Economics Question Paper 2025 Class 12 Semester 3 WBCHSE PDF
West Bengal Board Class 12 Sem 3 Economics Question Paper
Class 12 Economics Semester 3 Question Paper 2025 হল উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণ উপকরণ। এই Model Question Paper ও PDF Download এর মাধ্যমে ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি নিতে পারে। WBCHSE কর্তৃক প্রণীত এই Class 12 3rd Semester Economics Question Paper শিক্ষার্থীদের বিভিন্ন অধ্যায় পুনরাভ্যাস, সম্ভাব্য প্রশ্নের ধরন বোঝা এবং সঠিকভাবে উত্তর দেওয়ার কৌশল শেখায়। English Medium ও Bengali Medium উভয় বিভাগের শিক্ষার্থীদের জন্যই এই Economics Question Paper 2025 Class 12 PDF একটি নির্ভরযোগ্য সহায়ক।
Class 12 Economics Semester 3 Model Question Paper with Answers PDF Download
Class 12 Economics Semester 3 Model Question Paper PDF
Set - 1
Class - 12 | Semester - 3
F.M - 40 | Time - 90 Minutes
বিভাগ – ‘ক’
A. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1 x 40 = 40
1. মূলধনের মজুত ভাণ্ডারের বৃদ্ধির পরিমাণ নির্দেশ করে—
(a) আয় (b) ব্যয় (c) বিনিয়োগ (d) সঞ্চয়
2. জাতীয় আয় একটি—
(a) প্রবাহ (b) মজুত (c) বাস্তব ধারণা (d) কোনোটিই নয়
3. NNP = GNP – ____ ব্যয়।
(a) মূলধনি (b) ভোগ (c) অবচয় (d) কোনোটিই নয়
4. জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায়—
(a) বাস্তব আয় (b) মিশ্র আয় (c) মাথাপিছু আয় (d) কোনোটিই নয়
5. প্রান্তিক ভোগপ্রবণতা (MPC) এর মান 0.6 হলে বিনিয়োগ গুণকের মান হবে—
(a) 2.5 (b) 4 (c) 3.5 (d) 10
6. গড় ভোগ প্রবণতা (APC) ও গড় সঞ্চয় প্রবণতা (APS)-এর যোগফলের মান হয়—
(a) 0 (b) 1 (c) 5 (d) কোনোটিই নয়
7. বাণিজ্য উদ্বৃত্ত হলো—
(a) সেবা কার্যের আমদানি ও রপ্তানির পার্থক্য
(b) সেবা কার্যের সামগ্রিক রপ্তানি ও আমদানির মধ্যে পার্থক্য
(c) দ্রব্যের রপ্তানি ও আমদানির মধ্যে পার্থক্য
(d) চলতি ঋণ ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য
8. দুটি দেশের অর্থ যে হারে পরস্পরের সঙ্গে বিনিময় হয় তাকে বলে—
(a) বিনিয়োগের হার (b) উদ্বৃত্তের হার (c) বিনিময় হার (d) কোনোটিই নয়
9. GDP হ্রাসক সূত্রটি হলো—
(a) (প্রকৃত GDP / আর্থিক GDP) × 100
(b) (আর্থিক GDP / বর্তমান দাম) × 100
(c) (বর্তমান বাজারমূল্যে GDP / ভিত্তি বছরের বাজারমূল্যে GDP) × 100
(d) (আর্থিক GDP – প্রকৃত GDP) / 100
10. নিচের কোনটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়—
(a) মজুরি (b) স্বনিযুক্ত ব্যক্তির আয় (c) মূলধনী লাভ (d) খাজনা
11. বিনিয়োগ গুণক এর মান হলো—
(a) 1
(b) 1 / (1 – MPC)
(c) APC
(d) MPC / (1 – MPS)
12. নিচের কোনটি হস্তান্তর পাওনা নয়—
(a) বার্ধক্য ভাতা (b) বেকার ভাতা (c) দান (d) জাতীয় ঋণের সুদ
