Q1. The trade center of the Harappan civilization was located at / হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র অবস্থিত ছিল -
(a) Lothal / লোথালে
(b) Kalibangan / কালিবনগানে
(c) Banawali / বানওয়ালিতে
(d) Ropar / রোপারে
Answer / উত্তর: (a) Lothal / লোথালে
Q2. Who discovered the ruins of Mohenjo-Daro? / মহেঙ্গোদাড়োর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন?
(a) R. D. Banerji / রাখালদাস বন্দ্যোপাধ্যায়
(b) John Marshall / জন মার্শাল
(c) Ernest Mackay / আরনেস্ট ম্যাকে
(d) Daya Ram Sahni / দয়ারাম সাহানি
Answer / উত্তর: (a) R. D. Banerji / রাখালদাস বন্দ্যোপাধ্যায়
Q3. Who among the following does not accept the invasion theory for the decline of the Harappan civilization? / হরপ্পা সভ্যতার পতনের জন্য আক্রমণ তত্ত্বকে নিম্নলিখিতদের মধ্যে কে গ্রহণ করেননি?
(a) R. M. Wheeler / মার্টিমার হুইলার
(b) Ernest Mackay / আরনেস্ট ম্যাকে
(c) George Dales / জর্জ ডালেস
(d) S. R. Rao / এস. আর. রাও
Answer / উত্তর: (c) George Dales / জর্জ ডালেস
Q4. The capital of the Anga kingdom was / অঙ্গ রাজ্যের রাজধানী ছিল -
(a) Champa / চম্পা
(b) Sravasti / শ্রাবস্তী
(c) Mathura / মথুরা
(d) Kausambi / কোশাম্বী
Answer / উত্তর: (a) Champa / চম্পা
Q5. Where was the second Buddhist council held? / দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(a) Pataliputra / পাটলিপুত্রে
(b) Vallabhi / বল্লভীতে
(c) Vaishali / বৈশালীতে
(d) Rajagriha / রাজগৃহে
Answer / উত্তর: (c) Vaishali / বৈশালীতে
Q6. "Triratna" was associated with which religion? / “ত্রিরত্ন” যে ধর্মের সঙ্গে যুক্ত ছিল তা হলো -
(a) Buddhism / বৌদ্ধ ধর্ম
(b) Jainism / জৈন ধর্ম
(c) Ajivika / অজীবিক ধর্ম
(d) Shaivism / শৈব ধর্ম
Answer / উত্তর: (a) Buddhism / বৌদ্ধ ধর্ম
Q7. Who was the author of Mudrarakshasa? / ‘মুদ্রা রাক্ষস’ গ্রন্থের রচয়িতা ছিলেন -
(a) Vishakhadatta / বিশাখদত্ত
(b) Banabhatta / বাণভট্ট
(c) Kalhana / কলহন
(d) Kautilya / কৌটিল্য
Answer / উত্তর: (a) Vishakhadatta / বিশাখদত্ত
Q8. Which Gupta emperor inflicted a crushing blow on the Huna invaders? / কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণকারীদের বিরুদ্ধে চরম আঘাত এনেছিলেন?
(a) Kumaragupta / কুমারগুপ্ত
(b) Vikramaditya / বিক্রমাদিত্য
(c) Skandagupta / স্কন্দগুপ্ত
(d) Budhagupta / বুধগুপ্ত
Answer / উত্তর: (c) Skandagupta / স্কন্দগুপ্ত
Q9. Who was the author of the book 'Ramcharit'? / ‘রামচরিত’ গ্রন্থের লেখক কে ছিলেন?
(a) Sandhyakar Nandi / সন্ধ্যাকর নন্দী
(b) Bilhana / বিলহন
(c) Kalhana / কলহন
(d) Tulsidas / তুলসীদাস
Answer / উত্তর: (a) Sandhyakar Nandi / সন্ধ্যাকর নন্দী
Q10. What were wealthy Vaishya capitalists called in Jain and Buddhist texts? / জৈন ও বৌদ্ধ গ্রন্থে বিত্তবান বৈশ্য পুঁজিপতিদের কি বলা হত?
(a) Dhanik / ধনিক
(b) Grihapati / গৃহপতি
(c) Shresthi / শ্রেষ্ঠী
(d) Vanik / বণিক
Answer / উত্তর: (c) Shresthi / শ্রেষ্ঠী
Q11. Who was the author of the book 'Rehala'? / ‘রেহেলা’ গ্রন্থের লেখক কে ছিলেন?
