দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল প্রশ্নপত্র। Class 10 Geography Second Unit Test Suggestion 2025

0

পশ্চিমবঙ্গ পর্ষদ দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল প্রশ্নপত্র সাজেশান 2025

দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল প্রশ্নপত্র। Class 10 Geography Second Unit Test Suggestion 2025

Madhyamik 2026 Geography Question Paper 

তোমাদের সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইট এ। আশা করি তোমরা সবাই ভালো আছো। Info Educations দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মডেল প্রশ্নপত্র গুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। পরীক্ষার আগে অবশ্যই ভালো করে প্রাকটিস করে যেতে হবে এখান থেকে। 


Class 10 Geography 2nd Unit Test Question Paper 2025 

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা August মাসে শুরু হতে চলেছে সব বিদ্যালয়ে। তাই Info Educations ছাত্রছাত্রীদের প্রস্তুতিকে আরও সহজ করে তুলতে নিয়ে চলে এসেছে WBBSE Class 10 All Subject Unit Test Question Papers। Dosom Shrenir Vugol Dwitiyo Porjai Kromik Mulyaon Proshnopotro) ভালো করে প্রাকটিস করো। WBBSE Class 10 Geography Question Paper টি অনেক অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের মাধ্যম্যে তৈরী করা হয়েছে। 


West Bengal Board Class 10 Geography 2nd Unit Test Syllabus / Madhyamik 2026 Syllabus

WBBSE Class 10 Geography 2nd Unit Test / দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ এর সিলেবাস এ থাকছে তোমাদের  দ্বিতীয় অধ্যায় : বায়ুমণ্ডল। তৃতীয় অধ্যায় : বারিমণ্ডল। পঞ্চম অধ্যায় : ভারতের অর্থনৈতিক পরিবেশ। Class 10 ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ পূর্ণমান - ৪০ লিখিত।  যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।


West Bengal Board Geography Madhyamik Class 10 Second Summative Evaluation 

WBBSE Class 10 Geography Second Unit Test Question Paper

Set- 1

Class: X, Subject: Geography

Full Marks : 40         Time : 1.20 Hrs.


দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন 


১। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো : ১ × ১০ = ১০

১.১) বায়ুমন্ডলে ওজন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে?

(ক) স্ট্র্যাটোস্ফিয়ার

(খ) মেসোস্ফিয়ার

(গ) আয়নোস্ফিয়ার

(ঘ) ট্রপোস্ফিয়ার


১.২) বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইড (CO₂) গ্যাসের পরিমাণ হলো—

(ক) ০.০৩%

(খ) ৩%

(গ) ০.৩%

(ঘ) ১.০৩%


১.৩) এল-নিনোর প্রভাব দেখা যায়—

(ক) আটলান্টিক মহাসাগরে

(খ) প্রশান্ত মহাসাগরে

(গ) ভারত মহাসাগরে

(ঘ) সুমেরু মহাসাগরে


১.৪) সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে—

(ক) বায়ুপ্রবাহ

(খ) মগ্নচড়া

(গ) পৃথিবী পরিক্রমণ

(ঘ) সবকটিই প্রযোজ্য


১.৫) কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায়—

(ক) ২ ঘণ্টার বেশি

(খ) ৬ ঘণ্টার বেশি

(গ) ৪ ঘণ্টার বেশি

(ঘ) ৮ ঘণ্টার বেশি


১.৬) ভারতের ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?

(ক) দিল্লি

(খ) চেন্নাই

(গ) কটক

(ঘ) হরিয়ানা


১.৭) একটি জায়িদ ফসলের উদাহরণ হলো—

(ক) গম

(খ) আউশ ধান

(গ) বাদাম

(ঘ) বোরো ধান


১.৮) ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে—

(ক) জামশেদপুর

(খ) দুর্গাপুর

(গ) ভিলাই

(ঘ) সালেম


১.৯) ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো—

(ক) কেরালা

(খ) উত্তরপ্রদেশ

(গ) বিহার

(ঘ) মহারাষ্ট্র


১.১০) ‘উন্নয়নের জীবনরেখা’ নামে পরিচিত—

(ক) সড়কপথ

(খ) রেলপথ

(গ) জলপথ

(ঘ) আকাশপথ


২। নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ তা লেখো : ১ × ৪ = ৪


২.১) বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর।

২.২) ‘লু’ একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু।

২.৩) ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়।

২.৪) পাট একটি বাগিচা ফসল।


৩। শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ২টি): ১ × ২ = ২


৩.১) বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলে —

৩.২) পৃথিবীর কেন্দ্রমুখী ও কেন্দ্রবহিঃমুখী বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়।

৩.৩) জামনগর __________ শিল্পের জন্যে বিখ্যাত।


৪। দুটি বা তিনটি বাক্যে যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও : ১ × ৪ = ৪


৪.১) বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে?

৪.২) সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী?

৪.৩) ভারতের ‘সিলিকন ভ্যালি’ কাকে বলে?

৪.৪) ভারতে মহানগরের সংখ্যা কতটি (২০১১ সালের হিসাবে)?

৪.৫) কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়?