13. ভারসাম্য জাতীয় আয়ের অন্যতম শর্ত হলো—
(a) MPC > 1
(b) MPC < 0
(c) 0 < MPC < 1
(d) MPC = a
15. লেনদেন উদ্বৃত্ত ঘাতের সংখ্যা হলো—
(a) 2টি (b) 3টি (c) 4টি (d) কোনোটিই নয়
16. উপাদান মূল্যে NNP হলো—
(a) বাজার মূল্যে NNP – (পরোক্ষ কর + ভরতুকি)
(b) বাজার মূল্যে NNP – পরোক্ষ কর
(c) বাজার মূল্যে NNP – (পরোক্ষ কর – ভরতুকি)
(d) কোনোটিই নয়
16. সমতা বাজেটের গুণকের মান হয়—
(a) 2 (b) 1 (c) 0 (d) কোনোটিই নয়
17. নিচের বিবৃতি এবং কারণ পড়ো :
বিবৃতি – ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় হলো বন্ধ অর্থনীতির দুটি উপাদান।
কারণ – সামগ্রিক চাহিদা রেখাটি মূলবিন্দুগামী এবং ঋণাত্মক ঢালবিশিষ্ট।
(a) উভয়ই সত্য এবং কারণটি সঠিক ব্যাখ্যা
(b) উভয়ই সত্য কিন্তু ব্যাখ্যা সঠিক নয়
(c) বিবৃতি সত্য কিন্তু কারণ মিথ্যা
(d) বিবৃতি মিথ্যা কিন্তু কারণ সত্য
18. ধরা যাক কোনো দেশে বাণিজ্য উদ্বৃত্তে ঘাটতি 5000 cr হয়, আমদানির পরিমাণ 10000 cr হলে রপ্তানির পরিমাণ কত হবে?
(a) 6000 cr (b) 5000 cr (c) 4000 cr (d) 15000 cr
19. মিতব্যয়িতার ধাঁধাঁ (Paradox of thrift) হলো—
(a) আয় বাড়লে সঞ্চয় বাড়ে
(b) আয় বাড়লে সঞ্চয় কমে
(c) ব্যক্তিগত সঞ্চয় প্রবণতা বাড়লে সামগ্রিক সঞ্চয় কমে
(d) ব্যক্তিগত সঞ্চয় প্রবণতা বাড়লে সামগ্রিক সঞ্চয় বাড়ে
20. সরকারি ক্ষেত্রসমেত বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক চাহিদা হবে—
(a) C + I
(b) C + I + G
(c) C + I + G + X
(d) C + I + G + (X – M)
Read More : - Class 12 Sem 3 Political Science MCQ Paper 2025 – WBCHSE PDF Download | দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা 2025
21. “Drain Theory” এর প্রবক্তা কে?
(a) রাজা রামমোহন রায় (b) সর্দার বল্লভভাই প্যাটেল (c) দাদাভাই নৌরজি (d) জহরলাল নেহেরু
22. ব্রিটিশ যুগে ভারতীয় হস্তশিল্পের ক্রমাবনতির প্রধান কারণ হলো—
(a) স্বল্পমূল্যের যন্ত্রজাত দ্রব্য
(b) বৈষম্যমূলক শুল্কনীতি
(c) A ও B উভয়ই
(d) কোনোটিই নয়
23. কোন সালে ভারতে প্রথম উচ্চফলনশীল বীজের ব্যবহার শুরু হয়?
(a) 1967 (b) 1978 (c) 1966 (d) 1991
24. Great Proletarian Culture বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন—
(a) Mao Zedong (b) জওহরলাল নেহেরু (c) মহাত্মা গান্ধী (d) মোহাম্মদ আলি জিন্নাহ
25. বিবৃতি ও কারণ :
বিবৃতি – ব্রিটিশ শাসনে ভারতীয় অর্থনীতি কৃষিনির্ভর ছিল।
কারণ – কৃষিক্ষেত্রে সরকারি উদ্যোগের অভাব, নগদ শষ্যের উৎপাদন বৃদ্ধি, জমিদারের কর আদায়, দেশভাগের প্রভাব।
(a) বক্তব্য a সত্যি, b মিথ্যা
(b) বক্তব্য a মিথ্যা, b মিথ্যা
(c) উভয় বক্তব্যই সত্য
(d) উভয় বক্তব্যই মিথ্যা
26. ব্রিটিশ সময়ে ভূমিস্বত্ব কত ভাগে বিভক্ত ছিল—
(a) 2 (b) 3 (c) 4 (d) 5
27. 1990 সালে ভারত ও চিনের উন্নয়ন পরিকল্পনার মিল কী?
