অষ্টম শ্রেণি বিজ্ঞান – প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ (পঞ্চম অধ্যায়) মক টেস্ট। Wbbse Class 8 Science Mock Test
byInfo Educations-
0
অষ্টম শ্রেণীর বিজ্ঞান। পঞ্চম অধ্যায়: প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষন MCQ Mock Test
বর্তমান সময়ে MCQ পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। এবং এই MCQ সঠিক করলে প্রাপ্ত নম্বরের পরিমান ও বেড়ে যায় । তাই MCQ এর উপর অনেক জোর দেওয়া প্রয়োজন। এবং তার জন্য চায় বেশি বেশি প্রাকটিস এবং পরীক্ষা দেওয়া , যার মধ্য দিয়ে তুমি তোমার দুর্বলতা বা প্রস্তুতি কে যাচাই করতে পারবে। এই প্রস্তুতি কে আরও সুদৃঢ করার জন্য Infoeducations.com তোমাদের জন্য নিয়ে এসেছে প্রতিটা বিষয়ের MCQ MOCK Test। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণের গুরুত্বপূর্ণ মাসিক MOCK TEST।
প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ Class 8 । মহামারী Class 8 MCQ Test
বিজ্ঞান বিষয়ের অধ্যায় 5 প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণের Mock Test তোমাদের সিলেবাস এর উপর ভিত্তি করে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকাদের দ্বারা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দিয়ে তৈরী হয়েছে। তাই এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভবনাও অনেক বেশি। আর এই মক টেস্টটি দেওয়ার ফলে তোমাদের প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ অধ্যায়ের ধারণাও অনেক পরিষ্কার হবে।কারণ তোমরা এখানে নিত্য নতুন প্রশ্নের সম্মুখীন হবে।
Class 8 প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ প্রশ্ন । Class 8 Science MCQ Practice
এই মক টেস্টে তোমাদের জন্য থাকছে 20 টি প্রশ্ন , আর প্রতিটি প্রশ্নের মান 5 করে। সঠিক করলে 5 Points পাবে আর ভুল করলে 0 পাবে। প্রতিটা প্রশ্নের জন্য 2 Minutes করে সময় পাবে।
Subject (বিষয়)
Science (বিজ্ঞান)
Class
(শ্রেণী)
8
(অষ্টম)
Chapter (অধ্যায়)
5
Name of The Chapter (অধ্যায়েরনাম)
প্রাকৃতিকঘটনাওতারবিশ্লেষণ
Total Questions (প্রশ্নসংখ্যা)
20
Total Marks (পূর্ণমান)
100
Times of each question
60 Second
Subject (বিষয়)
Science (বিজ্ঞান)
Mock Test টি দেওয়ার জন্য নিচের দেওয়া Start Quiz Button এ ক্লিক করো।
Class 8 Science Test
Time Left: 60 seconds
1. ধনাত্মক অয়ন কাকে বলে?
a) প্রোটনের সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বেশি হলে।
b) প্রোটনের সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা কম হলে।
c) ইলেকট্রন সংখ্যা থেকে প্রোটনের সংখ্যা বেশি হলে।
d) ইলেকট্রন সংখ্যা থেকে প্রোটনের সংখ্যা কম হলে।
উত্তর: c) ইলেকট্রন সংখ্যা থেকে প্রোটনের সংখ্যা বেশি হলে।
2. বজ্রবিদ্যুতের সময় সবচেয়ে নিরাপদ আশ্রয় স্থান হলো -
a) খোলা মাঠ
b) উঁচু বাড়ির দেওয়াল
c) বাড়ির মধ্যে থাকা
d) বড়ো গাছের তলায়
উত্তর: c) বাড়ির মধ্যে থাকা।
3. কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো -
a) Vibrio cholerae
b) Plasmodium Vivax
c) Yersinia Pertussis
d) Salmonella Typhi
উত্তর: a) Vibrio cholerae
4. ডেঙ্গি রোগের জীবাণু বহন করে -
a) এডিস এজিপ্টি মশা
b) কিউলেক্স মশা
c) অ্যানোফিলিস মশা
d) কোনোটিই নয়
উত্তর: a) এডিস এজিপ্টি মশা
5. ম্যালেরিয়া কথার অর্থ হলো -
a) ভালো বায়ু
b) মনোরম বায়ু
c) দ্রুত বায়ু
d) খারাপ বায়ু
উত্তর: d) খারাপ বায়ু
6. ডায়ারিয়া শব্দের অর্থ হলো -
a) বদ্ধ হওয়া
b) থেমে যাওয়া
c) প্রবাহিত হওয়া
d) উড়ে বেড়ানো
উত্তর: c) প্রবাহিত হওয়া।
7. যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো -
a) মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলেসিস
b) প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স
c) রাইনো ভাইরাস
d) রুবেল্লা ভাইরাস
উত্তর: a) মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলেসিস।
8. কোনটি একটি ভাইরাস গঠিত রোগ?
