Economics Class 12 Question Paper with Answers 2025 pdf download। অর্থনীতি(Orthoniti) সাজেশন

0

WBCHSE HS Economics Suggestion 2025 Test & Final Exam Questions

Economics Class 12 Question Paper with Answers 2025 pdf download। অর্থনীতি(Orthoniti) সাজেশন

প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগত Info Educations এ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছে দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রশ্ন উত্তর 2025 (West Bengal Board HS Exam Economics Class 12 Question Paper 2025 Download with Answers)। দ্বাদশ শ্রেণীর অর্থনীতি বাংলা মাধ্যমে প্রশ্নের উত্তর - 2025 তোমাদের HS Exam 2025 পরীক্ষার জন্য খুবই গুরুত্ত্বপূর্ণ হতে চলেছে। WBCHSE HS 2025 Economics Question Paper with Answers পেপারটি তোমাদের সিলেবাসের (West Bengal HS Economics Syllabus)উপর ভিত্তিকরে অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকাদের দ্বারা তৈরী করা হয়েছে। West Bengal Board HS Question Paper 2025 Economics Class 12 পেপারটি তোমরা ভালো করে প্রাকটিস করো। তোমরা অবশ্যই Class 12 Economics Question Paper 2025 wbchse pdf download পরীক্ষার আগে দেখে যেও। 

একসাথে তোমাদের Economics(অর্থনীতি)- এর দুটি Mock Paper এখানে দেওয়া আছে।

West Bengal Board HS Question Paper 2025 | টেস্ট ও ফাইনাল উচ্চমাধ্যমিক অর্থনীতি সাজেশন 2025

পূর্ণমান - 80

সময় - 3 Hours & 15 Minutes

বিষয় - Economics(অর্থনীতি)

শ্রেণী - দ্বাদশ (Class 12)

Economics Question Paper Class 12 with Answers 2025

Class - XII

Time – 3 Hours & 15 Minutes   Full Marks – 80

( প্রশ্ন পড়ার জন্য 15 মিনিট এবং উত্তর লেখার জন্য বাকি 3 ঘন্টা )

West Bengal Board HS Question Papers with Solutions PDF / ক্লাস 12 অর্থনীতির বাংলায় প্রশ্নের উত্তর

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1 x 10 = 10

(a) নরসিংহম কমিটি ব্যাঙ্ক ব্যবস্থার পরিকাঠামোর ক্ষেত্রে কয়টি স্তরের সুপারিশ করেছেন? - 

(a) দুটি 

(b)তিনটি 

(c) চারটি 

(d) পাঁচটি। 

উত্তর : - (c) চারটি 

(b) MGNREGS কর্মসূচির উদ্দেশ্য হল গ্রামীণ পরিবারের একজন সবল ব্যক্তিকে ..... দিনের কর্মসংস্থান দেওয়া- 

(a) 50 

(b) 100 

(c) 150 

(d) 125. 

উত্তর : - (b) 100 

(c) গড় স্থির ব্যয়রেখা হবে- 

(a) নিম্নমুখী 

(b) অনুভূমিক 

(c) U-আকৃতির 

(d) ঊর্ধ্বমুখী।

উত্তর : - (a) নিম্নমুখী 

(d) AVC রেখার নিম্নতম বিন্দুকে বলে- 

(a) না লাভ না ক্ষতির বিন্দু 

(b) উৎপাদন বন্ধের কিছু 

(c)দীর্ঘকালীন ভারসাম্য বিন্দু 

(d) সর্বনিম্ন ক্ষতির বিন্দু।

উত্তর : - (d) সর্বনিম্ন ক্ষতির বিন্দু।

(e) লোরেঞ্জ রেখাটি যদি পূর্ণসমতা রেখার উপর সমাপতিত হয়, তাহলে আয় বৈষম্য হবে- 

(a) সর্বোচ্চ 

(b) সর্বনিম্ন 

(c) মাঝারি ধরনের 

(d) শূন্য।

উত্তর : - (d) শূন্য।

(f) প্রচ্ছন্ন বেকারত্ব সৃষ্টি হয়- 

(a) কৃষিক্ষেত্রে 

(b) শিল্পক্ষেত্রে 

(c) ব্যাঙ্কিং ক্ষেত্রে 

(d) পরিবহণ ক্ষেত্রে।

উত্তর : - (a) কৃষিক্ষেত্রে 

(g) মূলবিন্দু থেকে উত্থিত ঊর্ধ্বমুখী সরলরেখায় জোগানের স্থিতিস্থাপকতার মান  (ls) - 

