দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান - গ্যাসের আচরণ (অধ্যায়-২) সাজেশন
Wbbse Class 10 Physical Science Chapter 2 Behavior of Gases Question Answer In Bengali। ক্লাস 10 (Class 10) ভৌত বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ প্রশ্ন ও উত্তর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ (Class 10 Physical Science Suggestion 2025) নিচের দেওয়া প্রশ্ন গুলি তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ (Very Very Important)। এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনাও অনেক বেশি থাকে। তাই ক্লাস 10 ভৌত বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ - এর প্রশ্ন উত্তর (Wbbse Madhyamik Physical Science Behavior of Gases) গুলি তোমরা ভালো করে পড়তে থাকো। আশা করি ক্লাস 10 ভৌত বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ - এর প্রশ্ন উত্তর গুলি তোমাদের অনেক সাহায্য করবে। এখানে MCQ ,SAQ , সংক্ষিপ্ত এবং রচনাধর্মী সব রকমের প্রশ্নের আলোচনা করা হলো।
দশম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের নোটস ও সাজেশন(Class
10 Suggestion All Subject 2024) পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আর
আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact
Form) এ নিজের ডিটেলস সাবমিট(Submit)
করো।
গ্যাসের আচরণ সাজেশন 2025
ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর MCQ Class 10 । প্রতিটি প্রশ্নের মান - 1 । দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ প্রশ্ন উত্তর সাজেশন 2025 । Class 10 Physical Science Chapter 2 MCQ
1. গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি বৃদ্ধিতে গ্যাসটির উষ্ণতা -
B) কমে
C) একই থাকে
D) প্রথমে কমে ও পরে বাড়ে
উত্তর: - A) বাড়ে
2. চার্লসের সূত্রে নিচের কোন বিষয়টিকে স্থির ধরা হয় ?
B) গ্যাসের চাপ
C) গ্যাসের আয়তন
D) গ্যাসের অনুর গতি
উত্তর: - B) গ্যাসের চাপ
3. চার্লসের সূত্রের গাণিতিক রূপ –
A) PV=K
B) V=KT
C) P=KT
D) V=Kn
উত্তর: -
C) P=KT
4. কোন ক্ষেত্রে লেখচিত্রটি সরলরৈখিক হবে না–
A) V vs T
B) P vs T
C) P vs V
D) P vs 1/V
উত্তর: -
D) P vs 1/V
5. কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয় -
A) পরম স্কেল
B) সেলসিয়াস স্কেল
C) ফারেনহাইট স্কেল
D) সবকটিই ঠিক
উত্তর: -
A) পরম স্কেল
6. জলের মোলার ভর কত ?
A) 16
B) 20
C) 18
D) 22
উত্তর: - C) 18
7. 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর হলো -
A) 5
B) 10
C) 20
D) 15
উত্তর: - A) 5
8. চার্লসের সূত্রের V vs T লেখচিত্র , তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে -
A) ০ ডিগ্রি
B) 273 ডিগ্রি
C) -273 ডিগ্রি
D) -136.5 ডিগ্রি
উত্তর: - B) -273 ডিগ্রি
9. নিচের কোনটি চাপের একক নয় -
A) N/m^2
B) Pascal
C) atm
D) Coulomb
উত্তর: - D) Coulomb
10. তাপমাত্রার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত ?
A) 100 K
B) 273 K
C) 373
K
D) 0
K
উত্তর: -C) 373 K
11. চাপ স্থির রেখে উষ্ণতা বাড়ালে কোনো গ্যাসের ঘনত্ব -
A) একই থাকে
B) বৃদ্ধি পায়
C) হ্রাস পায়
D) প্রথমে বৃদ্ধি ও পরে হ্রাস পায়
উত্তর: - হ্রাস পায়
12. 303 K উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত?
A) 30 ডিগ্রি
B) 20 ডিগ্রি
C) 0 ডিগ্রি
D) 27 ডিগ্রি
উত্তর: - A) 30 ডিগ্রি
13. PV = nRT সমীকরণে কোন রাশিটি স্থির –
A) P
B) V
C) R
D) T
উত্তর: - C) R
14. কোনো একদিনের উষ্ণতা 27 ডিগ্রি হলে , কেলভিন স্কেলে পাঠ কত হবে ?