(a) Ibn Battuta / ইবন বতুতা
(b) Amir Khusrau / আমীর খসরু
(c) Ziauddin Barani / জিয়াউদ্দিন বারানি
(d) Minhaj-us-Siraj / মিনহাজ-উস-সিরাজ
Answer / উত্তর: (a) Ibn Battuta / ইবন বতুতা
Q12. The administrative system established by Alauddin Khalji for market control was called / বাজার নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি যে প্রশাসনিক ব্যবস্থা স্থাপন করেন তা হলো -
(a) Diwan-i-Riyasat / দেওয়ান-ই-রিয়াসত
(b) Diwan-i-Insha / দেওয়ান-ই-ইনশা
(c) Munsif / মুনসিফ
(d) Diwan-i-Arz / দেওয়ান-ই-আরজ
Answer / উত্তর: (a) Diwan-i-Riyasat / দেওয়ান-ই-রিয়াসত
Q13. The main basis of power during the Sultanate rule was / সুলতানী শাসনের ক্ষমতার প্রধান ভিত্তি ছিল -
(a) Goodwill of the people / জনগণের সদিচ্ছা
(b) Military strength / সামরিক শক্তি
(c) Support of the Caliph / খলিফার সমর্থন
(d) Recognition of the Ulemas / উলেমাদের স্বীকৃতি
Answer / উত্তর: (b) Military strength / সামরিক শক্তি
Q14. During which king's reign was the land survey and revenue assessment completed in the Vijayanagara kingdom? / বিজয়নগর রাজ্যে জমি জরিপ ও খাজনা নির্ধারণের কাজ যে রাজার আমলে সম্পন্ন হয় তিনি হলেন -
(a) Harihara / হরিহর
(b) Deva Raya I / প্রথম দেবরায়
(c) Deva Raya II / দ্বিতীয় দেবরায়
(d) Krishnadevaraya / কৃষ্ণদেবরায়
Answer / উত্তর: (d) Krishnadevaraya / কৃষ্ণদেবরায়
Q15. Who wrote Humayun-nama? / হুমায়ুননামা কার রচনা?
(a) Humayun / হুমায়ুন
(b) Gulbadan Begum / গুলবদন বেগম
(c) Kamran / কামরান
(d) Badauni / বাদাউনি
Answer / উত্তর: (b) Gulbadan Begum / গুলবদন বেগম
Q16. Who was Rani Durgavati? / রাণী দুর্গাবতী কে ছিলেন?
(a) Queen of Vijayanagara / বিজয়নগরের রাণী
(b) Queen of Jodhpur / যোধপুরের রাণী
(c) Ruler of Gondwana / গন্ডোয়ানার শাসক
(d) Queen of Gujarat / গুজরাটের রাণী
Answer / উত্তর: (c) Ruler of Gondwana / গন্ডোয়ানার শাসক
Q17. The author of the well-known book 'Tabaqat-i-Akbari' was / তবকত-ই-আকবরি নামে সুপরিচিত গ্রন্থের লেখক ছিলেন -
(a) Khwaja Nizamuddin Ahmad / খাজা নিজামুদ্দিন আহমদ
(b) Badauni / বাদাউনি
(c) Abul Fazl / আবুল ফজল
(d) Niamatullah / নিয়ামতুল্লাহ
Answer / উত্তর: (a) Khwaja Nizamuddin Ahmad / খাজা নিজামুদ্দিন আহমদ
Q18. During Jahangir's reign, under whose leadership did Mewar come under Mughal control? / জাহাঙ্গীরের আমলে যার নেতৃত্বে মেবার মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এসেছিল তিনি হলেন -
(a) Prince Parviz / যুবরাজ পারভেজ
(b) Prince Khurram / যুবরাজ খুররম
(c) Mahabat Khan / মহাবত খান
(d) Prince Khusrau / যুবরাজ খসরু
Answer / উত্তর: (b) Prince Khurram / যুবরাজ খুররম
Q19. Which Mughal empress's name appeared on all official orders and coins? / যে মুঘল রাণীর নাম সমস্ত সরকারি নির্দেশে লিখিত হতো ও মুদ্রায় খোদিত ছিল তিনি হলেন -