(a) ls= 0 

(b) ls 

(c) [s=1 

(d) ls 

উত্তর : - (c) [s=1 

(h) একচেটিয়া বিক্রেতার MC ধনাত্মক হলে একচেটিয়া বাজারে যেখানে ভারসাম্য আসবে সেখানে চাহিদা স্থিতিস্থাপকতার পরম মান –

(a) 1 এর সমান 

(b) 1 এর চেয়ে বড়ো 

(c) 1 এর চেয়ে ছোটো 

(d) অসীম।

উত্তর : - (b) 1 এর চেয়ে বড়ো 

(i) কোন পরিস্থিতিতে প্রসারমূলক রাজস্ব নীতি অনুসরণ করা হয় – 

(a) মুদ্রাস্ফীতি 

(b) মন্দা 

(c) মন্দাস্ফীতি 

(d) পুনরুত্থান।

উত্তর : - (b) মন্দা 

(j) প্রান্তিক ভোগ প্রবণতা ও প্রান্তিক সঞ্চয় প্রবণতার যোগফল হবে – 

(a) 0 

(b) 1

(c) 2 

(d)1 / 2.

উত্তর : - (b) 1

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×10=10

(a) শূন্যস্থান পূরণ করো : জোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে জোগান রেখার আকৃতি হবে _____। 

উত্তর : - উল্লম্ব। 

অথবা, শূন্যস্থান পূরণ করা : যদি উৎপাদনের উপকরণগুলির দাম ________তাহলে জোগান রেখা ডানদিকে সরে যায়।

উত্তর : - কমে 

(b) ঠিক বা ভুল লেখো : পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে কোনো ক্রেতা বা বিক্রেতার বাজারে প্রবেশ বা বাজার থেকে নিষ্ক্রমণের স্বাধীনতা থাকে না। 

উত্তর : - ভুল 

অথবা, ঠিক না ভুল লেখো: একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রতিটি ফার্ম সমজাতীয় দ্রব্য বিক্রয় করে। 

উত্তর : - ভুল 

(c) ঠিক বা ভুল লেখো : একচেটিয়া বিক্রেতাকে দাম-গ্রহীতা বলা হয়। 

উত্তর : - ভুল 

অথবা, ঠিক বা ভুল লেখো : একচেটিয়া বাজারে দাম এবং প্রাস্তিক আয় সমান হয়।

উত্তর : - ভুল 

(d) শূন্যস্থান পূরণ করো : মার্ক আপ ব্যবস্থায়, গড় উৎপাদন ব্যয়+পরিকল্পিত মুনাফা =________। 

উত্তর : - দাম 

অথবা, শূন্যস্থান পূরণ করো : মার্ক-আপ তত্ত্বে ধরা হয় শিল্পের দীর্ঘকালীন জোগান রেখা হবে ___। 

উত্তর : - অনুভূমিক 

(e) প্রদত্ত রাশিমালার প্রসার কত? 119, 213, 79, 98, 223, 117. 

উত্তর : - 144

অথবা, কয়েকজন ছাত্রকে নিয়ে একটি সমীক্ষায় যদি দেখা যায় তারা সকলেই সমবয়সী, তাহলে তাদের বয়সের সমক পার্থক্যের মান কত হবে।

উত্তর : - 0

(f) শূন্যস্থান পূরণ করো : লোরেঞ্জ অনুপাতের সর্বোচ্চমান ____। 

উত্তর : - 1

(g) ঠিক বা ভুল লেখো : গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে আয় বৈষম্য বেশি। 

উত্তর : - ঠিক 

অথবা, ঠিক বা ভুল লেখো : শুধু কৃষিতেই মরশুমি বেকারত্ব দেখা যায়।

উত্তর : - ভুল 

(h) শূন্যস্থান পূরণ করো : ভারতে কৃষিজমির মালিকানা বণ্টনে তীব্র _____ দেখা যায়। 

উত্তর : - বৈষম্য 

(i) ঠিক বা ভুল লেখো : বিমা দ্বারা ঝুঁকি রোধ করা যায়।

উত্তর : - ভুল 

(j) শূন্যস্থান পূরণ করো : আর্থিক ক্ষেত্রে সংস্কারের সুপারিশ করার জন্য ______ কমিটি গঠন করা হয়।

উত্তর : - প্রশাসনিক সংস্কার কমিশন (ARC)। 


3. (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2 x 10 = 20

(a) চাহিদার পরিবর্তন বলতে কি বোঝায়?