A) 303
K
B) 273
K
C) 0
K
D) 300
K
উত্তর: - D) 300 K
15. 1 atm = কত পাস্কাল ?
A) 1.05
x 10^5
B) 1.05
x 10^6
C) 1.05
x 10^7
D) 1.05
x 10^8
উত্তর: - A) 1.05 10^5
16. নিচের কোন তাপমাত্রাটি সঠিক নয় ?
A) 100
K
B) -1000 K
C) 200 C
D) 300 F
উত্তর: - B) -1000 K
17. বয়েল ও চার্লসের সূত্রের সাধারন ধ্রুবকটি হলো -
A) গ্যাসের ভর
B) গ্যাসের আয়তন
C) গ্যাসের চাপ
D) গ্যাসের তাপমাত্রা
উত্তর: - গ্যাসের ভর
18. চার্লসের সূত্রে কোন বিষয়টিকে স্থির ধরা হয়না ?
A) গ্যাসের ভর
B) গ্যাসের তাপমাত্রা
C) গ্যাসের চাপ
D) সবকটি
উত্তর; - গ্যাসের তাপমাত্রা
19. একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে (লিটার) মলসংখ্যা কত ?
A) PT/R
B) PRT
C) RT/P
D) P/RT
উত্তর: - D) P/RT
20. 1 Pa = কত dyn/cm^2?
A) 10
B) 20
C) 100
D) 1000
উত্তর: - A) 10
21. পরম শুন্য উষ্ণতার মান কত ?
A) 0
K
B) 100
K
C) 273
K
D) 237
K
উত্তর: - A) 0 K
22. কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমীকরণে চিহ্নটি কোন রাশিকে নির্দেশ করে -
A) গ্যাসের ভর
B) গ্যাসের আণবিক ভর
C) গ্যাসের মোলার ভর
D) গ্যাসের মোল সংখ্যা
উত্তর: - গ্যাসের মোলার ভর
23. গ্যাসের গতিও তত্ত্বানুযায়ী কোন তাপমাত্রায় আদর্শ গ্যাসের একটি অনুর গতিশক্তি শুন্য হয় ?
A) 0
k
B) 273
k
C) 373
k
D) -273
k
উত্তর: - A) 0 K
24. বয়েলের সূত্রের পরিবর্তনশীল রাশিগুলি হলো -
A) গ্যাসের চাপ ও গ্যাসের আয়তন
B) গ্যাসের উষ্ণতা ও গ্যাসের আয়তন
C) গ্যাসের উষ্ণতা ও গ্যাসের চাপ
D) গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা
উত্তর: - A) গ্যাসের চাপ ও গ্যাসের আয়তন
25. STP - তে 22.4 লিটার আয়তনের গ্যাসটি হলো -
A) 1
g পরমাণু H
B) ½
g পরমাণু H
C) 1
g পরমাণু H2
D) 1
mol পরমাণু H2
উত্তর: - D) 1 mol পরমাণু H2
26. পরম স্কেলে জলের হিমাঙ্ক কত –
A) 373
K
B) 273
K
C) 0
K
D) 473
K
উত্তর: - A) 373 K
27. কি পরিমান গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণের ধ্রুবক সব গ্যাসের ক্ষেত্রে সমান হয় -
A) 1 কেজি
B) 1 গ্রাম
C) 1 সিসি
D) 1 মোল
উত্তর: - D) ১ মোল
28. PV = nRT-তে V হল -
A) 1g গ্যাসের আয়তন
B) 1 মোল গ্যাসের আয়তন
C) n মোল গ্যাসের আয়তন
D) যে কোনো পরিমান গ্যাসের আয়তন
উত্তর: - C) n মোল গ্যাসের আয়তন
29. STP -তে 0.5 মোল কার্বন-ডাই-অক্সাইড এর আয়তন –
A) 11.2
L
B) 22.4
L
C) 44.8
L
D) 1
L
উত্তর: - A) 11. 2 L
30. নিচের কোনটি মোলার আয়তনকে সূচিত করে –
A) W/M
B) n/V
C) V/n
D) Nrt
উত্তর: - A) W/M
31. 3g অক্সিজেন গ্যাসের জন্য অবস্থার সমীকরণ –
A) PV=3RT
B) PV=3/32
RT
C) PV=32/3
RT
D) PV
= 1/3 RT
উত্তর: - B) PV=3/32 RT
32. 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STP তে PV এর মান কত ?
