সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন এবং উত্তর 2024 Part - 6 | Basic GK Online Quiz Mock Test

0

 সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা(Online Quiz Test GK) প্রশ্ন উত্তর 2024 Part  - 6 

সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন এবং উত্তর  2024 Part  - 6 | Basic GK Online Quiz Mock Test

ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এসেছি সাধারণ জ্ঞান কুইজ পর্ব - 6(Sadharon Gyan Quiz Proshno O Uttor Porbo - 06) এর প্রশ্ন ও উত্তর।এখানে যে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি(Top 30 General Knowledge Questions and Answers) দেওয়া হয়েছে সেগুলি অনেক বাছাই করা প্রশ্ন । রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের বিভিন্ন ধরণের পরীক্ষায় এসেছে। এরকম আরও বিভিন্ন ধরণের প্রশ্ন ও উত্তর এর আপডেট পেতে এক্ষুনি যুক্ত হয়ে যাও Info  Educations  এর সাথে। 

সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর 2024 | General Knowledge Online Quiz Test in Bengali 2024 

সাধারণ জ্ঞান(Sadharon Gyan Proshno O Uttor) এর Top 30 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরগুলি দেওয়া হয়েছে সেগুলি বিভিন্ন ধরনের Competitive  Exam  (যেমন WBCS , SSC CGL , SSC CHSL ,SSC MTS , WBSSC , Food  SI ,RBPS,SBI ,RBI  প্রভৃতি) এ অনেক কাজে লাগবে। 

Online GK Quiz Exam Free With Answers | General Knowledge Questions and Answers

'General Knowledge’ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল Info Educations টীম এর পক্ষথেকে তার প্রশ্নপত্র নীচে দেওয়া হল। প্রশ্নপত্রটিতে Top 30 টি প্রশ্ন ছিল আর তার জন্য সময় বরাদ্দ ছিল 20 মিনিট।

Top 30 General Knowledge Questions & Answers Part 6 

1. ভারতের ক্ষুদ্রতম জেলার নাম কি?

ক. হুগলি

খ. মাহে

গ. কোহিমা

ঘ. কারিকল

উত্তর: খ. মাহে

2. পিন কোডকে বাংলায় কি বলা হয়?

ক. ঠিকানা সংখ্যা

খ. সূচক সংখ্যা

গ. কোড সংখ্যা

ঘ. নেটওয়ার্ক সংখ্যা

উত্তর: খ. সূচক সংখ্যা

3. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি?

ক. হিরাকুদ

খ. ভাকরা নাঙ্গাল

গ. তেহরি

ঘ. তুঙ্গভদ্রা

উত্তর: ক. হিরাকুদ

4. পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম কি?

ক. মোনাকো

খ. সান মারিনো

গ. ভ্যাটিকান সিটি

ঘ. মালদ্বীপ

উত্তর: গ. ভ্যাটিকান সিটি

5. পৃথিবীর বৃহত্তম মন্দিরের নাম কি?

ক. মীনাক্ষী মন্দির

খ. আঙ্কোরভাট

গ. পুরী জগন্নাথ মন্দির

ঘ. কেদারনাথ মন্দির

উত্তর: খ. আঙ্কোরভাট

6. কাকে এশিয়ার আলো বলা হয়?

ক. মহাত্মা গান্ধী

খ. গৌতম বুদ্ধ

গ. নেতাজি সুভাষ চন্দ্র বসু

ঘ. চাণক্য

উত্তর: খ. গৌতম বুদ্ধ

7. "The Test Of My Life" এই আত্মজীবনীটি কার?

ক. সুরেশ রায়না

খ. যুবরাজ সিং

গ. বিরাট কোহলি

ঘ. শচীন তেন্ডুলকার

উত্তর: খ. যুবরাজ সিং

8. ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি কে ছিলেন?

ক. সর্পল্লী রাধাকৃষ্ণান

খ. জাকির হুসেন

গ. মোহাম্মদ হামিদ আনসারি

ঘ. ভেঙ্কাইয়া নাইডু

উত্তর: খ. জাকির হুসেন

9. মহেন-জো-দারো সভ্যতা কে আবিষ্কার করেন?