(b) কোনো দ্রব্যের দাম 4 টাকা থেকে কমে 2 টাকা হলে, চাহিদার পরিমাণ যথাক্রমে 10 কেজি থেকে বেড়ে 15 কেজি হয়। এক্ষেত্রে দ্রব্যের চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান নির্ণয় করো। অথবা, সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদার অর্থ কি?

(c) উৎপাদন প্রক্রিয়ায় যদি শুধুমাত্র সমহার মাত্রাবৃদ্ধির প্রতিদান কার্যকরী হয় তাহলে দীর্ঘকালীন প্রান্তিক ও গড় ব্যয় রেখার আকৃতি কেমন হবে? 

অথবা, ফার্মের স্থির ব্যয়ের দুটি উদাহরণ দাও।

(d) বাজার দাম স্থির থাকলে, ফার্মের প্রান্তিক রেভিনিউ ও গড় রেভিনিউ এর মধ্যে সম্পর্ক কিরূপ হবে?

(e) রাজস্ব নীতি বলতে কি বোঝায়? 

অথবা, ঘাটতি বাজেট কাকে বলে?

(i) সমক পার্থক্যের সংজ্ঞা দাও। 

অথবা, বিস্তৃতির পরিমাপক হিসেবে 'প্রসার' এর যে কোনো একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো।

(g) দারিদ্র্য রেখা কি? 

অথবা, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের (MGNREGS) উদ্দেশ্য কি?

(h) জীবন বীমা এবং সাধারণ বীমার মধ্যে পার্থক্য কি?

(i) নরসিংহ কমিটির দুটি সুপারিশ উল্লেখ করো।

(j) বিশ্ববাণিজ্য সংস্থা প্রতিষ্ঠার ফলে ভারতকে যে অসুবিধাগুলি সম্মুখীন হতে হয়েছে তার মধ্যে দুটি উল্লেখ করো। 

অথবা, TRIPS বলতে কী বোঝো।


4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 5 x 8 = 40 

(a) বৃহদায়তন উৎপাদনে যে অভ্যন্তরীণ ব্যয়সংকোচের উদ্ভব হয়, তা উদাহরণ ব্যাখ্যা করো। 

অথবা, মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়মটি উদাহরণ সহ ব্যাখ্যা করো।

(b) দেখাও কিভাবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় পৌঁছে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে। 

অথবা, চিত্রসহ আলোচনা করো কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম প্রভাবিত হয় যখন (i) চাহিদা স্থির থেকে জোগান হ্রাস পায় এবং (ii) জোগান স্থির থেকে চাহিদা হ্রাস পায়।

(c) খাজনার আধুনিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। 

অথবা, বণ্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটির সমালোচনামূলক মূল্যায়ন করো।

(d) বাজার দামে মোট জাতীয় আয় এবং উপাদান ব্যয় মোট জাতীয় আয়ের মধ্যে পার্থকটি ব্যাখ্যা করো।

(e) বাণিজ্যিক ব্যাঙ্কের মূল কাজগুলি ব্যাখ্যা করো। 

অথবা, কেন্দ্রীয় ব্যাঙ্কের পমিাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি আলোচনা করো।

(f) লেনদেন ব্যালান্স ও বাণিজ্য ব্যালান্সের মধ্যে পার্থক্য লেখো।

(g) 2, 4, 5, 7, 16, 20 এর সমক পার্থক্য নির্ণয় করো। 

অথবা, লোরেঞ্জ রেখার ধারণাটি ব্যাখ্যা করো।

(h) ভারতে আয় বৈষম্যের কারণগুলি কী কী?



12th Economics Question Answer / উচ্চমাধ্যমিক অর্থনীতি সাজেশন 2025 Set - 2

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1 × 10 = 10

(i) উৎপাদন যত বৃদ্ধি পায় গড় স্থির ব্যয় তত- 

(a) কমতে থাকে 

(b) স্থির থাকে। 

(c) বাড়তে থাকে 

(d) প্রথমে কমে পরে বাড়ে।

উত্তর : - (a) কমতে থাকে 

(ii) কোনো রেখার নিম্নতম বিন্দুকে না-লাভ না-ক্ষতির বিন্দু বলা হয়? 

(a) AC 

(b) MC 

(c) AVC 

(d) TC.

