West Bengal Class 12 Semester 4 Biology Model Paper 2026 | সিলেবাসভিত্তিক প্রশ্ন ও উত্তর

0

WBCHSE ক্লাস 12 জীববিজ্ঞান সেমিস্টার 4 মডেল প্রশ্নপত্র 2026

West Bengal Class 12 Semester 4 Biology Model Paper 2026 | সিলেবাসভিত্তিক প্রশ্ন ও উত্তর


WBCHSE ক্লাস 12 জীববিজ্ঞান সেমিস্টার 4 মডেল প্রশ্নপত্র অবলম্বনে প্রস্তুত করা এই কনটেন্টটি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক। এখানে Hs Biological Science Model Question Paper 2026 Semester 4, Class 12 4th Semester Model Question Paper, এবং উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান চতুর্থ সেমিস্টার সিলেবাস প্রশ্ন ও উত্তর অনুযায়ী পরীক্ষাভিত্তিক প্রস্তুতির উপকরণ সংকলিত করা হয়েছে। এই লেখায় Model Question Paper Class XII Semester IV WBCHSE, উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার জীববিদ্যা প্রশ্নপত্র, এবং HS Class 12 Biology 4th Semester Suggestion 2026 অনুসরণ করে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে। পাশাপাশি West Bengal Class 12 Semester 4 Biology Model Paper 2026, HS 4th Semester Biology New Question Pattern 2026, Class XII Semester IV Biology (Jibbidya) Suggestion 2026, এবং পুনরায় HS Biological Science Model Question Paper 2026 Semester 4–এর ভিত্তিতে সম্পূর্ণ প্রস্তুতির দিশা দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা নতুন প্রশ্নের ধরণ বুঝে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারে।


HS Biological Science Model Question Paper 2026 Semester 4 – New Question Pattern সহ

Set - 1


SECTION-A

নিচের আটটি প্রশ্ন থেকে যে কোনো চারটির উত্তর দাও : 4x2=8


1. লোফলার্স সিনড্রোম কাকে বলে?

2. ‘NACO’ পুরো নাম কী? দুটি ওপিয়েট নারকোটিক ড্রাগের উদাহরণ দাও।

3. গঙ্গা-5 এবং ইরেকটিফোরাম কী? অ্যালোপলিপ্লয়োডির প্রথম পর্যায়ে বন্ধ্যা সংকর উদ্ভিদ সৃষ্টি হয় কেন?

4. স্লাজ কী? VAM কী?

5. সার্দান ব্লটিং কী? VNTR কাকে বলে?

6. রিভার্স ট্রান্সক্রিপটেজ কী? জিন প্রযুক্তিতে এর ভূমিকা লেখো। 

7. অটোইকোলজি এবং সিনইকোলজি কাকে বলে?

8. কমেনসালিজম ও অ্যামেনসালিজম কাকে বলে? উদাহরণ দাও।


SECTION-B

নিচের বারোটি প্রশ্ন থেকে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও : 3×6=18


9. অ্যাসকারিয়েসিস রোগের বিস্তার পদ্ধতি লেখো, চিকুনগুনিয়া রোগের প্যাথোজেনের নাম লেখো।

10. একটি আদর্শ অ্যান্টিবডির গঠন চিহ্নিত চিত্রসহ সংক্ষেপে লেখো, টিকাকরণ কী? 

11. বায়োফার্টিলাইজার কি? যে কোন দুটি ব্যাকটেরিয়ার ব্যবহার পদ্ধতি বর্ণনা করো। 

12. মিউটেশন প্রজনন ও এক্সপ্ল্যান্ট কী? টোটিপোটেন্সি বলতে কী বোঝ?

13. রিকম্বিন্যান্ট DNA টেকনোলজির ধাপগুলি বর্ণনা করো।

14. জৈব প্রযুক্তি বিদ্যার দ্বারা মানব ইনস্যুলিন উৎপাদনের পদ্ধতি বর্ণনা করো।

15. জীবগোষ্ঠীর পারস্পরিক আন্তঃক্রিয়া সংক্ষেপে আলোচনা করো, লিমনেটিক অঞ্চল কাকে বলে?

16. বিপন্ন প্রজাতি, ক্ষয়প্রাপ্ত প্রজাতি ও বিরল প্রজাতির মধ্যে পার্থক্য দেখাও এবং একটি করে উদাহরণ দাও ।

17. পেটেন্টের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো ।

18. C DNA লাইব্রেরি বলতে কী বোঝ? PCR পদ্ধতির দুটি সুবিধা উল্লেখ করো। 

19. GPP ও NPP-এর পার্থক্য লেখো, প্রোডাক্টিভিটি কাকে বলে?

20. অম্লবৃষ্টি কাকে বলে? মানুষের স্বাস্থ্যের ওপর অম্লবৃষ্টির প্রভাব লেখো।


SECTION-C

যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 1×4=4


21. Bacillus amyloliquefaciens ব্যাকটেরিয়ার H স্ট্রেইন থেকে নিষ্কাশিত প্রথম রেস্ট্রিকশন এনজাইম X, উৎসেচকটি নিম্নলিখিত প্যালিনড্রোমিক সজ্জাটির দুটি গুয়ানিন বেসের মধ্যে কর্তন করতে সক্ষম : - 5'GGATCC-3', 3'–CCTAGG5' 

(i) রেস্ট্রিকশন এনজাইম X-এর নাম লেখো, তুমি কিভাবে এটিকে সনাক্ত করতে পারলে?

