WBBSE Class 8 Sanskrit Second Unit Test Question Paper 2025 । অষ্টম শ্রেণী সংস্কৃত সাজেশন ২০২৫

0

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অন্তৰ্গত অষ্টম শ্রেণী প্রশ্নপত্র সংস্কৃত 2025

WBBSE Class 8 Sanskrit Second Unit Test Question Paper 2025 । অষ্টম শ্রেণী সংস্কৃত সাজেশন ২০২৫

প্রিয় ছাত্রছাত্রীগণ তোমাদের সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইট-এ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তার সাথে তোমরা পড়াশুনাও খুব ভালো করে করছো। তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সংস্কৃত প্রশ্নপত্র। তোমাদের জন্য থাকছে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র( 2nd Unit Test All Subjects Question Paper 2025) এবং তার সাথে উত্তর ভিত্তিক আলোচনা। তোমরা তোমাদের বিভিন্ন বন্ধুদের সাথে এই পোস্টটি শেয়ার করো যাতে করে তারাও পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত ভালো প্রস্তুতি নিতে পারে। 


অষ্টম শ্রেণির সংস্কৃত পরীক্ষার প্রশ্ন 2025

অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আমরা নিয়ে এসেছি সংস্কৃত বিষয়ের মডেল প্রশ্নপত্র(Class 8 Sanskrit 2nd Unit Test Model Question Paper 2025)। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সংস্কৃত বিষয়ের (Wbbse Class 8 Sanskrit Question Paper) মডেল প্রশ্ন পত্র (Model Question Paper) এখানে দেওয়া হয়েছে। আমরা এখানে 2টি মডেল সেট দিয়েছি। আশা করি ছাত্রছাত্রীরা সংস্কৃত বিষয়ের এই মডেল সেট গুলোর প্রশ্ন ও উত্তর(Class 8 Sanskrit Second Unit Test Question 2025) পড়ে অনেক উপকৃত হবে এবং পরীক্ষা অনেক ভালো ফলাফল করবে। কারণ, ১০০ % পরীক্ষাই Common আসবে এখান থেকে।


WBBSE Class 8 Sanskrit 2nd Unit Test Syllabus 2025 

অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (Class 8 1st Unit Test Question Paper Sanskrit) সংস্কৃত বিষয়ের সংস্কৃত প্রবেশঃ (২য় ভাগ) : অনুশীলনী সহ পৃষ্ঠা ২০ থেকে ৩৬ পর্যন্ত। সংস্কৃত সৌরভ (২য় ভাগ) = ড. জহরলাল মুখার্জী প্রণীত। অনুশীলনী সহ পৃষ্ঠা ২০ থেকে ৩৭ পর্যন্ত। সংস্কৃত থেকে বাংলা এবং বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ, অশুদ্ধি সংশোধন, প্রত্যয়, কারক-বিভক্তি। শব্দরূপ : ভ্রাতৃ, শ্রী, বধূ, বারি, বণিজ। ধাতুরূপ স্বা, পা পর্যন্ত পরীক্ষা হবে। তাই এই অধ্যায় গুলি থেকে প্রশ্ন পত্র(Ostom Shrenir Sanskrito Proshnopotro Uttorsoho) তৈরী করা হয়েছে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন(Sanskrito Proshno 2025) 50 নম্বরের হবে যেখানে নির্ধারিত সময় 100 মিনিট। 


Class 8 2nd Unit Test Sanskrit Question Paper 2025 

8th Sanskrit Question 2nd Unit Test Exam 2025

Model Set – 1

2nd Summative Evaluation 2025 । দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025

