উচ্চমাধ্যমিক ইতিহাস চতুর্থ সেমিস্টার সাজেশন প্রশ্ন ও উত্তর
HS 4th Semester History Model Question Paper 2026
Set - 1
1. সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 3 x 4 = 12
(i) ‘দ্বি-জাতি তত্ত্ব’ এর মূল ধারণাটি কী ছিল?
অথবা, সিমলা দৌত্য (1905 খ্রিঃ) কী?
(ii) ভারতে ১৮৫৭ বিদ্রোহের প্রভাব আলোচনা করো।
অথবা, ছিয়াত্তরের মন্বত্তরের কারণ কী ছিল?
(iii) সুরাটের বিচ্ছেদ বলতে কী বোঝ? কেন এই ঘটনা ঘটেছিল?
অথবা, চরমপন্থী বিপ্লবী আন্দোলনের গুরুত্ব পর্যালোচনা করো।
(iv) পঞ্চবার্ষিকী পরিকল্পনা কেন গ্রহণ করতে হয়েছিল?
অথবা, ভারতীয় সংবিধানের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
অথবা, পূর্ব পাকিস্তানে 1971 খ্রিস্টাব্দের মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল?
2. নিম্নলিখিত বিশ্লেষণ ধর্মী প্রশ্নের উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 4×5=20
(i) লর্ড কার্জনের বঙ্গভঙ্গ পরিকল্পনার পিছনে মূল যুক্তিগুলি কি ছিল?
অথবা, টীকা লেখো : স্বদেশী ও বয়কট আন্দোলন।
(ii) ব্রিটিশ ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল?
অথবা, বুদ্ধিজীবী, মধ্যবিত্ত শ্রেণি কেন 1857 বিদ্রোহের সমালোচক ছিল?
(iii) ভারতের জাতীয় কংগ্রেসের উত্থানের পটভূমি সংক্ষেপে আলোচনা করো।
অথবা, টীকা লেখো : সীমান্ত গান্ধী।
(iv) স্বাধীন বাংলাদেশের উদ্ভবে ভারতের ভূমিকা কি ছিল?
অথবা, 1952 খ্রিস্টাব্দের ভাষা আন্দোলন।
অথবা, টীকা লেখো : বঙ্গবন্ধু মুজিবর রহমান।
(v) ভারতে 1990-এর দশকের অর্থনৈতিক উদারীকরণের ফলাফল কী হয়েছিল?
অথবা, ভারতে পরিকল্পিত অর্থনীতির সমাজতান্ত্রিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
3. যে কোনো একটি প্রশ্নের বিশদে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8 x 1 = 8
(i) জাতীয় কংগ্রেসের প্রথম ২০ বছরের কার্যাবলী আলোচনা করো।
(ii) পাঞ্জাব ও মহারাষ্ট্রে কীভাবে বিপ্লবী আন্দোলনের বিকাশ ঘটেছিল?
(iii) সি আর ফর্মূলা বা রাজাজি সূত্র এবং ওয়াভেল পরিকল্পনাগুলি কী ছিল? এগুলি ব্যর্থ হয়েছিল কেন?
দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ইতিহাস প্রশ্নপত্র সাজেশান 2026
Set - 2
Group-A
1. সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 3 × 4 = 12
(i) ১৮৫৭ খ্রিস্টাব্দে এর মহাবিদ্রোহে সামন্ততান্ত্রিক প্রভাব কিরূপ ছিল?
অথবা, মহারানীর ঘোষণাপত্রে কী বলা হয়েছিল?
(ii) দ্বি-জাতিতত্ত্বের মূল বিষয়টি লেখো।
অথবা, বি. ডি. সাভারকর কেন স্মরণীয়?
(iii) ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের তিনটি গুরুত্ব লেখো।
অথবা, ভারতবর্ষকে কেন গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়?
(iv) ১৯৭২ খ্রিস্টাব্দে সিমলাচুক্তির তাৎপর্য কী ছিল?