উত্তর : - (a) AC 

(iii) জোগান রেখাটি অনুভূমিক সরলরেখা হলে জোগানের স্থিতিস্থাপকতা হবে – 

(a) 0

(b) অসীম 

(c) 1 

(d) > 1 

উত্তর : - (b) অসীম 

(iv) একচেটিয়া বাজারে কোন্ ব্যয়টি থাকে না?- 

(a) প্রান্তিক ব্যয় 

(b) গড় ব্যয় 

(c) বিজ্ঞাপন ব্যয় 

(d) মোট ব্যয়।

উত্তর : - (c) বিজ্ঞাপন ব্যয় 

(v) APC ও APS-এর যোগফল হবে- 

(a) 0 

(b) 1 

(c) 2 

(d) 1/2 

উত্তর : - (b) 1 

(vi) কোন্ পরিস্থিতিতে প্রসারমূলক রাজস্বনীতি অনুসরণ করা হয়? - 

(a) মুদ্রাস্ফীতি 

(b) মন্দাস্ফীতি 

(c) মন্দা 

(d) পুনুরুত্থান।

উত্তর : - (c) মন্দা 

(vii) প্রদত্ত কোটি বিস্তৃতির পরম পরিমাপক নয়?  - 

(a) প্রসার 

(b) চতুর্থক পার্থক্য 

(c) গড় পার্থক্য 

(d) ভেদাঙ্ক

উত্তর : - (d) ভেদাঙ্ক

(viii) দারিদ্র্য সীমার সংজ্ঞায় দৈনিক কত পরিমাণ ক্যালোরিযুক্ত খাদ্যকে ন্যূনতম সীমারূপে ধরা হয়েছে- 

(a) 2100 

(b) 2250 

(c) 2400 

(d) 2500 

উত্তর : - (b) 2250 

(ix) মরশুমি বেকারত্বের অস্তিত্ব সাধারণত দেখা যায়- 

(a) শিক্ষাক্ষেত্রে 

(b) কৃষিক্ষেত্রে

(c) শিল্পক্ষেত্রে 

(d) পরিবহণ ক্ষেত্রে

উত্তর : - (b) কৃষিক্ষেত্রে

(x) ভারতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচী প্রথম গৃহীত হয়েছিল- 

(a) 1951 সালে 

(b) 1981 সালে 

(c) 1961 সালে 

(d) 1991 সালে

উত্তর : - (d) 1991 সালে।


2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1 x 10 = 10 

(i) ঠিক বা ভুল লেখো : পচনশীল দ্রব্যের জোগানের স্থিতিস্থাপকতা বেশি হয়। 

উত্তর : - ভুল 

অথবা, ঠিক বা ভুল লেখো: উৎপাদনের উপকরণগুলির দাম হ্রাস পেলে জোগান রেখা বামদিকে স্থান পরিবর্তন করে।

উত্তর : - ভুল

(ii) শূন্যস্থান পূরণ করো : একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেক বিক্রেতা ____ দ্রব্য বিক্রি করো। 

উত্তর : - পৃথকীকৃত 

অথবা, ডুয়োপলি কাকে বলে?

উত্তর : - ডুওপলি হল এক ধরনের অলিগোপলি, যেখানে মাত্র দুটি সংস্থা বাজারে প্রভাবশালী বা একচেটিয়া নিয়ন্ত্রণ রাখে।

(iii) শূন্যস্থান পূরণ করো : লার্নারের সূচকের মান ____থেকে ______এর মধ্যে থাকে।

উত্তর : - 0 থেকে 1

(iv) ঠিক বা ভুল লেখো : পরিকল্পিত মুনাফাই মার্ক আপ। 

উত্তর : - ঠিক 

অথবা, শূন্যস্থান পূরণ করো : স্বাভাবিক মুনাফা _______ ব্যয়ের অন্তর্ভুক্ত থাকে।

উত্তর : - উৎপাদন 

(v) শূন্যস্থান পূরণ করো : সমক পার্থক্যের নিম্নতম মান হলো ____। 

উত্তর : - 0

অথবা, ঠিক না ভুল লেখো : প্রসার চলের সকল মানের ওপর নির্ভর করো। 

উত্তর : - ঠিক 

(vi) শূন্যস্থান পূরণ করো : ভেদমান হলো সমক পার্থক্যের ______। 

উত্তর : - বর্গ 

(vii) শূন্যস্থান পূরণ করো : NREP-এর পুরো কথাটি হলো _______। 

উত্তর : - National Rural Employment Programme। 

অথবা, শূন্যস্থান পূরণ করো : _____ সালে সংসদীয় নির্বাচনের আগে ‘গরিবি হঠাও' স্লোগান দেওয়া হয়।

