WBCHSE HS Geography 3rd Semester Suggestion 2025 PDF Download
Class Twelve Third Semester Geography Question Paper
দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য Info Educations নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন Class 12 Geography Text Book PDF New Syllabus অনুযায়ী সাজানো প্রস্তুতি। এখানে পাবে Class 12 Semester 3 Geography Question Paper, Class 12 3rd Semester Geography Question Answer PDF, এবং Class 12 3rd Semester Geography Question Answer–সহ আরও অনেক কিছু। WBCHSE-এর নতুন নিয়ম অনুযায়ী Class 12 Syllabus West Bengal Board PDF অনুসরণ করে তৈরি হয়েছে প্রশ্ন ও উত্তর। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ভূগোল প্রশ্নপত্র 2025 এখনই ডাউনলোড করো WBCHSE ক্লাস 12 ভূগোল সেমিস্টার 3 মডেল প্রশ্নপত্র 2025 PDF Class 12 এবং ভূগোল বা 3য় সেমিস্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন 2025-26 ডাউনলোড PDF Download। এছাড়াও পাওয়া যাবে Class 12 Semester 3 Geography Question PDF ও Class 12 Semester 3 Geography Syllabus উচ্চমাধ্যমিক ভূগোল তৃতীয় সেমিস্টার সাজেশন ২০২৫ PDF ডাউনলোড করুন।
Class XII Semester 3 Geography MCQ Question Paper
Geography MCQ Questions for Class 12 Semester 3
Set - 1
Class - 12 | Semester - 3
F.M - 35 | Time - 90 Minutes
1. গ্লোসোপটেরিস হল এক প্রকার-
(a) উদ্ভিদ (b) সরীসৃপ (c)
প্রাণী (d)
উভচর।
2. প্যানজিয়া শব্দের অর্থ
(a) অখন্ড মহাসাগর (b) অখন্ড মহাদেশ (c)
আঙ্গারাল্যান্ড (d)
গন্ডোয়ানাল্যান্ড।
3. নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে সত্য (T)/
মিথ্যা
(F) নির্বাচন করো :
(i) মেসোসরাস শুধুমাত্র মিষ্টি জলে সাঁতার কাটতে
সক্ষম।
(ii) সিনোগনাথাস সাঁতার কাটতে পারে না।
(iii) ওপোসম এক প্রকার কাঙারু
(a) i-T, ii-F, iii-T
(b) i-T, ii-T, iii-T
(c) i-F, ii-F, iii-T
(d) i-F, ii-F, iii-F
4. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিল করে সঠিক বিকল্প নির্ধারণ করো :
বাম স্তম্ভ ডান স্তম্ভ
(i) নদীর ব-দ্বীপের মতো (A) মহাদেশীয়
হিমবাহ
(ii) জিভের মতো আকৃতি (B) হিমশৈল
(iii) কচ্ছপের পিঠের মতো (C) পাদদেশীয়
হিমবাহ
(iv) এবড়ো খেবড়ো আকৃতি (D) স্নাউট
(a) A-(iii), B-(iv), C-(i), D-(ii)
(b) A-(i), B-(ii), C-(iii), D-(iv)
(c) A-(ii), B-(iv), C-(iii), D-(i)
(d) A-(iv), B-(iii), C-(ii), D-(i)
5. নীচের বিবৃতিগুলির সঙ্গে তার নীচের কোন
ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও-
বিবৃতি: কার্স্ট অঞ্চলে নদী প্রায়শই অদৃশ্য
হয়ে যায়।
ব্যাখ্যা-1: অধিক উষ্ণতার
জন্য জল বাষ্পীভূত হয়ে যায়।
ব্যাখ্যা-2: কার্স্ট অঞ্চলে
অসংখ্য গরণ থাকায় নদী ভূগর্ভে প্রবেশ করে।
ব্যাখ্যা-3: ভূমির উত্থানের
নদীর গতি পরিবর্তন হয়।
ব্যাখ্যা-4: অত্যধিক শীতলতার
জন্য নদীর গতি পরিবর্তন হয়।
(a) শুধুমাত্র ব্যাখ্যা-2 সঠিক
(b) ব্যাখ্যা 1 ও 2
দুটোই সঠিক।
(c) ব্যাখ্যা 3 এবং ব্যাখ্যা 4
দুটোই সঠিক।
(d) কোন ব্যাখ্যাই সঠিক নয়।
6. নিম্নলিখিত বিকল্পগুলিকে গতিবেগের ভিত্তিতে
ক্রমানুযায়ী সাজাও (ধীর থেকে দ্রুত)
(a) স্লাম্প (b) অবস্কর প্রপাত (c)
শিলা
প্রপাত (d) অবস্কর স্খলন।
(a) (i), (ii), (iii), (iv)
(b) (i), (iv), (ii), (iii)
(c) (iv), (iii), (ii), (i)
(d) (iv), (i), (iii), (ii)
7.নীচের কোন মেঘকে বাদল স্তর মেঘ বলে?