a) কালাজ্বর
b) হেপাটাইটিস
c) যক্ষা
d) প্লেগ
উত্তর: b) হেপাটাইটিস।
9. কোনটি একটি আদ্যপ্রাণী গঠিত রোগ?
a) কালাজ্বর
b) হেপাটাইটিস
c) যক্ষা
d) কলেরা
উত্তর: d) কলেরা।
10. কোনটি একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ ?
a) কলেরা
b) হেপাটাইটিস
c) ম্যালেরিয়া
d) কালাজ্বর
উত্তর : - a) কলেরা।
11. নিন্মলিখিতর মধ্যে কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ নয় ?
a) কলেরা
b) যক্ষা
c) স্মল পক্স
d) প্লেগ
উত্তর : - c) স্মল পক্স।
12. স্মল পক্স বা গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন -
a) লুই পাস্তুর
b) এডওয়ার্ড জেনার
c) লিশম্যান
d) প্রফুলচন্দ্র রায়
উত্তর : - b) এডওয়ার্ড জেনার।
13. কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন -
a) লুই পাস্তুর
b) এডওয়ার্ড জেনার
c) লিশম্যান
d) উপেন্দ্রকিশোর ব্রহ্মচারী
উত্তর : - d) উপেন্দ্রকিশোর ব্রহ্মচারী
14. SARS - এর পুরো কথা হলো -
a) Severe Acute Respiratory Syndrome
b) Seven Acute Respiratory Syndromes
c) Severe Acute Recovery Syndrome
d) Seven Acute Recovery Syndrome
Ans: - a) Severe Acute Respiratory Syndrome
15. HIV - এর পুরো কথা হলো –
a) Humoral Immune Virus
b) Heart Immunodeficiency Virus
c) Hormonal Immune Virus
d) Human Immunodeficiency Virus
Ans: - d) Human Immunodeficiency Virus
16. DOTS - এর পুরো কথা হলো –
a) Detailed Observed Therapy Shortcourse
b) Directly Observed Therapy Short-course
c) Directly Osmosis Therapy Shortcourse
d) কোনোটিই নয়
Ans: - b) Directly Observed Therapy Short-course
17. যক্ষা রোগের জন্য যে চিকিৎসা করা হয় তার নাম হলো –
a) DOTS
b) SARS
c) AIDS
d) কোনোটিই নয়
Ans: - a) DOTS
18. কালাজ্বরের বাহক হলো -
a) বেলেমাছি
b) পারাম্যাক্স
c) স্ট্রেপটোকক্কাস
d) আনোফিলিস মশা
উত্তর : - a) বেলেমাছি।
19. প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম লেখো -
a) Yersinia Pestis
b) Variola
c) Vibrio Cholerae
d) Salmonella Typhi
উত্তর : - a) Yersinia Pestis
20. প্লেগ রোগ ছড়ানোর জন্য দায়ী মাছির নাম হলো -
a) Aedes Egypti
b) Xenopsylla Cheopis
c) Anopheles
d) Culex
উত্তর : - b) Xenopsylla Cheopis
Result
মক টেস্ট দেওয়ার পর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে এবং যেগুলি ভুল হয়েছে তার সঠিক উত্তর পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় কোথাও যে , কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে তাহলে তোমরা অবশ্যই নিচে দেওয়া Contact Form অথবা কমেন্ট করে (Comment) প্রশ্ন নাম্বার এবং প্রশ্নটি টুকে সঠিক উত্তর সাবমিট (Submit) করবে। আশা করছি তোমাদের এই মক টেস্ট দেওয়ার ফলে অনেক বেশি উপকৃত হবে এবং মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।