WBBSE
Class 9 Geography Mock Test / Wbbse
Class 19 Geography Chapter 8 West Bengal
Mock Test / নবমশ্রেণীরভূগোলপশ্চিমবঙ্গমকটেস্ট : - Info
Educations তোমাদেরজন্যনিয়েএসেছেপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোলখুবইগুরুত্বপূর্ণMCQ
MOCK TEST।
পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল | Poschimbongo Mock Test
Class 9 Geography Test / ভূগোলবিষয়েরঅষ্টমঅধ্যায়েরপশ্চিমবঙ্গেরMock Test তোমাদেরসিলেবাসএরউপরভিত্তিকরেঅভিজ্ঞশিক্ষকওশিক্ষিকাদেরদ্বারাবাছাইকরাগুরুত্বপূর্ণপ্রশ্নগুলিদিয়েতৈরীহয়েছে।তাইএইপ্রশ্নগুলিনবমশ্রেণীরতৃতীয়পর্যায়ক্রমিকমূল্যায়নেএআসারসম্ভাবনাওঅনেকঅনেকবেশি।এইমকটেস্টটিতোমাদেরনবমশ্রেণীরভূগোল – অষ্টমঅধ্যায় "পশ্চিমবঙ্গ" MCQ প্রস্তুতিতেওঅনেকবেশিসাহায্যকরবে।কারণতোমরাএখানেনিত্যনতুনপ্রশ্নেরসম্মুখীনহবে।যাতেকরেতোমাদেরধারণাওঅনেকবাড়বে।
পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল Mock Test
Mock Test টিদেওয়ারজন্যনিচেরদেওয়াStart
Quiz Button এক্লিককরো।
Geography MCQ Test
Time Left: 60 seconds
1. পশ্চিমবঙ্গ কয়টি প্রতিবেশী রাজ্য দ্বারা পরিবেষ্টিত?
a) 4টি
b) 5টি
c) 6টি
d) 7টি
উত্তর : - b) 5টি প্রতিবেশী রাজ্য দ্বারা পরিবেষ্টিত। ভারতীয় রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম ও আসাম।
2. উত্তরবঙ্গের বৃহত্তম নদী—
a) তোর্সা
b) বালাসন
c) জলঢাকা
d) তিস্তা
উত্তর : - d) তিস্তা। তিস্তা সিকিম ও উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী।
3. মালদহ জেলার মহানন্দা নদীর পশ্চিমের নবীন ভূভাগকে বলে—
a) বরেন্দ্রভূমি
b) তাল
c) দিয়ারা
d) ডুয়ার্স
উত্তর : - c) দিয়ারা
4. পশ্চিমবঙ্গের কোথায় লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে?
a) খড়গপুর
b) কাকদ্বীপ
c) দুর্গাপুর
d) মালদা
উত্তর : - c) দুর্গাপুর। দুর্গাপুর ইস্পাত কারখানা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্প শহর দূর্গাপুর এ অবস্থিত একটি বৃহৎ ইস্পাত করখানা। এই কারখানাটি রাষ্ট্রায়াত্ব সংস্থা সেল-এর নিয়ন্ত্রণাধীন।
5. সল্টলেকে কোন ধরণের শিল্প গড়ে উঠেছে –
a) তথ্যপ্রযুক্তি শিল্প
b) লৌহ ইস্পাত শিল্প
c) ইঞ্জিনিয়ারিং শিল্প
d) কার্পাস বয়ন শিল্প
উত্তর : - a) তথ্যপ্রযুক্তি শিল্প
6. জলঢাকা নদীর একটি উপনদী হল—
a) রিলি
b) সেবক
c) ডায়না
d) বালাসন
উত্তর : - c) ডায়না
7. পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয় -
a) তিস্তা
b) তোর্সা
c) দামোদর
d) জলঢাকা
উত্তর : - a) তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় কারণ এটি অত্যন্ত খরস্রোতা এবং বন্যাপ্রবণ।
8. পার্বত্য অঞ্চলের মাটিতে ভালো জন্মায়—
a) জাম
b) কাঁঠাল
c) আতা
d) কমলালেবু
উত্তর : - d) কমলালেবু
9. পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা রয়েছে?
