ভারতের রাজ্য এবং রাজধানী সংক্রান্ত প্রশ্ন ও উত্তর । General Knowledge Questions Answers On States And Capitals Of India

0

সাধারণ জ্ঞান কুইজ - ভারতীয় রাজ্য এবং রাজধানী । Indian States and Their Capital MCQ for SSC MTS Questions

ভারতের রাজ্য এবং রাজধানী সংক্রান্ত প্রশ্ন ও উত্তর । General Knowledge Questions Answers On States And Capitals Of India

স্বাগত সবাইকে Info Educations ওয়েবসাইট এ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ  এই পোস্টে ভারতের রাজ্য এবং রাজধানীর তালিকা এবং ভারতের ২৮টি রাজ্যের রাজধানীর নাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির জন্য এই পোস্টে GK Questions On States And Capitals Of India অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পরীক্ষায়(SSC CGL ,Railway , SSC MTS , SSC CHSL , WBPSC , WBTET ,WB SI) কাজে লাগবে। এছাড়াও, Indian Capital Related Questions and Answers নিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য সহায়ক বিভিন্ন প্রশ্ন ও উত্তর রয়েছে। পোস্টটির শেষে, Indian Capital Related Questions and Answers pdf in English ডাউনলোড করার সুবিধাও আছে। States and Capitals Quiz Free অংশে একটি মজার কুইজ অন্তর্ভুক্ত রয়েছে যা শিক্ষার্থীদের জন্য রাজ্য ও রাজধানী বিষয়ে দক্ষতা বাড়াবে। এই পোস্টটি শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে।

Indian capital related questions and answers, Quiz on states and capitals of India, GK Questions On States And Capitals Of India, Indian capital related questions and answers pdf in English, States and capitals quiz Free.

Quiz on States and Capitals of India important for All Competitive Exams

ভারত একটি ফেডারেল সাংবিধানিক প্রজাতন্ত্র, যা ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত এবং সংসদীয় ব্যবস্থার অধীনে পরিচালিত। প্রতিটি রাজ্য, পাশাপাশি জম্মু ও কাশ্মীর, পুদুচেরি এবং দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল, নির্বাচিত আইনসভা ও সরকার নিয়ে গঠিত, যা ওয়েস্টমিনস্টার মডেলের আদলে পরিচালিত। বাকি পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চল সরাসরি নিযুক্ত প্রশাসকদের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হয়। ১৯৫৬ সালে রাজ্য পুনর্গঠন আইনের অধীনে রাজ্যগুলোকে ভাষাভিত্তিক ভিত্তিতে পুনর্গঠিত করা হয়, যা মূলত সেই থেকে অপরিবর্তিত রয়েছে। প্রতিটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আবার প্রশাসনিক জেলায় বিভক্ত।

তিনটি রাজ্য—হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ড—তাদের গ্রীষ্ম ও শীতকালীন অধিবেশনের জন্য আলাদা রাজধানীতে বৈঠক করে। লাদাখে লেহ এবং কার্গিল উভয়ই প্রশাসনিক রাজধানী হিসেবে ব্যবহৃত হয়।

ভারতের বৃহত্তম এবং ক্ষুদ্রতম রাজ্য (এলাকার ভিত্তিতে)

  • ভারতের সবচেয়ে বড় রাজ্য হল রাজস্থান, যা পশ্চিম ভারতে অবস্থিত। এটি পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট, ও উত্তরপ্রদেশের সাথে সীমান্ত ভাগ করে এবং এর পাশাপাশি পাকিস্তানের সাথেও আন্তর্জাতিক সীমানা রয়েছে।
  • ভারতের সবচেয়ে ছোট রাজ্য হল গোয়া।

ভারতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন জনসংখ্যার রাজ্য

  • উত্তরপ্রদেশে ভারতের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে
  • সিকিমে জনসংখ্যা সবচেয়ে কম।

ভারতের রাজ্য এবং রাজধানী সংক্রান্ত প্রশ্ন ও উত্তর। Indian Capital Related Questions and Answers pdf in English

১. অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি ? 

ক) বিশাখাপত্তনম

খ) হায়দ্রাবাদ

গ) অমরাবতী

ঘ) তিরুপতি

উত্তর: গ) অমরাবতী

What is the capital of Andhra Pradesh?

a) Visakhapatnam

b) Hyderabad

c) Amaravati

d) Tirupati

Answer: c) Amaravati

২. অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি ? 