(a) অল্টোকিউমুলাস (b) নিম্বোস্ট্র্যাটস (c)
সিরোস্ট্র্যাটাস (d)
সিরোকিউমুলাস
8. শীতল জলকনা বরফকুচির সংস্পর্শে এসে প্রক্রিয়ায় সরাসরি বরফকনায় পরিণত হয়—
(a) ঊর্ধ্বপাতন (b) পাতন (c)
বাষ্পীভবন (d)
হিমায়ন।
9. 1, 2, এবং 3, চিহ্নিত স্থানগুলি কি নির্দেশ করছে?
(a) 1-অনুবাত ঢাল, 2-প্রতিবাত ঢাল, 3-শৈলোৎক্ষেপণ বৃষ্টি
(b) 1-প্রতিবাত ঢাল, 2-অনুবাত ঢাল,
3-শৈলোৎক্ষেপণ
বৃষ্টি
(c) 1-প্রতিবাত ঢাল, 2-অনুবাত ঢাল,
3-পরিচালন
বৃষ্টি
(d) 1-অনুবাত ঢাল, 2-প্রতিবাত ঢাল,
3-পরিচালন
বৃষ্টি
10. নিম্নলিখিত বিবৃতিগুলো পড়ো এবং সত্য (T)/মিথ্যা
(F) নির্বাচন করো :
(i) উষ্ণ ও শীতল সমুদ্রস্রোতের মিলনে হিমশৈলের
গলনের মাধ্যমে মহীসোপান গড়ে ওঠে।
(ii) খাতের গভীরতম অংশ হল খাদ।
(iii) প্রশান্ত মহাসাগর ‘S’ আকৃতি বিশিষ্ট
(a) i-T, ii-F, iii-T
(b) i-T, ii-T, iii-T
(c) i-F, ii-F, iii-T
(d) i-F, ii-F, iii-F
11. নীচের বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা শনাক্ত
করো:-
বিবৃতি: মহীঢালে সামুদ্রিক সঞ্চয় খুবই কম।
ব্যাখ্যা-1: মহীঢাল খুব মৃদু
ঢাল বিশিষ্ট।
ব্যাখ্যা-2: মহীঢাল সংকীর্ণ
ও খাড়া ঢালযুক্ত।
ব্যাখ্যা-3: মহীঢাল
মহাদেশীয় ভূ-ত্বকের শেষ সীমায় অবস্থিত।
ব্যাখ্যা-4: মহীঢালে
সূর্যরশ্মি পৌঁছায় না।
(a) ব্যাখ্যা-1 শুধুমাত্র সঠিক
(b) ব্যাখ্যা-2 শুধুমাত্র সঠিক
(c) ব্যাখ্যা-3 এবং 4
উভয়ই সঠিক
(d) কোনো ব্যাখ্যাই সঠিক নয়।
12. নিম্নলিখিত বিকল্পগুলিকে গভীরতার ভিত্তিতে
খাতগুলিকে (বেশি থেকে কম) ক্রমানুযায়ী সাজাও:-
(a) চ্যাগোস (b) সুন্দা ঘাত (c)
জাপান
ঘাত (d) কেমান খাত।
(a) (i), (iv), (iii), (i)
(b) (i), (ii), (iii), (iv)
(c) (iii), (ii), (iv), (i)
(d) (ii), (i), (iv), (iii)
13. বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ যে সূত্রানুযায়ী
ঘটে থাকে –
(a) গতিসূত্র (b) সম্ভাব্য
শক্তি (c) তাপগতিবিদ্যা (d) প্রক্ষিপ্ত গতিসূত্র।
14. নিম্নলিখিত স্তম্ভগুলির সঠিক বিকল্পটি নির্বাচন করো :
বাম স্তম্ভ ডান স্তম্ভ
(i) প্রথম পুষ্টিস্তর (1) নেকড়েল
(ii) দ্বিতীয় পুষ্টিস্তর (2) ঘাস
(iii) তৃতীয় পুষ্টিস্তর (3) শকুন
(iv) চতুর্থ পুষ্টিস্তর (4) জেব্রা
(a) A-(iv), B-(i), C-(iii), D-(ii)
(b) A-(ii), B-(i), C-(iv), D-(iii)
(c) A-(ii), B-(iv), C-(i), D-(iii)
(d) A-(iii), B-(ii), C-(iv), D-(i)
15. সঠিক ভেনচিত্রটি নির্বাচন করে জীবমন্ডল,
বাস্তুতন্ত্র,
ফ্লোরা
ও ফনার মধ্যে সম্পর্ক নিরুপণ করো :
Read More : HS Semester 3 Bengali Suggestion 2025
Part-B
16. বিশ্বের সর্বাধিক জনঘনত্বযুক্ত দেশটি হল -
(a) ভারত (b) চীন (c) মোনাকো (d)
ম্যাকাও
17. সঠিক বিকল্প চিহ্নিত করো –
দাবি (A): সমগ্র বিশ্বের
বিভিন্ন জায়গায় জনসংখ্যার বন্টন বিভিন্ন ধরনের।
কারণ (R): ভৌগলিক অবস্থা,
জলবায়ু,
ইত্যাদি
তারতম্যের কারণে জনসংখ্যার বন্টন পৃথক হয়।
(a) A ও R উভয়ই সঠিক এবং R, A এর
সঠিক ব্যাখ্যা।
(b) A ও R উভয়ই সঠিক হলেও R, A এর
সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R সঠিক নয়।