(ii) প্যালিনড্রোমিক সজ্জাটিতে রেস্ট্রিকশন এনজাইম x-এর ক্রিয়ার ফলে, DNA খন্ডগুলি কেমন হবে এঁকে দেখাও।

22. কিভাবে তুলো উৎপন্ন করা হয়? বায়োসেফটির বিচার্য বিষয়গুলি সংক্ষেপে লেখো।


SECTION-D

(বর্ণনামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন)

নিচের দুটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5×1=5

23. বিভিন্ন প্রকার খাদ্য পিরামিড সম্পর্কে আলোচনা করো। মোট প্রাথমিক উৎপাদন ও আসল উৎপাদনের সম্পর্ক লেখো।

24. ‘রেড ডাটা বুক'-এ কত ধরনের প্রাণীদের তালিকা তৈরি করা হয়েছে ও কী কী? বায়োস্ফিয়ার রিজার্ভের মূল অঞ্চলগুলির নাম লেখো। বণ্যপ্রাণী অভয়ারণ্য ও জাতীয় উদ্যানের তিনটি পার্থক্য লেখো। 


উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার জীববিদ্যা প্রশ্নপত্র সাজেশান

Set - 2 


SECTION-A

নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো :2×4=8

1. (a) ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী ম্যালেরিয়া পরজীবীর বৈজ্ঞানিক নাম লেখো।

(b) মেটাস্ট্যাসি স কাকে বলে?

2. একটি ক্ষরণকারী ডাইমারধর্মী অ্যান্টিবডির গঠন ও কাজ লেখো।

3. (a) হাইব্রিড ভিগার কাকে বলে?

(b) দলবদ্ধ নির্বাচন পদ্ধতির সুবিধা আলোচনা করো।

4. (a) ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার (LAB) একটি উদাহরণ দাও ।

(b) LAB নিঃসৃত উৎসেচকের নাম লেখো।

5. জীববৈচিত্র্য হ্রাসের সঙ্গে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের সম্পর্ক ব্যাখ্যা করো। 

6. রিকম্বিন্যান্ট DNA টেকনোলজির ধাপগুলি লেখো।

7. GMO কী? এর সুবিধাগুলি লেখো।

৪. হ্যাবিটেট ও ইকোলজিক্যাল নীচ এর পার্থক্য লেখো।


SECTION-B

নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও :3×6=18


1. PCR পদ্ধতির প্রধান তিনটি ধাপ সংক্ষেপে বর্ণনা করো।

2. PBR322 এর গঠন সংক্ষেপে লেখো।

3. (a) দুটি জৈব অ্যাসিডের নাম লেখো যা অনুজীবের সাহায্যে শিল্পক্ষেত্রে প্রস্তুত করা হয়।

(b) বায়োগ্যাসের প্রধান উপাদানগুলির নাম ও তাদের শতকরা পরিমাণ লেখো। 1+2 

4. প্রাথমিক পর্যায়ক্রম ও গৌণ পর্যায়ক্রমের মধ্যে তিনটি পার্থক্য লেখো। 

5. (a) ‘Y’ আকৃতির শক্তিপ্রবাহ মডেল কী?

(b) NPP বলতে কী বোঝ?

6. ‘S’ আকৃতির পপুলেশন বৃদ্ধি রেখাটি পর্যায়সহ বর্ণনা করো।

7. বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের অ্যালকোহল অপব্যবহারের কুফল সমূহ কী কী? 

8. (a) Bt শস্য বলতে কী বোঝ তা উদাহরণ সহ লেখো।

(b) মনোক্লোনাল অ্যান্টিবডি কী?

9. মিউটেশন প্রজনন ও এক্সপ্ল্যান্ট কী? টোটিপোটেন্সি বলতে কী বোঝ?

10. হিউমোরাল ও সেল মেডিয়েটেড অনাক্রমতার দুটি পার্থক্য লেখো। ট্রাঙ্কুলাইজার ড্রাগের একটি উদাহরণ দাও।

11. ইলেট্রোপোরেশন কাকে বলে? লাইপোজোমের মাধ্যমে জিনের স্থানান্তরান পদ্ধতি লেখো।

12. সাইলেন্ট ভ্যালি আন্দোলনটি সংক্ষেপে লেখো।



SECTION-C

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো : 4×1=4


1. রিকম্বিন্যান্ট DNA (DNA) প্রযুক্তি ব্যবহার করে কীভাবে মানব ইনসুলিন তৈরি করা হয়, তা ধাপসহ ব্যাখ্যা করো।

2. (a) জৈব নিরাপত্তা বা Biosafety বিচার্য বিষয়গুলি কী কী?