(a) উভয়ই বয়স কাঠামোতে নজর দিয়েছিল
(b) উভয়ই উদার অর্থনীতির দিকে নজর দিয়েছিল
(c) উভয়ই মুদ্রার অবমূল্যায়ন করেছিল
(d) কোনোটিই নয়
28. পেশাগত কাঠামো হলো—
(a) বিভিন্ন প্রকার পেশায় নিযুক্ত জনসংখ্যার প্রকৃতি
(b) কর্মক্ষম জনসংখ্যার আয়তন
(c) ক্ষেত্রভিত্তিক শ্রমশক্তির শতাংশ
(d) দেশের মোট জনসংখ্যা
30. ভারতে ভূমিসংস্কার কর্মসূচির উদ্দেশ্য—
(a) কৃষিতে উৎপাদনশক্তি বৃদ্ধি
(b) আয় বৈষম্য হ্রাস
(c) A ও B উভয়ই
(d) কোনোটিই নয়
31. ভারতে সবুজ বিপ্লবের প্রথম পর্যায়ের সাফল্য সীমিত ছিল—
(a) পশ্চিমবঙ্গ (b) কেরালা (c) পাঞ্জাব (d) গুজরাট
32. “অপারেশন বর্গা”র উদ্দেশ্য—
(a) কৃষকদের অধিকার সুরক্ষিত করা
(b) শিল্পপতিদের অধিকার সুরক্ষা করা
(c) প্রযুক্তিকে প্রাধান্য দেওয়া
(d) কোনোটিই নয়
32. ছদ্মবেশী বেকারত্বের প্রান্তিক উৎপাদন ক্ষমতা—
(a) ধনাত্মক (b) ঋণাত্মক (c) শূন্য (d) কোনোটিই নয়
33. MGNREGA প্রকল্পের উদ্দেশ্য—
(a) শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করা
(b) খাদ্য নিরাপত্তা প্রদান
(c) বছরে কর্মক্ষম ব্যক্তিকে 100 দিনের কর্মসংস্থান দেওয়া
(d) মজুরি হারের নিরাপত্তা প্রদান
34. সবুজ বিপ্লবের আগে (1960) ভারত খাদ্যশস্য যোগানের জন্য নির্ভর করত—
(a) মার্কিন যুক্তরাষ্ট্র (b) সোভিয়েত ইউনিয়ন (c) ব্রিটেন (d) জাপান
35. স্বাধীনতার পরে জাতীয় আয়ে সরকারি ক্ষেত্রের অবদান—
(a) বৃদ্ধি পেয়েছে (b) হ্রাস পেয়েছে (c) স্থির আছে (d) কোনোটিই নয়
36. ভারতীয় অর্থনীতির শিরদাঁড়া বলা হয়—
(a) শিল্পকে (b) কৃষিকে (c) সেবা ক্ষেত্রকে (d) আন্তর্জাতিক বাণিজ্যকে
37. উৎপাদন বৃদ্ধির হারের সাথে নিয়োগ বৃদ্ধি সমহারে না হলে তাকে বলা হয়—
(a) বেকারত্ব (b) সমৃদ্ধি (c) নিয়োগহীন বৃদ্ধি (d) কোনোটিই নয়
38. ভারতে খাদ্য নিরাপত্তাহীনতার মূল কারণ—
(a) প্রযুক্তি (b) মৌসুমের উপর নির্ভরতা (c) দক্ষ শ্রমিকের অভাব (d) সরকারি নিষ্ক্রিয়তা
39. বর্তমানে ভারতে জাতীয় আয়ের হিসাব করে কোন সংস্থা?
