উচ্চমাধ্যমিক পদার্থ বিদ্যা অধ্যায়ভিত্তিক সাজেশান 2026 | Semester 2 Physics
WB Class 11 Physics Suggestions 2026 | West Bengal Class 11 Semester 2 Physics Model Paper
Class 11 Physics Sem 2 Chapter - Wise লাগলে WhatsApp করুন : - 8337875981 (Price : - 50 Rupees) শুধুমাত্র প্রশ্ন থাকবে অধ্যায়ভিত্তিক ।
অধ্যায়ঃ ৬
প্রতিটি প্রশ্নের মান : 2
1. মুক্তিবেগ কাকে বলে?
2. পৃথিবীকে R ব্যাসার্ধের গোলক ধরে পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করো। অথবা, পৃথিবীপৃষ্ঠ থেকে নিক্ষিপ্ত একটি বস্তুর মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করো।
3. ভূপৃষ্ঠ থেকে h উচ্চতা বৃদ্ধির সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালাটি নির্ণয় করো ৷
4. গ্রহের গতি সংক্রান্ত কেপলারের তৃতীয় সূত্র থেকে নিউটনের মহাকর্ষীয় সূত্রটি প্রতিষ্ঠা করো।
5. মহাকর্ষীয় ধ্রুবকের SI এককে মান কত?
6. কেপলারের দ্বিতীয় সূত্র কোন রাশির সংরক্ষণকে নির্দেশ করে?
7. ভূসমলয় উপগ্রহ কী?
৪. কোনো নক্ষত্রের চারিদিকে কোনো গ্রহ বৃত্তাকার কক্ষে আবর্তন করছে। গ্রহের স্থিতিশক্তি এর মোট শক্তির দ্বিগুণ – প্রমাণ করো ৷
9. পৃথিবীপৃষ্ঠ থেকে d গভীরতায় কোনো বস্তুকে নিয়ে যাওয়া হল। পৃথিবীর ব্যাসার্ধ R এবং পৃথিবীপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান g হলে d গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করো। (ধরে নেওয়া হয়েছে, পৃথিবীর ঘনত্ব সুষম)
10. পৃথিবীর চারপাশে বৃত্তাকার পথে আবর্তনরত একটি কৃত্রিম উপগ্রহের বেগের রাশিমালা নির্ণয় করো
প্রতিটি প্রশ্নের মান : 3
1. M ভরের একটি বস্তুকে দুটি খন্ডে ভাগ করা হল। একটির ভর m1 ও অন্যটির ভর m2 । খন্ড দুটিকে একটি নির্দিষ্ট দূরত্বে রাখা হল। খন্ড দুটির ভরের সম্পর্ক কী হলে এদের মহাকর্ষীয় আকর্ষণ বল সর্বাধিক হবে?
2. পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন লেখচিত্রের সাহায্যে দেখাও। 3. নিজ অক্ষ সাপেক্ষে ঘূর্ণনের জন্য পৃথিবীপৃষ্ঠে λ অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা নির্ণয় করো।
অথবা, (i) ঘূর্ণনের জন্য পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা নির্ণয় করো
(ii) পৃথিবীর আহ্নিক গতির জন্য পৃথিবীপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা নির্ণয় করো ।
4. পৃথিবীর খুব কাছে একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে। T হল এর পর্যায়কাল, d হল ঘনত্ব৷ দেখাও যে, dT2 = ধ্রুবক৷
5. M ভরের পৃথিবীকে কেন্দ্র করে r ব্যাসার্ধের বৃত্তপথে ঘূর্ণায়মান m ভরের একটি কৃত্রিম উপগ্রহের মোট শক্তির রাশিমালা নির্ণয় করো ৷
অথবা, কক্ষপথে প্রদক্ষিণরত কোনো গ্রহের মোট শক্তির রাশিমালা নির্ণয় করো ৷
6. সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথ বৃত্তাকার ধরে নিয়ে প্রমাণ করো যে, পৃথিবীর আবর্তনকালের বর্গ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতিক
অথবা, গ্রহের গতি সংক্রান্ত কেপলারের তৃতীয় সূত্রটি লেখো। গ্রহের কক্ষপথ বৃত্তাকার ধরে নিয়ে এটি প্রমাণ করো ৷
7. (a) পৃথিবীপৃষ্ঠ থেকে h উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপনের শর্তটি কী? (পৃথিবীর ভর M, পৃথিবীর ব্যাসার্ধ R )
(b) ভূ-সমলয় উপগ্রহের ব্যবহার লেখো।
8. (a) দেখাও যে, পৃথিবী থেকে কোনো বস্তুর মুক্তিবেগ বস্তুর ভরের ওপর নির্ভর করে না।
অনুরূপ প্রশ্ন : ভূপৃষ্ঠে বস্তুকণার মুক্তিবেগ ওই বস্তুর ভরের ওপর কীভাবে নির্ভরশীল?
(b) ভূপৃষ্ঠে একটি বস্তুর মুক্তিবেগ কত হবে?
9. মহাকর্ষীয় ধ্রুবক ও পৃথিবীর গড় ঘনত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
10. (a) নিজ অক্ষ সাপেক্ষে পৃথিবীর আবর্তন বেগ কত হলে নিরক্ষরেখায় অবস্থিত কোনো বস্তু ওজনহীন হবে?
(b) কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন শূন্য রোধ হয় কেন?
11. গ্রহদের গতিসংক্রান্ত কেপলারের সূত্রগুলি লেখো।
অনুরূপ প্রশ্ন : গ্রহের গতি সংক্রান্ত কেপলারের দ্বিতীয় গতিসূত্রটি লেখো।
12. একটি কৃত্রিম উপগ্রহকে কেন কলকাতার আকাশে স্থাপন করা যায় না?