a) 2
b) 3
c) 4
d) 5
উত্তর : - b) 3। পশ্চিমবঙ্গের সীমান্তে তিনটি রাষ্ট্র নেপাল, ভুটান ও বাংলাদেশ
10. তথ্য আদানপ্রদানকারী, হার্ডওয়্যার ও সফটওয়্যার সংক্রান্ত কার্যাবলির একত্রীকরণ হল—
a) পর্যটন শিল্প
b) তাঁত শিল্প
c) খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প
d) তথ্যপ্রযুক্তি শিল্প
উত্তর : - d) তথ্যপ্রযুক্তি শিল্প
11. পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমে বিস্তার প্রায়—
a) 650 কিলোমিটার
b) 325 কিলোমিটার
c) 395 কিলোমিটার
d) 610 কিলোমিটার
উত্তর : - b) 325 কিলোমিটার
12. ঠিক জোড়াটি নির্বাচন করো –
a) দামোদর নদ – পশ্চিমের উত্তরের পার্বত্য অঞ্চল
b) কালিম্পং জেলা – সমুদ্র থেকে দূরবর্তী স্থান
c) পডসল মৃত্তিকা – পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল
d) অ্যালপাইন উদ্ভিদ – সুন্দরবন অঞ্চল
উত্তর : - b) কালিম্পং জেলা – সমুদ্র থেকে দূরবর্তী স্থান।
13. পোড়ামাটির পুতুল ও মূর্তি বিশ্ব বিখ্যাত –
a) ঘাটালের
b) চন্ডিপুরের
c) বিষ্ণুপুরের
d) শান্তিপুরের
উত্তর : - c) বিষ্ণুপুরের
14. পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা যদি দুটি ভাগে বিভক্ত হয়েছে?
a) মুর্শিদাবাদ
b) ভগবানপুর
c) মালদা
d) পুরুলিয়া
উত্তর : - a) মুর্শিদাবাদ। গঙ্গা রাজমহলের নিকটে পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং পরে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়। এটি মুর্শিদাবাদের অন্তর্গত ধুলিয়ানের উত্তরে দুটি ভাগে বিভক্ত হয়েছে।
15. ভুপ্রকতি অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্যকে কয়টি ভাগে ভাগ করা হয়?
a) 2
b) 3
c) 4
d) 5
উত্তর : - c) 3। ভূ -প্রাকৃতিক বৈচিত্র্য ও ভূমির গঠন অনুযায়ী পশ্চিমবঙ্গকে তিনটি প্রধান ভূ -প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়, যথা-উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল এবং গঙ্গার বদ্বীপসমূহ সমভূমি অঞ্চল।
16. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এর নাম কী?
a) সান্দাকফু
b) শুশুনিয়া
c) রাজমহল
d) মাউন্ট এভারেস্ট
উত্তর : - a) সান্দাকফু
17. তরাই শব্দের অর্থ কী?
a) নরম ভূমি
b) শক্ত ভূমি
c) পাথুরে ভূমি
d) স্যাঁতসেঁতে ভূমি
উত্তর : - d) স্যাঁতসেঁতে ভূমি
18. শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত?
a) বর্ধমান
b) বাঁকুড়া
c) পুরুলিয়া
d) দার্জিলিং
উত্তর : - b) বাঁকুড়া
19. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
a) রাজমহল
b) গোর্গাবুরু
c) সান্দাকফু
d) সবকটি
উত্তর : - b) গোর্গাবুরু
20. পশ্চিমবঙ্গের রাজধানী -
a) হাওড়া
b) হুগলি
c) কলকাতা
d) উত্তর চব্বিশ পরগনা
উত্তর : - c) কলকাতা
Result
মক টেস্ট দেওয়ার পর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে এবং যেগুলি ভুল হয়েছে তার সঠিক উত্তর পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় কোথাও যে , কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে তাহলে তোমরা অবশ্যই Contact Form অথবা কমেন্ট করে (Comment) প্রশ্ন নাম্বার এবং প্রশ্নটি টুকে সঠিক উত্তর সাবমিট (Submit) করবে। আশা করছি তোমাদের এই মক টেস্ট দেওয়ার ফলে অনেক বেশি উপকৃত হবে এবং মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।