদভাই নওরোজী (A) Dadabhai Naoroji
(খ) মহাত্মা গান্ধী (B) Mahatma Gandhi
(গ) বাল গঙ্গাধর তিলক (C) Bal Gangadhar Tilak
(ঘ) বিপিনচন্দ্র পাল (D) Bipin Chandra Pal
Answer: (C)
39. জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?
When was the National Council of Education formed?
(ক) ১৯০২ খ্রিঃ (A) 1902
(খ) ১৯০৬ খ্রিঃ (B) 1906
(গ) ১৯০৯ খ্রিঃ (C) 1909
(ঘ) ১৯১৬ খ্রিঃ (D) 1916
Answer: (B)
40. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনে (১৯২০ খ্রিঃ) কে সভাপতি ছিলেন?
Who was the president of the first session of the All India Trade Union Congress in 1920?
(ক) বি.পি. ওয়াদিয়া (A) B.P. Wadia
(খ) এন.এম. যোশী (B) N.M. Joshi
(গ) লালা লাজপত রায় (C) Lala Lajpat Rai
(ঘ) মৌলানা আজাদ (D) Maulana Azad
Answer: (C)
41. গান্ধী -আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
When was the Gandhi-Irwin Pact signed?
(ক) ১৯২৮ খ্রিঃ (A) 1928
(খ) ১৯৩০ খ্রিঃ (B) 1930
(গ) ১৯৩১ খ্রিঃ (C) 1931
(ঘ) ১৯৩৫ খ্রিঃ (D) 1935
Answer: (C)
42. কান্ডিদ এর রচয়িতা কে ছিলেন?
Who was the author of Candide?
(ক) মস্তেস্কু (A) Montesquieu
(খ) ভলতেয়ার (B) Voltaire
(গ) মিরাবু (C) Mirabeau
(ঘ) কুইসনে (D) Quesnay
Answer: (B)
43. “রক্তলোলুপ নেকড়ে” বলে কারা পরিচিত ছিল?
Who were known as the "bloodthirsty wolves"?
(ক) অভিজাত (A) Nobles
(খ) যাজক (B) Clergy
(গ) ইনটেনডেন্ট (C) Intendants
(ঘ) মধ্যবিত্ত শ্রেণী (D) Middle class
Answer: (C)
44. জর্জ দাঁতো কে ছিলেন?
Who was Georges Danton?
(ক) জ্যাকোবিন দলের নেতা (A) Leader of the Jacobin club
(খ) জিরণ্ডিন দলের নেতা (B) Leader of the Girondin club
(গ) রাজতন্ত্রের অনুগামী (C) Royalist supporter
(ঘ) সাংবাদিক (D) Journalist
Answer: (A)
45. নেপোলিয়ন কোন রাষ্ট্রের বিরুদ্ধে ট্রাফালগার যুদ্ধে জড়িত হন?
Against which country did Napoleon fight in the Battle of Trafalgar?
(ক) রাশিয়া (A) Russia
(খ) অস্ট্রিয়া (B) Austria
(গ) ইংল্যান্ড (C) England
(ঘ) প্রাশিয়া (D) Prussia
Answer: (C)
46. কে ‘কূটনীতির রাজপুত্র’ নামে পরিচিত?
Who is known as the "Prince of Diplomacy"?
(ক) কাভুর (A) Cavour
(খ) মেটারনিক (B) Metternich
(গ) পামারস্টোন (C) Palmerston
(ঘ) বিসমার্ক (D) Bismarck
Answer: (B)
47. জোলভেরাইন ছিল কী ধরনের সংস্থা?
What kind of organization was the Zollverein?
(ক) ট্রেড ইউনিয়ন (A) Trade Union
(খ) অভিজাত সংস্থা (B) Aristocratic Body
(গ) শুল্ক সংঘ (C) Customs Union
(ঘ) নারী সমিতি (D) Women’s Association
Answer: (C)
48. “বিপ্লবের বছর” কোনটি?
Which is known as the "Year of Revolutions"?
(ক) ১৮৪৫ খ্রিঃ (A) 1845
(খ) ১৮৪৭ খ্রিঃ (B) 1847
(গ) ১৮৪৮ খ্রিঃ (C) 1848
(ঘ) ১৮৫১ খ্রিঃ (D) 1851
Answer: (C)
49. লুই ব্ল্যাঙ্ক কি ধরনের চিন্তাবিদ ছিলেন?
What kind of thinker was Louis Blanc?
(ক) রাজতন্ত্রী (A) Monarchist
(খ) অভিজাততন্ত্রী (B) Aristocrat
(গ) উদারনৈতিক (C) Liberal
(ঘ) সমাজতন্ত্রী (D) Socialist
Answer: (D)
50. কঙ্গো নিম্নলিখিত কোন দেশের উপনিবেশ ছিল?
Congo was a colony of which country?
(ক) ইংল্যান্ড (A) England
(খ) বেলজিয়াম (B) Belgium
(গ) ফ্রান্স (C) France
(ঘ) হল্যান্ড (D) Holland
Answer: (B)
51. “স্টেট অ্যান্ড রেভল্যুশন” গ্রন্থের লেখক কে?
Who is the author of State and Revolution?
(ক) কার্ল মার্কস (A) Karl Marx
(খ) এঙ্গেলস (B) Engels
(গ) ভি.আই লেনিন (C) V.I. Lenin
(ঘ) যোশেফ স্তালিন (D) Joseph Stalin
Answer: (C)
52. র্যাপালো চুক্তি কোন দুটি দেশের মধ্যে সম্পাদিত হয়?
The Treaty of Rapallo was signed between which two countries?
(ক) জার্মানি ও ফ্রান্স (A) Germany and France
(খ) ফ্রান্স ও ইতালি (B) France and Italy
(গ) রাশিয়া ও জার্মানি (C) Russia and Germany
(ঘ) ইংল্যান্ড ও তুরস্ক (D) England and Turkey
Answer: (C)
53. জাতি সংঘের জনক কাকে বলা হয়?
Who is called the father of the League of Nations?
(ক) উড্রো উইলসন (A) Woodrow Wilson
(খ) উইনস্টন (B) Winston
(গ) স্ট্রেসম্যান (C) Stresemann
(ঘ) পঁয়েনকারে (D) Poincaré
Answer: (A)
54. রোম-বার্লিন-টোকিও চুক্তি কবে সম্পাদিত হয়?
When was the Rome-Berlin-Tokyo Axis Pact signed?
(ক) ১৯৩৭ খ্রিঃ (A) 1937
(খ) ১৯৩৮ খ্রিঃ (B) 1938
(গ) ১৯৩৯ খ্রিঃ (C) 1939
(ঘ) ১৯৪০ খ্রিঃ (D) 1940
Answer: (A)
55. মিউনিক চুক্তি সম্পাদনে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী মুখ্য ভূমিকা নিয়েছিলেন?
Which British Prime Minister played a key role in the signing of the Munich Agreement?
(ক) লয়েড জর্জ (A) Lloyd George
(খ) স্টানলি বলডউইন (B) Stanley Baldwin
(গ) নেভিল চেম্বারলেন (C) Neville Chamberlain
(ঘ) উইনস্টন চার্চিল (D) Winston Churchill
Answer: (C)
Enter Your Comment