মাধ্যমিক ইতিহাস মক টেস্ট সংঘব্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (চতুর্থ অধ্যায়)। History Mock Test in Bengali
byInfo Educations-
0
Wbbse Madhyamik History Chapter 4 Mock Test With Answers
বর্তমান সময়ে MCQ মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। এবং এই MCQ সঠিক করলে প্রাপ্ত নম্বরের পরিমান ও বেড়ে যায় । তাই MCQ এর উপর অনেক জোর দেওয়া প্রয়োজন। এবং তার জন্য চায় বেশি বেশি প্রাকটিস এবং পরীক্ষা দেওয়া , যার মধ্য দিয়ে তুমি তোমার দুর্বলতা বা প্রস্তুতি কে যাচাই করতে পারবে। এই প্রস্তুতি কে আরও সুদৃঢ করার জন্য Infoeducations.com তোমাদের জন্য নিয়ে এসেছে প্রতিটা বিষয়ের MCQ MOCK Test।
WBBSE Madhyamik History Mock Test / Madhyamik History MCQ Online Mock Test Chapter 4 / মাধ্যমিক ইতিহাস MCQ মক টেস্ট : - Info Educations তোমাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষা 2025 দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অধ্যায় 4 সংঘবদ্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্যও বিশ্লেষণ - এর খুবই গুরুত্বপূর্ণ MCQ MOCK TEST।
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় : - সংঘবদ্ধতার গোরার কথা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর
ইতিহাস বিষয়ের সংঘব্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (চতুর্থ অধ্যায়) Mock Test তোমাদের সিলেবাস এর উপর ভিত্তি করে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকাদের দ্বারা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দিয়ে তৈরী হয়েছে। তাই এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা 2025 এ আসার সম্ভাবনাও অনেক অনেক বেশি। এই মক টেস্টটি তোমাদের ক্লাস 10 ইতিহাস অধ্যায় 4 মাসিক প্রশ্ন প্রস্তুতিতেও অনেক বেশি সাহায্য করবে। কারণ তোমরা এখানে নিত্য নতুন প্রশ্নের সম্মুখীন হবে। যাতে করে তোমাদের ধারণাও অনেক বাড়বে।
ইতিহাস বিষয়ের সংঘব্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (চতুর্থ অধ্যায়) মক টেস্টে তোমাদের জন্য থাকছে 20 টি প্রশ্ন , আর প্রতিটি প্রশ্নের মান 5 করে। সঠিক করলে 5 Points পাবে আর ভুল করলে 0 পাবে। প্রতিটা প্রশ্নের জন্য 60 Seconds করে সময় পাবে।
ইতিহাস চতুর্থ অধ্যায় ক্লাস ১০। মাধ্যমিক ইতিহাস সাজেশন । মাধ্যমিক ইতিহাস মক টেস্ট
Subject (বিষয়)
History (ইতিহাস)
Class
(শ্রেণী)
10
(দশম)
Chapter (অধ্যায়)
4
Name of The Chapter (অধ্যায়েরনাম)
সংঘব্ধতারগোড়ারকথা
: বৈশিষ্ট্যওবিশ্লেষণ
Total Questions (প্রশ্নসংখ্যা)
20
Total Marks (পূর্ণমান)
100
Times of each question
60 Seconds
Mock Test টি দেওয়ার জন্য নিচের দেওয়া Start Quiz Button এ ক্লিক করো।
Madhyamik History Test
Time Left: 60 seconds
1. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন -
a) সুভাষচন্দ্র বসু
b) রাসবিহারী বসু
c) বি ডি সাভারকর
d) জওহরলাল নেহেরু
উত্তর: - c) বি ডি সাভারকর
2. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো -
a) ভারতসভা
b) ভারতের জাতীয় কংগ্রেস
c) বঙ্গভাষা প্রকাশিকা সভা
d) ল্যান্ড হোল্ডারস সোসাইটি
উত্তর: - c) বঙ্গভাষা প্রকাশিকা সভা
3. ভারতমাতা চিত্রটি আঁকেন -
a) অবনীন্দ্রনাথ ঠাকুর
b) নন্দলাল বসু
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তর: - a) অবনীন্দ্রনাথ ঠাকুর
4. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে -
a) ১৮৫৭ খ্রিস্টাব্দে
b) ১৯১৯ খ্রিস্টাব্দে
c) ১৯৪৭ খ্রিস্টাব্দে
d) ১৮৫৮ খ্রিস্টাব্দে
উত্তর: - d) ১৮৫৮ খ্রিস্টাব্দে
5. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন -
a) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