বিষয় - সংস্কৃত । পূর্ণমান - 50। সময় -100 মিনিট   


1. ব্যুৎপত্তি নির্ণয় করো : (যে-কোনো ছটি) 1 x 6 = 6 

(i) বিদ্যতে, 

(ii) প্রাহ, 

(iii) স্থাপিতুম্, 

(iv) থাপয়তি, 

(v) খাত, 

(vi) কৃত্বা, 

(vii) বিজ্ঞায়, 

(viii) ত্যক্তুম্।


2. বঙ্গানুবাদ করো : 2

বঙ্গদেশস্য স্বাধীনতা খলু একা গুরুত্বপূর্ণ ঘটনা। ভারতবাসিনঃ তথা ভারতীয় সৈন্যাশ্চ বাংলাদেশস্য স্বাধীনতালাভায় সহায়তাং কৃতবন্ত। 

3. শব্দার্থ  লেখো (যে-কোনো একটি) : 1

(i) কীর্তিৰ্যস্য, 

(ii) ঊর্মিঃ, 

(iii) অভ্রান্তরে।


4. সন্ধি বিচ্ছেদ করো (যে-কোনো একটি) :  1

(i) মুষিকশাবকমানীয়, 

(ii) জগন্মাতারুপেন ।


5. শব্দরূপ লেখো : (যে-কোনো সাতটি)  1 x 7 = 7 

(i) দুহিতৃ -এর দ্বিতীয়ার বহুবচন। 

(ii) ইদম্-এর সপ্তমীর একবচন (স্ত্রীলিঙ্গ)। 

(ii) আত্মন-এর তৃতীয়ার একবচন। 

(iv) চতুর্-এর ষষ্ঠীর বহুবচন (স্ত্রীলিঙ্গ) । 

(v) রজনী-এর চতুর্থীর একবচন। 

(vi) যুগ্মদ্-এর প্রথমার বহুবচন।

(vii) বণিজ্-এর সপ্তমীর বহুবচন।

(vii) দিশ্-এর তৃতীয়ার একবচন।

(ix) ইদম্-এর দ্বিতীয়ার একবচন (পুংলিঙ্গ)।

(x) দ্বি-এর দ্বিতীয়া (স্ত্রীলিঙ্গ)।


6. ধাতুরূপ লেখো : (যে-কোনো পাঁচটি)  1 x 5 = 5 

(i) √ শী-ল প্রথমপুরুষের বহুবচন। 

(i) √ হন্-লোট্ মধ্যমপুরুষের একবচন। 

(iii) √ বিশ্-লুট্‌ উত্তমপুরুষের একবচন। 

(iv) √ লিখ্‌-বিধিলি প্রথমপুরুষের বহুবচন । 

(v) √ তন-লঙ্ মধ্যমপুরুষের একবচন।

(vi) √ পঠ- উত্তমপুরুষের বহুবচন।

(vii) √ লভ্-লঙ্ মধ্যমপুরুষের একবচন।

(viii) √ ইফ্-লো প্রথমপুরুষের দ্বিবচন।


7. ভুল সংশোধন করো: (যে-কোনো তিনটি)  1 x 3 = 3

(i) আম্রঃ বৃক্ষঃ উচ্চৈ অহসৎ।

(ii) সুহৃদস্য কথাং শূনু ।

(iii) অমলঃ ধনং স্পৃহয়ামি।

(iv) শীঘ্র ইদং কার্যং কুরু।


Read More : WBBSE Class 8 History Second Unit Test Question Paper 2025 ক্লাস 8 ইতিহাস প্রশ্ন উত্তর 2025


৪. নিম্নরেখাঙ্কিত পদের কারক ও বিভক্তি নির্ণয় করো: (যে-কোনো সাতটি) 1 x 7 = 7 

(i) গগনং জলধরেন আবৃতং অভবৎ।

(ii) দ্বারকম অভিতঃ সঃ চলিতঃ।

(ii) কর্ষকঃ কৃষিক্ষেত্রে গচ্ছতি।

(iv) অতঃ অস্মিন্ মে অধিকারঃ।

(v) জলাদুখিতঃ

(vi) বনাৎ আরাৎ নদী বর্ততে।

(vii) মম গৃহম্।

(viii) সর্বেষাং জ্ঞাতম্।

(ix) বিদ্যায়াম্ তস্য অনুরাগঃ অস্তি।

(x) ফলেষু আম্রং শ্রেষ্ঠ।


9. সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে অনুবাদ করো : (যে-কোনো চারটি)  1 x 4 = 4