A) 2 RT
B) 0.5 RT
C) RT
D) 11.2 RT
উত্তর : - 0.5 RT
33. 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য STP-তে PV এর মান কত হবে -
A) 2 RT
B) 0.5 RT
C) RT
D) 11.2 RT
উত্তর : - A) 2RT
34. নিচের কোনটি চাপের SI একক ?
A) N
B) N/m^2
C) N/m
D) N/m^-2
উত্তর : - N/m^2
35. গ্যাস সংক্রান্ত বয়েলের লেখচিত্রটি হল –
উত্তর : - B)
একটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান - 1 । দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ প্রশ্ন উত্তর সাজেশন 2025 । Class 10 Physical Science Chapter 2 SAQ
1. কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে ?
উত্তর: - উচ্চ উষ্ণতায় এবং নিন্ম চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে।
2. বয়েলের সূত্রের ধ্রুবকরাশি গুলি কি কি?
উত্তর: - গ্যাসের ভর (m) এবং গ্যাসের উষ্ণতা (T)।
3. গে - লুসাক সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি?
উত্তর: - গ্যাসের ভর(m) এবং গ্যাসের আয়তন(V)।
4. উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিশক্তির কি পরিবর্তন হয় ?
উত্তর : - উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিশক্তি বাড়ে। কারণ
গ্যাসের অনুর গতিশক্তির সাথে উষ্ণতা সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ , E α
T
5. চার্লসের সূত্র অনুসারে স্থিরচাপে কোন উষ্ণতায় যেকোনো গ্যাসের আয়তন শুন্য হয় ?
উত্তর: - - শুন্য কেলভিন (0 K) বা -২৭৩ ডিগ্রি সেলসিয়াস (-273 ) উষ্ণতায়।
6. একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমান কত ?
উত্তর: - শুন্য।
7. গ্যাসের পরমশূন্য উষ্ণতার মান কত ?
উত্তর: - শুন্য কেলভিন বা -২৭৩ ডিগ্রি সেলসিয়াস।
8. আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যেকার আকর্ষণ বলের মান কত ?
উত্তর:- শুন্য।
9. কোন গ্যাসকে Sweet
গ্যাস বলে ?
উত্তর: - কয়লাখনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসকে সুইট গ্যাস বলে।
10. আবদ্ধ পাত্রের বায়ুচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর: - ব্যারোমিটার ।
11. পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত ?
উত্তর: - 100°C
যা 212°F এর
সাথে সমান ।
12. বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক লেখো।
উত্তর : - গ্যাসের চাপ তার গ্যাসের আয়তনের সঙ্গে ব্যাস্তানুপাতিক ভাবে পরিবর্তিত হয়।
13. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য PV
-P লেখচিত্র
টি অঙ্কন করো।
উত্তর : -
লেখচিত্রের প্রকৃতি হলো - P অক্ষের সমান্তরাল।
14. t ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রাকে কেলভিনে স্কেলে প্রকাশ করো।
উত্তর : - K
= (273 + t) ।
15. বয়েল ও চার্লসের সূত্র কোন ধরণের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য ?
উত্তর : - আদর্শ গ্যাস।
16. কেলভিন স্কেলে প্রমান চাপে জলের স্ফুটনাঙ্ক কত ?
উত্তর : -
373 K ।
17. বয়েলের সূত্র অনুযায়ী P-V লেখচিত্রের প্রকৃতি কি হবে ?
উত্তর : - সমপরাবৃত্তাকার।
18. P বনাম V
লেখচিত্রে পাওয়া রেখাগুলাকে কি বলা হয়?
