সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন এবং উত্তর 2024 Part - 5 | General Knowledge Online Quiz Test in Bengali 2024
byInfo Educations-
0
General Knowledge Mock Test in Bengali Part 5
Online Quiz Test GK সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা প্রশ্ন উত্তর 2024 Part - 5
ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এসেছি সাধারণ জ্ঞান কুইজ পর্ব - 5 এর প্রশ্ন ও উত্তর।এখানে যে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি দেওয়া হয়েছে সেগুলি অনেক বাছাই করা প্রশ্ন । রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের বিভিন্ন ধরণের পরীক্ষায় এসেছে। এরকম আরও বিভিন্ন ধরণের প্রশ্ন ও উত্তর এর আপডেট পেতে এক্ষুনি যুক্ত হয়ে যাও Info Educations এর সাথে।
General Knowledge Online Quiz Test in Bengali 2024 with Answers
সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর 2024 || Basic GK Online Quiz Mock Test
এখানে যে সাধারণ জ্ঞান এর 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরগুলি দেওয়া হয়েছে সেগুলি বিভিন্ন ধরনের Competitive Exam (যেমন WBCS , SSC CGL , SSC CHSL ,SSC MTS , WBSSC , Food SI ,RBPS,SBI ,RBI প্রভৃতি) এ অনেক কাজে লাগবে।
Online GK Quiz Exam Free With Answers 2024 || General Knowledge Questions and Answers
Document
0%
1. নিচের কোনটির কোষে কোনো এনজাইম নেই?
A) লাইকেন
B) ভাইরাস
C) ব্যাকটেরিয়া
D) এর কোনটিই নয়
2. মানবদেহের কোন অঙ্গে লিম্ফোসাইট গঠিত হয়?
A) যকৃত
B) অস্থি মজ্জা
C) প্লীহা
D) অগ্ন্যাশয়
3. ভারতের সংবিধান কোন তারিখে কার্যকর হয়েছিল?
A) 15 আগস্ট 1947
B) 26 জানুয়ারি 1950
C) 26 নভেম্বর 1949
D) 26 জানুয়ারি 1947
4. ভারতীয় সংসদের দুটি কক্ষের নাম কী?
A) রাজ্যসভা এবং গ্রামসভা
B) লোকসভা এবং গ্রামসভা
C) লোকসভা এবং রাজ্যসভা
D) রাজ্যসভা এবং লোকসভা কমিটি
5. ভারতীয় রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?
A) 4 বছর
B) 5 বছর
C) 6 বছর
D) 7 বছর
6. পিঁপড়ার মধ্যে কোন এসিড পাওয়া যায়?
A) ফরমিক এসিড
B) অক্সালিক এসিড
C) সালফিউরিক এসিড
D) অ্যাসিটিক এসিড
7. যকৃতে উৎপন্ন পিত্ত কোথায় জমা হয়?
A) গল ব্লাডার
B) পায়ুপথ
C) অন্ত্র
D) কিডনি
8. বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত উপাদানটি কী?
A) টাংস্টেন
B) নাইক্রোম
C) পিতল
D) ইস্পাত
9. ভূগর্ভস্থ পানির নন-বায়োটিক দূষণকারী:
A) ব্যাকটেরিয়া
B) শেওলা
C) আর্সেনিক
D) ভাইরাস
10. নিচের কোনটি বায়োডিজেল উদ্ভিদ?
A) জাট্রোফা
B) ভুট্টা
C) পোঙ্গামিয়া
D) সূর্যমুখী
11. চাপ পরিমাপ করা হয় কিসের পরিপ্রেক্ষিতে:
A) ভর ও ঘনত্ব
B) কাজ সম্পন্ন
C) বল এবং এলাকা
D) বল এবং দূরত্ব
12. মানুষের নখ কি দিয়ে তৈরি?
A) রঙ্গক
B) ইলাস্টিন
C) অ্যালবামিন
D) কেরাটিন
13. ধাতুর রাজা কি?