(a) Maham Anaga / মাহাম অনাগা
(b) Nur Jahan / নূরজাহান
(c) Mumtaz Mahal / মমতাজ মহল
(d) Mariam Makani / মরিয়াম মাকানি
Answer / উত্তর: (b) Nur Jahan / নূরজাহান
Q20. Which rebellion during Aurangzeb’s reign had strong peasant participation? / ঔরঙ্গজেবের রাজত্বকালে সংঘটিত বিদ্রোহগুলির মধ্যে যেখানে কৃষকদের ভূমিকা প্রকট ছিল তা হলো -
(a) Maratha / মারাঠা
(b) Jat / জাঠ
(c) Rajput / রাজপুত
(d) Sikh / শিখ
Answer / উত্তর: (b) Jat / জাঠ
Q21. The Mughal emperor who had a deep interest in painting was / যে মুঘল সম্রাটের চিত্রকলা সম্পর্কে গভীর উৎসাহ ছিল তিনি হলেন —
(a) Akbar / আকবর
(b) Jahangir / জাহাঙ্গীর
(c) Humayun / হুমায়ুন
(d) Shah Jahan / শাহজাহান
Answer / উত্তর: (b) Jahangir / জাহাঙ্গীর
Q22. During Akbar's reign, who was recognized as the greatest Persian writer in India? / আকবরের আমলে ভারতের মহত্তম পারসিক লেখক হিসাবে স্বীকৃতি পান —
(a) Faizi / ফৈজি
(b) Badauni / বাদায়ুনি
(c) Abul Fazl / আবুল ফজল
(d) Sarhindi / সরহিন্দি
Answer / উত্তর: (a) Faizi / ফৈজি
Q23. The person Shivaji considered his guru was / শিবাজী যাকে গুরু বলে মনে করতেন তিনি হলেন —
(a) Dadaji Kondadev / দাদাজী কোণ্ডদেব
(b) Ramdas / রামদাস
(c) Tukaram / তুকারাম
(d) Eknath / একনাথ
Answer / উত্তর: (b) Ramdas / রামদাস
Q24. The Sikh Guru who was executed by Aurangzeb was / যে শিখগুরুকে ঔরঙ্গজেব হত্যা করেন তিনি হলেন —
(a) Guru Gobind Singh / গুরু গোবিন্দ সিং
(b) Guru Nanak / গুরু নানক
(c) Guru Tegh Bahadur / গুরু তেগবাহাদুর
(d) Guru Arjan Dev / গুরু অর্জুন দেব
Answer / উত্তর: (c) Guru Tegh Bahadur / গুরু তেগবাহাদুর
Q25. The two Mughal emperors who wrote their own autobiographies were / যে দুজন মুঘল সম্রাট তাদের আত্মজীবনী লিখে গেছেন তারা হলেন —
(a) Babur and Humayun / বাবর ও হুমায়ুন
(b) Babur and Jahangir / বাবর ও জাহাঙ্গীর
(c) Humayun and Jahangir / হুমায়ুন ও জাহাঙ্গীর
(d) Jahangir and Shah Jahan / জাহাঙ্গীর ও শাহজাহান
Answer / উত্তর: (b) Babur and Jahangir / বাবর ও জাহাঙ্গীর
Q26. Which two Shia kingdoms in the Deccan did Aurangzeb annex? / ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের কোন দুটি শিয়া রাজ্য দখল করেন?
(a) Berar and Bidar / বেরার ও বিদার
(b) Bijapur and Golconda / বিজাপুর ও গোলকুণ্ডা
(c) Ahmadnagar and Bijapur / আহম্মদনগর ও বিজাপুর
(d) Ahmadnagar and Golconda / আহম্মদনগর ও গোলকুণ্ডা
Answer / উত্তর: (b) Bijapur and Golconda / বিজাপুর ও গোলকুণ্ডা
Q27. In which year was Farrukhsiyar's Farman granted to the English? / ফারুকশিয়ারের ফরমান কবে ইংরেজদের প্রদান করা হয়?
(a) 1707 / ১৭০৭
(b) 1712 / ১৭১২
(c) 1717 / ১৭১৭
(d) 1720 / ১৭২০
Answer / উত্তর: (c) 1717 / ১৭১৭
Q28. Who was the Peshwa during the Third Battle of Panipat? / তৃতীয় পানিপথের যুদ্ধের সময় কে পেশোয়া ছিলেন?
