WBBSE Class 9 Physical Science Third Unit Test Question Paper 2024। Class 9 Physical Science Final Exam Suggestion

0

WBBSE Class 9 Physical Science Third Unit Test Question Paper 2024। Class 9 Physical Science Final Exam Suggestion

নবম শ্রেণী ভৌত বিজ্ঞান Final Exam সাজেশন 2024। Class 9 3rd Summative Physical Science Suggestion 2024

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের(West Bengal Board of Secondary Education (WBBSE)) অন্তর্গত নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন( West Bengal Board Class 9 Physical Science Test Examination) ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(Class 9 Physical Science 3rd Unit Test Suggestion 2024) পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ক্লাস 9 ভৌত বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার দক্ষতা বাড়িয়ে তুলতে পারে। এর জন্য শিক্ষার্থীদের নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের মডেল প্রশ্নপত্র অনুশীলন(Physical Science 3rd Unit Test Question Paper), প্রশ্নপত্র অনুশীলন এবং প্রশ্ন ও উত্তর পর্যালোচনার উপর মনোযোগ দেওয়া প্রয়োজন।প্রশ্নপত্র অনুশীলন(Class 9 Physical Science Final Unit Test Question Paper) শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ সহায়তা প্রদান করে, যাতে তারা ক্লাস 9 তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের(WBBSE Class 9 Physical Science Model Question Paper 2024) পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে। তাই তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে নবম শ্রেণী তৃতীয় টেস্ট ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র(WBBSE Class 9 Physical Science Question Paper 2024) ও তার বিস্তারিত সমাধান (Class 9 Physical Science 3rd Unit Test Question Paper 2024 with Answer)। এরকম আরও অন্যান্য বিষয়ের(Class 9 Third Summative Evaluation Exam All Subject) প্রশ্ন ও তার বিস্তারিত সমাধান পাওয়ার জন্য আমাদের Website কে আরও বেশি বেশি করে Follow করো।  

WBBSE Class 9 Physical Science Question Paper 2024। PHYSICAL SCIENCE SUGGESTION CLASS 9

শ্রেণী নবম 

বিষয় ভৌতবিজ্ঞান  

পূর্ণমান ৯০ 

সময় ৩ ঘন্টা ১৫ মিনিট

West Bengal Board Class 9 Physical Science Question Paper। নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর 

Third Summative Evaluation - 2024

Class-IX Physical Science

Time: 3 Hours 15 Minutes

Full Marks: 90

Group-A

1. সঠিক উত্তরটি নির্বাচন করো :  1x13=13

(i) পরমাণুর নিউক্লিয়াসের আকার কোন্ এককে প্রকাশ করা হয়? – (a) মিলিমিটার, (b) মাইক্রোমিটার, (c) মিটার, (d) ফার্ম।

(ii) একটি বস্তুর সরণ d ও অতিক্রান্ত দূরত্ব S হলে – (a) S = d, (b) s  d  (c) s  d

(iii) পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত হল -- (a) [ML  T-2], (b) [M  T-2], (c) [L  T-2], (d) [MT]।

(iv)  X612-এর আইসোটোপ হল – (a)  X612 (b)  X512 (c)  X613 (d)  X814

(v) 18 g জলে অণুর সংখ্যা – - (a) 6.022 × 1023, (b) 0.622 × 1023, (c) 12.044 × 1023, (d) 18।

(vi) গ্রিন ভিট্রিয়লের সংকেত হল (a) FeSO4.7H2O, (b) CuSO4.5H2O (c) ZnSO4.7H2O (d) C6H12O6

(vii) অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে  হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এমন একটি ধাতু হলো -  (a) কপার, (b) জিংক (c) ম্যাগনেশিয়াম (d) আয়রন।

(viii) নির্দেশক হিসেবে - (a) খাবার সোডা, (b) মিথাইল অরেঞ্জ (c) ভিনিগার (d) লেবুর রস। 

(ix) মিথাইল ও জলের মিশ্রণ থেকে মিথাইল ও জলকে পৃথক করা হয় -

(a) পাতন পদ্ধতিতে (b) আংশিক পাতন পদ্ধতিতে (c) সেপারেটরি ফানেলের সাহায্যে (d) ঊর্ধপাতনের সাহায্যে। 

(x)নক নি সিনড্রোম  রোগ হয় - (a) ক্যালসিয়াম দূষণের ফলে  (b) আর্সেনিক দূষণের ফলে, (c) ফুওরাইড দূষণের ফলে, (d) ভিটামিন C-এর অভাবে। 

(xi) 1 জুলের মান (a) 107 আগ, (b) 105 আগ, (c) 10-7 আগ, (d) 1010 আর্গ।

(xii)আপেক্ষিক তাপের মাত্রায় সংকেত- (a) [LT-2K-1](b) [L2T-1K-1] (c) [L2T-2K-1] (d) [L3T-2K-1]

(xiii) আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত হয় - (a) শব্দোত্তর তরঙ্গ, (b) শব্দেতর  তরঙ্গ, (c) আলোক তরঙ্গ, (d) চৌম্বক তরঙ্গ। 

Group-B

২. নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও : 1 x 23 = 23

(i)নীচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও : 1 x 7 = 7

(a) পীড়ন মৌলিক নয়, কিন্তু বিকৃতি মৌলিক কেন?