উত্তর : - সমতাপ (Isotherm)।
19. পরম শুন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত ?
উত্তর : - পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের চাপ শূন্য হয়।
20. ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড ও ৩০০ কেলভিন উষ্ণতা দুটির মধ্যে কোনটির মান বেশি?
উত্তর : - ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ,
৩০ ডিগ্রি সেন্টিগ্রেড = ২৭৩ +৩০ = ৩০৩ কেলভিন।
21. PV = WRT / M সমীকরটিতে M এর একক কি ?
উত্তর : -
22. চার্লসের সূত্র অনুসারে V
বনাম T
লেখচিত্রের প্রকৃতি কিরূপ হবে ?
উত্তর : - মূলবিন্দুগামী সরলরেখা।
23. ১ মোল আদর্শ গ্যাসের জন্য সমীকরণটি লেখো।
উত্তর : -
PV = RT ।
সত্য বা মিথ্যা লেখো। প্রতিটি প্রশ্নের মান - 1 । দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ প্রশ্ন উত্তর সাজেশন 2025 । Class 10 Physical Science Chapter 2
1. গ্যাসীয় পদার্থের অণুগুলির গড় গতিশক্তি গ্যাসটির পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক।
উত্তর :- সত্য।
2. একই উষ্ণতা ও চাপে সমআয়তন ক২ এবং ঙ২ গ্যাসের মধ্যে অনুর সংখ্যা পৃথক হবে।
উত্তর : - মিথ্যা। একই চাপ ও উষ্ণতায় সমআয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যা অনু থাকে
অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী।
3. নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান।
উত্তর :- সত্য।
4. অ্যাভোগাড্রোর সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন শুন্য ধরা হয়।
উত্তর : - সত্য।
5. উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যাবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান।
উত্তর : - মিথ্যা ।
দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান – 2 / 3 । । দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ প্রশ্ন উত্তর সাজেশন 2025 । Class 10 Physical Science Chapter 2
1. অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। (ব্যাখ্যা সহ)
উত্তর : - বিবৃতি :
একই উষ্ণতা ও চাপে সমআয়তন সমস্ত গ্যাসে সমান সংখ্যক অণু থাকে।
ব্যাখ্যা : - অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী কোনো নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে ১ ঘনসেমি অক্সিজেনের মধ্যে যদি n সংখ্যক অনু থাকে, তবে ওই একই উষ্ণতা ও চাপে ১ ঘনসেমি ক্লোরিন ,
১ ঘনসেমি কার্বন ডাই অক্সাইড এর মধ্যেও সেই একই সংখ্যক অর্থাৎ n সংখ্যক অনু থাকবে।
2. আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখ।
উত্তর : - 1. যে সকল গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভােগাড্রোর সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। অন্যদিকে, যে সব গ্যাস বয়েলের সূত্র ও চার্লসের সূত্র পুরোপুরিভাবে ভাবে মেনে চলে না তাদের বাস্তব বা প্রকৃত গ্যাস বলে।
2. প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই।অন্যদিকে, প্রকৃতিতে সব গ্যাসীয় পদার্থ হল বাস্তব গ্যাস।
3. আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনোরূপ আকর্ষণ বল ক্রিয়া করে না।অন্যদিকে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে।
3. চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার ধারণা প্রতিষ্টা করো।