(a) Balaji Baji Rao / বালাজি বাজীরাও
(b) Baji Rao I / প্রথম বাজীরাও
(c) Madhav Rao I / প্রথম মাধবরাও
(d) Baji Rao II / দ্বিতীয় বাজীরাও
Answer / উত্তর: (a) Balaji Baji Rao / বালাজি বাজীরাও
Q29. Who was the originator of the Ryotwari system? / রাতওয়ারি ব্যবস্থার প্রবর্তক ছিলেন —
(a) John Shore / জন শোর
(b) Elphinstone / এলফিনস্টোন
(c) Thomas Munro / টমাস মুনরো
(d) Lord Cornwallis / লর্ড কর্ণওয়ালিশ
Answer / উত্তর: (c) Thomas Munro / টমাস মুনরো
Q30. Who among the following was a supporter of the Young Bengal Movement? / নিম্নলিখিতদের মধ্যে কে নব্যবঙ্গ গোষ্ঠীর অনুরাগী ছিলেন?
(a) Rajnarayan Basu / রাজনারায়ণ বসু
(b) Peary Chand Mitra / প্যারিচাঁদ মিত্র
(c) Ishwar Chandra Vidyasagar / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(d) Ishwar Chandra Gupta / ঈশ্বরচন্দ্র গুপ্ত
Answer / উত্তর: (d) Ishwar Chandra Gupta / ঈশ্বরচন্দ্র গুপ্ত
Q31. ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? / Ishwar Chandra Gupta was the editor of which newspaper?
(a) সম্বাদ কৌমুদী / Sambad Kaumudi
(b) সংবাদ প্রভাকর / Sambad Prabhakar
(c) তত্ত্ববোধিনী পত্রিকা / Tattwabodhini Patrika
(d) সোমপ্রকাশ / Somprakash
উত্তর / Answer: (b) সংবাদ প্রভাকর / Sambad Prabhakar
Q32. প্রার্থনা সমাজের প্রধান স্থপতি ছিলেন / Who was the chief architect of the Prarthana Samaj?
(a) আর. জি. ভাণ্ডারকর / R. G. Bhandarkar
(b) এম. জি. রানাডে / M. G. Ranade
(c) পণ্ডিতা রামাবাঈ / Pandita Ramabai
(d) গোপাল গণেশ আগারকার / Gopal Ganesh Agarkar
উত্তর / Answer: (b) এম. জি. রানাডে / M. G. Ranade
Q33. কেশরী পত্রিকার কে সম্পাদক ছিলেন? / Who was the editor of the Kesari newspaper?
(a) মহাদের গোবিন্দ রানাডে / M. G. Ranade
(b) বালগঙ্গাধর তিলক / Bal Gangadhar Tilak
(c) গোপাল কৃষ্ণ গোখলে / Gopal Krishna Gokhale
(d) ফিরোজ শাহ মেহেতা / Pherozeshah Mehta
উত্তর / Answer: (b) বালগঙ্গাধর তিলক / Bal Gangadhar Tilak
Q34. ঝাঁসির রাণী লক্ষীবাঈকে যে ইংরেজ সেনাপতি আক্রমণ করেন তিনি হলেন / The English general who attacked Rani Lakshmibai of Jhansi was —
(a) হিউ রোজ / Hugh Rose
(b) হেনরি লরেন্স / Henry Lawrence
(c) আউটরাম / Outram
(d) জেনারেল নিল / General Neill
উত্তর / Answer: (a) হিউ রোজ / Hugh Rose
Q35. ভারত সভা প্রতিষ্ঠিত হয় / When was the Indian Association established?
(a) ১৮৭০ / 1870
(b) ১৮৭৫ / 1875
(c) ১৮৭৬ / 1876
(d) ১৮৮৩ / 1883
উত্তর / Answer: (c) ১৮৭৬ / 1876
Q36. লালা লাজপত রায় কোন সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? / Lala Lajpat Rai was associated with which reform movement?
(a) প্রার্থনা সমাজ / Prarthana Samaj
(b) আর্য সমাজ / Arya Samaj
(c) ব্রাহ্মসমাজ / Brahmo Samaj
(d) থিওসফিক্যাল সোসাইটি / Theosophical Society
উত্তর / Answer: (b) আর্য সমাজ / Arya Samaj
Q37. গান্ধিজী কাকে তাঁর ‘রাজনৈতিক গুরু’ বলে সম্বোধিত করেন? / Whom did Gandhiji address as his 'political guru'?
(a) লোকমান্য তিলক / Lokmanya Tilak
(b) মহর্ষি কার্ভে / Maharshi Karve
(c) গোপাল কৃষ্ণ গোখলে / Gopal Krishna Gokhale
(d) দাদাভাই নওরোজী / Dadabhai Naoroji
উত্তর / Answer: (c) গোপাল কৃষ্ণ গোখলে / Gopal Krishna Gokhale
Q38. গান্ধিজি ভারতে কোন আন্দোলনের সঙ্গে প্রথম যুক্ত হন? / Which movement did Gandhiji join first in India?