(d) A সঠিক নয়, কিন্তু R
সঠিক।
18. গ্রাম থেকে শহরে পরিব্রাজন ঘটে যে কারণে –
(a) সঞ্চয় ও বিনিয়োগ
(b) কৃষিসম্পদের স্থান পরিবর্তন
(c) বিদূষণমুক্ত পরিবেশে বাস করার জন্য
(d) জীবিকা অর্জনের জন্য।
19. বিবৃতিগুলি পাঠ করে সঠিক বিকল্প চয়ন করো :
1. এশিয়া ও আফ্রিকা হল বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দুটি মহাদেশ।
3. জনসংখ্যাগত সমস্যা সমাধানে শিক্ষা অন্যতম।
4. জন্মহার বৃদ্ধিপেতে থাকলে বেকারত্ব হ্রাস পায়।
বিকল্প :
(a) T, T, T, F
(b) F, T, T, F
(c) T, T, F, F
(d) F, F, F, F
20. বেবি বুম (Baby Boom) কথাটি যুক্ত যে
বিকল্পটির সাথে –
(a) জন্মহার যখন নিয়ন্ত্রণে থাকে।
(b) জন্মহার, মৃত্যুহার থেকে
কম হলে।
(c) জন্মহার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে।
(d) জন্মহার যখন পরিব্রাজনের সমান হয়।
21. নদী বাঁকের সুবিধাযুক্তস্থানে যে ধরনের বসতি
গড়ে ওঠে—
(a) পাখা আকৃতি (b) অশ্বখুরাকৃতি (c)
নীহারিকা
আকৃতি (d) হেরিংবোন আকৃতি।
22. গ্রীক শব্দ 'মেট্রোপলিস'
কথার
অর্থ হল-
(a) বৃহৎ শহর (b) আদি শহর (c)
জননী
শহর (d) মূল শহর।
23. সঠিক বিকল্পগুলি বেছে নিয়ে স্তম্ভগুলি মেলাও :
বাম স্তম্ভ ডান স্তম্ভ
(i) ঐতিহাসিক শহর (1) দার্জিলিং
(ii) ধর্মীয় শহর (2) দিল্লি
(iii) পর্যটন শহর (3) জয়পুর
(iv) প্রশাসনিক শহর (4) বারানসী
(a) A-(i), B-(ii), C-(iii), D-(iv)
(b) A-(iv), B-(iii), C-(ii), D-(i)
(c) A-(iii), B-(iv), C-(i), D-(ii)
(d) A-(ii), B-(i), C-(iv), D-(iii)
24. নিচের পিন্ডাকৃতি বসতি গঠনের একটি কারণ হতে
পারে-
(a) উর্বর পলি মৃত্তিকা
(b) উপকুলীয় সুবিধা
(c) মালভূমির বন্ধুর ভূ-প্রকৃতি
(d) কেবলমাত্র রেলপথের সুবিধা
25. অধ্যাপক বার্জেস-এর পৌরবসতির গঠনতত্ত্ব অনুসারে
শহরের প্রাণকেন্দ্রের বৃত্তাকার অংশটিকে বলে –
(a) মাঝারি আয়ের বসতি অঞ্চল
(b) কারখানার শ্রমিক শ্রেণির বসতি অঞ্চল
(c) শিল্প প্রতিষ্ঠান অঞ্চল
(d) কেন্দ্রিয় বাণিজ্য অঞ্চল।
Part-C
26. ২০২১ সালের মোট জনসংখ্যার বিচারে ভারতের প্রথম
চারটি রাজ্য (অধক্রমে সাজাও):
(a) উত্তর প্রদেশ, মহারাষ্ট্র,
বিহার,
পশ্চিমবঙ্গ
(b) উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ,
বিহার,
মহারাষ্ট্র
(c) পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র,
বিহার,
উত্তর
প্রদেশ
(d) পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ,
মহারাষ্ট্র,
বিহার।
27. ভারতের সংবিধান স্বীকৃত (২০২৩ সাল) –ভাষায়
সবচেয়ে বেশি মানুষ কথা বলে-
(a) বাংলা (b) মালয়াম (c)
হিন্দী (d)
মৈথিলি।
অনুচ্ছেদ:
প্রাচীনকালের মতো আধুনিককালেও বৃষ্টির জল
সংরক্ষণে নানা পদ্ধতি প্রচলিত আছে। যেমন তালিব: এটি মধ্যম থেকে বৃহৎ জলধারা,
যা
জলসেচ, উদ্ভিদ পরিচর্যা ও পাণীয় জল হিসেবে ব্যবহার করা হয়। জাহাদ: বৃষ্টির
জল সংরক্ষণে এই পদ্ধতি ব্যবহার করা হয়। বাওড়ি: এটি হল মাটির নীচে কুয়োখনন
প্রক্রিয়া। ঝালার: এটি জলের ট্যাঙ্কবিশেষ, যা ধর্মীয়
ক্ষেত্রে স্থানীয় গোষ্ঠিরা ব্যবহার করতো। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পদ্ধতির
