WBBSE Class 10 Physical Science First Unit Test Question Paper 2025 । Physical Science Question Paper Suggestions

1

Wbbse Class 10 Physical Science Question Paper with Answer

WBBSE Class 10 Physical Science First Unit Test Question Paper 2025 । Physical Science Question Paper Suggestions
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পরিচালি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা April মাসে শুরু হতে চলেছে সব বিদ্যালয়ে। তাই Info Educations ছাত্রছাত্রীদের প্রস্তুতিকে আরও সহজ করে তুলতে নিয়ে চলে এসেছে WBBSE Class 10 All Subject Unit Test Question Papers। 

তোমাদের জন্য একসাথে 2 টি মক টেস্ট আলোচনা করা হলো। 

দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর

প্রিয় ছাত্রছাত্রী , আশা করি তোমরা সবাই ভালো আছো।  আজ তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে  দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025। তোমাদের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 40 Marks যার জন্য সময় বরাদ্দ থাকবে 80 Minutes। তোমাদের জন্য দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান(Class Ten Voutobigyan Question Paper) প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাড়িতে বসে তোমরা দশম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশনটি(Dosom Shrenir Vouto Bigyan Prothom Porjai Kromik Mulyaon Proshnopotro) ভালো করে প্রাকটিস করো। WBBSE Class 10 Physical Science Question Paper টি অনেক অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের মাধ্যম্যে তৈরী করা হয়েছে। 

West Bengal Board Class 10 Physical Science 1st Unit Test Syllabus

WBBSE Class 10 Physical Science 1st Unit Test / দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ এর সিলেবাস এ থাকছে তোমাদের প্রথম অধ্যায় : পরিমাপ । দ্বিতীয় অধ্যায় : বল ও গতি। চতুর্থ অধ্যায় (4 . 1) - পরমাণুর গঠন। Class 10 ভৌতবিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ পূর্ণমান - ৪০ লিখিত।  যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।

West Bengal Board Class 10 First Summative Evaluation Question Paper with Solutions Set - 1

 Class 10 physical science 1st unit test question paper 2025

Class: X, Subject: Physical Science

Full Marks : 40         Time : 1.20 Hrs. 

1) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : - 1 x 7 = 7  

1.1) বায়োগ্যাসের মূল উপাদন --

a) H2S

b) H2O 

c) CH4

d) N2

1.2) – 5°C উষ্ণতা পরম স্কেলে --

a) 273K

b) 268K

c) 0K

d) 278K.

1.3) উত্তল লেন্স অসদ বিম্ব গঠন করলে, বিবর্ধন (m) হবে --

a) m>1

b) m<1

e) m=1

d) কোনটিই নয়।

1.4) মুদ্রা ধাতু হল --

a) দস্তা

b) তামা

c) সোডিয়াম

d) লোহা

1.5) প্রদত্ত কোনটিতে সমযোজ্যতা বর্তমান --

a) NaCl

b) CO2

c) CaO

d) KOH

1.6) নীচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক সুত্র মানা হয় নি --

a) H2O

b) SF6

c) KCl

d) LiH.

1.7) আলোর প্রতিসরনের সময় যে বর্ণের চ্যুতি সবচেয়ে কম তা হল - 

a) হলুদ 

b) লাল

c) সবুজ

d) বেগুনী


2) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখ : - 1 x 9 = 9

2.1) বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

2.2) ফায়ার আইস কাকে বলে ?

2.3) বয়েলের সূত্রে ধ্রুবক কি কি?

2.4) চাপের S.I একক কি ?

অথবা,

2.4) লিটার - অ্যাটমসফিয়ারে এককে R -এর মান কত লেখ ৷

2.5) কোন লেন্সকে অভিসারী লেন্স বলে?

2.6) স্বল্প দৃষ্টি ত্রুটিমুক্ত করতে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়?

অথবা,

2.6) মানুষের চোখে কোথায় প্রতিবিম্ব গঠিত হয়?

2.7) সন্ধিগত মৌলের একটি বৈশিষ্ট্য লেখ।

2.8) জলের অনুতে কয়টি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে?

অথবা,

2.8) অ্যাসিটিলিন অণুতে কয়টি π(পাই) সমযোজী বন্ধনী আছে?

2.9) তড়িৎযোজী যৌগের ক্ষুদ্রতম একক কি?

Read More : - WBBSE Class 10 Geography First Unit Test Question Paper 2025 । মাধ্যমিক ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর 

3) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখ :- 2 x 6 = 12

3.1) অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির ব্যবহারের সুবিধা কি কি?

