Class 10 Life Science First Unit Test Question Paper 2024 । দশম শ্রেনীর জীবন বিজ্ঞান প্রশ্নপত্র 2024

Class 10 Life Science First Unit Test Question Paper 2024 । দশম শ্রেনীর জীবন বিজ্ঞান প্রশ্নপত্র 2024


দশম শ্রেনীর জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন  নমুনা প্রশ্নপত্র  || Madhyamik Life Science Model Questions Class 10

Class 10 Life Science First Unit Test Model Question 2024 / দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন  নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। 

কেমন ধরণের প্রশ্নপত্র তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 class 10 পরীক্ষায় আসবে এই টি মডেল প্রশ্নপত্রতে দেখানো হয়েছে।  আশা করি তোমাদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 এই ২টি মডেল প্রশ্নপত্র অনেক সাহায্য করবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 Class 10 পরীক্ষায়। চাইলে তোমরা বাড়িতে বসে এই প্রশ্নপত্রটি সমাধান করে আমাদের কে পাঠাতে পারো সমাধানপত্রটি।

Madhyamik Life Science First Unit Test Question 2024

WBBSE Class 10 Life Science 1st Unit Test / দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ এর সিলেবাস থাকছে তোমাদের প্রথম অধ্যায় : জীবজগতে নিয়ন্ত্রন সমন্বয় দ্বিতীয় অধ্যায় : জীবনের প্রবাহমাত্রাa ) কোশ বিভাজন কোশ চক্র মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ পূর্ণমান - ৪০ লিখিত।  যার জন্য সময় ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।

ক্লাস ১০ প্রথম ইউনিট টেস্টের জীবন বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন Life science 1st unit test exam question Class 10

 

Model Set – 1

1st Unit Test History Question Paper প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪

বিষয় - জীবন বিজ্ঞান   পূর্ণমান = ৪০   সময় - ঘন্টা ৩০ মিনিট

১।  সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো : - 1 x 10 = 10

. ) কোন হরমোনটি উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে - ) অক্সিন / ) ইথিলিন / ) সাইটোকাইটিন / ) জিব্বেরেলিন

. ) দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো - ) সুষুম্মাশীর্ষক / ) থ্যালামাস / ) লঘুমস্তিস্ক / ) গুরুমস্তিস্ক '

. ) মানুষের মস্তিষ্কে করোটি স্নায়ুর সংখ্যা - ) ১০ / ) ১২ / ) ২৪ / ) ৩২ টি

. ) আম্যাইটোসিস ঘটে যে জীবে সেটি হল  - ) অ্যামিবা / ) মানুষ / ) দ্বিবীজপত্রী উদ্ভিদ / ) মটর উদ্ভিদ

. ) DNA প্রতিলিপিকরণ সম্পন্ন হয় ইন্টারফেজের যে উপদশায় , তা হল - ) G / ) G2  / ) S  / ) M

. ) ফুলের যে অংশটি বীজে রূপান্তরিত হয় , তা হল - ) ডিম্বাশয় / ) ডিম্বক / ) বৃত্তি / ) পাপড়ি

. ) বায়ুপরাগী উদ্ভিদ হল - ) আম / ) পাতাঝাঁজি / ) ধান / ) শিমূল

. ) নিন্মলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি মিশ্রগ্রন্থি ? - ) থাইরয়েড / ) পিটুইটারি / ) অগ্ন্যাশয় / ) যকৃৎ

. ) মাইটোসিসের যে দশায় সিস্টার ক্রোমোজোমগুলি আলাদা হয়ে যায় তা হল ) প্রোফেজ / ) মেটাফেজ / ) আনাফেজ / ) টেলোফেজ

.১০ ) ক্রোমোজোমের প্রান্তীয় অঞ্চলকে বলে - ) সেন্টোমিয়ার / ) ক্রোমোমিয়ার / ) গৌণ খাঁজ / ) টেলোমিয়ার

২।  অতিসংক্ষিপ্ত উত্তর দাও : - (যেকোনো দশটি) 1 x 10 = 10

. ) পাখির একটি উড্ডয়ন পেশির নাম লেখো ?

. ) মূলের মাটির দিকে চলনকে কি বলা হয় ?

. ) CSF -এর পুরো নাম কি ?

. ) একটি বহির্বাহী স্নায়ুর নাম কি ?

. ) জনন মাতৃকোশে ক্রোমোজোমের সংখ্যা ৪৬ হলে জননকোশে ক্রোমোজোমের সংখ্যা কত ?

. ) একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হল ভেগাস স্নায়ু। (সত্য/মিথ্যা লেখো)

. ) মানুষের ডিম্বাণুতে অবস্থিত অটোজোম সংখ্যা কত ?

. ) বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো : - ক্রোমাটিড , ক্রোমোজোম , সেন্ট্রোমিয়ার , স্যাটেলাইট।

. ) ভিট্রিয়াস হিউমরের একটি কাজ লেখো।

.১০ ) স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন ?

