Class 10 Physical Science Third Unit Test Question Paper 2024।Madhyamik 2025 Physical Science Final Suggestion

0


Class 10 Physical Science Third Unit Test Question Paper 2024।Madhyamik 2025 Physical Science Final Suggestion

মাধ্যমিক টেস্ট ভৌত বিজ্ঞান সাজেশন 2025WBBSE Class 10 Physical Science Third Unit Test Question Paper Suggestion

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের(West Bengal Board of Secondary Education (WBBSE)) অন্তর্গত দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন( West Bengal Board Class 10 Physical Science Test Examination) ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(Class 10 Physical Science 3rd Unit Test Suggestion 2024) পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার দক্ষতা বাড়িয়ে তুলতে পারে। এর জন্য শিক্ষার্থীদের মাধ্যমিক  ভৌত বিজ্ঞান বিষয়ের মডেল প্রশ্নপত্র অনুশীলন(Physical Science 3rd Unit Test Question Paper), প্রশ্নপত্র অনুশীলন এবং প্রশ্ন ও উত্তর পর্যালোচনার উপর মনোযোগ দেওয়া প্রয়োজন।প্রশ্নপত্র অনুশীলন(Class 10 Physical Science 3rd Unit Test Question) শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ সহায়তা প্রদান করে, যাতে তারা দশম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের(WBBSE Class 10 Physical Science Model Question Paper 2025) পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে। তাই তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে মাধ্যমিক টেস্ট ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র(WBBSE Class 10 Physical Science Question Paper 2024) ও তার বিস্তারিত সমাধান (Class 10 Physical Science 3rd Unit Test Question Paper 2024 with Answer)এরকম আরও অন্যান্য বিষয়ের(Class 10 Third Summative Evaluation Exam All Subject) প্রশ্ন ও তার বিস্তারিত সমাধান পাওয়ার জন্য আমাদের Website কে আরও বেশি বেশি করে Follow করো। 

WBBSE Class 10 Physical Science Question Paper 2024মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2025Madhyamik Physical Science Suggestion 2024

শ্রেণী

দশম

বিষয়

ভৌতবিজ্ঞান  

পূর্ণমান

৯০

সময়

৩ ঘন্টা ১৫ মিনিট

West Bengal Board Class 10 Physical Science Question paperদশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর

Third Summative Evaluation - 2024

Class-X Physical Science

Time: 3 Hours 15 Minutes

Full Marks: 90

বিভাগ-‘

1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। (সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো): 1×15 = 15

1.1 বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক:

(a) ডেসিবেল

(b) ডাইন

(c) হার্জ

(d) ডবসন

1.2 বয়েলের সূত্রের পরিবর্তনশীল রাশিগুলি হল:

(a) গ্যাসের চাপ গ্যাসের আয়তন

(b) গ্যাসের উষ্ণতা গ্যাসের আয়তন

(c) গ্যাসের উষ্ণতা গ্যাসের চাপ

(d) গ্যাসের ভর গ্যাসের উষ্ণতা

1.3 একটি গ্যাসের বাষ্প ঘনত্ব O, এর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। গ্যাসটির আণবিক গুরুত্ব:

(a) 48

(b) 64

(c) 32

(d) 16

1.4 অবতল দর্পণের মুখ্য ফোকাসগামী রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর:

(a) একই পথে ফিরে যায়

(b) প্রধান অক্ষের সমাস্তরাল ভাবে যায়

(c) বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায়

(d) বক্রতা কেন্দ্র থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়।

1.5 প্রতিসরাঙ্কের এককটি হল:

(a) নিউটন

(b) জুল

(c) পাস্কাল

(d) একক নেই

1.6 জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মত আচরণ করে?