(b) বিভিন্ন বিষয়ে বায়োপেটেন্টের দুইটি উদাহরণ দাও।


SECTION-D

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো : 5×1

1. (a) উপযুক্ত উদাহরণসহ তিন প্রকার পপুলেশনের আন্তঃক্রিয়া ব্যাখ্যা করো। 

(b) বাস্তুতন্ত্রে বিয়োজন পদ্ধতির বিভিন্ন পর্যায়গুলি লেখো।

2. (a) জীববৈচিত্র্য সংরক্ষণে ইন-সিটু ও এক্স-সিটু পদ্ধতিগুলির মধ্যে পার্থক্য লেখো। 

(b) DGSM কী?



West Bengal Class 12 Semester 4 Biology Model Paper 2026

Set - 3 


SECTION-A

নিচের আটটি প্রশ্ন থেকে যে কোনো চারটির উত্তর দাও : 4×2=8


1. অটো ইমিউন ব্যাধি কি? দুটি অটো ইমিউন ব্যাধির উদাহরণ দাও। 

2. অ্যালার্জেন কি? দুটি উদাহরণ দাও।

3. টোটি পোটেনসি কি? অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড কাকে বলে?

4. অ্যান্টিবায়োটিক কাকে বলে? ব্যাকটেরিওমিডাল অ্যান্টিবায়োটিক কাকে বলে? উদাহরণ দাও।

5. স্টেম কোশ থেরাপি কাকে বলে, মানব দেহে যে কোন এক প্রকার স্টেম কোশের নাম ও কাজ লেখো।

6. ট্রান্সজেনিক প্রাণী কাকে বলে? দুটি ট্রান্সজেনিক প্রাণীর নাম লেখো।

7. অ্যামেনসালিজম কি? উদাহরণ দাও।

৪. ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল কাকে বলে? ছকের মাধ্যমে লেখো।


SECTION-B

নিচের বারোটি প্রশ্ন থেকে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও : 3×6=18


9. SARS (COVID)-এর সংক্রমন পদ্ধতি লেখো। এর জীবাণুর প্রকৃতি লেখো। এই রোগের রোগ নির্ণায়ক দুটি পদ্ধতির নাম লেখো।

10. আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্র-সহ লেখো। অ্যান্টিবডির কাজের ক্ষেত্রে অ্যাগ্লুটিনেশান কী?

11. সিডেটিভ, ওপিয়েট, হ্যালুসিনোজেনিক ড্রাগের বৈশিষ্ট্য এবং উদাহরণ লেখো।

12. জৈবসার কাকে বলে? জৈবসার হিসাবে ব্যাকটেরিয়া ছত্রাকের ভূমিকা উদাহরণ সহ লেখো।

13. রেকমবিনেন্ট DNA টেকনলজির ধাপ রেখা চিত্রের মাধ্যমে লেখো। 

14. জিন থেরাপি কি? SCID-এর কারণ এবং জিন থেরাপির মাধ্যমে নিরাময়ের উপায় লেখো।

15. জৈব প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন উৎপাদন পদ্ধতি উপযুক্ত শব্দ চিত্রের মাধ্যমে লেখো।

16. পোষক কোশে বহিরাগত জিন প্রবেশের ৩টি উপায় সংক্ষেপে লেখো। 

17. বাস্তুতন্ত্রে মোট প্রাথমিক উৎপাদন ও আসল প্রাথমিক উৎপাদন কাকে বলে। পচন  (Decomposition) এর ধাপগুলি উল্লেখ করো।

18. জীববৈচিত্র্যের ধরন বলতে কি বোঝ? এই প্রক্রিয়ায় যে কোনো দুটি শর্ত উল্লেখ করে

তাদের প্রভাব সংক্ষেপে লেখো।

19. রামসর স্থান কাকে বলে? উদাহরণ দাও। পরিবেশ রক্ষায় এর ভূমিকা লেখো।

20. তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা কি? মানুষের দেহে এর ক্ষতিকর প্রভাব এবং এই ব্যবস্থাপনার একটি প্রযুক্তিগত উপায় উল্লেখ করো।


SECTION-C

নিচের দুটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :4×1=4


21. বায়োপাইরেসি কি? উদাহরণ দাও। বায়ো পেটেন্ট কাকে বলে? জৈব সুরক্ষা বিঘ্নিত হলে সমস্যা সৃষ্টি হয় একটি উদাহরণ দিয়ে লেখো।

22. কৃষিতে জৈবপ্রযুক্তির দুটি প্রয়োগ উদাহরণ লেখো। Bt শস্য কি? উদাহরণ দাও। PCR পদ্ধতির প্রয়োগ লেখো।


SECTION-D

নিচের দুটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5×1=5


23. জলজ পরিবেশে উদ্ভিদ পর্যায়ক্রমের স্তরগুলি এবং প্রতিক্ষেত্রে সম্পর্কযুক্ত উদ্ভিদের

নাম সহ ছকের মাধ্যমে লেখো। জীবভর পিরামিড কি?

24. পরিবেশ সুরক্ষার যে কোনো ৩টি আন্দোলনের স্থান ও প্রভাব উল্লেখ করো। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা দুটি উপায় উদাহরণ সহ লেখো।




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)