3.2) ফারেনহাইট স্কেলে পরম শূন্যের মান নির্ণয় কর।

অথবা,

3.2) একটি বায়ুপূর্ণ বেলুন চাঁদে নিয়ে গেলে কি ঘটবে? একটি কাচের বল গ্লিসারিনে অদৃশ্য হয়ে যায় কেন?

অথবা,

3.3) প্রতিসরাঙ্কের মান কি কি বিষয়ের ওপর নির্ভর করে ?

3.4) পরমানুর নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না। নিউক্লিও বিয়োজনে β কণা নিঃসরণ হয় কিভাবে?

3.5) লুইস ডট্ গঠন লেখ:- CaO, MgCl2

3.6) পর্যায় সারনির কর্ণ সম্পর্ক বলতে কি বোঝ?


4) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো :- 3 x 4 = 12 

4.1) গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি লেখ।

অথবা,

4.1) 660 mm. চাপে 0°C উষ্ণতায় কিছু পরিমান গ্যাসের আয়তন 300 cc. ওই চাপে 546°C উষ্ণতায় ওই গ্যাসের আয়তন নির্ণয় কর।

4.2) কোনো প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ কর -- চ্যুতিকোন δ=i1+i2-A প্রতীকগুলি প্রচলিত অর্থ বহন করে।

4.3) A, B, C -এর পরমানু ক্রমাঙ্ক যথাক্রমে 17, 18, 20 এদের মধ্যে a) কোনটি ধাতু b) কোনটির অক্সাইড আম্লিক c) কোনটির আয়নীভবন বিভব সর্বাধিক?

অথবা,

4.3) লুইস ডট গঠন লেখ :- NH3,CO2, HF

4.4) গ্যাসের আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণগুলি লেখ।

অথবা,

4.4) চিনির জলীয় দ্রবন তড়িৎ পরিবহন করে না। কিন্তু খাদ্যলবনের জলীয় দ্রবন তড়িৎ পরিবহন করে -- ব্যাখ্যা কর।


Class 10 First Summative Evaluation Physical Science Questions 2025 with Answers

Class 10 Madhyamik Question Paper 2025

Class: X, Subject: Physical Science

Full Marks : 40         Time : 1.20 Hrs. 

1. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো। 1 x 7 = 7

1.1 বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হলো—

(a) এক্সোস্ফিয়ার

(c) মেসোস্ফিয়ার

(b) ওজনোস্ফিয়ার

(d) থার্মোস্ফিয়ার

1.2 স্থির উষ্মতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ অর্ধেক করলে আয়তন হবে পূর্বের -

(a) অর্ধেক

(c) দ্বিগুন

(b) এক-তৃতীয়াংশ

(d) তিন গুণ

1.3 অবতল দর্পণের বক্রতাকেন্দ্রগামী রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর-

(a) প্রধান অক্ষের সমান্তরালভাবে যায়

(b) একই পথে ফিরে যায়

(c) মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়

(d) মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়

1.4 যখন আমরা চোখ দিয়ে দেখি, তখন রেটিনাতে বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো-

(a) সদ, সমশীর্ষ

(b) অসদ, অবশীর্ষ

(c) অসদ, সমশীর্ষ

(d) সদ, অবশীর্ষ

1.5 শূন্যস্থানে ও কোনো মাধ্যমে আলোর বেগ যথাক্রমে c এবং v হলে, মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে-

(a)vc

(b) cv

(c) cv

(d) cv

1.6 ক্ষারীয় মৃত্তিকা ধাতুটি হলো-

(a) Rb

(c) Sb

(b) Ba 

(d) F

1.7 LiH অণুতে Li ও  H উভয় পরমাণু যে নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে, সেটি হলো-

(a) Ar

(c) Ne

(b) He

(d) Kr

Read More : - WBBSE Class 10 History First Unit Test Question Paper 2025 । দশম শ্রেণির ইতিহাস  সাজেশন

Group-B

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো : 1 x 9 = 9 

2.1 CBM-এর পুরো নামটি লেখো।

অথবা,

ভূতাপীয় শক্তির প্রধান উৎস কী ?

2.2 শূন্যস্থান পূরণ করো---

বায়োগ্যাস উৎপন্ন করতে___________ব্যাকটেরিয়ার সাহায্য লাগে। 

2.3 চার্লসের সূত্রের V-t লেখচিত্রের প্রকৃতি কী?