(i) ভগিনী নিবেদিতা ভারত মাতার সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন।

(ii) মহাত্মা গান্ধি সমাজ হইতে অস্পৃশ্যতা দূর করিবার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন।

(iii) বিবেকানন্দের জীবনদর্শন শিক্ষার্থীদের জীবনদর্শন হওয়া উচিত।

(iv) ঈশ্বরচন্দ্রের চরিত্র শিক্ষার্থীদের উৎসাহিত করে।

(v) রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভা ছিল।


10. অনুচ্ছেদ রচনা করো : ছাত্রজীবনম্।    4 


Wbbse Class 8 2nd Unit Test Sanskrit Question Paper 2025 term 2

ক্লাস 8 সংস্কৃত প্রশ্নপত্র দ্বিতীয় ইউনিট টেস্ট 2025

Model Set – 2

2nd Unit Test 2025 । দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025

বিষয় - সংস্কৃত । পূর্ণমান - 50। সময় -100 মিনিট   


1. বঙ্গানুবাদ করো : (যে-কোনো পাঁচটি) 2 x 5 = 10

(i) सायं निर्मलं नभोमण्डलं उज्ज्वलै नक्षत्रै परिपूर्णम् । परन्तु शरत्कालः उत्सवाना कालः । अस्मिन् ऋतौ वङ्गवासिनां सर्वोत्कृष्टा पूजा शारदीया देवीदुर्गायाः पूजा अनुष्ठीयते ।

(ii) अमृतं शिशिरे अग्नि अमृतं वालभाषितम्।

अमृतं सुशीला भायी अमृतं पुत्रपण्डितः ॥

(ii) रवीन्द्रनाथः महान् देशप्रेमिकः आसीत् । तस्य रचितं जातीयसङ्गीतं भारतवासिना महामन्त्रः । स अतीव प्रकृतिप्रेमिक आसीत्। यतः तस्य काव्येषु प्रकृतिविषयक कविता दृश्यन्ते ।

(iv) हतिनो “सखे शृगाल! किमधुना कर्तव्यम् ? महापङ्के निमग्नोऽहम्” । शृगालेन विहस्योक्तम् – “लोभः पापस्य कारणम् । मद्वचसि त्वया विश्वास: कृतस्तस्य फलमेतत्”।

(v) ‘किमपि स्वयं प्रत्यक्षं विना न विश्वसनीयम् - इति तस्य प्रधानः गुणः आसीत्। महाविद्यालये अध्ययनकाले तस्य पितृ-वियोगः अभवत्। : 

(vi) एवं कलहपरायनान् पुत्रान् दृष्ट्वा वुद्धिमान सः कृषकः उपायमेकं चिन्तयति स्म। पुत्रान् एतादृशोमवस्थां दृष्ट्वा बृद्धः गोपाल : गुच्छमिदं पृथकं कृत्वा तेभ्यः एकैकं वृकाष्ठखण्डं दत्तवान् ।

(vii) उद्यमेन हि सिद्धन्ति कार्याणि न मनोरथैः । 

न हि सुप्तस्य सिंहस्य प्रविशन्ति मुखे मृगाः ।। 

उत्सवे व्यसने चैव दुर्भिक्षे राष्ट्रविप्लवे । 

राजद्वारे श्मशाने च यस्तिष्ठति स वान्धवः ।। 


2. প্রকৃতি-প্রত্যয় নির্ণয় করো : (যে-কোনো দশটি) 1 × 10 = 10

(i) দৃশ্যতে, 

(ii) আযাতি, 

(iii) বিভেতি, 

(iv) স্থাতুম্, 

(v) প্রবিশ্য, 

(vi) জ্ঞাত্বা, 

(vi) দৃষ্টবান্, 

(viii) পঠিত, 

(ix) শান্ত, 

(x) ছিন্নবং, 

(xi) সমাক্রম্য, 

(xii) কৃত্বা ৷

PDF সংগ্রহ করতে চাইলে Payment করে ডাউনলোড করো 

💰 Price of This PDF : -  ₹20 only 

🛒 Get This PDF  Click Here👉 Click Here


3. সন্ধি বিচ্ছেদ করো : (যে-কোনো ছটি) 1 x 6 = 6 

(i) यद्ययम्, 

(ii) कविरासीत्, 

(iii) विवय, 

(iv) किच, 

(v) एतछवा, 

(vi) वायाव, 

(vii) यक्ष, 

(viii) निश: 