(a) NSO (b) CSO (c) NSS (d) NCC
40. স্বাধীনতার পর জাতীয় আয় বৃদ্ধির হ্রাসের কারণ—
(a) জনসংখ্যা বৃদ্ধি (b) কৃষিনির্ভরতা (c) নিম্নমানের প্রযুক্তি (d) সবগুলিই
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক অর্থনীতি সাজেশন 2025
Class 12 Economics Semester 3 Model Question Paper PDF
Set - 2
Class - 12 | Semester - 3
F.M - 40 | Time - 90 Minutes
A. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1 × 40 = 40
1. যে অর্থনীতিতে অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক দিক পর্যালোচনা করা হয় তাকে বলে –
(a) ব্যষ্টিগত অর্থনীতি
(b) ব্যক্তিগত অর্থনীতি
(c) সমষ্টিগত অর্থনীতি
(d) জনকল্যাণমূলক অর্থনীতি
2. যে অর্থনীতিতে নিজের দেশের মধ্যে দ্রব্যসামগ্রী ও সেবার লেনদেনের সম্পর্ক গড়ে ওঠে সেই অর্থনীতিকে বলে –
(a) বদ্ধ অর্থনীতি
(b) খোলা অর্থনীতি
(c) আন্তর্জাতিক অর্থনীতি
(d) জনকল্যাণমূলক অর্থনীতি
3. জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় –
(a) মাথাপিছু আয়
(b) NNP
(c) প্রকৃত আয়
(d) আর্থিক আয়
4. জাতীয় আয় পরিমাপের সময় নীচের কোনটি অন্তর্ভুক্ত হয় না?
(a) হস্তান্তর প্রদান
(b) বেআইনি কাজকর্ম থেকে আয়
(c) মূলধনী লাভ
(d) সবকটি
5. নীচের কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়? –
(a) মূল্য সংযোজন পদ্ধতি
(b) উৎপাদন পদ্ধতি
(c) আয় পদ্ধতি
(d) অর্থের জোগান পদ্ধতি
6. আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার সময় নীচের কোনটিকে ধরা হয় না?
(a) খাজনা
(b) মিশ্র আয়
(c) কর্মচারীদের পেনশন
(d) অবণ্টিত মুনাফা
7. মুক্ত অর্থব্যবস্থায় সরকারি আয়-ব্যয় থাকলে নীচের কোনটি জাতীয় ব্যয়ের সমান?
(i) C+I+G+X+M
(ii) C+I+G-X+M
(iii) C+I+G+X-M
(iv) C+I-G-X-M
8.
স্তম্ভ I –
(A) উৎপাদন পদ্ধতি
(B) আয় পদ্ধতি
(C) ব্যয় পদ্ধতি
(D) অন্তর্বর্তী দ্রব্য
স্তম্ভ II –
(i) ব্যয়ের ভিত্তিতে জাতীয় আয় গণনা
(ii) বিভিন্ন খাতে যোগফলভিত্তিক মূল্য নির্ধারণ
(iii) ব্যক্তিগত ও কর্পোরেট আয়ের যোগফল
(iv) দ্বি-গণনার ভুল এড়াতে বাদ দেওয়া হয়
বিকল্প :
(a) a- ii b- iii c-i d- iv
(b) a- iii b- i c-ii d-iv
(c) a- i b- ii c-iii d-iv
(d) a- iv b- ii c- i d-iii
9. কেইনসের মতে, ভোগ অপেক্ষকটি হল –
(i) C = f(M)
(ii) C = f(r)
(iii) C = f(Y)
(iv) C = f(A)
10. কেইনসীয় ভোগ অপেক্ষকের সমীকরণ রূপ হল –
(i) C = a
(ii) C = by
(iii) C = a + by
(iv) কোনোটিই নয়
11. কেইনসের স্বল্পকালীন ভোগ অপেক্ষক কোনটি নির্দেশ করে?
(i) APC = MPC
(ii) APC < MPC
(iii) APC > MPC
(iv) APC + MPC = 1
12. সরল কেইনসীয় মডেলে, আয়স্তর ভারসাম্যে থাকবে যখন –
(a) প্রকৃত সঞ্চয় = প্রকৃত বিনিয়োগ
(b) পরিকল্পিত সঞ্চয় = পরিকল্পিত বিনিয়োগ
(c) ভোগব্যয় = সঞ্চয়
(d) ভোগব্যয় = বিনিয়োগ ব্যয়
13. মনে করো লোকে বর্ধিত আয়ের সবটাই সঞ্চয় করছে। সেক্ষেত্রে কোনটি ঠিক? –
(i) MPC = 0 এবং MPS = 1
(ii) MPC = 0 এবং MPS = 0
(iii) MPC = 1 এবং MPS = 1
(iv) MPC = 1 এবং MPS = 0
14. সরল কেইনসীয় মডেলে ভারসাম্য স্থায়ী হবে যদি C+I রেখা –
(a) 45° লাইনকে উপর থেকে ছেদ করে
(b) 45° লাইনকে নীচের থেকে ছেদ করে
(c) 45° লাইনের উপর সমাপতিত হয়
(d) 45° লাইনের সঙ্গে সমান্তরাল হয়
15. যদি স্বয়ম্ভূত বিনিয়োগ 100 টাকা বাড়ে এবং যদি প্রান্তিক ভোগ প্রবণতা 0.6 হয়, তাহলে ভারসাম্য আয়স্তর কতটা বাড়বে?