৫। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও : ২ × ৫ = ১০


৫.১) ট্রপোস্ফিয়ারকে ‘ক্ষুব্ধমন্ডল’ বলা হয় কেন?

অথবা,

মরা কোটাল – টীকা লেখো।

৫.২) বৈপরীত্য উত্তাপের কারণ কী?

৫.৩) হিমশৈল বলতে কী বোঝো?

অথবা,

সিজিগি কী?

৫.৪) উদীয়মান শিল্প বলতে কী বোঝো?

৫.৫) ধাপ চাষের গুরুত্ব কী?


PDF সংগ্রহ করতে চাইলে Payment করে ডাউনলোড করো 

💰 Price of This PDF : -  ₹20 only 

🛒 Get This PDF  Click Here👉 Access Now


৬। নিচের প্রশ্নগুলি থেকে যে-কোনো ২টির উত্তর দাও : ৫ × ২ = ১০

৬.১) পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্রসহ বর্ণনা দাও।

অথবা,

বিশ্ব উষ্ণায়নের পাঁচটি প্রভাব আলোচনা করো।

৬.২) সমুদ্রস্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।

৬.৩) ভারতের জনসংখ্যা বণ্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো।

অথবা,

পূর্ব ও মধ্য ভারতে লৌহ শিল্প গড়ে ওঠার কারণ লেখো। 


WBBSE Madhyamik Geography 2nd Unit Test Question Paper

Class 10 Second Unit Test Geography Question Paper 2025

Set- 2

Class: X, Subject: Geography

Full Marks : 40         Time : 1.20 Hrs.


ভূগোল দশম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র  

ক-বিভাগ

১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : (১ × ৮ = ৮)

(ক) বায়ুমন্ডলের যে স্তরকে 'শান্তমন্ডল' বলা হয় —

(ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / এক্সোস্ফিয়ার)


(খ) একটি শীতল স্থানীয় বায়ুর নাম —

(বোরা / লু / চিনুক / ফন)


(গ) যে জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয় —

(মৌসুমি / ভূমধ্যসাগরীয় / নিরক্ষীয় / তুন্দ্রা)


(ঘ) যে মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায় —

(ভারত মহাসাগর / প্রশান্ত মহাসাগর / কুমেরু মহাসাগর / আটলান্টিক মহাসাগর)


(ঙ) চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে —

(অ্যাপোজি / সিজিগি / পেরিজি / প্রক্সিজেন)


(চ) চা উৎপাদনে যে রাজ্য ভারতে প্রথম স্থান লাভ করেছে —

(কর্ণাটক / কেরল / অসম / পশ্চিমবঙ্গ)


(ছ) ‘দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয় যে শহরকে —

(কানপুর / আমেদাবাদ / কলকাতা / কোয়েম্বাটোর)


(জ) যাত্রী পরিবহনের একটি দ্রুত ও নির্ভরযোগ্য মাধ্যম —

(সড়কপথ / রেলপথ / আকাশপথ / জলপথ)


খ-বিভাগ

২। (ক) এক কথায় উত্তর দাও (যে-কোনো ৫টি): (১ × ৫ = ৫)


(১) বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?

(২) ভারতে একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো।

(৩) বায়ুমন্ডলের কোন স্তরে ওজন গ্যাসের স্থায়িত্ব লক্ষ করা যায়?

(৪) একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ার মধ্যে সময়ের ব্যবধান কত?

(৫) বায়ুমন্ডলের প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি?

(৬) সমুদ্রের নিম্নাংশ দিয়ে প্রবাহিত স্রোতকে কি বলে?


(খ) নিচের বাক্যগুলির পাশে শুদ্ধ/অশুদ্ধ লেখো : (১ × ৩ = ৩)


(১) ভারতের প্রথম মেট্রোরেল চালু হয়েছিল কলকাতা শহরে।

(২) ভিলাই ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র।

(৩) বোরোধান একটি জায়িদ শস্য।


গ-বিভাগ

৩। সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো ৪টি): (২ × ৪ = ৮)


(ক) সমোষ্ণরেখা কাকে বলে?

অথবা, জেটবায়ু বলতে কী বোঝ?


(খ) সমুদ্রতরঙ্গ বলতে কী বোঝ?

অথবা, বানডাকা কী?


(গ) জনঘনত্ব কাকে বলে?

অথবা, পরিবহনের দুটি গুরুত্ব উল্লেখ করো।


(ঘ) সবুজ বিপ্লব বলতে কী বোঝ?

অথবা, তথ্যপ্রযুক্তি শিল্প কাকে বলে?


ঘ-বিভাগ

৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন (যে-কোনো ২টি): (৩ × ২ = ৬)


(ক) ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো।

অথবা, সমুদ্রস্রোত সৃষ্টির কারণ কী?


(খ) ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে তুলনা করো।

অথবা, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য কী?


ঙ-বিভাগ

৫। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ২টি): (৫ × ২ = ১০)


(ক) বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি উল্লেখ করো।

অথবা, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক বিশ্লেষণ করো।


(খ) গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলির পরিচয় দাও।

অথবা, ভারতে অসম জনবণ্টনের তারতম্যের কারণগুলি উল্লেখ করো।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)