জলসেচ ব্যবস্থা প্রচলন আছে। যেমন কূপ- নলকূপ দ্বারা জলসেচ পদ্ধতি: প্রাচীনকাল
থেকেই এই পদ্ধতি প্রচলন আছে। কূপের সাহায্যে সেচকাজ সর্বাধিক হয়- মধ্যপ্রদেশে
তারপর রাজস্থান। নলকূপের থেকে বিদ্যুতের সাহায্যে যন্ত্র চালিয়ে জলতোলা হয়। কোন
কোন অঞ্চলে এই পদ্ধতিকে স্যালো বলা হয়।
28. ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি কূপের মাধ্যমে
জলসেচ করা হয়—
(a) তামিলনাডু (b) রাজস্থান (c)
পশ্চিমবঙ্গ (d)
মধ্যপ্রদেশ
29. মাটির নীচে কুয়ো খনন করে জলসংরক্ষণ করার
পদ্ধতিকে – বলে।
(a) তালিব (b) ঝালারস (c)
বাওড়ি (d)
খাল।
30. ম্যাঙ্গানিজের প্রধান আকরিকের নাম-
(a) ম্যাঙ্গানাইট (b) পাইরোলুসাইট (c)
সাইলোমিলেন (d)
হোসম্যানাইট।
31. উভয় স্তম্ভের সহ-সম্পর্ক নির্ধারণ করো ও সঠিক বিকল্প চয়ন করো:
বায়ুশক্তি (1) উইঙমিল
সৌরশক্তি (2) সোলার প্যানেল
ভূ-তাপশক্তি (3) গিজার
জৈব শক্তি (4) প্রাণীজ ও কৃষিজ
বর্জ্য
32. শস্য সমন্বয় মডেল বা তত্ত্বের প্রবক্তা –
(a) জিম্যার ম্যান (b) জন উইভার (c)
জাগার
মেয়ার (d) ডি. হুইটলেসি।
33. ভারতের কৃষিক্ষেত্রে ব্যবহৃত একটি উচ্চফলনশীল
জাত –
(a) জয়া (b) রত্না (c)
MCU-5 (d) IR-8।
34. ভারতের আমদানি দ্রব্যের পরিমানের ভিত্তিতে ক্রম
অনুসারে সাজানোর সঠিক বিকল্পটি চিহ্নিত করো :
(a) (i) ক্রুডওয়েল (ii) কোককয়লা (iii)
যন্ত্রপাতি (iv)
রাসয়নিক
দ্রব্য।
(b) (i) ক্রুডওয়েল (ii) যন্ত্রপাতি (iii)
রাসয়নিক
দ্রব্য (iv) কোককয়লা
(c) (i) যন্ত্রপাতি (ii) ক্রুডওয়েল (iii)
রাসয়নিক
দ্রব্য (iv) কোককয়লা
(d) (i) কোককয়লা (ii) যন্ত্রপাতি (iii)
ক্রুডওয়েল (iv)
রাসয়নিক
দ্রব্য
35. ভারতের মানচিত্রে বিমানবন্দরগুলির নামের বিকল্প
থেকে সঠিকটি চিহ্নিত করো :
(a) (i) দিল্লি (ii) কলকাতা (iii)
মুম্বাই (iv)
চেন্নাই
(b) (i) কলকাতা (ii) চেন্নাই (iii)
মুম্বাই (iv)
দিল্লি
(c) (i) মুম্বাই (ii) চেন্নাই (iii)
মুম্বাই (iv)
কলকাতা
Class 12 Geography MCQ with Answers
Class 12 Geography 3rd Semester MCQ Suggestion Answer
Set - 2
Class - 12 | Semester - 3
F.M - 35 | Time - 90 Minutes
1. কার্বনিফেরাস যুগে দক্ষিণ মেরুর অবস্থান ছিল -
(a) 85°s, 120°w (b) 85°s, 150°w (c) 75°s, 25°E (d) 65°s,
65°w
2. বিবৃতি I : মহাদেশগুলির
নিরক্ষরেখার দিকে সঞ্চরণের জন্য ওয়েগনার বৈষম্যমূলক অভিকর্ষ শক্তিকে দায়ী করেন।
বিবৃতি II : মহাদেশগুলির
পশ্চিম দিকে সঞ্চরনের জন্য জোয়ারি শক্তিকে দায়ী করেন।
বিবৃতি III : ব্রাজিল অন্তরীপ
এবং আফ্রিকার পূর্ব উপকূলের সঙ্গে জোড়া লাগার চিত্র পাওয়া যায়।
(a) I, II, III, সবকটি সত্য
(b) I, II, সত্য III, মিথ্যা
(c) I, II, III, সবকটি মিথ্যা
(d) I, সত্য, II, III, মিথ্যা।
3. পুঞ্জিত ক্ষয়ের জন্য দায়ী প্রধান শক্তি হল-
(a) সৌরশক্তি (b) বায়ুপ্রবাহ (c)
আবহবিকার
(d) অভিকর্ষ বল।
4. কোনটি ঘনীভবনের রূপভেদ নয়-
(a) শিশির (b) কুয়াশা (c)
মেঘ
(d) স্লিট।
5. হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের কোন
দলটি সঠিক?