(a) অভিসারী লেন্স

(b) অপসারী লেন্স

(c) সমান্তরাল কাচ ফলক

(d) কোনোটিই নয়।

1.7 ভোল্ট এককে পরিমাপ করা হয়:

(a) তড়িৎ আধান

(b) তড়িৎ প্রবাহমাত্রা

(c) বিভব পার্থক্য

(d) রোধ

1.8 একটি বৈদ্যুতিক হিটারের মধ্য দিয়ে 5A তড়িৎ প্রবাহিত হচ্ছে। 10 সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণ:

(a) 0.5C

(b) 2C

(c) 5C

(d) 50C

1.9 তড়িৎ শক্তির এস আই একক হল:

(a) ক্যালোরি

(b) জুল

(c) কিলোওয়াট ঘণ্টা

(d) ওয়াট।

1.10 একাধিক যোজ্যতা দেখা যায়:

(a) ক্ষার ধাতুর

(b) ক্ষারীয় মৃত্তিকা ধাতুর

(c) হ্যালোজেনের

(d) সন্ধিগত মৌলের

1.11 কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ?

(a) F

(b) Cl

(c) Br

(d) I

1.12 কোন যৌগটির মধ্যে সমযোজী দ্বিবন্ধন আছে?

(a) NH

(b) CH

(c) CH

(d) CH₁₂

1.13 তড়িৎযোজী যৌগের দ্রাব্যতা বেশি:

(a) অ্যালকোহলে

(b) বেঞ্জিনে

(c) জলে

(d) ইথারে।

1.14 গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর প্রলেপ দেওয়া হয়:

(a) Zn

(b) Pt

(c) Ag

(d) Sn

1.15 গোল্ড প্লেটিং করতে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়:

(a) বিশুদ্ধ সোনার পাত

(b) যে বস্তুয় উপর তড়িৎ লেপন করতে হবে সেই বস্তুটি

(c) প্লাটিনাম পাত

(d) তামার পাত

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :  1 x 21 = 21

2.1 কোন্ স্তরে বায়ু কণাগুলি আয়ণিত অবস্থায় থাকে?

অথবা, আলোর বেগের হাত থেকে রক্ষা করে মেসোস্ফিয়ার। (শূন্যস্থান পূরণ করো)

2.2 কাঠ হল একপ্রকার বায়োমাস। (সত্য না মিথ্যা লেখো)

2.3 স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের P বনাম V লেখচিত্রের প্রকৃতি কিরূপ?

2.4   1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো।

2.5 অবতল দর্পণকে অপসারী দর্পণ বলে। (সত্য না মিথ্যা লেখো)

2.6 গাড়ির চালক রিয়ার ভিউফাইন্ডার রূপে কোন দর্পণের সাহায্য নেয়?

অথবা, বায়ু থেকে জলে প্রবেশ করলে_________________ যায়। (শূন্যস্থান পূরণ করো)

2.7 চক্ষু লেন্সের প্রকৃতি কীরূপ?

2.8 কোষের তড়িৎচালক বলের একক কী ?

2.9 গৃহ বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন্ সমবায়ে যুক্ত থাকে?

অথবা, তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট। (সত্য না মিথ্যা লেখো)

2.10 কিলোওয়াট ঘন্টা কোন রাশির একক?

2.11 পর্যায় সারণীর উলম্ব সারিগুলিকে _________ বলে। (শূন্যস্থান পূরণ করো)

2.12 নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা কত হয়?

Read More : - West Bengal Board Madhyamik Exam 2017 to 2024 English Question Papers with Answers

অথবা, পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ভুক্ত নিষ্ক্রিয় মৌলটির নাম কী?

2.13 NO এর মধ্যে কোনটির আয়নায়ন শক্তি বেশী?

2.14 কোন্ মৌলের অণুতে সমযোজী ত্রিবন্ধন দেখা যায়?

2.15 কোন্ প্রকার যৌগের ক্ষেত্রে সংকেত ওজন কথাটি ব্যবহার করা হয়?

অথবা, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী যৌগের নাম লেখ ।

2.16 আয়নীয় বন্ধন গঠিত হয় একটি ধাতব অধাতব মৌলের পরমাণুর মধ্যে। (সত্য না মিথ্যা?)

2.17 সবচেয়ে হালকা ধাতুর নাম লেখো।

অথবা, পরমাণু ইলেকট্রন ত্যাগ করে কীসে পরিণত হয়?