ক. রাখালদাস বন্দ্যোপাধ্যায়

খ. স্যার জন মার্শাল

গ. দয়া রাম সাহনি

ঘ. আর ডি ব্যানার্জি

উত্তর: ক. রাখালদাস বন্দ্যোপাধ্যায়

10. আর্যদের প্রাচীনতম সাহিত্যের নাম কি?

ক. অথর্ববেদ

খ. সামবেদ

গ. ঋগ্বেদ

ঘ. যজুর্বেদ

উত্তর: গ. ঋগ্বেদ

11. সর্বপ্রথম পৃথিবীর পরিধি কে নির্ণয় করেন?

ক. পিথাগোরাস

খ. এরাটোসথেনিস

গ. ইউক্লিড

ঘ. নিউটন

উত্তর: খ. এরাটোসথেনিস

12. ভারত 2024 প্যারিস অলিম্পিকে কত গুলি স্বর্ণপদক জিতেছে?

ক. 2

খ. 5

গ. 1

ঘ. 0

উত্তর: ঘ. 0

13. নিচের মধ্যে রতন টাটা কোন পুরস্কারটি পাননি?

ক. ভারত রত্ন

খ. পদ্মভূষণ

গ. পদ্মবিভূষণ

ঘ. ফ্রান্সের লেজিয়ঁ দ'নর

উত্তর: ক. ভারত রত্ন

14. ভারতের মূল সংবিধানে কয়টি তফসিল ছিল?

ক. ৬টি

খ. ৭টি

গ. ৮টি

ঘ. ৯টি

উত্তর: গ. ৮টি

Read More : - সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন এবং উত্তর 2024 Part - 5 | General Knowledge Online Quiz Test in Bengali 2024 

15. কোন অধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী?

ক. হাইড্রোজেন

খ. অক্সিজেন

গ. গ্রাফাইট

ঘ. নাইট্রোজেন

উত্তর: গ. গ্রাফাইট

16. আমাদের পাকস্থলীতে অবস্থিত কোন অ্যাসিড খাবার হজম করতে সহায়তা করে?

ক. সালফিউরিক অ্যাসিড

খ. নাইট্রিক অ্যাসিড

গ. হাইড্রোক্লোরিক অ্যাসিড

ঘ. ফসফরিক অ্যাসিড

উত্তর: গ. হাইড্রোক্লোরিক অ্যাসিড

16. ব্যাটারী তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?

ক. সালফিউরিক অ্যাসিড

খ. হাইড্রোক্লোরিক অ্যাসিড

গ. ফসফরিক অ্যাসিড

ঘ. নাইট্রিক অ্যাসিড

উত্তর: ক. সালফিউরিক অ্যাসিড

18. খো খো খেলায় কতজন খেলোয়ার লাগে?

ক. 6 জন

খ. 8 জন

গ. 7 জন

ঘ. 9 জন

উত্তর: ঘ. 9 জন

19. আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়?

ক. 7ই মার্চ

খ. 8ই মার্চ

গ. 9ই মার্চ

ঘ. 10ই মার্চ

উত্তর: খ. 8ই মার্চ

20. Free Hit শব্দটি কোন খেলার সাথে যুক্ত?

ক. ফুটবল

খ. ক্রিকেট

গ. ব্যাডমিন্টন

ঘ. বাস্কেটবল

উত্তর: খ. ক্রিকেট

21. "Romeo and Juliet" কে লিখেছেন?

ক. জন মিল্টন

খ. উইলিয়াম শেক্সপিয়ার

গ. চার্লস ডিকেন্স

ঘ. জর্জ অরওয়েল

উত্তর: খ. উইলিয়াম শেক্সপিয়ার

22. ধরো তুমি লিফটে চেপে উপরে উঠছো। তাহলে তোমার শরীরের ওজন কেমন বলে মনে হবে?

ক. বেশি

খ. কম

গ. একই মনে হবে

ঘ. প্রথমে কম কিন্তু পরে বেশি মনে হবে

উত্তর: ক. বেশি

23. একটি সুতোতে পাথরকে বেঁধে ঘোরানো হচ্ছে। হটাৎ করে যদি পাথরটি আলাদা হয়ে যাই সুতো থেকে তাহলে পাথরটির কোন দিকে যাবে?