উত্তর : - নির্দিষ্ট চাপে 0 উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V0 cm3 এবং t উষ্ণতায় ওই গ্যাসের আয়তন Vt cm3 হলে চার্লসের সূত্রানুযায়ী,
Vt = V0 (1+ t
/ 273) cm3
সুতরাং, -273 উষ্ণতায় ওই গ্যাসের আয়তন হবে
V-273 = V0 ( 1-
273/273) = 0
অতএব ,
-273 উষ্ণতায় যে-কোনো গ্যাসের আয়তন শুন্য হয়ে যায়। যেহেতু আয়তন ঋণাত্মক হতে পারে না ,
সেহেতু -273 অপেক্ষা কম উষ্ণতা পাওয়া সম্ভব নয়। এজন্য -273 উষ্ণতাকে পরম শুন্য উষ্ণতা বলা হয়।
4. গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখ। আভোগেড্রো সূত্রের সাহায্যে কিভাবে এই সূত্র উপনীত হওয়া যায় তা ব্যাখ্যা করো।
উত্তর : - গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র : একই চাপ
ও উষ্ণতায় একাধিক গ্যাসীয় পদার্থের বিক্রিয়ার সময় গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকে এবং বিক্রিয়ার ফলে গ্যাসীয় পদার্থ উৎপন্ন হলে উৎপন্ন গ্যাসের আয়তন বিক্রিয়ক গ্যাসগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে।
5. গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি লেখো এবং এর গাণিতিক রূপটি প্রতিষ্টা করো ।
সূত্রটিকে লেখচিত্রের (P
বনাম V)
সাহায্যে প্রকাশ করো।
উত্তর : - স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে-কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যাস্তানুপাতে পরিবর্তিত হয়।
গাণিতিক রূপ : - নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V
এবং চাপ P
হলে , বয়েলের সূত্রানুযায়ী ,
V α 1/P (যখন উষ্ণতা স্থির)
বা ,
V = K / P
বা ,
PV=K
এটিই হলো বয়েলের সূত্রের গাণিতিক রূপ।
লেখচিত্র :
6. বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি সমীকরণের আকারে প্রকাশ করো। সমীকরণে ব্যবহৃত চিহ্নগুলি কি নির্দেশ করে ?
উত্তর : - মনে করা যাক, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ,
আয়তন ও উষ্ণতা যথাক্রমে V,
P এবং T তাহলে
বয়েলের সূত্রানুসারে V∝1/P
,যখন উষ্ণতা T
স্থির ।
এবং চার্লসের সূত্রানুসারে V∝T
,যখন চাপ P
স্থির ।
∴ চাপ
ও উষ্ণতা উভয়েই পরিবর্তিত হলে লেখা যায় V∝T/P
বা,
V= KT / P (যেখানে K
একটি সমানুপাতিক ধ্রুবক)
বা,
PV = KT
এটিই বয়েল ও চার্লসের সমন্বয়সূত্র।
7. গ্যাসের অণুগুলির গতির ও চাপের উপর গ্যাসের উষ্ণতা কিভাবে নির্ভর করে ?
উত্তর : - কোনো আবদ্ধ পাত্রে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায় ,
কারণ গ্যাসের গতিও তত্ব অনুযায়ী ,
আদর্শ গ্যাসের অনুর গড় গতিশক্তি পরম উষ্ণতার সমানুপাতিক। গ্যাস অনুর গতিশক্তি বৃদ্ধি পাওয়ার অর্থ অণুগুলির গড় বেগ বৃদ্ধি পাওয়া ,
ফলে গ্যাস অণুগুলি পাত্রের দেওয়ালে আগের তুলনায় আরো জোরে ধাক্কা মারে এবং দেওয়ালের প্রতি সেকন্ডে ধাক্কা মারার সংখ্যাও বৃদ্ধি পায়। এই
কারণে দেওয়ালের একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল বৃদ্ধি পায় যার ফলে চাপও বাড়ে।
8. উষ্ণতার পরম স্কেল কি ?
উত্তর : -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে নিন্মস্থিরাঙ্ক ধরে এবং উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে যদি এক ডিগ্রি সেলসিয়াসের সমান করে মাপা হয় তাহলে উষ্ণতার যে স্কেল পাওয়া যাই ,
তাকে উষ্ণতার পরম স্কেল বলে। এই
স্কেলে উষ্ণতাকে K
চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়।
9. বেলুন ফোলানোর সময় বয়েলের সূত্র প্রযোজ্য নয় কেন ?
