Class 12 Enviromental Studies Semester 4 Question Paper with Suggestions 2026 । পরিবেশ বিদ্যা সাজেশান

0

WBCHSE HS 4th Semester Environmental Studies Suggestion 2026

Class 12 Enviromental Studies Semester 4 Question Paper with Suggestions 2026 । পরিবেশ বিদ্যা সাজেশান


WBCHSE HS 4th Semester Environmental Studies Suggestion 2026 ভিত্তিক এই কনটেন্টটি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এখানে দ্বাদশ শ্রেণী পরিবেশ বিদ্যা প্রশ্নপত্র ও সাজেশন, EVS 4th Semester Important Questions 2026, এবং উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরিবেশ বিদ্যা সাজেশন অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন ও বিষয়বস্তু সংকলিত করা হয়েছে। এই লেখায় HS EVS 4th Semester Suggestion 2026, Environmental Studies Suggestion 2026 Semester 4, এবং উচ্চ মাধ্যমিক পরিবেশ বিজ্ঞান সাজেশন চতুর্থ সেমিস্টার অনুসরণ করে পরীক্ষামুখী প্রস্তুতির পূর্ণ দিশা দেওয়া হয়েছে। পাশাপাশি Class 12 ENVS 4th Semester Suggestions 2026–কে গুরুত্ব দিয়ে সাজানো এই কনটেন্টটি শিক্ষার্থীদের পরিবেশ বিদ্যার চতুর্থ সেমিস্টার পরীক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে ভালো ফল করতে সাহায্য করবে।


দ্বাদশ শ্রেণী পরিবেশ বিদ্যা প্রশ্নপত্র ও সাজেশন | Environmental Studies Semester 4 2026

Set - 1 


1. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো চারটি) : 2 x 4 = 8 

(a) মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে? এর প্রভাবে কী হয়?

(b) অ্যারোসল কী?

(c) তেজস্ক্রিয় বিকিরনের ক্ষতিকারক প্রভাবগুলি উল্লেখ করো।

(d) অ্যালগাল ব্লুম কী?

(e) কৃষিতে ব্যবহৃত কীটনাশক কীভাবে মৃত্তিকা দূষণ ঘটায়? 

(f) বায়ো অ্যাকুমুলেশন বলতে কী বোঝ?

(g) টীকা লেখো : মন্ট্রিল চুক্তি (1987)।

(h) প্রাথমিক ও গৌণ বায়ু দূষকের দুটি পার্থক্য লেখো।


2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো চারটি) : 2 x 4 = 8 

(a) বায়ো মেডিক্যাল বর্জ ব্যবস্থাপনায় কি কি কর্মসূচি গ্রহণ করা হয়? 

(b) পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝ?

(c) মোটরযান আইন, (1988) এর ইতিবাচক প্রভাবগুলি লেখো। 

(d) ভার্মিকম্পোস্টিং কী?

(e) মৃত্তিকার গুণমান নির্ণয়ে যে কোনো 4টি মাপকটি উল্লেখ করো। 

(f) কারসিনোজেনিক যৌগ কী?

(g) টীকা লেখো : র‍্যাগ পিকার।

(h) ভারতে সফল 4R বাস্তবায়নের দুটি উদাহরণ দাও। 


3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো দুটি) : 6x2=12

(a) বিশ্ব উষ্ণায়নের সঙ্গে পরিবেশের সম্পর্ক নিরূপণ করো।

(b) যমুনা অ্যাকশন প্ল্যানের পর্যায়গুলি আলোচনা করো। সাইলেন্স জোন কাকে বলে? 4+2 

(c) কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধান কার্যাবলীগুলি লেখো। ভূমিকম্প মোকাবিলার 4টি ব্যবস্থা কী কী?


4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো দুটি) :6x2=12

(a) কার্বন ক্রেডিট কী? ভারতের বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, 1972 এর মূল বিধানগুলি লেখো। 2+4

(b) পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি কী কী? পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। 2+4

(c) ভারতীয় অরণ্য আইন, 1927 অনুযায়ী বনভূমির শ্রেণি-বিভাগ করো। জীব বৈচিত্র্য সংরক্ষণের ত্রিস্তরীয় সংগঠন কী? 3+3 



উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরিবেশ বিদ্যা সাজেশন


বিভাগ – ক

যেকোনো চারটি প্রশ্নের যথাযথ ও সংক্ষিপ্ত উত্তর দাও : 4x2=8

1. বিশ্ব উষ্ণায়ন কি/ গ্রিনহাউস প্রভাব বলতে কী বোঝো? 