.১১ ) উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক কি ?

.১২ ) কোশচক্রের S দশায় _____ সংশ্লেষিত হয়। (শুন্যস্থান পূরণ করো)

.১৩ ) যে দৃষ্টি জনিত ত্রুটিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় তাকে _________ বলে। (শুন্যস্থান পূরণ করো)

৩।  যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : -    2 x 5 = 10

. ) মাইটোসিসের মেটাফেজ দশার ২টি প্রধান বৈশিষ্ট্য লেখো।

. ) অগ্রস্থ প্রকটতা কি ? কোন হরমোন এটি নিয়ন্ত্রণ করে ?

. ) ফিডব্যাক নিয়ন্ত্রণ কি ?

. ) খণ্ডীভবন কি তা উদাহরণসহ ব্যাখ্যা করো।

. ) জনুক্রম কি ?

. ) সিসমোন্যাস্টিক চলন বলতে কি বোঝো উদাহরণসহ লেখো।

. ) একটি ফ্লেক্সর একটি এক্সটেনসর পেশির উদাহরণ দাও।

৪।  নীচের প্রশ্নগুলির উত্তর দাও : -  5 x 2 = 10

. ) মানব চক্ষুর লম্বচ্ছেদের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিন্মলিখিত অংশগুলি চিন্নিত করো - ) রেটিনা , ) লেন্স , ) তারারন্ধ্র , ) অপটিক স্নায়ু।   3 + 2

অথবা ,

একটি কোশচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশার কী কী ধরণের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয় ? একটি কোশচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটতে পারে ? 3 + 2

. ) অক্সিনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী ? উদাহরণ সহযোগে বহিঃক্ষরা অন্তঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো।       2 + 3

অথবা,

ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও। G2 দশার দুটি বৈশিষ্ট্য লেখো। 3 + 2

দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞান কমন প্রশ্ন উত্তর

 

Model Set – 2

1st Unit Test History Question Paper প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪

বিষয় - জীবন বিজ্ঞান   পূর্ণমান = ৪০   সময় - ঘন্টা ৩০ মিনিট

১।  সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো : -  1 x 8 = 8

. ) কোনটি ইনসুলিনের কাজ নয় - ) দেহকোশে গ্লুকোজ প্রবেশ বৃদ্ধি করা। / ) ফ্যাট প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিত করা। / ) যকৃৎ পেশীকোশের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করা। / ) প্রোটিন ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়।   

. ) কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে , কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়।  এটি হল - ) ফটোন্যাস্টি / সিসমোন্যাস্টি / ) কেমোন্যাস্টি / ) থার্মোন্যাস্টি

. ) নিউক্লিক অ্যাসিডে যে অ্যাসিডটি থাকে , তা হল - ) ফরমিক অ্যাসিড / ) ফসফরিক অ্যাসিড / ) অক্সালো অ্যাসিটিক অ্যাসিড / ) হাইড্রোক্লোরিক অ্যাসিড

. ) মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয় ? - ) প্রোফেজ / ) মেটাফেজ / ) আনাফেজ / ) টেলোফেজ

. ) শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হল - ) সুষুম্মাশীর্ষক / ) থ্যালামাস / ) লঘুমস্তিস্ক / ) গুরুমস্তিস্ক

. ) ফোটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে - ) অক্সিন / ) ইথিলিন / ) সাইটোকাইটিন / ) জিব্বেরেলিন

. ) ত্রিস্ত্ররীয় মেনিনজিসের দ্বিতীয় স্তরটি হল - ) পায়াম্যাটার / ) দুরাম্যাটার / ) আরাকনয়েড ম্যাটার / ) গ্রে ম্যাটার

. ) মানুষের জননকোশের অটোজমের সংখ্যা হল ) ২২ জোড়া / ) ৪৪ জোড়া / ) জোড়া / ) জোড়া

২।  নীচের ১৩টি প্রশ্নথেকে ৯টি  প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :   1 x 9 = 9

. ) শুন্যস্থান পূরণ করো : (যে কোনো দুটি)

. . ) BMR নিয়ন্ত্রণ করে __________ হরমোন।

..) বীজ বিহীন ফল সৃষ্টি হওয়াকে ___________ বলে। 

..) RNA তে থাকে ____________ শর্করা।

. ) সত্য অথবা মিথ্যা লেখো : (যে কোনো দুটি)

.. ) নিউক্লিয়াস বিভাজনকে বলে সাইটোকাইনিন।

.. ) অ্যাক্সনে নিজল দানা দেখতে পাওয়া যায়।

.. ) লঘু মস্তিস্ক দেহের ভারসাম্য রক্ষা করে।

. ) একটি শব্দে বা তিনটি বাক্যে উত্তর দাও : - (যেকোনো তিনটি)

.. ) ADH এর অভাবে কোন রোগ হয়  ?