2.18 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :

বামস্তম্ভ

ডানস্তম্ভ

2.18.1 অ্যানোড মাড় থেকে পাওয়া যায়

(a) Pt

2.18.2 জলকে তড়িতের সুপারিবাহী করতে মেশানো হয়

(b) মূল্যবান ধাতু

2.18.3 রুপোর জিনিসে সোনার প্রলেপ দিতে অ্যানোড রূপে ব্যবহৃত হয়

(c) অ্যাসিড

2.18.4 একটি নিষ্ক্রিয় তড়িৎদ্বার

(d) Au

 

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 2×9=18

3.1 বায়োমাসে কী ধরনের শক্তি রয়েছে?

অথবা, ওজোন স্তর ধ্বংসের কারণ কী?

3.2 গ্যাসের অণুগুলির গতি ওপর গ্যাসের উষ্ণতা চাপ কীভাবে নির্ভর করে?

3.3 একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি উত্তল লেন্স দ্বারা গঠিত এটির প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত?

অথবা, সমুদ্রের জল নীল দেখায় কেন?

3.4 বার্লো চক্রের আবর্তন কিভাবে বৃদ্ধি করা যায়?

3.5 কোন্ কোন্ পর্যায়কে দীর্ঘ পর্যায় বলে? এতে কটি করে মৌল আছে?

অথবা, মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝ?

3.6 সমযোজী যৌগ সত্ত্বেও HCl জলীয় দ্রবণে তড়িৎ পরিবহণ করে কেন?

3.7 তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয় কেন?

অথবা, MgCl যৌগের বন্ধন প্রকৃতি কিরূপ? MgCl মৌল দুটির যোজ্যতার মান কত?

3.8 CaO অণুর ইলেকট্রন ডট গঠন দেখাও। [Ca=20, O=8]

3.9 অ্যানোড কাকে বলে? অ্যানোডে জারণ না বিজারণ বিক্রিয়া ঘটে? অথবা, ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহের দুটি পার্থক্য লেখো।

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 3×12=36

4.1 গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি লেখো। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0°C কত ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় ওর আয়তন দ্বিগুণ হবে যদি চাপ অপরিবর্তিত রাখা হয়?

4.2 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে খোলা জায়গায় তীব্র উত্তপ্ত করলে ওজনের কী পরিমাণ হ্রাস ঘটবে? (Ca=40, C=12, O=16)

অথবা, 27°C উষ্ণতায় 570 মিমি চাপে 2.2 গ্রাম CO গ্যাসের আয়তন কত?

4.3 প্রতিসরাঙ্ক কাকে বলে? প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগের সম্পর্ক কী?

অথবা, জলের প্রতিসরাঙ্ক। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3×10^8 m/s হলে জ্বলে আলোর গতিবেগ কত? আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।

4.4 অবতল দর্পণ দ্বারা কিভাবে অসদ প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রসহ বর্ণনা করো।

অথবা, সুস্থ মানুষের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? দীর্ঘ দৃষ্টি কী? এটির প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়?

4.5 প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের চ্যুতি কোণের মান নির্ণয় করো।

4.6 গাণিতিক রূপসহ কুলম্বের সূত্রটি লেখো। পৃথিবীর বিভব কত?

4.7 তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। তুমি কিভাবে AC জেনারেটরকে DC জেনারেটরে রূপান্তরিত করবে?

অথবা, একমুখী পরিবর্তী প্রবাহ কাকে বলে? উভয় প্রবাহের লেখচিত্র আঁকো।

4.8 একটি জ্বলন্ত বাতি 220V মেইন এর সঙ্গে যুক্ত। বাতির রোধ 125 ওহম হলে সেটির মধ্য দিয়ে প্রবাহমাত্রা কত? কোনো পরিবাহীর পরিবাহিতা বলতে কী বোঝ?

4.9 তিনটি মৌল X, Y এবং Z এর পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 7, 10 এবং 11

(i) দীর্ঘ পর্যায় সারণীতে Y মৌলটির অবস্থান কোন শ্রেণিতে?

(ii) এদের মধ্যে কোনটির অপরাতড়িৎধর্মিতা সবচেয়ে বেশি?

অথবা, মৌলের আয়নন বিভবের একক কী? O, C, F, Li এই চারটি মৌলকে ক্রমহ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও।

4.10 দুটি মৌল A B এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 19 এবং 17 A B রাসায়নিকভাবে যুক্ত হলে কী ধরনের যৌগ গঠন করবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

4.11 তড়িৎ লেপন কাকে বলে? লোহার উপর নিকেলের আস্তরণ দিতে তড়িংবিশ্লেষ্য পদার্থ এবং তড়িৎদ্বার রূপে কী কী ব্যবহার করবে?

4.12 কপার তড়িৎদ্বার ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড দ্বারা অম্লায়িত কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড অ্যানোডে যে বিক্রিয়া ঘটে সে দুটি লেখো।

অথবা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদের বলে? দুটি তীব্র দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো।



📚✨ Final Exam 2025 – Prepare Yourself!

ছাত্রছাত্রীরা! 😃 এখনই সংগ্রহ করে নাও আমাদের 4 Set প্রশ্নপত্র বা অধ্যায় ভিত্তিক সাজেশন 💥।

বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান 

সব প্রশ্নই নতুন সিলেবাস অনুযায়ী তৈরি, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে📝।


📱 সংগ্রহ করতে হলে Click করো: Click Here



West Bengal Board Class 10 Physical Science Question Answerমাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর

বিভাগ-‘ক’ - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন

1.1 (d) ডবসন

1.2 (a) গ্যাসের চাপ ও গ্যাসের আয়তন

1.3 (b) 64

1.4 (b) প্রধান অক্ষের সমাস্তরাল ভাবে যায়

1.5 (d) একক নেই

1.6 (b) অপসারী লেন্স

1.7 (c) বিভব পার্থক্য

1.8 (d) 50C

1.9 (b) জুল

1.10 (d) সন্ধিগত মৌলের

1.11 (a) F

1.12 (c) C₂H₂

1.13 (c) জলে

1.14 (a) Zn

1.15 (b) যে বস্তুয় উপর তড়িৎ লেপন করতে হবে সেই বস্তুটি

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও

2.1 আয়োনোস্ফিয়ারে

2.2 সত্য

2.3 ধনাত্মক

2.4 PV=nRT

2.5 মিথ্যা।

2.6 উত্তল দর্পণ।

অথবা, আলোকরশ্মি বিভেদ তল হতে অভিলম্বের দিকে বেঁকে যায়।

2.7 উত্তল

2.8 জুল/কুলম্ব = ভোল্ট ।

2.9 সমান্তরালে

অথবা, সত্য

2.10 শক্তি

2.11 শ্রেণী

2.12 0

অথবা, নিয়ন

2.13 নাইট্রোজেনের বেশি অক্সিজেনের থেকে।

2.14 N2

2.15 আয়নিক যৌগ

অথবা, ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড

2.16 সত্য

2.17 লিথিয়াম

অথবা, ধনাত্মক আয়নে

2.18.1 (b) মূল্যবান ধাতু

2.18.2 (c) অ্যাসিড

2.18.3 (a) Pt

2.18.4 (d) Au

Frequently Asked Question

প্রশ্ন) একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো।

উত্তর: কার্বন ডাই অক্সাইড।

প্রশ্ন) C.G.S. এককে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো।

উত্তর: J⋅K−1⋅mol−1

প্রশ্ন) পর্যায় সারণিতে শ্রেণিসংখ্যা কয়টি?

উত্তর: 17 টি।

প্রশ্ন) মিথেন হাইড্রেট এর সংকেত লেখো।

উত্তর: CH4·5.7H2O।

প্রশ্ন) বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রন করে?

উত্তর: ক্ষুব্ধমন্ডল বা ট্রপোস্ফিয়ার।

প্রশ্ন) বায়োগ্যাসের প্রধান উপাদানের নাম লেখো।

উত্তর: মিথেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)