উত্তর : - একটি নির্দিষ্ট উষ্ণতায় বেলুনে ফুঁ দিলে বেলুনটির আয়তন বাড়ে এবং সঙ্গে সঙ্গে বেলুনের ভিতরের বাতাসের চাপও বাড়ে। বেলুনে ফুঁ দিলে বেলুনের মধ্যে বাতাসের ভর আর নির্দিষ্ট বা স্থির না থেকে বেড়ে যায় ,
তাই আয়তন ও চাপ দুই-ই বৃদ্ধি পাই। কিন্তু স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রেই বয়েলের সূত্রটি প্রযোজ্য। তাই
এক্ষত্রে বয়েলের সূত্র প্রযোজ্য নয়।
10. সার্বজনীন গ্যাস ধ্রুবক কি? সার্বজনীন
বলা হয় কেন?
উত্তর: বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় দ্বারা যে আদর্শ গ্যাস সমীকরণ টি পাওয়া যায় সেটি হল PV
= nRT। এই সমীকরণে R হলো
একটি ধ্রুবক। এই ধ্রুবক কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে।
R এর
মান গ্যাসের প্রকৃতি ও ধর্মের উপর নির্ভর করে না। সকল গ্যাসের ক্ষেত্রে R
এর মান একই হয় এইজন্য R
ধ্রুবক টিকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে।
11. বয়েলের সূত্র থেকে চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্কটি লেখো।
উত্তর : - বয়েলের সূত্র থেকে চাপ (P) ও ঘনত্বের (D) মধ্যে সম্পর্কটি হলো -
P / D= ধ্রুবক , যখন উষ্ণতা (T) স্থির ।
গ্যাসের আচরণ গাণিতিক সমস্যা / গ্যাসের আচরণ এর অংক । দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ প্রশ্ন উত্তর সাজেশন 2025 । Class 10 Physical Science Chapter 2 Problems
1)
STP-তে 91 ঘনসেমি আয়তনের কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড করা হল। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ,
এই গ্যাসটির আয়তন কত হবে ?
2)
STP-তে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 50 ঘনমিটার হলে অপরিবর্তিত উষ্ণতায় 104
cm Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে ?
3)
4 অ্যাটমোস্ফিয়ার চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে ?
( R=0.082 L atm mol-1 K-1)
4)
STP-তে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 ঘনসেমি আয়তন অধিকার করে। কত চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসটি 300 ঘনসেমি আয়তন অধিকার করবে ?
5)
STP-তে কোনো আদর্শ গ্যাস 273 ঘনসেমি আয়তন অধিকার করে। 76
cm Hg চাপে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাস কত আয়তন অধিকার করবে ?
6)
নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 520 ঘনসেমি আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700 ঘনসেমি হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস ?
7)
কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন(V
/n) প্রায় সমান এবং STP
-তে এর সীমান্ত মান 22.4 L.mol-1
। এই
পরীক্ষালব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগাড্রো সূত্রে উপনীত হওয়া যায় ?
8)
একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাস নির্দিষ্ট উষ্ণতায় ও 1 অ্যাটমোস্ফিয়ার চাপে 150 ঘনসেমি আয়তন অধিকার করে। ওই
উষ্ণতায় ও 1.5 অ্যাটমোস্ফিয়ার চাপে গ্যাসটি কত আয়তন অধিকার করবে ?
9)
770 mm
Hg চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস 75 ঘনসেমি আয়তন অধিকার করে। ওই উষ্ণতায় 750 mm
Hg চাপে ওই
ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে ?
10) 2
অ্যাটমোস্ফিয়ার চাপে ও
300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে ?
( R=0.082 L atm mol-1 K-1)
11) সমভরের দুটি গ্যাস STP তে যথাক্রমে 4480 mol ও 5600 mol
আয়তন অধিকার করে। গ্যাসদুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো।
12) 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 750 mg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 ঘনসেমি আয়তন অধিকার করে। ওই চাপে 47 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করে ?
দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরনের উপরের গাণিতিক সমস্যাগুলির সমাধান পেতে চাইলে এখানে ক্লিক করো।
দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের সমস্ত অধ্যায়ের প্রশ্ন ও উত্তর। Wbbse Class 10/Madhyamik Physical Science All Chapters Question Answer / Suggestion / Notes সব পেতে প্রতিদিন Visit করো www.infoeducations.com । এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এখানে ক্লিক করে আপডেট পেতে।
Enter Your Comment