.. ) ক্যারিও কাইনেসিস কী ?

.. ) বিসদৃশ শব্দটি বেছে লেখো : - ক্রোমাটিড , সেন্টোমিয়ার , টেলোমিয়ার , সেন্ট্রোজোম।

..শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : - বিটা কোশ : ইনসুলিন :: আলফা কোশ : ________

.. ) নীচের তিনটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত।  সেই বিষয়টিকে খুঁজে বের করো এবং লেখো :- ডেনড্রন , কোশ দেহ , নিউরোন ,অ্যাক্সন  

. ) '' স্তম্ভের সঙ্গে '' স্তম্ভ মেলাও : - (যে কোনো দুটি)

.. জিব্বেলেরিন        

) পত্রমোচন বিলম্বিত করে।

.. CSF            

) মুকুল বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে

.. সাইটোকাইনিন  

) মস্তিষ্কের কোশে পুষ্টি সররবাহ করে।

                                  

) বেমতন্ত গঠনে সাহায্য করে।  

৩।  নীচের প্রশ্নগুলির উত্তর দাও : - (যেকোনো চারটি)   2 x 4 = 8

. ) ট্রাপিক চলন ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো।

. ) প্রতিবর্ত ক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো। 

. ) অক্ষয়গুলোকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলি উল্লেখ করো।

. ) ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের দুটি পার্থক্য লেখো।

. ) গুরুমস্তিস্ক লঘু মস্তিষ্কের ২টি করে তাৎপর্য লেখো।

. ) মাইটোসিস মিয়োসিস কোশ বিভাজনের মধ্যে দুটি পার্থক্য লেখো।

৪।  নীচের প্রশ্নগুলির উত্তর দাও :  5 x 3 = 1 5

. ) প্রাণীকোশের মাইটোসিস কোষবিভাজনের মেটাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিন্মলিখিত অংশগুলি চিহ্নিত করো - ) ক্রোমোজোম ) বেমতন্তু গো ) মেরু অঞ্চল ) সেন্ট্রোমিয়ার  3 + 2

অথবা ,

একটি আদর্শ নিউরোনের পরিছন্ন চিত্র অঙ্কন করো এবং নিন্মলিখিত অংশগুলি চিহ্নিত করো ; ) ডেন্ড্রন ) রানভিয়ারের পর্ব  ) মায়োলিন সিদ  ) সোয়ান কোশ  3 + 2

. ) উদ্ভিদের ট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো। হরমোন স্নায়ুতন্ত্রের পার্থক্য লেখো।  3 + 2

অথবা ,

ক্রোমোজোম জিনের মধ্যে অন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো।  মিয়োসিস কোশ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন ? 3 + 2

. ) ইনসুলিন হরমোনের উৎস কাজ লেখো।  হরমোনকে রাসায়নিক বার্তাবহ বলা হয় কেন ?   3 + 2

অথবা ,

যৌন জননের সুবিধা অসুবিধাগুলি সংক্ষেপে উল্লেখ করো। একটি পতঙ্গপরাগী একটি জলপরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো।   3 + 2 


তোমরা যদি প্রশ্নপত্রটি সমাধান করে আমাদের পাঠাতে চাও তাহলে আমাদেরকে পাঠাতে পারো। আমরা সমাধানপত্রটি চেক করে দেব এবং তার সাথে কত পেয়েছো তা জানিয়েও দেব। পাঠানোর জন্য আমাদের সাথে কন্টাক্ট করো - Click Here 

Class 10 Bengali First Unit Test Question Paper । দশম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024  - Click Here

Class 10 History First Unit Test Question Paper । দশম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024  - Click Here

Class 10 Geography First Unit Test Question Paper । দশম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024   - Click Here

Class 10 Physical Science First Unit Test Question Paper । দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024   - Click Here

Class 10 Life Science First Unit Test Question Paper । দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024   - Click Here

Class 10 Mathematics First Unit Test Question Paper । দশম শ্রেণীর গণিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024   - Click Here

আশা করছি তোমাদের এই ২টি মডেল প্রশ্নপত্র অনেক বেশি সাহায্য করবে ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে(1st Unit Test 2024)। নিচে অবশ্যই কমেন্ট জানাবে কেমন লাগলো তোমাদের।

তোমরা যদি আমাদের সাথে কন্টাক্ট (Contact) করতে চাও তাহলে – Click Here

তোমরা যদি টেলিগ্রাম (Telegram) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে -  Click Here

তোমরা যদি হোয়াটস্যাপ (WhatsApp) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে -  Click Here

তোমরা যদি ফেসবুক (Facebook) পেজের সাথে যুক্ত হতে চাও তাহলে -  Click Here


1 মন্তব্যসমূহ

Enter Your Comment

নবীনতর পূর্বতন