উত্তর : - 1971। 

(viii) শূন্যস্থান পূরণ করো : যে শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য তাকে _____ বেকার বলে।

উত্তর : - প্রচ্ছন্ন 

(ix) IRDA-এর পুরো কথাটি লেখো।

উত্তর : - Insurance Regulatory and Development Act। 

(x) শূন্যস্থান পূরণ করো : ______সালে 'IRDA Act' পাস হয়। 

উত্তর : - 1999

অথবা, ডাঙ্কেল খসড়া কাকে বলে?

উত্তর : - ডানকেল খসড়া হলো, তৎকালীন GATT ডিরেক্টর-জেনারেল আর্থার ডানকেল সংকলিত একটি খসড়া। এই খসড়াটি ১৯৯১ সালের ডিসেম্বরে জেনেভাতে রাখা হয়েছিল। 


3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2 x 10 = 20

(a) ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী দুটি বিষয় উল্লেখ করো। 

অথবা, নিকৃষ্ট দ্রব্য কাকে বলে?

(b) কোনো দ্রব্যের দাম ৪ টাকা থেকে বেড়ে 16 টাকা হলে চাহিদার পরিমাণ 30 kg থেকে কমে 20 kg হয়। এক্ষেত্রে দ্রব্যটির দাম গত স্থিতিস্থাপকতার মান নির্ণয় করো। 

অথবা, চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা কাকে বলে?

(c) সুযোগ ব্যয় বলতে কী বোঝো? 

অথবা, উৎপাদনের গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্কটি বিবৃত করো।

(d) চাহিদার স্থিতিস্থাপকতার পরমমান 1 অপেক্ষা কম হলে প্রান্তিক রেভিনিউ-এর মান কীরূপ হবে? 

অথবা, AR, MR ও চাহিদার স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্কটি বিবৃত করো।

(e) মুদ্রাস্ফীতি প্রতিরোধ করার জন্য দুটি রাজকোশ ব্যবস্থার উল্লেখ করো।

(f) 2, 6, 10, 14, 18-এই সংখ্যাগুলির প্রসার নির্ণয় করো। 

অথবা, সমক পার্থক্যের সংজ্ঞা দাও।

(g) ছদ্ম বেকারত্ম কী? 

অথবা, ‘দারিদ্র্যের ফাঁক' বলতে কী বোঝো?

(h) নরসিংহম্ কমিটির দুটি সুপারিশ উল্লেখ করো।

(i) সাধারণ বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন?

(j) GATT ও WTO-এর মধ্যে পার্থক্য কী?


4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8 × 5 = 40

(a) উৎপাদনের মাত্রা বৃদ্ধি জনিত প্রতিদান বিধিটি ব্যাখ্যা করো। 

অথবা, বৃহদায়তন উৎপাদনের অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো।

(b) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য চিত্রের মাধ্যমে দেখাও। 

অথবা, উৎপাদন বন্ধের বিন্দু কী? কোন্ অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম এই বিন্দুতে পৌঁছায় তা ব্যাখ্যা করো।

(c) রিকার্ডোর খাজনা তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। 

অথবা, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা দ্বারা কীভাবে মজুরির হার নির্ধারিত হয়।

(d) জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। 

অথবা, আর্থিক জাতীয় আয় ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য দেখাও। 

(e) বাণিজ্যিক ব্যাঙ্কের কার্যাবলী আলোচনা করো। 

অথবা, কেন্দ্রীয় ব্যাঙ্কের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি আলোচনা করো।

(f) ‘লেনদেন ব্যালেন্সে সকল সময়েই সমতা আছে'- এই উক্তিটি ব্যাখ্যা করো। 

অথবা, লেনদেন ব্যাল্যান্সে ঘাটতি কীভাবে দূর করা যেতে পারে?

(g) 45, 19, 10, 34, 11-এই সংখ্যাগুলির সমক পার্থক্য নির্ণয় করো। 

অথবা, চিত্রসহ লোরেঞ্জরেখার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো।

(h) ভারতের আয় বৈষম্যের কারণগুলি কী কী? 

অথবা, ভারতে দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে ভারত সরকার যেসব ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলির একটি বিবরণ দাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)