ক) ইটানগর

খ) গুয়াহাটি

গ) কোহিমা

ঘ) শিলং

উত্তর: ক) ইটানগর

What is the capital of Arunachal Pradesh?

a) Itanagar

b) Guwahati

c) Kohima

d) Shillong

Answer: a) Itanagar

৩. আসাম রাজ্যের রাজধানীর নাম কি ? 

ক) ইম্ফল

খ) গুয়াহাটি

গ) দিসপুর

ঘ) শিলচর

উত্তর: গ) দিসপুর

What is the capital of Assam?

a) Imphal

b) Guwahati

c) Dispur

d) Silchar

Answer: c) Dispur

৪. বিহারের রাজধানীর নাম কি ? 

ক) পাটনা

খ) রাঁচি

গ) গয়া

ঘ) ভাগলপুর

উত্তর: ক) পাটনা

What is the capital of Bihar?

a) Patna

b) Ranchi

c) Gaya

d) Bhagalpur

Answer: a) Patna

৫. ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি ? 

ক) রায়পুর

খ) বিলাসপুর

গ) ধানপুর

ঘ) জগদলপুর

উত্তর: ক) রায়পুর

What is the capital of Chhattisgarh?

a) Raipur

b) Bilaspur

c) Dhamtari

d) Jagdalpur

Answer: a) Raipur

৬. গোয়ার রাজধানীর নাম কি ? 

ক) পানাজি

খ) ভাস্কো দা গামা

গ) মারগাও

ঘ) কদাম্বা

উত্তর: ক) পানাজি

What is the capital of Goa?

a) Panaji

b) Vasco da Gama

c) Margao

d) Kadamba

Answer: a) Panaji

৭. গুজরাটের রাজধানীর নাম কি ? 

ক) সুরাট

খ) আমেদাবাদ

গ) গান্ধীনগর

ঘ) রাজকোট

উত্তর: গ) গান্ধীনগর

What is the capital of Gujarat?

a) Surat

b) Ahmedabad

c) Gandhinagar

d) Rajkot

Answer: c) Gandhinagar

৮. হরিয়ানার রাজধানীর নাম কি ? 

ক) চন্ডীগড়

খ) আম্বালা

গ) হিসার

ঘ) কর্ণাল

উত্তর: ক) চন্ডীগড়

What is the capital of Haryana?

a) Chandigarh

b) Ambala

c) Hisar

d) Karnal

Answer: a) Chandigarh

৯. হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি ? 

ক) শিমলা

খ) মানালি

গ) ধর্মশালা

ঘ) কুলু

উত্তর: ক) শিমলা

What is the capital of Himachal Pradesh?

a) Shimla

b) Manali

c) Dharamshala

d) Kullu

Answer: a) Shimla

১০. ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি ? 

ক) বোকারো

খ) রাঁচি

গ) ধানবাদ

ঘ) জামশেদপুর

উত্তর: খ) রাঁচি

What is the capital of Jharkhand?

a) Bokaro

b) Ranchi

c) Dhanbad

d) Jamshedpur

Answer: b) Ranchi

১১. কর্ণাটকের রাজধানীর নাম কি ? 

ক) ম্যাঙ্গালোর

খ) হুবলি

গ) বেঙ্গালুরু

ঘ) মাইসুরু

উত্তর: গ) বেঙ্গালুরু

What is the capital of Karnataka?

a) Mangalore

b) Hubli

c) Bengaluru

d) Mysuru

Answer: c) Bengaluru

১২. কেরালার রাজধানীর নাম কি ? 

ক) কোচি

খ) কোঝিকোড়

গ) তিরুবনন্তপুরম

ঘ) কালিকট

উত্তর: গ) তিরুবনন্তপুরম

What is the capital of Kerala?

a) Kochi

b) Kozhikode

c) Thiruvananthapuram

d) Calicut

Answer: c) Thiruvananthapuram

১৩. মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি ? 