A) স্বর্ণ
B) রূপা
C) লোহা
D) অ্যালুমিনিয়াম
14. বাল্টোরো হিমবাহ কোথায় অবস্থিত?
A) কারাকোরাম পর্বতমালা
B) পামির পর্বত
C) শিবালিক
D) আল্পস
15. নিচের কোন রাজ্যের জয়েন্ট পালঘর ?
A) সিকিম এবং পশ্চিমবঙ্গ
B) তামিলনাড়ু এবং কেরালা
C) মহারাষ্ট্র এবং গুজরাট
D) চেন্নাই এবং পুদুচেরি
16. সম্প্রতি কোন রাজ্য ভারতের প্রথম মহিলা অ্যাম্বুলেন্স চালক নিযুক্ত করেছে?
A) কেরালা
B) তামিলনাড়ু
C) কর্ণাটক
D) ওড়িশা
17. মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন?
A) 712 A.D.
B) 812 A.D.
C) 912 A.D.
D) 1012 A.D.
18. কোয়াসি রেন্ট একটি কি ধরনের ঘটনা?
A) মাঝারি
B) দীর্ঘমেয়াদী
C) স্বল্পমেয়াদী
D) সময়বিহীন
19. কোন বছর সত্যাগ্রহের সময় মহাত্মা গান্ধীজিকে প্রথম গ্রেফতার করা হয়েছিল?
A) 1906
B) 1908
C) 1913
D) 1917
20. বিশ্বের বৃহত্তম হ্রদ কি?
A) কাস্পিয়ান সাগর
B) বৈকাল
C) উচ্চতর হ্রদ
D) অন্টারিও
21. সৌরজগতের কোন গ্রহটি "লাল গ্রহ" নামে পরিচিত?
A) শুক্র
B) পৃথিবী
C) মঙ্গল
D) বৃহস্পতি
22. "যুদ্ধ ও শান্তি" উপন্যাসটি কে লিখেছেন?
A) আন্তন চেখভ
B) ফিওদর দস্তয়েভস্কি
C) লিও টলস্টয়
D) ইভান তুর্গেনেভ
23. জাপানের রাজধানী কি?
A) বেইজিং
B) টোকিও
C) সিউল
D) ব্যাংকক
24. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
A) আমাজন
B) মিসিসিপি
C) নীল
D) ইয়াংতজে
25. আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
A) অক্সিজেন
B) নাইট্রোজেন
C) কার্বন-ডাই-অক্সাইড
D) হাইড্রোজেন
Report Card
Total Questions Attempted: 0
Correct Answers: 0
Wrong Answers: 0
--
তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই পরীক্ষাটি দাও এবং নীচে জানাও কত পেয়েছো। Info Educations প্লাটফর্ম Students দের জন্য এরকম আরও অনেক নতুন ধরণের Exam ভবিষ্যতেও নেবে তার জন্য তোমরা এক্ষুনি যুক্ত হয়ে যাও বিভিন্ন রকম আপডেট পেতে। নীচের লিঙ্ক গুলিতে ক্লিক করে : -
তোমরাযদিআমাদেরসাথেকন্টাক্ট (Contact) করতেচাওতাহলে – Click Here
তোমরাযদিটেলিগ্রাম (Telegram) চ্যানেলেরসাথেযুক্তহতেচাওতাহলে - Click Here
তোমরাযদিহোয়াটস্যাপ (WhatsApp) চ্যানেলেরসাথেযুক্তহতেচাওতাহলে - Click Here
তোমরাযদিফেসবুক (Facebook) পেজেরসাথেযুক্তহতেচাওতাহলে - Click Here
Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024 Part - 1 : -Click Here
Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024 Part - 2 : -Click Here
Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024 Part - 3 : -Click Here
Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024 Part - 4 : -Click Here
Top 25 Cricket General Knowledge Questions and Answers Part - 1 । ক্রিকেট খেলা নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - 1 : -Click Here
Top 25 Cricket General Knowledge Questions and Answers Part - 2 । ক্রিকেট খেলা নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - 2 : -Click Here