13. পৃথিবীকে R ব্যাসার্ধের একটি সুষম গোলক ধরে নিয়ে দেখাও যে, ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ এবং ভূগর্ভে একই গভীরতায় অভিকর্ষজ ত্বরণ সমান হলে, h = 1/2 (√5 − 1)R
14. পৃথিবী পৃষ্ঠ থেকে h উচ্চতায় ও x গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান সমান। x ও h -এর মধ্যে সম্পর্ক লেখো। (x ও h উভয়ই পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় ক্ষুদ্র)।
15. (a) ভূসমলয় উপগ্রহ ও মেরু উপগ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো।
(b) মেরু উপগ্রহকে কেন আবহাওয়া উপগ্রহ বলা হয় কারণ ব্যাখ্যা করো।
16. দেখাও যে, গ্রহের কৌণিক ভরবেগ সংরক্ষিত। এর থেকে কেপলারের দ্বিতীয় সূত্রটি নির্ণয় করো।
Unit 8 : Thermodynamics - প্রতিটি প্রশ্নের মান : 2
1. তাপগতিবিদ্যার প্রথম সুত্রের গাণিতিক রূপটি লেখো। এবং পদগুলি উল্লেখ করো ।
2. সমোষ্ণ ও রুদ্ধতাপ প্রক্রিয়া বলতে কী বোঝায় ?
3. P - V লেখচিত্রে রুদ্ধতাপ লেখ ও সমোষ্ণ লেখগুলির মধ্যে কোনটি খাড়া ও কেন ?
4. প্রমাণ করো, রুদ্ধতাপ লেখ-এর নতি সমোষ্ণ লেখ-এর নতি অপেক্ষা γ গুণ বেশি।
5. আদর্শ গ্যাসের একটি প্রক্রিয়ায় dw = 0 এবং dQ < 0 হলে দেখাও যে, গ্যাসটির তাপমাত্রা হ্রাস পাবে।
6. 1 mol পরিমাণ যে-কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখাও যে, Cp – Cv = R
7. কিছু পরিমাণ আদর্শ গ্যাস (P1, V1) অবস্থা থেকে (i) সমোষ্ণ প্রক্রিয়ায় (ii) রুদ্ধতাপ প্রক্রিয়ায় (P2, V2) অবস্থায় সংকুচিত করা হলে কোন্ প্রক্রিয়ায় বেশি কার্য সম্পাদিত হবে?
৪. প্রত্যাবর্তক ও অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার সংজ্ঞা দাও ।
9. a) তাপীয় ইঞ্জিন কী?(b) কার্নো চক্রের নির্দেশক চিত্র (Indicator Diagram) অঙ্কন করো৷
10.তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি বিবৃত করো।
অনুরূপ প্রশ্ন: (a) তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতিটি লেখো।(b) তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ক্লসিয়াসের বিবৃতিটি লেখো
11. দেখাও যে, বুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসের আয়তন ও তাপমাত্রার সম্পর্ক TVY-1 = ধ্রুবক, যেখানে Y হল গ্যাস দুটির আপেক্ষিক তাপের অনুপাত |
12. রুদ্ধতাপ প্রসারণে গ্যাস কর্তৃক কৃতকার্যের রাশিমালা নির্ণয় করো ।
13. একই চিত্রে রুদ্ধতাপ ও সমোষ্ণ প্রক্রিয়ার P-V লেখচিত্র দেখাও ৷
14. একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হতে পারে কি? যুক্তিসহ ব্যাখ্যা দাও।
15. Cp ও Cv-এর মধ্যে কোনটি বড়ো এবং কেন ?
অনুরূপ প্রশ্নঃ দেখাও যে, স্থির চাপে আপেক্ষিক তাপ (Cp), স্থির আয়তনে আপেক্ষিক তাপ (Cv)- এর থেকে বেশি।
16. একটি আদর্শ গ্যাসের দুটি আপেক্ষিক তাপ থাকে কেন?
17. দেখাও যে, একটি কার্নো হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক, e =
প্রতিটি প্রশ্নের মান : 3
1. (a) সমোষ্ণ এবং রুদ্ধতাপ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো৷
(b) নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে দুটি সমোষ্ণ লেখ পরস্পর ছেদ করতে পারে কিনা ব্যাখ্যা করো ৷
2. একটি তাপগতীয় তন্ত্রে ব্যাপক চলরাশি কাকে বলে? এর একটি উদাহরণ দাও ।
3. (a) এনট্রপি কাকে বলে?
(b) রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো সংস্থার এনট্রপির পরিবর্তন কত হয়?
4. তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সীমাবদ্ধতা কী?
5. একটি তাপগতীয় তন্ত্রের ব্যপ্তি নিরপেক্ষ বা সংকীর্ণ বা নিবিড চলরাশি কাকে বলে? এর উদাহরণ দাও ।
6. একটি করে উদাহরণ সহযোগে প্রত্যাবর্তক ও অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার ব্যাখ্যা করো।
7. (a) প্রমাণ করো যে, একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা (n) = 1- যেখানে T2 হল তাপ গ্রাহকের
তাপমাত্রা এবং T1 তাপ উৎসের তাপমাত্রা) অথবা, কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতার মান লেখো |
৪. তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা দাও ।
9. (a) আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বলতে কী বোঝায়?
(b) কোনো গ্যাসীয় সংস্থার অভ্যন্তরীণ শক্তি কীভাবে বাড়বে?
10. কার্নো ইঞ্জিনকে আদর্শ ইঞ্জিন বলা হয় কেন?
11. রুদ্ধতাপ প্রক্রিয়ায় লেখচিত্রটি অঙ্কন করো


Enter Your Comment