(a) 100 টাকা
(b) 600 টাকা
(c) 250 টাকা
(d) 500 টাকা
16. বিবৃতি A : দেশের মোট ভোগব্যয়কে জাতীয় আয় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলে প্রান্তিক ভোগ প্রবণতা।
বিবৃতি B : প্রান্তিক ভোগ প্রবণতার মান শূন্য এবং একের মধ্যে অবস্থান করে।
(a) A মিথ্যা কিন্তু B সত্য
(b) A সত্য কিন্তু B মিথ্যা
(c) A এবং B দুটি মিথ্যা
(d) A এবং B দুটি সত্য
17. বাণিজ্য উদ্বৃত্তে ধনাত্বক বলতে বোঝায় –
(a) রপ্তানি > আমদানি
(b) আমদানি > রপ্তানি
(c) অদৃশ্য দফার রপ্তানি > আমদানি
(d) দৃশ্য দফার রপ্তানি > আমদানি
18. নীচের কোন লেনদেন BOP-র চলতি খাতে অন্তর্ভুক্ত হয়?
(a) বিদেশে ঋণ প্রদান
(b) বিদেশ থেকে ঋণ গ্রহণ
(c) অদৃশ্য দফায় রপ্তানি ও আমদানি
(d) বিদেশি বিনিয়োগ
19. মন্তব্য A : দেশটির বাণিজ্য উদ্বৃত্তে সমতা থাকে।
যুক্তি R : দেশের দৃশ্য আমদানির মোট মূল্য = দৃশ্য রপ্তানির মোট মূল্য।
বিকল্প :
(a) A সত্য কিন্তু R সত্য নয়
(b) A এবং R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
(c) A সত্য কিন্তু R মিথ্যা
(d) A এবং R উভয়ই মিথ্যা
20. যখন আন্তর্জাতিক বাজারে দেশীয় মুদ্রা বিদেশি মুদ্রার সাপেক্ষে বেশি মূল্য অর্জন করে, সেই অবস্থাকে বলা হয় –
(a) Depreciation
(b) অবিমূল্যায়ন
(c) Devaluation
(d) এগুলির কোনোটাই নয়
Read More : - Class 12 English Model Question Paper – WBCHSE 3rd Semester | দ্বাদশ শ্রেণীর ইংরেজি প্রশ্নপত্র Sem - 3
21. ভারতে যে বছর রেলপথ চালু হয় –
(a) 1850
(b) 1853
(c) 1854
(d) 1855
22. স্বাধীনতার প্রাক্কালে ভারতের জনসংখ্যার বৈশিষ্ট্য –
(a) স্বল্প সাক্ষরতা, স্বল্প মৃত্যুহার, উচ্চ আয়ু
(b) উচ্চ সাক্ষরতা, উচ্চ মৃত্যুহার, নিম্ন আয়ু
(c) স্বল্প সাক্ষরতা, উচ্চ মৃত্যুহার, উচ্চ আয়ু
(d) স্বল্প সাক্ষরতা, উচ্চ মৃত্যুহার, নিম্ন আয়ু
23. ঘটনাগুলির কালানুক্রম –
(a) বিরাট বিভাজনের বছর
(b) বাংলার মহাদুর্ভিক্ষ
(c) বোম্বাই–থানে প্রথম রেলযাত্রা
(d) সুয়েজ খাল খোলা
(i) d, b, a, c
(ii) a, d, c, b
(iii) b, c, d, a
(iv) b, a, d, c
24. ভারতের অর্থনৈতিক সম্পদের নিষ্কাশন তত্ত্বের প্রবক্তা –
(a) দাদাভাই নওরোজি
(b) কেইনস
(c) স্যামুয়েলসন
(d) ফ্রিডম্যান
25. উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রাথমিক ক্ষেত্রের কর্মসংস্থান হ্রাস পায় এবং মাধ্যমিক ও সেবা ক্ষেত্রে বৃদ্ধি পায়। এই তত্ত্ব –
(a) ক্লার্ক-ফিসার তত্ত্ব
(b) জোর ধাক্কার তত্ত্ব
(c) দারিদ্র্যের দুষ্টচক্র তত্ত্ব
(d) কোনোটিই নয়
26. কোন কার্যাবলী মাধ্যমিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত নয়?
