উচ্চমাধ্যমিক ভূগোল চতুর্থ সেমিস্টার সাজেশন প্রশ্ন ও উত্তর
Class XII Fourth Semester Geography Question PDF Download
Set - 1
1. যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও : 1×5=5
(i) সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো।
(ii) সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বের স্বপক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করো।
2. যে কোনো দুটির প্রশ্নের উত্তর দাও : 2×3=6
(i) ঘূর্ণাবাত ও প্রতীপ ঘূর্ণাবাতের পার্থক্য লেখো।
(ii) স্থিতিশীল গতিশীল ও ইউস্ট্যাটিক পুনঃযৌবন লাভ কাকে বলে?
(iii) ইন-সিটু ও এক্স-সিটু সংরক্ষণের পার্থক্য লোখো।
(iv) সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কী?
3. নিম্নলিখিতগুলি প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2x2=4
(i) সুচার লাইন কাকে বলে?
(ii) রিয়া উপকূল ও ফিয়র্ড উপকূলের পার্থক্য লোখো।
(iii) ঘূর্ণাবাতের চক্ষু কাকে বলে?
(iv) রেড ডাটা বুক কাকে বলে?
PART-B
4. নিম্নের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2x3=6
(i) ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো।
(ii) অমর্ত্য সেনের ধারণা অনুসারে Capability Approachটি সংক্ষেপে বিবৃত করো।
(iii) মানব উন্নয়ন সূচক বা HDI কাকে বলে এবং কিসের ভিত্তিতে এই সূচকের মান নির্ণয় করা হয়?
(iv) উন্নত দেশ ও উন্নয়নশীল দেশের বয়স লিঙ্গ পিরামিডের পার্থক্য লোখো ।
5. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2x2=4
(i) মেধাপ্রবাহ কাকে বলে?
(ii) জনসংখ্যা ফাঁদ কাকে বলে?
(iii) বিশ্বায়ন কাকে বলে?
(iv) নব্য মালথাসবাদ কী?
PART-C
6. নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2×3=6
(i) পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো।
(ii) ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কী কী সমস্যা দেখা যায় আলোচনা করো।
(iii) স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা আলোচনা করো।
(iv) পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণের জন্য গৃহীত ব্যবস্থাগুলি আলোচনা করো।
7. নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2x2=4
(i) হ্যামলেট কাকে বলে?
(ii) কাগজ শিল্পের কাঁচামালগুলি কী কী?
(iii) EEZ বলতে কী বোঝ।
(iv) ‘নমমী গঙ্গা' বলতে কী বোঝ?
উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল প্রশ্ন পত্র উত্তর ২০২৬
Set - 2
PART-A
1. যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও : 5x1=5
(i) উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
(ii) প্রবহমান জলধারা ও বায়ুর সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সচিত্র বর্ণনা করো।
2. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3x2=6
(i) ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি চিত্রসহ বর্ণনা করো।
(ii) কোপেন কৃত পৃথিবীর জলবায়ুর শ্রেণিবিভাগ উল্লেখ করো।
(iii) ইয়ার্দাং ও জিউগেনের মধ্যে পার্থক্য লেখো।
(iv) জীববৈচিত্র্য বিনাশের তিনটি কারণ উল্লেখ করো ।
3. নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2x2=4
(i) অক্যুডেড বা অন্তর্ভুতি সীমান্ত কাকে বলে?
(ii) পুনর্যৌবন লাভ বলতে কী বোঝ?
(iii) অধঃপাত অঞ্চল বা বলয় কাকে বলে?
(iv) ডালমেশিয়ান উপকূল কী?
PART-B
4. নিম্নোক্ত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3x2=6
(i) জনসংখ্যা বিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের তিনটি করে বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করো।
(ii) মানব উন্নয়নে অমর্ত্য সেনের সক্ষমতা দৃষ্টিভঙ্গি (Capability Approach) ব্যাখ্যা করো।
(iii) মানব দারিদ্র্যসূচক কিভাবে পরিমাপ করা হয়?
(iv) অনুন্নত দেশের বয়সলিঙ্গ পিরমিডের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
5. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2x2=4
(i) জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে?
(ii) জনসংখ্যা নীতি (Population Policy) কী?
(ii) মানব উন্নয়ন সূচক বলতে কী বোঝ?
(iv) ‘পরিব্রাজন' কাকে বলে?