(a) সার্ক, রসে মোতানে, ক্র্যাগ ও টেল,
এস্কার
(b) সার্ক, পিরামিড চূড়া, ঝুলন্ত উপত্যকা,
কেম
(c) ভার্ব, ড্রামলিন, ফিয়র্ড,
গ্রাবরেখা
(d) করি, এরিটি, উপত্যকা,
রসে
মোতানে ।
6. ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ বলে________ অধ্যুষিত অঞ্চলকে।
(শূন্যস্থান পূরণ)
(a) কেটল (b) কেম (c) এস্কার
(d) ড্রামলিন।
7. বামপক্ষ-এর সঙ্গে ডানপক্ষের মিল করিয়ে সঠিক
বিকল্পটি নির্ধারণ করো :-
বামপক্ষ
(a) বিশ্বের গভীর গুহা
(b) বিশ্বের বৃহত্তম স্ট্যালাগমাইট
(c) গুহা স্তম্ভ
(d) পৃথিবীর সর্বাধিক দৈর্ঘ্যের স্ট্যালাকটাইট
ডানপক্ষ
(i) স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট পরস্পর
যুক্তকারী দন্ডাকার ভূমিরূপ
(ii) লেবাননের জেইতা প্রোটো
(iii) ভিয়েতনামের সন ডুঙগুহা
(iv) গুফ্রে বার্জার
(A) a-i, b-ii, c-iii, d-iv
(B) a-iii, b-iv, c-i, d-ii
(C) a-iv, b-iii, c-i, d-ii
(D) a-iv, b-i, c-ii, d-iii
8. কার্স্ট অঞ্চলের ভূপৃষ্ঠে ক্রমাগত দ্রবীভবন এবং
অভ্যন্তরে সৃষ্ট গুহার প্রভাবে ধ্বংসের কারণে ভূপৃষ্ঠে গোলাকৃতি বা বাটির ন্যায়
অবনমিত এবং গহ্বর বা গর্তের ন্যায় যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলে—
(a) সিঙ্কহোল (b) ডোলাইন (c)
কার্স্ট
হ্রদ (d) পোলজি।
9. ‘Y’ চিহ্নিত স্থানকে কি বলা হয়?