2. তেজস্ক্রিয় বিকিরণের ক্ষতিকারক প্রভাব গুলি লেখ। 3. ইউট্রোফিকেশন/ আলগ্যিব্লুম বলতে কী বোঝো?

4. টিকা লেখ: মন্ট্রিল চুক্তি/ গঙ্গা অ্যাকশন প্ল্যান/ডিসলেক্সিয়া/ এরোসল/ লন্ডন ধোঁয়াশা ভূপাল গ্যাস দুর্ঘটনা/ ব্লু বেবি সিনড্রোম। 

5. মিজরেখা কোন রোগের সঙ্গে সম্পর্কিত? এই রোগের জন্য দায়ী দূষক পদার্থের নাম লেখ।

6. প্রাথমিক দূষক ও গৌণ দূষকের দুটি পার্থক্য লেখ। 

7. বায়োঅ্যাকুমুলেশন / জৈব বিবর্ধন বলতে কী বোঝো? 

8. BOD ও COD দুটি পার্থক্য লেখ। 

9. জৈব দূষক কি? দুটি উদাহরণ দাও। 



বিভাগ – খ 

যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও: 4×2=8 

1. কম্পোস্টিং / ভার্মিকম্পোস্টিং কি?

2. পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো? / এর দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।

3. টীকা লেখ : পরিবেশ সুরক্ষা আইন (1986)/ মোটরযান আইন (1988)/4Rব্যবস্থাপনা, / বিপদজনক বর্জ্য/ বন্যপ্রাণী সুরক্ষা আইন। 

4. সম্পূর্ণ নাম লেখ: SPCB, CPCB, SPM, MIC 

5. স্লাজ কি?

6. মৃত্তিকা গুণমান নির্ণয়ে চারটি মাপকাঠি উল্লেখ কর/ মৃত্তিকা দূষনজনিত দুটি রোগের নাম লেখ / মাটির উপর বর্জ্যের দুটি প্রভাব লেখ।

7. বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কি কি কর্মসূচি নেওয়া হয়?

৪. চারটি শিল্পজাত ভারী ধাতুর নাম যা পরিবেশ দূষণ ঘটায় ও তার একটি করে প্রভাব লিখ।

9. কৃষিতে ব্যবহৃত কীটনাশক কিভাবে মৃত্তিকা দূষণ ঘটায়? 


বিভাগ - গ

যেকোনো 2 টি প্রশ্নের উত্তর দাও: 6×2=12

1. পৃথিবীতে ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও তার কুপ্রভাব গুলি আলোচনা করো। 3+3

2. বিশ্ব উষ্ণায়নের সঙ্গে পরিবেশের সম্পর্ক নিরূপণ কর। 6

3. GAP এর বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ গুলি আলোচনা করো। (3+3) / যমুনা অ্যাকশন প্ল্যানের পর্যায়ে গুলি আলোচনা করো এর সাফল্য সম্পর্কে সংক্ষেপে লেখ। (4+2)

4. কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণে পর্ষদের কার্যাবলী ভূমিকা আলোচনা কর। ভূমিকম্প মোকাবিলার চারটি ব্যবস্থা উল্লেখ কর।(4+2)

5. মানব স্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশের উপর তেজস্ক্রিয় দূষণের প্রভাব আলোচনা কর। (3+3): 

6. অন্তরদেশীয় জলাশয় গুলি কি কি পদ্ধতিতে দূষিত হতে পারে ? এই দূষণ প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন? (3+3) 


বিভাগ - ঘ 

যেকোনো 2 টি প্রশ্নের উত্তর দাও: 6×2=12

1. বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা। কর স্বচ্ছ ভারত অভিযান কি? (4+2)

2. ভারতীয় অরণ্য আইন অনুযায়ী বনভূমির শ্রেণীবিভাগ কর। জীব বৈচিত্র্য সংরক্ষণের ত্রিস্তরীয় সংগঠন কি? (3+3)

3. পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো? মানব স্বাস্থ্যের উপর বর্জ্যের প্রভাব আলোচনা কর। (2+4)/ পরিবেশ দূষণকারী বর্জ্যসমূহের প্রধান চারটি উৎস উদাহরণ সহ বিবৃত করো। 6

4. বর্তমানে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণ গুলি আলোচনা করো। 6

5. টীকা লেখ পরিবেশ সুরক্ষা আইন /বসুন্ধরা সম্মেলন/ e waste 

6. তরল বর্জ্য কি ? তরল বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি লেখ। (2+4) 




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)