ক. কেন্দ্রের দিকে যাবে

খ. স্পর্শক বরাবর যাবে

গ. বিপরীত দিকে যাবে

ঘ. উপরে যাবে

উত্তর: খ. স্পর্শক বরাবর যাবে

24. কফির থেকে কোন উপক্ষার পাওয়া যায়?

ক. মর্ফিন

খ. ক্যাফিন

গ. নিকোটিন

ঘ. কোকেন

উত্তর: খ. ক্যাফিন

25. গোল বিপ্লব কোনটির সাথে সম্পর্কযুক্ত?

ক. আলু

খ. পেঁয়াজ

গ. আপেল

ঘ. ডিম

উত্তর: ঘ. ডিম

26. একটি সংখ্যা অনুপস্থিত রেখে একটি সিরিজ দেওয়া আছে। প্রদত্তগুলি থেকে সঠিক বিকল্পটি বাছুন যা সিরিজটি সম্পূর্ণ করবে।

144, 256, 400, ?

ক. 441

খ. 576

গ. 625

ঘ. 289 

উত্তর : - (b) 576

27. একটি নির্দিষ্ট কোড ভাষায়, “BORROW” কে “769965” এবং “BOMB” কে “7647” হিসাবে লেখা হয়।  কিভাবে “WOMB” কোড ভাষায় লেখা হয়?

ক. 5647

খ. 5467

গ. 5677

ঘ. 5776 

উত্তর : - (a) 5647

28. রাহুল 5 কিলোমিটার দক্ষিণ দিকে চলে যায় এবং তারপর আরও বাম মোড় নিয়ে 5 কিমি যায়।  আবার, সে বাম দিকে মোড় নেয় এবং 10 কিমি  যায় এবং অবশেষে, সে পশ্চিম দিকে 5 কিমি চলে যায়।  এখন প্রাথমিক অবস্থান থেকে কোন দিকে তিনি রয়েছেন?

ক. পশ্চিম

খ. পূর্ব

গ. দক্ষিণ

ঘ. উত্তর 

উত্তর : - (d) উত্তর 

29. সঠিক উত্তরটি নির্বাচন করুন , যেটি তৃতীয় শব্দের সঙ্গের সম্পর্কযুক্ত সেই উপায়ে যেই উপায়ে প্রথম শব্দটি দ্বিতীয় শব্দটির সঙ্গে সম্পর্ক যুক্ত। 

পাঞ্জাব : ভাংড়া : : গুজরাট : ?

ক. বিহু

খ. গরবা

গ. ঝুমার

ঘ. কথক

উত্তর : - (b) গরবা

30. সঠিক উত্তরটি নির্বাচন করুন , যেটি তৃতীয় শব্দের সঙ্গের সম্পর্কযুক্ত সেই উপায়ে যেই উপায়ে প্রথম শব্দটি দ্বিতীয় শব্দটির সঙ্গে সম্পর্ক যুক্ত। 

GLOR : FJLN : : TWQK : ?

ক. SUNG

খ. SUMG

গ. SUGN

ঘ. SUGM 

উত্তর :- (a) SUNG 


Frequntly Asked Questions

১. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কত?

উত্তর : -রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ ১৮৬১ সালের ৭ই মে।

২. ভীমরাও রামজি আম্বেদকরের জন্ম তারিখ কত?

উত্তর : -ড. বি. আর. আম্বেদকরের জন্ম তারিখ ১৮৯১ সালের ১৪ই এপ্রিল।

৩. মহাত্মা গান্ধীর জন্ম তারিখ কত?

উত্তর : -মহাত্মা গান্ধীর জন্ম তারিখ ১৮৬৯ সালের ২রা অক্টোবর।

৪. মাদার তেরেসার জন্ম তারিখ কত?

উত্তর : - মাদার তেরেসার জন্ম তারিখ ১৯১০ সালের ২৬শে আগস্ট।

৫. স্বামী বিবেকানন্দের জন্ম তারিখ কত?

উত্তর : - স্বামী বিবেকানন্দের জন্ম তারিখ ১৮৬৩ সালের ১২ই জানুয়ারি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)