(a) প্রতিবাত ঢাল (b) অনুবাত ঢাল (c) বৃষ্টিচ্ছায় অঞ্চল (d) B ও C
10. মহাদেশের সন্নিকট থেকে গভীর সমুদ্রের তলদেশ
পর্যন্ত ভূমিরূপগুলিকে ক্রমান্বয়ে সাজাও
(a) মহীসোপান, মহীঢাল, সাবমেরিন
ক্যানিয়ন, সামুদ্রিক শৈলশিরা, সমুদ্রখাত
(b) সাবমেরিন ক্যানিয়ন, মহীসোপান,
মহীঢাল,
সমুদ্রখাত,
সামুদ্রিক
শৈলশিরা
(c) সমুদ্রখাত, সামুদ্রিক
শৈলশিরা, সাবমেরিন ক্যানিয়ন, মহীঢাল, মহীসোপান
(d) মহীঢাল, সমুদ্রখাত,
সাবমেরিন
ক্যানিয়ন, সামুদ্রিক শৈলশিরা, মহীসোপান।
11. একই গভীরতায় ভারত মহাসাগর অপেক্ষা লোহিত
মহাসাগরের জলের উষ্ণতা বেশি হওয়ার প্রধান কারণ কোনটি?-
(a) বায়ুপ্রবাহ (b) হিমশৈলের
অবস্থান (c) সমুদ্রস্রোত (d) মগ্ন শৈলশিরার
অবস্থান।
12. সমুদ্র জলের গড় লবণতা হল 3500।
এর অর্থ হল—
(a) প্রতি একশ গ্রাম সমুদ্রজলে লবণতার পরিমাণ হল 35
গ্রাম
(b) প্রতি একশ গ্রাম সমুদ্রজলে লবণতার পরিমাণ হল 35
কেজি
(c) প্রতি হাজার গ্রাম সমুদ্রজলে লবণতার পরিমাণ 35
গ্রাম
(d) প্রতি হাজার গ্রাম সমুদ্রজলে লবণতার পরিমাণ 35
কেজি।
13. নিচের কোন প্রকার সিন্ধুকর্দ সামুদ্রিক উদ্ভিদ
থেকে নির্গত :
(a) রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দ
(b) ডায়াটম সিন্ধুকর্দ
(c) টেরোপড সিন্ধুকর্দ
(d) গ্লোবিজারিনা সিন্ধুকর্দ।
14. বিবৃতি I : জীবমন্ডল হল
বাস্তুতন্ত্রের বৃহত্তম একক।
বিবৃতি II : জীবমন্ডল হল
অসংখ্য বায়োমের সমন্বয় ।
বিবৃতি III : জীবমন্ডলের গড়
বিস্তার 30 কিমি।
বিবৃতি IV : জীবমন্ডল হল
আবদ্ধ প্রণালী।
(a) I, II ঠিক III, IV ভুল
(b) I, III ঠিক IV ভুল
(c) I, II, III ঠিক IV ভুল
(d) I, IV ঠিক II, III ভুল।
15. পচনশীল জৈব বস্তু→ কর্করভুক্ত→ ছোটো মাছ→ বড়ো মাছ— এই খাদ্যশৃঙ্খলের উদাহরণটি কোন প্রকার খাদ্যশৃঙ্খলের উদাহরণ।
(a) চারণভিত্তিক খাদ্যশৃঙ্খল
(b) পরজীবী খাদ্যশৃঙ্খল
(c) শিকারী খাদ্যশৃঙ্খল
(d) জৈব অবশেষভোজী বা ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল।
PART-B (মানবীয় ভূগোল)
16. কোনটি জনসংখ্যা পরিবর্তনের নির্ধারক নয়?
(a) জন্মহার (b) মৃত্যুহার (c)
পরিব্রাজন
(d) ভূ-প্রকৃতি।
17. আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট একটি –
(a) প্রশাসনিক শহর
(b) প্রতিরক্ষা শহর
(c) মোটর গাড়ি নির্মাণ-শিল্পভিত্তিক শহর
(d) সাংস্কৃতিক শহর।
18. ভারতে সবুজ বিপ্লবের ফলে কোন ধরনের পরিব্রাজন
সৃষ্টি হয়েছিল -
(a) শহর থেকে শহর
(b) শহর থেকে গ্রাম
(c) গ্রাম থেকে শহর
(d) গ্রাম থেকে গ্রাম।
19. জনসংখ্যা অনুসারে মহাদেশগুলিকে বেশি থেকে কম
অনুসারে সাজাও :
(a) এশিয়া→ ইউরোপ→ আফ্রিকা→ উত্তর আমেরিকা
(b) এশিয়া→ ইউরোপ→ ওশিয়ানিয়া→ আফ্রিকা
(c) এশিয়া→ আফ্রিকা→ ইউরোপ→ উত্তর আমেরিকা
(d) আফ্রিকা→ ওশিয়ানিয়া→ দক্ষিণ আমেরিকা→ এশিয়া।
20. নির্দেশনা : নীচে এই প্রশ্নের দুটি বিবৃতি
দেওয়া রয়েছে। যার একটি দাবি হিসাবে (A) এবং অপরটি কারণ (R) হিসাবে
আছে। দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন বিকল্পটি সঠিক?
