WBCHSE ক্লাস 11 জীববিজ্ঞান সেমিস্টার 2 মডেল প্রশ্নপত্র 2026
WBCHSE Class XI Biology Suggestion 2026
পরীক্ষার্থীদের আরও ভালো প্রস্তুতির জন্য এখানে দেওয়া হলো সম্পূর্ণ WBCHSE Class XI Biology Suggestion 2026, যেখানে সব গুরুত্বপূর্ণ টপিক ভিত্তিক সম্ভাব্য প্রশ্ন ও উত্তর অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থীরা সহজেই পেতে পারেন WBCHSE Class 11 Biology Question Paper PDF এবং উত্তর সহ একাদশ শ্রেণীর জীববিজ্ঞান সাজেশন, যা পরীক্ষার আগে পুনরাবৃত্তির জন্য অত্যন্ত কার্যকর। পাশাপাশি রয়েছে West Bengal Board Class Eleven Biological Science Suggestion 2026 এবং WB HS Class XI Biology Suggestion 2026 Download লিংক, যাতে পরীক্ষার্থীরা যেকোনো সময় তাদের প্রস্তুতি আরও শক্তিশালী করতে পারেন। দ্বিতীয় সেমিস্টারের জন্য উল্লেখযোগ্য প্রশ্ন পাওয়া যাবে উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণী জীববিদ্যা দ্বিতীয় সেমেস্টার প্রশ্ন ও উত্তর, HS 2nd Semester Biology Suggestion, এবং WBCHSE Class 11 Biology Question Paper PDF–এর মাধ্যমে, যা সম্পূর্ণ WBCHSE বোর্ডের নির্দেশিকা ও প্রশ্নপত্রের ধরন অনুসারে সাজানো।
একাদশ শ্রেণীর জীববিদ্যা দ্বিতীয় সেমেস্টার সাজেশন
Set - 1
TIME- 2 HOUR ।। F.M= 35
Group-A
A. অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (2*7=14)
1) Rigor Mortis বলতে কি বোঝো? (2)
2) Buffalo torso (বাফেলো টরসো) কি? (2)
অথবা
CCK হরমোনের উৎসস্থল ও কাজ লেখ । (1+1)
3) জীবনের বৃক্ষ কাকে এবং কেন বলে? (1+1)
4) পলিনেফ্রাইটিস ও গ্লোমেরিউলোনেফ্রাইটিসের পার্থক্য লেখ দুটি।(1+1)
অথবা
জোঁকের কামড় রক্ততঞ্চনে বাঁধা দেয় কেন? (2)
5) মাইসিল ও কাইলোমাক্রন কি? (1+1)
6) Quantum Requirement (কোয়ান্টাম চাহিদা) এবং Quantum Yeild (কোয়ান্টাম ইলড) কি? (1+1)
7) Oxidative Decarboxy (অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন) বলতে কী বোঝো? (2)
Group-B
B. রচনাধর্মী প্রশ্ন উত্তর (21)
1) পত্ররন্ধ উন্মোচনে স্টাচ শর্করা মতবাদ লেখ। (2+3)
2) আলো ও অন্ধকারের উপস্থিতিতে পত্ররন্ধ উন্মোচন পদ্ধতির প্রবাহচিত্র লেখ। ( 1+3)
3) ফ্যাটি এসিডের বিটা জারণ কি? বিটা জারণ পদ্ধতিটি রাসায়নিক বিক্রিয়াসহ আলোচনা কর। ক্লোরাইড শিফট কী? শিরা রক্তে ও ধমনীর রক্তে অক্সিজেন পরিবহন আলোচনা করস। (2+3)
অথবা,
মুত্র উৎপাদান পদ্ধতি আলোচনা কর। EEP কী? (3+2)
4) Viviparous Germination কী? বাসন্তীকরণের গুরুত্ব লেখো। (2+2)
অথবা,
C4 চক্রের বিক্রিয়াপথের প্রবাহ চিত্র লেখ । এবং C4 উদ্ভিদ কি? (3+1)
5) 6 মাস বয়সের আগে শিশুকে ভাত খাওয়ানো হয় না কেন? এক্সোপেপেটাইডেজ ও এন্ডোপেপটাইডেজ কী? (1+2)
একাদশ শ্রেণীর জীববিদ্যা প্রশ্নউত্তর ও PDF ডাউনলোড
Set - 2
TIME- 2 HOUR ।। F.M= 35
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :- 2 × 4 = 8
১) হিল বিক্রিয়া বলতে কী বোঝো? সালোকসংশ্লেষে ব্যবহৃত হিল বিকারক কোনটি? 1 + 1
অথবা
দুধ থেকে দই প্রস্তুতিতে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি ব্যবহৃত হয়, তার নাম লেখো। সন্ধানজাত দুটি খাদ্যদ্রব্যের নাম লেখো।