(b) একটি এককবিহীন রাশির নাম লেখো।

(c) পরিমাপের একক U হলে এবং কোনো রাশির প্রাপ্ত মান n হলে রাশিটির পরিমাপ (x) কত হবে?

(d) 1 dyn বল 1 mg ভরের বস্তুর ওপর কাজ করলে কী পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে?

(e) কখন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয়?

(f) ক্ষমতা, বল এবং বেগের মধ্যে সম্পর্কটি লেখো।

(g) কার্যহীন বলের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত?

(ii) নীচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো : 1 x  6 = 6

(a) ইউট্রোফিকেশন'-এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ দ্রুত হ্রাস পায়।

(b) গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সবথেকে বেশি। 

(c) প্রকৃত প্রবণ একটি সমসত্ত্ব মিশ্রণ।

(d) সালফিউরিক অ্যাসিডের অপর নাম মিউরিয়েটিক অ্যাসিড।

(e) STP তে 28 g নাইট্রোজেনের-এর আয়তন 22.4 L ।

(f) স্থির কক্ষপথে ইলেকট্রনগুলি স্থির অবস্থায় থাকে।

(iii) শূন্যস্থান পূরণ করো : 1 x 6 = 6 

(a)B49e + H24e n01 + _______ 

(b) 0°C উষ্ণতার 1 g বরফ 80 cal তাপ গ্রহণের ফলে জলে পরিণত হলে জলের উষ্ণতা হবে____। 

অথবা, CGS পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান______।

(c) সম্পৃক্ত দ্রবণ + দ্রাবক = _________ দ্রবণ।

(d) X1737 মৌলে n ও e সংখ্যা যথাক্রমে ______ ও ______। 

(e) _______ সাবান ঘষলে ফেনা উৎপন্ন হয় না।

(iv) বামদিক ও ডানদিক মেলাও : 1 x 5 = 5

(a) একটি প্রশম লবণ হল -  (I) HCl

(b) জলের খরতা সৃষ্টিকারী লবণ হল - (II) Al(OH)3

(c) একটি নন্-সিস্টেমিক অ্যান্টাসিড হল - (III) Na2S04

(d) ক্যালামাইন -  (IV)Mg(HCO3)2

(e) AgNO3 দ্রবণ দ্বারা শনাক্ত করা হয়। - (V) ZnCO3

Group-C

১. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 2×15=30

(i) স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য লেখো। 

অথবা, কোণের মাত্রীয় সংকেত লেখো। আলোকবর্ষ____ ভৌত রাশির একক। 1+1

(i) বার্নৌলির নীতিটি লেখো এবং গাণিতিক রূপটি লেখো। 1+1

(i). একটি স্প্রিং-এর দৈর্ঘ্য 2 cm বৃদ্ধি করার জন্য 50 N বলের প্রয়োজন হয়, স্প্রিংটির বল ধ্রুবক কত?

(iv) নিউটনের যে গতিসূত্রটিকে জাড্যের সূত্র বলা হয় সেটি লেখো। এককসহ এমন একটি ভেক্টর রাশির নাম লেখো যার এককটি তিনটি মৌলিক একক দিয়ে গঠিত ?  1+1

অথবা, ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। 1+1

(v) কার্যহীন বল কাকে বলে? 1 HP বলতে কী বোঝায়? 1+1

(vi) 25 g ভরের একটি বুলেট 200 m/s বেগে একটি বন্দুক থেকে নির্গত হল। নির্গত বুলেটটির গতিশক্তির মান নির্ণয় করো। 

অথবা, জুল ও আর্গের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 1 W ক্ষমতার সংজ্ঞা দাও। 1+1

(vii) 'NETAJI' শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম ব্যবধান কত হতে হবে? (প্রদত্ত বায়ুতে শব্দের গতিবেগ 340 m/s )

(viii) জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে? 