(a) শিল্প
(b) গ্যাস
(c) বিদ্যুৎ
(d) পশুপালন
27. কোন বেকারত্বে শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য?
(a) প্রচ্ছন্ন বেকারত্ব
(b) অনিচ্ছাকৃত বেকারত্ব
(c) মরশুমি বেকারত্ব
(d) কাঠামোগত বেকারত্ব
28.
বিবৃতি-1 : HDI মান 1 এর বেশি হতে পারে।
বিবৃতি-2 : মানব উন্নয়নের সূচক = তিনটি নির্দেশকের যৌগিক গড়।
(a) উভয়ই সত্য
(b) উভয়ই মিথ্যা
(c) 1 সত্য, 2 মিথ্যা
(d) 2 সত্য, 1 মিথ্যা
29. শহরাঞ্চলের বেকারত্ব হলো –
(i) মরশুমি
(ii) ছদ্মবেশি
(iii) প্রচ্ছন্ন
(iv) কাঠামোগত
30. যে ব্যক্তি এক বছর বা তার বেশি সময় বেকার থাকে তাকে বলা হয় –
(a) সাপ্তাহিক বেকারত্ব
(b) স্বাভাবিক বেকারত্ব (U.S)
(c) দৈনিক বেকারত্ব
(d) ইচ্ছাকৃত বেকারত্ব
31. চিনের অর্থনৈতিক সংস্কার শুরু হয় –
(a) 1978
(b) 1988
(c) 1990
(d) 1991
32. চিনে GLF (Great Leap Forward) শুরু হয় –
(a) 1956
(b) 1958
(c) 1962
(d) 1968
33. ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল –
(a) দ্বিতীয় পরিকল্পনায়
(b) তৃতীয় পরিকল্পনায়
(c) চতুর্থ পরিকল্পনায়
(d) প্রথম পরিকল্পনায়
34. অপারেশন বর্গা শুরু হয় –
(a) 1965
(b) 1978
(c) 1985
(d) 1991
35. সবুজ বিপ্লবে ভারতের কোন রাজ্য সবচেয়ে উপকৃত হয়েছিল?
(a) পাঞ্জাব
(b) বিহার
(c) পশ্চিমবঙ্গ
(d) তামিলনাড়ু
36. ভারতীয় কৃষির স্বল্প উৎপাদনশীলতার প্রযুক্তিগত কারণ নয় –
(a) পুরোনো উৎপাদন পদ্ধতি
(b) অপ্রতুল জলসেচ
(c) কৃষকের আর্থিক সমস্যা
(d) কৃষি গবেষণায় অবহেলা
37. ভারতের ভূমিসংস্কার কার্যসূচির মূল নীতি নয় –
(a) মধ্যস্বত্বভোগীর বিলোপ
(b) প্রজাস্বত্ব সংস্কার
(c) শিল্প সংস্কার
(d) জোতের সর্বোচ্চ সীমা নির্ধারণ
38. NABARD এর পূর্ণ রূপ –
(a) কৃষি ও গ্রাম উন্নয়নের জন্য জাতীয় ব্যাঙ্ক
(b) বাণিজ্যিক ব্যাঙ্ক
(c) গ্রামীণ ব্যাঙ্ক
(d) শিল্প উন্নয়ন ব্যাঙ্ক
39. PDS এর পূর্ণরূপ –
(i) Public Distribution Scheme
(ii) Public Distribution System
(iii) Private Distribution System
(iv) Private Distribution Scheme
40. বিবৃতি (A): সবুজ বিপ্লবে ভারতের খাদ্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।
কারণ (R): উন্নত বীজ, সেচ, সার ব্যবহারের ফলে উৎপাদন বেড়েছিল।
(i) উভয়ই সঠিক এবং R সঠিক ব্যাখ্যা
(ii) উভয়ই সঠিক কিন্তু R সঠিক ব্যাখ্যা নয়
(iii) A সঠিক, R ভুল
(iv) A ভুল, R সঠিক
Enter Your Comment