4. নীচে দাগ দেওয়া পদগুলির কারক-বিভক্তি নির্ণয় করো : (যে-কোনো দুটি) 1 x 2 = 2 

(i) उघानेषु मान विकशति।

(ii) नारीणा भूषणं पतिः।

(iii) आश्रम निकषा ।

(iv) पुरा राजन दिग्बिजयाय गता


5. অর্থসহ অন্যয় পদের বাক্যরচনা করো : 1 x 5 = 5 

(i) কথমপি, 

(ii) উভয়তঃ, 

(iii) কুতঃ, 

(iv) প্রায়ঃ, 

(v) ইহ।


6. শব্দরূপ লেখো : (যে-কোনো আটটি) 0.5 x 8 = 4 

(i) . ‘সুধী' শব্দের দ্বিতীয়ার একবচন।

(ii) ‘সুধী' শব্দের ষষ্ঠীর বহুবচন। 

(iii) ‘সুধী' শব্দের চতুর্থীর দ্বিবচন। 

(iv) ‘দাতৃ’ শব্দের সপ্তমীর বহুবচন।

(v) ‘দাতৃ’ শব্দের পঞ্চমীর একবচন । 

(vi) ‘দাতৃ’ শব্দের সপ্তমীর দ্বিবচন। 

(vii) ‘বারি’ শব্দের প্রথমার দ্বিবচন।

(viii) ‘বারি’ শব্দের তৃতীয়ার দ্বিবচন।

(ix) ‘বারি’ শব্দের দ্বিতীয়ার একবচন। 

(x) ‘মতি’ শব্দের চতুর্থীর একবচন। 

(xi) 'শ্রী' শব্দের ষষ্ঠীর বহুবচন।


7. ধাতুরূপ লেখো : (যে-কোনো আটটি) 0.5 x 8 = 4 

(i) গম্ ধাতুর লঙ্ প্রথমপুরুষ একবচন । 

(ii) গম্ ধাতুর লোট্ মধ্যমপুরুষ বহুবচন। 

(iii) গম্ ধাতুর বিধিলি উত্তমপুরুষ দ্বিবচন। 

(iv) গম্ ধাতুর লুট্‌ প্রথমপুরুষ বহুবচন।

(v) পা ধাতুর লোট্ উত্তমপুরুষ দ্বিবচন।

(vi) পা ধাতুর বিধিলিঙ্ মধ্যমপুরুষ একবচন।

(vii) পা ধাতুর লঙ্ মধ্যমপুরুষ বহুবচন ।

(viii) পা ধাতুর লুট্‌ প্রথমপুরুষ একবচন। 

(ix) খাদ্ ধাতুর বিধিলি মধ্যমপুরুষ বহুবচন।

(x) ভ্রম্ ধাতুর লুট্ উত্তমপুরুষ দ্বিবচন।


৪. সংস্কৃত ভাষায় অনুবাদ করো : (যে-কোনো পাঁচটি)  1 x 5 = 5

(i) শরৎকালের প্রকৃতি মনোরম হয়।

(ii) রাজা নিজের দেশে পূজিত হন।

(iii) লোভ পাপের কারণ ।

(iv) সরোবরে পদ্মফুলগুলি শোভা পায়।

(v) রাম স্ত্রীর জন্য একটি ফল দিচ্ছে।

(vi) রাম কর্তৃক রাবণ নিহত হলেন । 

(vii) ভারতবর্ষের শ্রেষ্ঠ নদী হল গঙ্গা ।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)