PART-C
6. নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6
(i) মধ্য ও পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো।
(ii) সাম্প্রতিককালে ভারতে মোটরগাড়ি শিল্পের দ্রুত বিকাশের কারণ উল্লেখ করো।
(iii) জাতীয় রাজধানী অঞ্চলে সাম্প্রতিক বায়ু দূষণের কারণ উল্লেখ করো।
(iv) পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে মানুষ বন্যপ্রাণ সংঘর্ষ মোকাবিলায় কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?
7. নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2x2=4
(i) বেঙ্গালুরুকে ‘ভারতের সিলিকন ভ্যালি' বলা হয় কেন?
(ii) আদমশুমারি ভিত্তিক ভারতের পৌরবসতির সংজ্ঞা দাও।
(iii) ‘নীল বিপ্লব' বলতে কী বোঝ?
(iv) সুন্দরবন অঞ্চলের মানুষ বন্যপ্রাণের সহাবস্থানের ক্ষেত্রে মূল বাধাগুলি কী কী?
Model Question Paper Class XII Semester IV WBCHSE
Set - 3
GROUP-A
1. যে কোনো রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও : 5×1=5
(i) সমুদ্র বক্ষের সম্প্রসারণের স্বপক্ষে অন্তত পাঁচটি প্রমাণ আলোচনা করো।
(ii) পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য তিনটি প্রাকৃতিক কারণ ও দুটি মনুষ্যসৃষ্ট কারণ ব্যাখ্যা করো।
2. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3x2=6
(i) নদীর পুর্নর্যৌবনলাভের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয়
দাও।
(ii) কোপেনের জলবায়ু শ্রেণিবিভাগের প্রথম ক্রমের জলবায়ুগুলির পরিচয় দাও। (iii) উপকূল অঞ্চলে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও।
(iv) ইন-সিটু সংরক্ষণ ও এক্স-সিটু সংরক্ষণের মধ্যে অন্তত তিনটি পার্থক্য লেখো।
3. নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2x2=4
(i) অভিসারী পাত সীমানা ও প্রতিসারী পাত সীমানার মধ্যে দুটি পার্থক্য লেখো।
(ii) ধারণ অববাহিকা বলতে কী বোঝ?
(iii) ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে?
(iv) প্রজাতিগত বৈচিত্র্যকে জীববৈচিত্র্যের কেন্দ্রীয় স্তর বলা হয় কেন?
GROUP-B
4. নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3x2=6
(i) ম্যালথাসের মতানুসারে জনসংখ্যা নিয়ন্ত্রণের পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।
(ii) কোনো দেশের জন্মহার ও মৃত্যুহারের ওপর পরিব্রাজনের প্রভাবগুলি উল্লেখ করো।
(iii) মানব উন্নয়ন সূচকের প্রধান তিনটি উপাদান সম্পর্কে ব্যাখ্যা দাও।
(iv) অমর্ত্য সেন প্রস্তাবিত সক্ষমতা দৃষ্টিভঙ্গির প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
5. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2x2=4
(i) জনবিবর্তন তত্ত্ব কাকে বলে?
(ii) পরিব্রাজনের আকর্ষণজনিত উপাদান বলতে কী বোঝ?
(iii) দরিদ্রতার সূচক কাকে বলে?
(iv) মানব উন্নয়নের ক্ষেত্রে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝ?
GROUP-C
6. নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3x2=6
(i) ভারতে অটোমোবাইল শিল্পের উন্নতির প্রধান তিনটি কারণ সংক্ষেপে আলোচনা করো।
(ii) ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রধান তিনটি সমস্যার উল্লেখ করো।
(iii) গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার তিনটি প্রাকৃতিক কারণ লেখো ।
(iv) ডুয়ার্সে মানুষ ও বন্যপ্রাণী সংঘাতের তিনটি উল্লেখযোগ্য কারণ লেখো।
7. নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2x2=4
(i) কাগজ শিল্পের দুটি বনজ ও দুটি রাসায়নিক কাঁচামালের উল্লেখ করো।
(ii) সামুদ্রিক মাছ আহরণে গুজরাতের উন্নতির দুটি কারণ লেখো।
(iii) জোতের খণ্ডীকরণ (Fragmentation of land holdings) বলতে কী বোঝ?
(iv) জাতীয় রাজধানী অঞ্চলে বায়ুদূষণ ব্যবস্থাপনার জন্য গৃহীত দুটি ব্যবস্থা উল্লেখ করো।

.jpg)
Enter Your Comment