ক) জবলপুর

খ) ইন্দোর

গ) ভোপাল

ঘ) গ্বালিয়র

উত্তর: গ) ভোপাল

What is the capital of Madhya Pradesh?

a) Jabalpur

b) Indore

c) Bhopal

d) Gwalior

Answer: c) Bhopal

১৪. মহারাষ্ট্রের রাজধানীর নাম কি ? 

ক) মুম্বাই

খ) পুনে

গ) নাসিক

ঘ) থানে

উত্তর: ক) মুম্বাই

What is the capital of Maharashtra?

a) Mumbai

b) Pune

c) Nashik

d) Thane

Answer: a) Mumbai

১৫. মণিপুর রাজ্যের রাজধানীর নাম কি ? 

ক) ইম্ফল

খ) শিলচর

গ) আগরতলা

ঘ) ইটানগর

উত্তর: ক) ইম্ফল

What is the capital of Manipur?

a) Imphal

b) Silchar

c) Agartala

d) Itanagar

Answer: a) Imphal

১৬. মেঘালয়ের রাজধানীর নাম কি ? 

ক) ইম্ফল

খ) শিলং

গ) তুরা

ঘ) আইজল

উত্তর: খ) শিলং

What is the capital of Meghalaya?

a) Imphal

b) Shillong

c) Tura

d) Aizawl

Answer: b) Shillong

১৭. মিজোরামের রাজধানীর নাম কি ? 

ক) আইজল

খ) শিলং

গ) ইম্ফল

ঘ) কোহিমা

উত্তর: ক) আইজল

What is the capital of Mizoram?

a) Aizawl

b) Shillong

c) Imphal

d) Kohima

Answer: a) Aizawl

১৮. নাগাল্যান্ডের রাজধানীর নাম কি ? 

ক) তুরা

খ) কোহিমা

গ) আইজল

ঘ) আগরতলা

উত্তর: খ) কোহিমা

What is the capital of Nagaland?

a) Tura

b) Kohima

c) Aizawl

d) Agartala

Answer: b) Kohima

১৯. উড়িষ্যার রাজধানীর নাম কি ? 

ক) পুরী

খ) কটক

গ) ভুবনেশ্বর

ঘ) রৌরকেলা

উত্তর: গ) ভুবনেশ্বর

What is the capital of Odisha?

a) Puri

b) Cuttack

c) Bhubaneswar

d) Rourkela

Answer: c) Bhubaneswar

২০. পাঞ্জাবের রাজধানীর নাম কি ? 

ক) লুধিয়ানা

খ) জালন্ধর

গ) চন্ডীগড়

ঘ) অমৃতসর

উত্তর: গ) চন্ডীগড়

What is the capital of Punjab?

a) Ludhiana

b) Jalandhar

c) Chandigarh

d) Amritsar

Answer: c) Chandigarh

২১. রাজস্থানের রাজধানীর নাম কি ? 

ক) উদয়পুর

খ) কোটা

গ) জয়পুর

ঘ) চন্ডীগড়

উত্তর: গ) জয়পুর

What is the capital of Rajasthan?

a) Udaipur

b) Kota

c) Jaipur

d) Chandigarh

Answer: c) Jaipur

২২. সিকিমের রাজধানীর নাম কি ? 

ক) গ্যাংটক

খ) ইটানগর

গ) শিলং

ঘ) তুরা

উত্তর: ক) গ্যাংটক

What is the capital of Sikkim?

a) Gangtok

b) Itanagar

c) Shillong

d) Tura

Answer: a) Gangtok

২৩. তামিলনাড়ুর রাজধানীর নাম কি ? 

ক) চেন্নাই

খ) মাদুরাই

গ) কোয়েম্বাটোর

ঘ) তাঞ্জাভুর

উত্তর: ক) চেন্নাই

What is the capital of Tamil Nadu?

a) Chennai

b) Madurai

c) Coimbatore

d) Thanjavur

Answer: a) Chennai

২৪. তেলেঙ্গানার রাজধানীর নাম কি ? 

ক) করিমনগর

খ) সেকেন্দ্রাবাদ

গ) হায়দ্রাবাদ

ঘ) ওয়ারাঙ্গাল

উত্তর: গ) হায়দ্রাবাদ

What is the capital of Telangana?

a) Karimnagar

b) Secunderabad

c) Hyderabad

d) Warangal

Answer: c) Hyderabad

২৫. ত্রিপুরার রাজধানীর নাম কি ? 