(i) দাবি A : হিমালয়ের
পাদদেশে তরাই অঞ্চলে বসতির ঘনসন্নিবেশ দ্বারা গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে উঠেছে।
(ii) কারণ R : উত্তর গোলার্ধের
দক্ষিণমুখী ঢালে অধিক সূর্যকিরণ এবং বৃষ্টিপাত পরিমাণ মতো হওয়ার কারণে দক্ষিণ
ঢালে বসতি সহজে গড়ে ওঠে।
বিকল্পসমূহ :
(a) শুধুমাত্র A সঠিক
(b) শুধুমাত্র R সঠিক
(c) A ও R দুটিই সঠিক এবং R হল A-এর
সঠিক ব্যাখ্যা নয়
(d) A ও R দুটিই সঠিক এবং R হল A-এর
সঠিক ব্যাখ্যা।
21. কর্মধারার ভিত্তিতে চারটি গ্রাম যথাক্রমে
পশুপালনভিত্তিক, বনভূমি ভিত্তিক, মৎস্য-আহরণ
ভিত্তিক এবং ক্ষুদ্র ও কুটির শিল্পভিত্তিক গ্রামের উল্লেখ করা হল। প্রদত্ত উদাহরণ
থেকে উল্লেখিত গ্রামগুলির সঠিক ক্রম নির্বাচন করো :
(i) পশ্চিমবঙ্গের ফুলিয়া, শান্তিপুর,
কৃষ্ণনগর,
বেগমপুর
প্রভৃতি
(ii) পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট, শঙ্করপুর
সন্নিহিত গ্রাম
(iii) সবুজ গ্রাম যেমন, নরওয়ে, সুইডেন
ও ফিনল্যান্ডের সরলবর্গীয় অরণ্য সন্নিহিত গ্রামগুলি
(iv) প্রেইরি, পম্পাস, স্তেপ,
ডাউনস
তৃণভূমি সংলগ্ন অঞ্চলের গ্রাম।
সঠিক ক্রম –
(a) iv, iii, ii, i
(b) i, ii, iii, iv
(c) iii, i, iv, ii
(d) ii, iii, i, iv
22. স্বল্পোন্নত ও উন্নতশীল দেশগুলিতে ক্রমবর্ধমান
জনসংখ্যার কারণে পিরামিডের আকৃতি -
(a) ন্যাসপাতির মতো
(b) সমবাহু ত্রিভুজের মতো
(c) পটলের মতো
(d) ঘন্টার মতো।
23. বিবৃতিগুলি মনোযোগ সহকারে পাঠ করো এবং সঠিক
বিকল্পটি চয়ন করো।
(i) কোনো অঞ্চলের মানুষের বণ্টনগত তারতম্যের সূচক
হল জনঘনত্ব।
(ii) ভারতীয় জনগণনা অনুসারে মৌজাই ক্ষুদ্রতম
প্রশাসনিক একক হিসাবে বর্তমান।
(iii) বন্যা কবলিত অঞ্চলের উচ্চ ভূমিগুলিতে গড়ে ওঠা
গোষ্ঠীবদ্ধ বসতিগুলিকে বলে ‘জলবিন্দু’ বসতি।
(iv) তিন দিক থেকে আসা তিনটি সড়ক পরস্পর স্থূলকোণে
মিলিত হলে এবং তিনটি সরল রাস্তার উভয় পাশে বসতি গড়ে উঠলে ইংরাজি বর্ণমালার ‘W”
আকৃতির
বসতি বিন্যাস সৃষ্টি হয়।
বিকল্পসমূহ :
(a) i) সত্য ii) মিথ্যা iii)
সত্য
iv) মিথ্যা
(b) i) সত্য ii) সত্য iii)
মিথ্যা
iv) মিথ্যা
(c) i) মিথ্যা ii) মিথ্যা iii)
সত্য
iv) সত্য
(d) i) সত্য ii) মিথ্যা iii)
মিথ্যা
iv) সত্য
■ প্রদত্ত
অনুচ্ছেদটি পড়ে 24 ও 25নং প্রশ্নের উত্তর দাও :
ভারতে নগরায়নের প্রক্রিয়া অত্যন্ত প্রাচীন।
প্রাচীনযুগের সভ্যতায় নগরায়নের চিহ্ন বর্তমান। 2011 সালের সেন্সাস
অনুসারে ভারতের শহরগুলিকে মোট ৮টি শ্রেণিতে ভাগ করা যায়। সেন্সাস অনুসারে,
কোনো
জনপদের জনসংখ্যা 5000 জনের অধিক হলে তা শহর। সেন্সাস অনুসারে,
1
লক্ষের অধিক জনসংখ্যার শহর হল নগর, 10 লক্ষের অধিক শহর মহানগর বা মিলিয়ন
সিটি এবং 1 কোটির অধিক জনসংখ্যার শহর মেগাসিটি নামে পরিচিত। 2011
সালের সেন্সাস অনুসারে ভারতে মিলিয়ন সিটির সংখ্যা 53টি। মিলিয়ন
সিটিগুলির জনসংখ্যার নিরিখে ক্রমানুসারে বৃহদায়তন শহর হল মুম্বাই, দিল্লি
ও কলকাতা। এগুলি হল মেগাসিটি। ভারতের মোট শহুরে জনসংখ্যার প্রায় 60%-এর
অধিক মিলিয়ন শহরগুলিতে বাস করে।
24. যে শহরের জনসংখ্যা 10 লক্ষের অধিক তা
যে নামে পরিচিত তা হল-
(a) মেগাসিটি (b) নগর (c) মহানগর
(d) পৌরপুঞ্জ
25. ভারতে মেগাসিটির সংখ্যা কয়টি (2011)?