২) প্রদত্ত ক্ষেত্রে ক্রিয়াশীল উদ্ভিদ হরমোনগুলিকে শনাক্ত করো—
a) গ্যাসীয় উদ্ভিদ হরমোন
b) ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন
c) দ্বিবীজপত্রী আগাছানাশকারী হরমোন
d) দীর্ঘদিবা উদ্ভিদে পুষ্প প্রস্ফুটনে সাহায্যকারী হরমোন
৩) একজন শিশু ও একজন পরিণত মানুষের দন্তসংকেতটি লেখো। 1 + 1
অথবা
নিষ্ক্রিয় বায়ু কী? ফুসফুসে সিলিকার প্রবেশের ফলে কোন রোগ হয়? 1 + 1
৪) রক্ত ও লসিকার দুটি পার্থক্য লেখো।
Section – B
নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :- 3 × 6 = 18
১) ‘z-scheme’ কী? সালোকসংশ্লেষের আলোকদশার ‘z’ নকশাটি শব্দচিত্রের মাধ্যমে উল্লেখ করো। 1 + 2
অথবা
ছকের সাহায্যে উদ্ভিদদেহে সংঘটিত CAM বিক্রিয়াপথটি উপস্থাপন করো।
২) শ্বসনে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম (ETS)-এর ভূমিকা লেখো। লোহিত রক্তকণিকায় ক্রেবস চক্র ঘটেনা কেন? 2 + 1
অথবা
জারণমূলক ফসফোরিভবন (oxidative phosphorylation) কাকে বলে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ATP-এর সঙ্গে কোন পদার্থ উৎপন্ন হয়? 1 + 1
৩) আলোকপর্যায়বৃত্তি বা ফটোপিরিওডিজম কী? আলোকপর্যায়বৃত্তির গুরুত্ব সংক্ষেপে উল্লেখ করো।
1 + 2
৪) পুষ্টিকতন্ত্রে স্নেহপদার্থের শোষণ পদ্ধতিটি লেখো। 3
অথবা
কৃত্রিম বৃক্ক বা হিমোডায়ালাইজার কী? এর ব্যবহারিক প্রয়োগ বা কাজ লেখো। 1 + 2
৫) পেশিকঙ্কালতন্ত্রে প্রদত্ত তিনটি গোলযোগের কারণগুলি লেখো—
a) মায়েস্থেনিয়া গ্রেভিস
b) মাসকুলার ডিস্ট্রফি
c) আর্থ্রাইটিস
অথবা
তৃতীয় ও অষ্টম করোটীয় স্নায়ুর নাম ও তাদের কাজ লেখো। হাইপোথ্যালামাসের কাজ লেখো।
৬) ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাস রোগের জন্য দায়ী নির্দিষ্ট হরমোন দুটির নাম উল্লেখ করো। হৃদসংবহনতন্ত্রের উপর অ্যাড্রিনালিন হরমোনের একটি প্রভাব লেখো। 2 + 1
Section – C
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :- 4 × 1 = 4
১) 6CO₂ + 12H₂O → C₆H₁₂O₆ + 6H₂O + 6O₂ ↑
a) উপরোক্ত সমীকরণটি কিসের সামগ্রিক সমীকরণ?
b) এই প্রক্রিয়াতে উৎপন্ন O₂-এর উৎস কী?
c) এই প্রক্রিয়াতে ব্যবহৃত কাঁচামাল কোনগুলি?
d) এই প্রক্রিয়াটি কোন কোশীয় অঙ্গানুতে সংঘটিত হয়?
অথবা
প্রদত্ত শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও :
Section – D
২) চিত্রটি দেখে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও :- 5 × 1 = 5
a) চিত্রে দেখানো রোগটিকে শনাক্ত করো। পাথরের রাসায়নিক গঠন লেখো।
b) কোন অঙ্গ থেকে এই পাথরের ক্ষরণটি ক্ষরিত হয়?
c) হরমোনের ফিডব্যাক পদ্ধতি দ্বারা বৃক্কের কাজ নিয়ন্ত্রিত হয়। কীভাবে এই হরমোন বৃক্কের কার্য নিয়ন্ত্রণ করে, তা লেখো। 2 + 1 + 2
অথবা
প্রদত্ত লেখচিত্রটি দেখো এবং প্রশ্নগুলির উত্তর দাও :
a) প্রদত্ত লেখচিত্রটি দ্বারা কী বোঝায়?
b) প্রদত্ত লেখচিত্রটি দ্বারা কিভাবে কোনো মানুষের হৃদস্পন্দনের হার মাপা হয়?
c)
i) প্রদত্ত লেখচিত্রের কোন বিন্দুর সাহায্যে SA নোডের সক্রিয়করণ বোঝানো হয়?
ii) প্রদত্ত লেখচিত্রে B ও C দ্বারা কী নির্দেশিত হয়?
d) প্রদত্ত লেখচিত্রটির গুরুত্ব লেখো।

.jpg)



Enter Your Comment