ক) আগরতলা

খ) গুয়াহাটি

গ) শিলং

ঘ) আইজল

উত্তর: ক) আগরতলা

What is the capital of Tripura?

a) Agartala

b) Guwahati

c) Shillong

d) Aizawl

Answer: a) Agartala

২৬. উত্তর প্রদেশের রাজধানীর নাম কি ? 

ক) আগ্রা

খ) এলাহাবাদ

গ) কানপুর

ঘ) লখনউ

উত্তর: ঘ) লখনউ

What is the capital of Uttar Pradesh?

a) Agra

b) Allahabad

c) Kanpur

d) Lucknow

Answer: d) Lucknow

২৭. উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি ? 

ক) হরিদ্বার

খ) দেরাদুন

গ) নৈনিতাল

ঘ) উধম সিং নগর

উত্তর: খ) দেরাদুন

What is the capital of Uttarakhand?

a) Haridwar

b) Dehradun

c) Nainital

d) Udham Singh Nagar

Answer: b) Dehradun

২৮. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ? 

ক) কলকাতা

খ) শিলিগুড়ি

গ) হাওড়া

ঘ) দার্জিলিং

উত্তর: ক) কলকাতা

What is the capital of West Bengal?

a) Kolkata

b) Siliguri

c) Howrah

d) Darjeeling

Answer: a) Kolkata

Home Work Questions

29. ভারতের কোন রাজ্যের দুটি রাজধানী রয়েছে ?

A) উত্তরাখন্ড 

B) হিমাচল প্রদেশ 

C) পাঞ্জাব 

D) পশ্চিমবঙ্গ 

উত্তর : -  B) হিমাচল প্রদেশ 

Which Indian state has two capitals?

A) Uttarakhand

B) Himachal Pradesh

C) Punjab

D) West Bengal

Answer: B) Himachal Pradesh

30. ভারতের কোন শহর দুটি রাজ্যের রাজধানী ?

A) দিল্লী 

B) মুম্বাই 

C) কলকাতা 

D) চন্ডিগড় 

Which city in India is the capital of two states?

A) Delhi

B) Mumbai

C) Kolkata

D) Chandigarh

Answer: D) Chandigarh

31. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের দুটি রাজধানী আছে ?

A) জম্মু ও কাশ্মীর 

B) লাদাখ

C) আন্দামান এবং নিকোবর 

D) লাক্ষাদ্বীপ 

Which Union Territory in India has two capitals?

A) Jammu and Kashmir

B) Ladakh

C) Andaman and Nicobar Islands

D) Lakshadweep

Answer: A) Jammu and Kashmir


Frequesntly Asked Questions

1 ) ভারতে কি ২৮টি না ২৯টি রাজ্য আছে?

ভারতে বর্তমানে ২৮টি রাজ্য রয়েছে, ২৯টি নয়। সম্প্রতি, জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়েছে। এভাবে, লাদাখকে আলাদা করে স্বতন্ত্র একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে।

2 ) ২৯টি রাজ্য থেকে কোন রাজ্যটি বাদ পড়েছে?

২০১৯ সালের ৩১শে অক্টোবর জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা থেকে সরিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করা হয়েছে। সেই সাথে, লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে পৃথক করে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গড়ে তোলা হয়েছে। এর আগে, ২০১৪ সালের ২রা জুন তেলেঙ্গানাকে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা করা হয়।

3 ) ভারতের ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল কী কী?

বর্তমানে ভারতের ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে: আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লাদাখ, লক্ষদ্বীপ, দিল্লি, চণ্ডীগড়, পুদুচেরি এবং দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। ২৬শে জানুয়ারী ২০২০-এ দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউকে একত্রিত করে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠন করা হয়।

4) ভারতের প্রথম রাজ্য কোনটি?

ভারতের প্রথম রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ, যা ভাষার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। এটি মাদ্রাজ রাজ্যের তেলেগু-ভাষী উত্তর জেলার অংশ থেকে গঠিত। ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইনের আওতায় নতুন রাজ্যগুলিকে ভাষাগত ভিত্তিতে পুনর্গঠিত করা হয়।

5 ) লাদাখের রাজধানী কী?

লাদাখের প্রশাসনিক রাজধানী হল লেহ।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)