অথবা, তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি লেখো।

(ix) Xba   Ydc পরস্পরের আইসোটোপ হলে, প্রমাণ করো – a2 + c2b2 - d2 = 0

(x) 10% Ca(OH)2 দ্রবণের শক্তি মাত্রা g/L এককে প্রকাশ করো।

অথবা, মবার লবণের সংকেত লেখো। একটি ইমালসনের উদাহরণ দাও।

(xi) সংকেত ভর কী? কোন্ ধরনের যৌগের ক্ষেত্রে এটি প্রযোজ্য উদাহরণ দাও। 1+1

(xii) স্টোন ক্যানসার কী ?

(xiii) পরমাণু ক্রমাঙ্ককে মৌলের স্বকীয় ধর্ম বলা হয় কেন ?

(xiv) ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সাহায্যে কীভাবে জলের ধাতব ক্যাটায়ন দূরীকরণ করবে? 

(xv) ব্ল্যাকফুট ডিজিস ও ফ্লুওরোসিস কী? 

অথবা, কলিফর্ম কাউন্ট কী?

Group-D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)  3x8 = 24

(i) বেগ-সময় লেখচিত্রের সাহায্যে S = ut + 12at2 সমীকরণটি প্রতিষ্ঠা করো।

(ii) সাইফন ক্রিয়ার শর্তগুলি লেখো।

অথবা, ইয়ং গুণাঙ্ক কাকে বলে? ইয়ং গুণাঙ্ক-এর গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। 1+2

(iii) শব্দের কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য ও বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো। 

অথবা,  216 km/hr বেগে একটি বিমান অনুভূমিকভাবে যেতে যেতে পাইলট বন্দুক ছুঁড়ল এবং 4 সেকেন্ড পরে তার প্রতিধ্বনি শুনতে পেল। বায়ুতে শব্দের বেগ 340 m/s হলে বিমানটির উচ্চতা নির্ণয় করো।

(iv) ক্যালোরিমিতির মূলনীতিটি লেখো। -10°C উষ্ণতায় 1 g বরফকে 100°C উষ্ণতার স্টিমে পরিণত করতে কত তাপ দিতে হবে। (বরফের আপেক্ষিক তাপ 0.5 cal/g .°C) 

(v) একটি মৌলের পরমাণুতে 7টি প্রোটন, 7টি ইলেকট্রন এবং 10টি নিউট্রন আছে – (a) ওই মৌলের পারমাণবিক সংখ্যা কত? (b) ওই মৌলের ভরসংখ্যা কত? (c) ওই মৌলের ইলেকট্রন-বিন্যাস লেখো।

অথবা, পরমাণুর আয়মন শক্তি বলতে কী বোঝায় ?U922353+ পরমাণুতে n ও e কণার সংখ্যা লেখো। 1+2



📚✨ Final Exam 2025 – Prepare Yourself!

ছাত্রছাত্রীরা! 😃 এখনই সংগ্রহ করে নাও আমাদের 4 Set প্রশ্নপত্র বা অধ্যায় ভিত্তিক সাজেশন 💥।

বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান 

সব প্রশ্নই নতুন সিলেবাস অনুযায়ী তৈরি, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে📝।


📱 সংগ্রহ করতে হলে Click করো: Click Here



(vi) ‘Seeding' বলতে কী বোঝায়? সাধারণ প্রলম্বনের ক্ষেত্রে ব্রাউনীয় গতি দেখা যায় না কেন? 2 +1

(vii) ‘নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট'-এর সংকেত লেখো। 'Alkali burn' বলতে কী বোঝায়? জলের pH এর মান কত? 1+1+1

(viii) 1 mol কার্বন ও 1 mol সোডিয়াম-এর মধ্যে কোটি ভারী এবং কেন? 'NaCI-এর আণবিক ভর 58.5 – এই উক্তিটি ঠিক নয় কেন?

Class 9 Physical Science 3rd Unit Test Question Paper 2024 with Answer। নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান (Physical Science) প্রশ্ম ও উত্তর


Frequently Asked Questions

Q) পদার্থের চারটি অবস্থার নাম লেখো।

Ans: - কঠিন, তরল, গ্যাসীয় ও প্লাজমা অবস্থা।

Q) SI-তে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত?

Ans: - ১।

Q) কম্পাঙ্কের একক কী?

Ans: - কম্পাঙ্কের একক হলো হার্জ (Hertz)।

Q) পাখি ওড়ার শব্দ শোনা যায় না কেন?

Ans: - পাখি যখন ওড়ে তখন তার ডানার কম্পাঙ্ক 20 Hz এর কম হয়, এটি হল শব্দেতর শব্দ তাই পাখি ওড়ার শব্দ শোনা যায় না।

Q) SI-তে কার্যের পরম একক কী?

Ans: - SI-তে কার্যের পরম একক হল জুল (J)।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)