(a) রাওলাট আন্দোলন / Rowlatt Movement
(b) চম্পারণ সত্যাগ্ৰহ / Champaran Satyagraha
(c) হোম রুল আন্দোলন / Home Rule Movement
(d) খেদা সত্যাগ্ৰহ / Kheda Satyagraha
উত্তর / Answer: (b) চম্পারণ সত্যাগ্ৰহ / Champaran Satyagraha
Q39. ১৯৩২ সালে নিখিল ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? / Who founded the All India Harijan Sangh in 1932?
(a) বাবা সাহেব আম্বেদকর / Babasaheb Ambedkar
(b) মহাত্মা গান্ধী / Mahatma Gandhi
(c) জ্যোতিবা ফুলে / Jyotiba Phule
(d) মদনমোহন মালব্য / Madan Mohan Malaviya
উত্তর / Answer: (b) মহাত্মা গান্ধী / Mahatma Gandhi
Q40. গান্ধী-আরউইন চুক্তি কখন সম্পাদিত হয়? / When was the Gandhi-Irwin Pact signed?
(a) জানুয়ারি ১৯৩১ / January 1931
(b) মার্চ ১৯৩১ / March 1931
(c) মে ১৯৩১ / May 1931
(d) আগস্ট ১৯৩১ / August 1931
উত্তর / Answer: (b) মার্চ ১৯৩১ / March 1931
Q41. ‘ডিসকভারি অব ইন্ডিয়া’ গ্রন্থের লেখক কে? / Who is the author of the book 'Discovery of India'?
(a) লালা লাজপত রায় / Lala Lajpat Rai
(b) সুভাষচন্দ্র বসু / Subhas Chandra Bose
(c) জওহরলাল নেহেরু / Jawaharlal Nehru
(d) মৌলানা আজাদ / Maulana Azad
উত্তর / Answer: (c) জওহরলাল নেহেরু / Jawaharlal Nehru
Q42. কোন বৎসর নৌ বিদ্রোহ সংঘটিত হয়? / In which year did the Naval Mutiny take place?
(a) ১৯৪২ / 1942
(b) ১৯৪৪ / 1944
(c) ১৯৪৬ / 1946
(d) ১৯৪৭ / 1947
উত্তর / Answer: (c) ১৯৪৬ / 1946
Q43. ভারত বিভাগের সিদ্ধান্ত কোন নির্দেশে ঘোষিত হয়? / The decision for the partition of India was announced in which proposal?
(a) সাইমন কমিশন / Simon Commission
(b) ক্রিপস মিশন / Cripps Mission
(c) মন্ত্রী মিশন / Cabinet Mission
(d) মাউন্টব্যাটেন পরিকল্পনা / Mountbatten Plan
উত্তর / Answer: (d) মাউন্টব্যাটেন পরিকল্পনা / Mountbatten Plan
Q44. কারা ফিজিওক্র্যাট নামে পরিচিত ছিলেন? / Who were known as Physiocrats?
(a) অভিজাত / Aristocrats
(b) যাজক / Priests
(c) চিকিৎসক / Doctors
(d) অর্থনীতিবিদ / Economists
উত্তর / Answer: (d) অর্থনীতিবিদ / Economists
Q45. এদের মধ্যে কে সন্ত্রাসের রাজত্বের নেতা ছিলেন না? / Who among these was NOT a leader of the Reign of Terror?
(a) মিরাবু / Mirabeau
(b) রোবসপিয়ের / Robespierre
(c) মারাট / Marat
(d) কার্নো / Carnot
উত্তর / Answer: (a) মিরাবু / Mirabeau
Q46. মহাদেশীয় অবরোধ নীতি কে প্রয়োগ করেন? / Who implemented the Continental System?
(a) নেপোলিয়ন বোনাপার্ট / Napoleon Bonaparte
(b) উইলিয়াম পিট / William Pitt
(c) মেটারনিক / Metternich
(d) লর্ড পামারস্টোন / Lord Palmerston
উত্তর / Answer: (a) নেপোলিয়ন বোনাপার্ট / Napoleon Bonaparte
Q47. রক্ত ও লৌহ নীতির প্রবক্তা কে ছিলেন? / Who was the proponent of the 'Blood and Iron' policy?