অথবা,

হাইড্রোজেন গ্যাসপূর্ণ একটি বেলুনে অণুর সংখ্যা N হলে একই উষ্মতা ও চাপে থাকা সম আয়তন নাইট্রোজেন গ্যাসপূর্ণ একটি বেলুনে অণুর সংখ্যা কত হবে?

2.4 সত্য/মিথ্যা নির্বাচন করো : কেলভিন স্কেলের দুটি ঘরের ব্যবধান 1°C -এর সমান।

2.5 বিপদ সংকেত হিসেবে কোন বর্ণের আলো ব্যবহৃত হয় ?

অথবা,

কত তরঙ্গদৈর্ঘ্যের আলো দর্শনের অনুভূতি জাগায় ? 

2.6. 10 cm ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল লেন্স থেকে বস্তুকে কত দূরে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1 হবে ?

2.7 সত্য/মিথ্যা নির্বাচন করো : উত্তল দর্পনে প্রতিবিম্বের আকার সর্বদাই বস্তু অপেক্ষা ছোটো হয়।

2.8 11Na মৌলটি পর্যায় সারণির কোথায় অবস্থান করে ?

2.9 হাইড্রোজেন ক্লোরাইডের অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান ?


Group-C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 2 x 6 = 12

3.1 মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোনস্তর ক্ষরের ছুটি ক্ষতিকারক প্রভাব লেখো।

অথবা,

স্থিতিশীল উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি কী?

3.2 কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 27°C। গ্যাসটিকে এমনভাবে উত্তপ্ত করা হলো যাতে গ্যাসের চাপ ও আয়তন ক্ষিগুণ হয়। গ্যাসটির অন্তিম উচ্চতা নির্ণয় করো।

অথবা,

1 বায়ুমণ্ডলীয় চাপে এবং ঘরের উষ্মতায় 16.62L বায়ুতে কতগুলি অণু আছে? ঘরের উচ্চতা 27°C এবং R=0.82 L-atm mol-1k-1 

3.3 মোটরগাড়ির ভিউফাইন্ডারে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন ?

অথবা,

হ্রস্ব সৃষ্টি কী? কোন্ ধরনের লেন্স ব্যবহার করে এর প্রতিকার করা যায় ?

3.4 মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিবৃত করো। মেন্ডেলিতের পর্যায় সারণির মূল সংস্করণে (প্রকাশকাল 1871 ) ক-টি মৌল ছিল ? 

3.5 কীভাবে ক্যালশিয়াম অক্সাইড়ে আয়নীয় বন্ধন গঠিত হয় দেখাও।

3.6 আয়নীয় যৌগ ও সমযোজী যোগের নীচের দুটি ধর্মের তুলনা করে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, তড়িৎ পরিবাহিতা।

অথবা,

লুইস-ডট ডায়াগ্রামের সাহায্যে H2O অণুর উৎপত্তি ব্যাখ্যা করো।


Group-D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 3 x 4 = 12

4.1 অ্যাভোগাড্রো প্রকল্পটি লেখো।

অ্যাভোগাড্রো প্রকল্পে উল্লিখিত আয়তন হলো গ্যাস দ্বারা অধিকৃত অঞ্চলের আয়তন, যার সঙ্গে অনুগুলির আয়তনের কোনো সম্পর্ক। নেই—উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো।

4.2 অবতল দর্পণের সাহায্যে কীভাবে একটি বিস্তৃত বস্তুর সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় ? কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কাকে বলে ?

4.3. একটি উত্তল লেন্সের সামনে 15 cm দূরে কোনো বস্তু থাকলে অপর পার্শ্বে 30cm দূরে প্রতিবিম্ব গঠিত হয়। বস্তুর উচ্চতা 1.5 cm হলে বিবর্ধন ও প্রতিবিম্বের উচ্চতা নির্ণয় করো।

অথবা,

4500Å তরঙ্গদৈর্ঘ্যের আলো শূন্য মাধ্যম থেকে 1.5 প্রতিসরাঙ্কের একটি কাচের স্ল্যাবে প্রবেশ করল। ফলকটির ভিতরে ওই আলোর তরঙ্গদৈর্ঘ্য কত?

4.4 সন্ধিগত মৌল কাদের বলা হয়? এই মৌলগুলির দুটি বৈশিষ্ট্য লেখো।

অথবা,

পর্যায় বরাবর মৌলের জারণ ও বিজারণ ক্ষমতার কী পরিবর্তন । ঘটে ? অতেজস্ক্রিয় হ্যালোজেন মৌলগুলিকে জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও।


একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন