Class 12 Political Science Semester 3 Suggestion with Answers 2025
HS Political Science Question Paper 2025 with Answers
দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য Info Educations নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন Class 12 Bengali Text Book PDF New Syllabus অনুযায়ী সাজানো প্রস্তুতি। এখানে পাবে West Bengal Board HS Question Papers with Solutions PDF, CHS Political Science Question Paper Answer 2025, এবং Class 12 Political Science MCQs & Question Answer –সহ আরও অনেক কিছু। WBCHSE-এর নতুন নিয়ম অনুযায়ী Class 12 Syllabus West Bengal Board PDF অনুসরণ করে তৈরি হয়েছে প্রশ্ন ও উত্তর। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2025 এখনই ডাউনলোড করো রাষ্ট্রবিজ্ঞান PDF Class 12 এবং উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ডাউনলোড PDF Download। এছাড়াও পাওয়া যাবে Class 12 Political Science 3rd Semester Full Question-Answer PDF ও Political Science Class 12 important questions PDF।
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর
West Bengal Board Class 12 3rd Semester Political Science
Set - 1
Class - 12 | Semester - 3
F.M - 40 | Time - 80 Minutes
বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×40=40
1. ঠাণ্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন –
(a) ওয়াল্টার লিপম্যান (b) উইনস্টন চার্চিল (c) জোসেফ ফ্রাঙ্কেল (d) ওয়াল্টার রেমন্ড।
2. সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল –
(a) ১৯৪৭ খ্রিস্টাব্দে (b) ১৯৫৫ খ্রিস্টাব্দে (c) ১৯৯১ খ্রিস্টাব্দে (d) ১৯৯৩ খ্রিস্টাব্দে।
3. IMF-এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? –
(a) ওয়াশিংটন ডিসি (b) হেগ (c) প্যারিস (d) লন্ডন।
4. জলাভূমি সংক্রান্ত পরিবেশগত নিরাপত্তা সম্মেলন কবে হয়? –
(a) স্টকহোম, 2004 (b) ভিয়েনা সম্মেলন, ১৯৪৫ (c) রামসার সম্মেলন, ১৯৭১ (d) কিয়োটো প্রোটোকল, ১৯৯৭।
5. ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি প্রধান কারণ হল –
(a) দুর্বল সেতু (b) জোট গঠন (c) অবৈধ অনুপ্রবেশ (d) প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব।
6. ভারতে জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় –
(a) ৫ মার্চ (b) ৬ এপ্রিল (c) ৪ মার্চ (d) ১০ জানুয়ারি।
7. IHR এর পুরো কথাটি হল –
(a) ইন্ডিয়ান হেলথ রেগুলেশন (b) ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন (c) ইন্টেরিয়াল হিউম্যান রিসোর্স (d) ইন্টেলেকচুয়াল হেলথ রিসোর্স।
8. ভারত-চিন স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটি হল –
(a) ডোকলাম চুক্তি (b) ভারত-চিন সীমান্ত টহল চুক্তি (c) ভারত-চিন মুক্ত বাণিজ্য চুক্তি (d) কোনোটিই নয়।
9. ভাষাভিত্তিক রাজ্য পুনগঠনের সঙ্গে সঙ্গে জড়িত –
(a) সীমান্ত কমিশন (b) ধর কমিশন (c) জে ভি পি কমিটি (d) ফজল আলি কমিশন।
10. রাষ্ট্রসংঘের দূত বলা হয় –
(a) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের (b) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের (c) মহাসচিবকে (d) শান্তিরক্ষা বাহিনীকে।
11. বিবৃতি (A): তৃতীয় বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয়।
কারণ (R): তৃতীয় বিশ্বের দেশগুলি কোনো জোটে অন্তর্ভুক্ত না হয়ে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে সচেষ্ট হয়েছে।
(a) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল (d) A ভুল কিন্তু R সঠিক।
12. পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় –
(a) ১৯৩৯ খ্রিস্টাব্দে (b) ১৯৪৫ খ্রিস্টাব্দে (c) ১৯৫০ খ্রিস্টাব্দে (d) ১৯৬২ খ্রিস্টাব্দে।
13. প্রক্সিযুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল –
(a) প্রথম বিশ্বযুদ্ধে (b) দ্বিতীয় বিশ্বযুদ্ধে (c) ঠাণ্ডা লড়াইয়ে (d) ভারত-পাক যুদ্ধে।
14. জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় –
(a) জওহরলাল নেহেরুকে (b) বল্লভভাই প্যাটেলকে (c) নক্রুমাকে (d) সিরিমাভো বন্দরনায়েককে।
15. বার্লিন অবরোধ করে –
(a) সোভিয়েত ইউনিয়ন (b) ফ্রান্স (c) ব্রিটেন (d) আমেরিকা যুক্তরাষ্ট্র।
16. গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা নীতি দুটির প্রবক্তা –
(a) ব্রেজনেভ (b) বুলগানিন (c) গর্বাচভ (d) ক্রুশ্চেভ।
17. দ্বিমেরুতার উদ্ভব হয়েছিল –
(a) প্রথম বিশ্বযুদ্ধ থেকে (b) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর (c) একবিংশ শতকের শুরু (d) গত শতকের সত্তরের দশক।
18. নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে –
(a) স্থায়ী সদস্যরা (b) অস্থায়ী সদস্যরা (c) সব সদস্যরা (d) কেউই পারে না।
19. জাতিপুঞ্জের প্রথম মহাসচিব –
(a) উ থান্ট (b) ট্রিগভি লি (c) কোফি আন্নান (d) এদের কেউই নয়।
20. NTP স্বাক্ষরিত হয়েছিল –
(a) ১৯৬৮ খ্রিস্টাব্দে (b) ১৯৭১ খ্রিস্টাব্দে (c) ১৯৭২ খ্রিস্টাব্দে (d) ১৯৯৯ খ্রিস্টাব্দে।
21. SALT-1 স্বাক্ষরিত হয়েছিল –
(a) ভারত ও চিনের মধ্যে (b) ভারত ও আমেরিকার মধ্যে (c) আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে (d) ভারত পাকিস্তানের মধ্যে।
22. START এর পুরো নাম –
(a) Strategic Arms Reduce Treaty (b) Strategic Arms Reduction Treaty
(b) Strategic Ammunition Reduction Treaty (d) কোনোটিই নয়।
23. কার মতে, দারিদ্র প্রাকৃতিক নয়, এটি মানবসৃষ্ট –
(a) জোহানেস দ্য ক্লার্ক (b) পিটার উইলিয়াম বেথো (c) লেনসন ম্যান্ডেলা (d) জ্যাকব জুমা।
24. ভারতের লৌহমানব বলে পরিচিত –
(a) অটলবিহারী বাজপেয়ী (b) সর্দার বল্লভভাই প্যাটেল
(b) লালকৃষ্ণ আদবানি (d) খান আব্দুল গফফ্ খান।
25. দ্বিজাতি তত্ত্বের জনক –
(a) স্যার সৈয়দ আহম্মেদ খান (b) আবুল কালাম আজাদ (c) মহম্মদ আলি জিন্নাহ (d) খান আব্দুল গফফ্ খান।
Read More : - WBCHSE Class 12 Semester 3 Bengali MCQ Question Paper PDF (2025) | দ্বাদশ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র
26. রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় –
(a) ১৯৫০ খ্রিস্টাব্দে (b) ১৯৫১ খ্রিস্টাব্দে (c) ১৯৫২ খ্রিস্টাব্দে (d) ১৯৫৩ খ্রিস্টাব্দে।
27. ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল –
(a) গুজরাট ও পাঞ্জাব (b) বাংলা ও পাঞ্জাব (c) বাংলা ও গুজরাট (d) গুজরাট ও রাজস্থান।
28. হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল –
(a) পাঞ্জাব থেকে (b) মহারাষ্ট্র থেকে (c) গুজরাট থেকে (d) জম্মু-কাশ্মীর থেকে।
29. সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে –
(a) ভারতে (b) ইংল্যান্ডে (c) ফ্রান্সে (d) সুইজারল্যান্ডে।
30. ভারতে রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় –
(a) ১৯৮০ খ্রিস্টাব্দে (b) ১৯৮৫ খ্রিস্টাব্দে (c) ১৯৯০ খ্রিস্টাব্দে (d) ১৯৯৫ খ্রিস্টাব্দে।
31. DMK একটি –
(a) জাতীয় দল (b) সাম্প্রদায়িক দল (c) ভাষাভিত্তিক দল (d) এদের কোনোটিই নয়।
32. রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করবেন –
(a) রাষ্ট্রপতি (b) প্রধানমন্ত্রী (c) পরিকল্পনা কমিশন (d) নির্বাচন কমিশন।
33. দলত্যাগ বিরোধী আইন পাশ হয় –
(a) ১৯৮৫ সালে (b) ১৯৮৮ সালে (c) ১৯৯০ সালে (d) ১৯৯৫ সালে।
34. ভারত CTBT-তে স্বাক্ষর করে –
(a) ১৯৭৫ সালে (b) ১৯৭৪ সালে (c) ১৯৮২ সালে (d) এখনও স্বাক্ষর করেনি।
35. ভারত হল মার্কিন কৌশলের লিন্চ পিন বলেছেন –
(a) রেগান (b) বারাক ওবামা (c) জর্জ বুশ (d) এদের কেউই নয়।
36. সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল –
(a) ভারত ও চিনের মধ্যে (b) চিন ও রাশিয়ার মধ্যে (c) ভারত ও পাকিস্তানের মধ্যে (d) ভারত ও বাংলাদেশের মধ্যে।
37. 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে –
(a) ব্রিটেনের (b) আমেরিকার (c) রাশিয়ার (d) অস্ট্রেলিয়ার।
38. ভারত সর্বপ্রথম পারমানবিক বিস্ফোরণ ঘটায় –
(a) ১৯৭৩ সালে (b) ১৯৭৪ সালে (c) ১৯৭৫ সালে (d) ১৯৮০ সালে।
39. শ্রীলঙ্কায় ভারত শান্তিবাহিনী পাঠায় –
(a) ১৯৮৫ সালে (b) ১৯৮৭ সালে (c) ১৯৯১ সালে (d) ১৯৯৮ সালে।
40. “আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই। আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হল শান্তির পক্ষ।” — উক্তিটি করেন –
(a) ইন্দিরা গান্ধি (b) উড্রো উইলসন (c) জওহরলাল নেহরু (d) উইনস্টন চার্চিল।
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশন প্রশ্ন ও উত্তর
Political Science Question Paper – HS 3rd Semester 2025 [WBCHSE]
Set - 2
Class - 12 | Semester - 3
F.M - 40 | Time - 80 Minutes
বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো :
1. জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন –
(a) নাসের (b) নেহেরু (c) টিটো (d) নক্রুমা।
2. SALT-1 স্বাক্ষরিত হয় –
(a) 1972 সালে (b) 1980 সালে (c) 1991 সালে (d) 2002 সালে।
3. দাঁতাত একটি – শব্দ
(a) ল্যাটিন (b) ফরাসি (c) গ্রীক (d) পারসি।
4. ঠাণ্ডা যুদ্ধকে “গরম শান্তি” বলেছেন –
(a) ফ্রিডম্যান (b) বার্নেট (c) ফ্রাঙ্কেল (d) রেমন্ড।
5. প্রথম জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলন হয় –
(a) নতুন দিল্লিতে (b) কায়রোতে (c) বেলগ্রেড (d) লুস্কাতে।
6. A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মিলিয়ে লেখো :
স্তম্ভ - A - স্তম্ভ - B
(a) কোরিয়া যুদ্ধ - (i) 1962
(b) কিউবা সংকট - (ii) 1950
(c) মার্শাল পরিকল্পনা - (iii) 2008
(d) 123 চুক্তি - (iv) 1947
(A) a-ii, b-i, c-iv, d-iii
(B) a-iii, b-ii, c-i, d-iv
(C) a-iv, b-iii, c-ii, d-i
(D) a-iv, b-i, c-ii, d-iii
7. ‘The End of Cold War’ গ্রন্থটির রচয়িতা হলেন –
(a) ক্যালভোকোরেসি (b) হেনরি কিসিঞ্জার (c) রিচার্ড ক্রোকাট (d) ফ্রান্সসিস ফুকোয়ামা।
8. ‘গ্লাসনস্ত’ এর অর্থ হলো –
(a) রাষ্ট্র ও জনগণের উপর কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ হ্রাস
(b) খোলা হাওয়া
(c) বাজার অর্থনীতির প্রবর্তন
(d) অর্থনীতিতে রাষ্ট্রীয় উদ্যোগের ক্ষেত্র সংকোচন।
9. নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা হলো – যথাক্রমে
(a) 10 ও 5
(b) 15 ও 5
(c) 5 ও 10
(d) 10 ও 3
10. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন –
(a) উথান্ট (b) কোফি আন্নান (c) বানকি মুন (d) ট্রিগ-ভি-লি।
11. জাতিপুঞ্জের সঙ্গে সম্পর্কিত নয় এমন একটি সংস্থা হলো –
(a) বিশ্ব ব্যাঙ্ক
(b) সার্ক
(c) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
(d) আন্তর্জাতিক শ্রমসংস্থা।
12. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হলো –
(a) 5 বছর (b) 6 বছর (c) 9 বছর (d) 10 বছর।
13. সম্মিলিত জাতিপুঞ্জের “অর্ধ আইন সভা” হলো –
(a) সাধারণ সভা
(b) নিরাপত্তা পরিষদ
(c) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
(d) কর্মদপ্তর।
14. নিম্নলিখিত বিভাগগুলি কোন সংস্থার অন্তর্গত :
সাধারণ সভা, সচিবালয়, নিরাপত্তা পরিষদ, অচ্ছি পরিষদ
(a) NATO (b) SAARC (c) IMF (d) UNO
15. A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মিলিয়ে লেখো :
স্তম্ভ - A - স্তম্ভ - B
(a) মস্কো সম্মেলন - (i) 1941
(b) তেহেরান সম্মেলন - (ii) 1944
(c) আটলান্টিক সনদ - (ii) 1943
(d) সানফ্রান্সসিস্কো সম্মেলন - (iv) 1945
(A) a-iv, b-iii, c-ii, d-i
(B) a-iii, b-iv, c-ii, d-i
(C) a-iii, b-ii, c-i, d-iv
(D) a-ii, b-iii, c-iv, d-i
16. ‘শান্তির জন্য সম্মিলিত হচ্ছি' প্রস্তাবটি গৃহীত হয় –
(a) 1948 (b) 1950 (c) 1962 (d) 1971।
17. দক্ষিণ এশিয়ার দারিদ্র _____এর দিকে পরিচালিত হচ্ছে,
(a) নিরক্ষরতা (b) জনসংখ্যা বিস্ফোরণ (c) মাইগ্রেশন (d) সন্ত্রাস।
Read More : - Geography 3rd Semester Question Paper 2025 for Class 12 WB Board | দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্নপত্র Sem - 3
18. অ্যান্টি ব্যালিস্টিক মিশাইল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল –
(a) 1969 সালে (b) 1970 সালে (c) 1971 সালে (d) 1972 সালে।
19. পরিবেশগত নিরাপত্তার উদাহরণ হল –
(a) ভূমিকম্প (b) সন্ত্রাসবাদ (c) সামরিক চুক্তি (d) বিশ্ব অর্থনীতি।
20. A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মিলিয়ে লেখো :
স্তম্ভ - A
(a) আত্মবিশ্বাস তৈরির ব্যবস্থা
(b) অস্ত্র নিয়ন্ত্রণ
(c) জোট গঠন
(d) নিরস্ত্রীকরণ
স্তম্ভ - B
(i) নির্দিষ্ট ধরনের অস্ত্র ত্যাগ করা
(ii) দেশগুলির মধ্যে নিয়মিত প্রতিরক্ষা বিষয়ক তথ্য আদান-প্রদানের একটি প্রক্রিয়া
(iii) জাতিগুলির মধ্যে ঐক্য গড়ে তোলা যার আর্থ-সামরিক আক্রমণ প্রতিরোধ করা
(iv) অস্ত্রের উন্নয়নে অধিগ্রহণ নিয়ন্ত্রণ করা
(A) a-i, b-ii, c-iv, d-iii
(B) a-ii, b-iv, c-iii, d-i
(C) a-iv, b-i, c-iii, d-ii
(D) a-iii, b-iv, c-i, d-ii
21. NIA এর পূর্ণরূপ হল –
(a) জাতীয় ইনভেস্টিগেশন এজেন্সি
(b) নৌ তদন্ত সংস্থা
(c) নতুন তদন্ত সংস্থা
(d) জাতীয় তদন্ত সংস্থা।
22. মানব নিরাপত্তা ব্যক্তিদের তাদের হুমকি থেকে সুরক্ষার উপর জোর দেয় –
(a) রাজনৈতিক ক্ষমতা
(b) আর্থ-সামাজিক অবস্থা
(c) জাতীয় পরিচয়
(d) প্রযুক্তিগত অগ্রগতি।
23. 2001 সালে সংসদ হামলার জন্য কোন সন্ত্রাসী সংগঠন দায়ী ছিল?
(a) জইশ-ই-মোহাম্মদ (জেইএম)
(b) হিজবুল মুজাহিদিন
(c) আল কায়েদা
(d) লস্কর-ই-তৈয়বা (এলইটি)।
24. ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় –
(a) 1956 সালে
(b) 1972 সালে
(c) 1971 সালে
(d) 1955 সালে।
25. বিশ্বব্যাপী সব চেয়ে বেশি সংখ্যক শরাণার্থীকে আশ্রয় দেয় –
(a) ভারত
(b) পাকিস্তান
(c) জার্মানি
(d) তুরস্ক।
26. স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়েছিল –
(a) অন্ধ্রপ্রদেশ
(b) বিহার
(c) কর্ণাটক
(d) উত্তর প্রদেশ।
27. ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় –
(a) 15ই আগস্ট 1947
(b) ডিসেম্বর 1946
(c) 26 শে জানুয়ারি 1950
(d) 18ই জুলাই 1947 সাল।
28. 1946-47 সালে হায়দ্রাবাদের নিজাম ছিলেন –
(a) নাজম-উদ-দৌলা
(b) বিলায়ত আলি
(c) মীর ওসমান আলি
(d) কাসিম রাজভি।
29. ভারতের সার্বজনীন ভোটাধিকার কার্যকর হয়েছে –
(a) 1946
(b) 1951
(c) 1952
(d) 1953
30. ভারতে জনপ্রতিনিধিত্ব আইন প্রনীত হয় –
(a) 1949
(b) 1950
(c) 1951
(d) 1955
31. রাজনৈতিক দলকে “শ্রেণি স্বার্থের রক্ষক” বলেন –
(a) উদারনীতিবাদীরা
(b) মার্কসবাদীরা
(c) সমাজতন্ত্রীরা
(d) গান্ধিবাদীরা।
32. ভারতের কমিউনিস্ট পার্টি দ্বিধাবিভক্ত হয় –
(a) 1957
(b) 1962
(c) 1964
(d) 1977।
33. ভারতীয় সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে –
(a) 324 নং
(b) 352 নং
(c) 356 নং
(d) 360 নং ধারায়।
34. চিন তিব্বত আক্রমণ করে –
(a) 1949 সালে
(b) 1950 সালে
(c) 1952 সালে
(d) 1953 সালে।
35. CTBT স্বাক্ষরিত হয়েছিল –
(a) 1951 সালে
(b) 1952 সালে
(c) 1996 সালে
(d) 1997 সালে।
36. ‘পোখরান-2’ পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল –
(a) লাফিং বুদ্ধ
(b) স্মাইলিং বুদ্ধ
(c) অপারেশন গবেষনা
(d) অপারেশন শক্তি।
37. ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারত-রাশিয়ার সহযোগীতামূলক প্রচেষ্টায় গড়ে উঠেছে?
(a) কুদানকুলাম বিদ্যুৎ কেন্দ্র (কেরল)
(b) কিয়াগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (কর্ণাটক)
(c) কাকরাপাড় পারমাণবিক কেন্দ্র (গুজরাট)
(d) কালপাক্কাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (তামিলনাডু)।
38. বাংলাদেশ ও ভারতের মধ্যে শান্তি-মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় –
(a) 1971
(b) 1972
(c) 1973
(d) 1975।
39. সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল –
(a) ভারত ও বাংলাদেশের মধ্যে
(b) ভারত ও পাকিস্তানের মধ্যে
(c) ভারত ও রাশিয়ার মধ্যে
(d) ভারত ও আমেরিকার মধ্যে।
40. ভারত ও চিনের মধ্যে সীমান্ত যুদ্ধ সংঘটিত হয় –
(a) 1960 সালে
(b) 1962 সালে
(c) 1965 সালে
(d) 1965 সালে।
'
Enter Your Comment