(a) মেটারনিক / Metternich
(b) কাভুর / Cavour
(c) বিসমার্ক / Bismarck
(d) তৃতীয় নেপোলিয়ন / Napoleon III
উত্তর / Answer: (c) বিসমার্ক / Bismarck
Q48. ইউরোপের বিপ্লবের বছর বলতে কি বোঝায়? / What does the "Year of Revolutions in Europe" refer to?
(a) ১৮৩০ -এর বিপ্লব / Revolution of 1830
(b) ১৮৪৮ -এর বিপ্লব / Revolution of 1848
(c) ১৮৭০ -এ জার্মান একীকরণ / German Unification in 1870
(d) ১৯০৫ -এর রুশ বিপ্লব / Russian Revolution of 1905
উত্তর / Answer: (b) ১৮৪৮ -এর বিপ্লব / Revolution of 1848
Q49. স্যাডোয়ার যুদ্ধ কবে হয়েছিল? / When did the Battle of Sadowa take place?
(a) ১৮৬১ / 1861
(b) ১৮৬৪ / 1864
(c) ১৮৬৬ / 1866
(d) ১৮৭০ / 1870
উত্তর / Answer: (c) ১৮৬৬ / 1866
Q50. তিন সম্রাটের সংঘের সদস্য কারা? / Who were the members of the League of Three Emperors?
(a) জার্মানি, ফ্রান্স ও স্পেন / Germany, France, and Spain
(b) জার্মানি, অস্ট্রিয়া ও ইতালি / Germany, Austria, and Italy
(c) জার্মানি, অস্ট্রিয়া ও রাশিয়া / Germany, Austria, and Russia
(d) জার্মানি, ইংল্যান্ড ও ফ্রান্স / Germany, England, and France
উত্তর / Answer: (c) জার্মানি, অস্ট্রিয়া ও রাশিয়া / Germany, Austria, and Russia
Q51. কে জার্মানিকে ‘পরিতৃপ্ত দেশ’ বলে মন্তব্য করেছিলেন? / Who commented that Germany was a 'satisfied country'?
(a) প্রথম কাইজার উইলিয়াম / Kaiser Wilhelm I
(b) দ্বিতীয় কাইজার উইলিয়াম / Kaiser Wilhelm II
(c) ভন বুলো / Von Bülow
(d) অটো ভন বিসমার্ক / Otto von Bismarck
উত্তর / Answer: (c) ভন বুলো / Von Bülow
Q52. কাকে ‘মুক্তিদাতা জার’ বলা হয়? / Who is known as the 'Liberator Tsar'?
(a) জার প্রথম আলেকজান্ডার / Tsar Alexander I
(b) জার দ্বিতীয় আলেকজান্ডার / Tsar Alexander II
(c) জার তৃতীয় আলেকজান্ডার / Tsar Alexander III
(d) জার দ্বিতীয় নিকোলাস / Tsar Nicholas II
উত্তর / Answer: (b) জার দ্বিতীয় আলেকজান্ডার / Tsar Alexander II
Q53. কখন প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়? / When did World War I officially begin?
(a) ২৮ জুলাই, ১৯১৪ / 28 July 1914
(b) ৫ আগস্ট, ১৯১৪ / 5 August 1914
(c) ২০ আগস্ট, ১৯১৪ / 20 August 1914
(d) ১ সেপ্টেম্বর, ১৯১৪ / 1 September 1914
উত্তর / Answer: (a) ২৮ জুলাই, ১৯১৪ / 28 July 1914
Q54. প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইংল্যান্ডে সঙ্গে জার্মানির বিরোধের মূল কারণ কি ছিল? / What was the main reason for the conflict between England and Germany before World War I?
(a) জার্মানির বিশ্বনীতি / Germany's Weltpolitik
(b) জার্মান সম্রাটের দাম্ভিকতা / The arrogance of the German Emperor
(c) জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার মিত্রতা / Germany's alliance with Austria
(d) জার্মানির সঙ্গে ফ্রান্সের বিরোধ / Germany's conflict with France
উত্তর / Answer: (a) জার্মানির বিশ্বনীতি / Germany's Weltpolitik
Q55. প্রথম বিশ্বযুদ্ধের অবসান কবে হয়? / When did World War I end?
(a) ১৯১৭ / 1917
(b) ১৯১৮ / 1918
(c) ১৯১৯ / 1919
(d) ১৯২০ / 1920
উত্তর / Answer: (b) ১৯১৮ / 1918
Enter Your Comment