(a) 2টি (b) 3টি (c) ১টি
(d) ৪টি
PART-C (ভারতের ভূগোল)
26. 2011 সালের জনঘনত্ব অনুযায়ী ভারতের রাজ্যগুলিকে
বেশি থেকে কম অনুযায়ী সাজাও।
(a) উত্তরপ্রদেশ→ বিহার—→ কেরালা→ পশ্চিমবঙ্গ
(b) পশ্চিমবঙ্গ কেরালা→ উত্তরপ্রদেশ→ বিহার
(c) মহারাষ্ট্র→ বিহার→ কেরালা→ পশ্চিমবঙ্গ
(d) বিহার→ পশ্চিমবঙ্গ→ কেরালা→উত্তরপ্রদেশ
27. অপারেশন ফ্লাড কীসের সঙ্গে যুক্ত? –
(a) শ্বেত বিপ্লব
(b) নীল বিপ্লব
(c) হলুদ বিপ্লব
(d) গোল বিপ্লব
28. WTO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(a) দিল্লিতে
(b) প্যারিসে
(c) জেনিভাতে
(d) লন্ডনে
29. ভারতে ‘হীরক চতুর্ভুজ' নির্মাণের মূল
উদ্দেশ্য হল-
(a) সারা ভারতকে রেলপথের মাধ্যমে যুক্ত করা।
(b) ভারতের সামরিক সুরক্ষা যাতে সুরক্ষিত থাকে।
(c) সারা ভারতকে উন্নত সড়কপথের মাধ্যমে যুক্ত করা।
(d) মেট্রোপলিটন শহরগুলিকে পণ্য ও যাত্রী পরিবহণের
জন্য অতি দ্রুতগামী রেলপথের মাধ্যমে যুক্ত করা।
30. সারাবছর ধরে বিভিন্ন ফসলের রোপণ, বৃদ্ধি
এবং ফসল কাটার পর্যায়গুলির একটি গ্রাফিক্যাল বা সারণি উপস্থাপনা হল—
(a) শস্যাবর্তন
(b) শস্য সমন্বয়
(c) ফসল ক্যালেন্ডার
(d) শস্য প্রগাঢ়তা
31. গুজরাটের লাম্বা, তামিলনাড়ুর
কামুথি, উত্তরপ্রদেশের নরোরা, পশ্চিমবঙ্গের দুর্গাদুয়ানি – এই
কেন্দ্র চারটি কোন কোন ধরনের বিদ্যুৎকেন্দ্র তা সাজিয়ে লেখো।
(a) বায়ুবিদ্যুৎ কেন্দ্র, সৌর বিদ্যুৎ
কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, জোয়ার-ভাটা শক্তি উৎপাদন কেন্দ্র।
(b) তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ
কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বায়ু বিদ্যুৎ কেন্দ্র।
(c) বায়ু বিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ
কেন্দ্র, সৌর বিদ্যুৎ কেন্দ্র, ভূ-তাপ শক্তি উৎপাদন কেন্দ্র
(d) সৌর বিদ্যুৎ কেন্দ্র, বায়ু বিদ্যুৎ
কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, জোয়ার-ভাটা শক্তি উৎপাদন কেন্দ্ৰ ।
32. মধ্য প্রাচ্য থেকে ভারত তেল আমদানি করে এবং
আকরিক লৌহ জাপানে রপ্তানি করে। এখানে দেখা যাচ্ছে ভারতের সঙ্গে মধ্য প্রাচ্য এবং
জাপানের একটি বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এটি কোন প্রকার বাণিজ্যকে নির্দেশ করেছে?
–
(a) আমদানি বাণিজ্যকে
(b) অভ্যন্তরীণ বাণিজ্যকে
(c) রপ্তানি বাণিজ্যকে
(d) আন্তর্জাতিক বাণিজ্যকে
33. বিবৃতি (A) : গাঙ্গেয়
উপত্যকা অঞ্চলে পাট চাষ ভালো হয়।
কারণ (R) : গাঙ্গেয়
উপত্যকা অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাতের জন্য পাট চাষ ভালো হয়।
বিকল্প সমূহ :
(a) A, II ও R ভুল
(b) A ঠিক R ভুল
(c) A ভুল R ঠিক
(d) A ও R ঠিক এবং R হল A-এর
সঠিক ব্যাখ্যা।
34. মধ্য ও পূর্ব ভারতের একটি লৌহ আকরিক কেন্দ্রের
নাম হল-
(a) নোয়ামুন্ডি
(b) সালেম
(c) সিমোগা
(d) চিকমাগালুর
35. কুদ্রেমুখ লৌহ-আকরিক খনি কোন রাজ্যে অবস্থিত?
(a) ছত্তিশগড়
(b) মধ্য প্রদেশ
(c) কর্ণাটক
(d) মহারাষ্ট্র
Enter Your Comment