অথবা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। Group-B
2. বিশ্লেষণমূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 4 × 5 = 20
(i) ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের ফলাফল আলোচনা করো।
অথবা, মহাবিদ্রোহে কৃষক সমাজ বা সাধারণ মানুষের ভূমিকা কিরূপ ছিল?
(ii) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের ঘটনাটি আলোচনা করো।
অথবা, বাংলায় সশস্ত্র বিপ্লববাদের প্রসারে যুগান্তর দলের অবদান কী ছিল?
(iii) অসহযোগ আন্দোলনে শ্রমিকশ্রেণির ভূমিকা কিরূপ ছিল?
অথবা, সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতীয়রা কিভাবে প্রতিবাদ জানিয়েছিল?
(iv) ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
অথবা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলাফল আলোচনা করো।
(v) বাংলাদেশের মুক্তি যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা আলোচনা করো।
UNIT - 2
সমসাময়িক ভারতীয় দর্শন (18)
4. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3+3=6
(a) রবীন্দ্রনাথের মতে মানবধর্মের অর্থ কী?
(b) গীতার কর্মযোগ তত্ত্ব ব্যাখ্যা করো।
(c) “অহিংসা” শব্দটির দুটি অর্থ কী?
(d) “গান্ধীবাদ” কী?
5. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2 × 6 = 12
(a) স্বামীজির কর্মযোগের আটটি অধ্যায় সংক্ষেপে ব্যাখ্যা করো।
(b) মানবতা সম্পর্কে রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তাভাবনার পরিচয় দাও।
(c) বিরুদ্ধবাদীদের দৃষ্টিকোণ থেকে গান্ধীজির অহিংসা নীতিটির সমালোচনা করো।
(d) স্বামীজি চার প্রকার যোগের ব্যাখ্যা কিভাবে দিয়েছেন।
WB ক্লাস 12 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সাজেশান 2026
Set - 3
বিভাগ-ক
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 3×4=12
1.1 এনফিল্ড রাইফেল কেন বিতর্ক তৈরি করেছিল?
অথবা, 1.2 মহাবিদ্রোহে হিন্দু-মুসলিম ঐক্যের প্রমাণ দাও।
1.3 আলিগড় আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?
অথবা, 1.4 শুদ্ধি আন্দোলন কী?
1.5 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর গুরুত্বপূর্ণ কেন?
অথবা, 1.6 নাসিক ষড়যন্ত্র মামলা কী?
1.7 ‘মাউন্টব্যাটন রোয়েদাদ' বলতে কী বোঝ?
অথবা, 1.8 ‘জনগণের যুদ্ধ' হিসাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অভিহিত করা কতদূর যুক্তিসঙ্গত?
বিভাগ-খ
2. সংক্ষিপ্ত/টীকাধর্মী প্রশ্নাবলী (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 4×5=20
2.1 টীকা লেখো – মহারানীর ঘোষণাপত্র।
অথবা, 2.2 মহাবিদ্রোহে কৃষক ও জনসাধারণের ভূমিকা কী ছিল?
2.3 ‘বাংলা চুক্তিপত্রের’ রচয়িতা কে? এর মূল উদ্দেশ্য কী ছিল?
অথবা, 2.4 বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল?
2.5 গদর পার্টির কার্যকলাপ আলোচনা করো।
অথবা, 2.6 গান্ধীজির ডান্ডি অভিযানের গুরুত্ব লেখো।
2.7 ‘দিল্লির ঘোষণাপত্রটি' সংক্ষেপে লেখো।
অথবা, 2.8 অপারেশন সার্চলাইট বলতে কী বোঝ?
2.9 ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ও কর্তব্যগুলি কী কী?
অথবা, 2.10 পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির উদ্দেশ্য কী ছিল? বিভাগ-গ
3. বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8 x 1 = 8
3.1 আলিগড় আন্দোলনের সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো।
অথবা, 3.2 স্বদেশী আন্দোলনের ব্যর্থতার কারণগুলো আলোচনা করো।
অথবা, 3.3 সাইমন কমিশন বিরোধী আন্দোলনের বিশেষত্ব ও ব্যর্থতার কারণ আলোচনা করো। 4+4


Enter Your Comment