b) আনন্দমোহন বসু
c) শিবনাথ শাস্ত্রী
d) কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়
উত্তর: - d) কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়
6. বন্দেমাতরম সংগীতটি রচিত হয় -
a) ১৮৭০ খ্রিস্টাব্দে
b) ১৮৭৫ খ্রিস্টাব্দে
c) ১৮৭২ খ্রিস্টাব্দে
d) ১৮৭৬ খ্রিস্টাব্দে
উত্তর: - b) ১৮৭৫ খ্রিস্টাব্দে
7. গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন -
a) সংগীতশিল্পী
b) নাট্যকার
c) কবি
d) ব্যাঙ্গচিত্রশিল্পী
উত্তর: - d) ব্যাঙ্গচিত্রশিল্পী
8. মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল -
a) ভারতবাসীর আনুগত্য অর্জন
b) ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ
c) ভারতের প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রদান
d) মহাবিদ্রোহে বন্দি ভারতীয়দের মুক্তিদান
উত্তর: - a) ভারতবাসীর আনুগত্য অর্জন
9. ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন -
a) রাজা রাধাকান্ত দেব
b) রাজা রামমোহন রায়
c) প্রসন্নকুমার ঠাকুর
d) দ্বারকানাথ ঠাকুর
উত্তর: - d) দ্বারকানাথ ঠাকুর
10. হিন্দুমেলার সম্পাদক ছিলেন -
a) নবগোপাল মিত্র
b) রাজনারায়ণ বসু
c) গগনেন্দ্রনাথ ঠাকুর
d) গনেন্দ্রনাথ ঠাকুর
উত্তর: - d) গনেন্দ্রনাথ ঠাকুর
11. রাষ্ট্রগুরু নাম পরিচিত ছিলেন -
a) রামমোহন রায়
b) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
c) নবগোপাল মিত্র
d) রাজনারায়ণ বসু
উত্তর: - b) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
12. মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন -
a) সুরেন্দ্রনাথ সেন
b) রমেশচন্দ্র মজুমদার
c) শশীভূষণ চৌধুরী
d) বি ডি সাভারকর
উত্তর: - c) শশীভূষণ চৌধুরী
13. বন্দেমাতরম সংগীতটি রচনা করেন -
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) সত্যেন্দ্রনাথ ঠাকুর
c) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
d) স্বামী বিবেকানন্দ
উত্তর: - c) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
14. মহাবিদ্রোহকে যে বিরিতিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন -
a) ম্যালসেন
b) নর্টন
c) ডিসরেলি
d) চার্লস রেকস
উত্তর: - d) চার্লস রেকস
15. চৈত্রমেলা , হিন্দুমেলা রূপে পরিচিত হয় -
a) ১৮৭০ খ্রিস্টাব্দ থেকে
b) ১৮৬৭ খ্রিস্টাব্দ থেকে
c) ১৮৭২ খ্রিস্টাব্দ থেকে
d) ১৮৭৫ খ্রিস্টাব্দ থেকে
উত্তর: - a) ১৮৭০ খ্রিস্টাব্দ থেকে
16. ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন -
a) লর্ড কার্জন
b) লর্ড ক্যানিং
c) লর্ড ওয়েলেসলি
d) লর্ড ডালহৌসি
উত্তর: - b) লর্ড ক্যানিং
17. প্রথম ভারতসচিব ছিলেন -
a) লর্ড কার্জন
b) লর্ড ক্যানিং
c) লর্ড স্ট্যানলি
d) লর্ড ওয়েলেসলি
উত্তর: - c) লর্ড স্ট্যানলি
18. হিন্দুস্থানের সম্রাট হিসেবে পরিচিত -
a) দ্বিতীয় বাহাদুর শাহ
b) বাবর
c) ওরঙ্গজেব
d) শাহজাহান
উত্তর: - a) দ্বিতীয় বাহাদুর শাহ
19. আধুনিক ভারতের প্রথম গণসংগঠন সভা ছিল -
a) ভারতসভা
b) ভারতের জাতীয় কংগ্রেস
c) বঙ্গভাষা প্রকাশিকা সভা
d) জমিদার সভা
উত্তর: - d) জমিদার সভা
20. আনন্দমোহন বসু ছিলেন ভারতসভার -
a) প্রতিষ্ঠাতা
b) সম্পাদক
c) সভাপতি
d) সচিব
উত্তর: - b) সম্পাদক
Result
মক টেস্ট দেওয়ার পর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে এবং যেগুলি ভুল হয়েছে তার সঠিক উত্তর পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় কোথাও যে , কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে তাহলে তোমরা অবশ্যই Contact Form অথবা কমেন্ট করে (Comment) প্রশ্ন নাম্বার এবং প্রশ্নটি টুকে সঠিক উত্তর সাবমিট (Submit) করবে। আশা করছি তোমাদের এই মক টেস্ট দেওয়ার ফলে অনেক বেশি উপকৃত হবে এবং মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।