WBCS Preliminary Full Mock Test with Answers Part 01 । WBCS Mock Test in Bengali

0

Info Educations Present WBCS Mock Test in Bengali with Answers Part 01

WBCS Preliminary Full Mock Test with Answers Part 01 । WBCS Mock Test in Bengali

প্রিয় বন্ধুগণ, তোমাদের সবাইকে স্বাগত Info Educations এ। তোমাদের জন্য থাকছে এই পোস্টে  WBCS Preliminary Full Mock Test Part 01 in Bengali Completely Free। তোমাদের  BCS Preliminary Exam এর সিলেবাসে থাকে ইংরেজি,বিজ্ঞান,কারেন্ট অ্যাফেয়ার্স,ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান,ভারতের অর্থনীতি,সাধারণ গণিত এবং Reasoning।  মোট ৮টি বিষয় যেখান থেকে Total 200 Questions এবং যার জন্য বরাদ্দ সময় 150 Minutes এবং তার সাথে Negative Marking থাকে(WBCS Prelims 2024 - Info Educations)।  

Free Online MOCK TEST 3 WBCS Practice & Preparation Tests 

তোমাদের প্রস্তুতিকে আরও সহজ করে তুলতে Info Educations নিয়ে চলে এসেছে WBCS Prelim Mock Test Series (Bengali)। এর সাথে থাকছে  WBCS Prelims & Mains Mock Test With New Pattern এর উপর ভিত্তি করে। WBCS Free Mock Test 2024 সম্পূর্ণ বিনামূল্যে। 

West Bengal Civil Service Prelims Exam 01 Part এ থাকছে 100 টি প্রশ্ন।  এর পরবর্তী Part 2 তে থাকছে বাকি 100 টি WBCS পরীক্ষার প্রশ্নপত্র ।

West Bengal Civil Service (WBCS) Preliminary Mock Test Question Paper Part 01 with Answers

Direction (1 to 3): Choose the correct prepositions to fill in the blanks

1. The woman is standing _______ the door.

(a) by 

(b) on 

(c) at 

(d) in

2. The father was vexed ________ the son.

(a) with 

(b) about 

(c) to 

(d) in

3. Shylock nurtured a deep-rooted hatred _____ antonio.

(a) for 

(b) to 

(c) against 

(d) about 

Direction (4 to 6): Choose the correct alternative from the ones supplied.

4. Detect where the adjective 'public' is used in a derogatory sense:

(a) Public house 

(b) Public woman 

(c) Public servant 

(d) Public speech

5. A duck is a bird, but to duck is:

(a) to feel shy 

(b) to refuse 

(c) to abandon 

(d) to avoid

6. Concrete is a substance used to erect buildings but 'concrete' can  also mean:

(a) Solid face 

(b) Reason 

(c) Argument 

(d) Essay

7. Insert correct phrasal verb.

Monalisa was ______ ( Depressed) by her failure.

(a) cast out 

(b) cast about 

(c) cast down 

(d) cast aside

8. Choose the word opposite in meaning to the word bold below.

Feud

(a) Quarrel 

(b) Cruel 

(c) Affection 

(d) Fraternity

9. The study of the origin, evolution and eventual fate of universe: 

(a) cosmography 

(b) cosmology 

(c) cosmic 

(d) Non

10. Sudden surprise may be expressed by the following interjections.

(a) Hmmm! 

(b) Bravo! 

(c) Ahh! 

(d) Bingo!

Direction (11 to 13): In these questions choose the word similar in meaning to the word given.

11. Concealed

(a) Covered 

(b) Closed 

(c) Sealed 

(d) Hidden

12. Relish

(a) Realise 

(b) Taste 

(c) Enjoy 

(d) Reveal

13. Acute

(a) Dull 

(b) Drowsy 

(c) Unpleasant 

(d) Sharp

14. A soporific speech would tend to:

(a) Prone to sleep 

(b) Stimulate action 

(c) Appeal primarily to emotions 

(d) Be incomprehensible

Direction (15 and16): Choose the word opposite in meaning to the  bold word.

15. The hubbub in the cities makes one tired and irritable.

(a) roar 

(b) quiet 

(c) disorder 

(d) disturbance

16. His conduct had always been licentious,

(a) controlled 

(b) uncontrolled 

(c) illegal 

(d) unofficial

Direction (17 to 19 ) : Select the correct meanings of the idioms underlined below.

17. In trying to climb the tree he came a cropper.

(a) became calm 

(b) was enthusiastic 

(c) feel heavily 

(d) became 

18. He came off with flying colours in the contest.

(a) won 

(b) was defeated 

(c) felt disappoint 

(d) None

19. He carried the day against all opposition.

(a) surrendered 

(b) felt uneasy 

(c) won 

(d) became defeated 

20. Complete the following proverbs with words given below:

Don't judge a book by its ______.

(a) contents 

(b) cover 

(c) words 

(d) story

21. To refuse' is to deny but when used as a noun, The word can mean:

(a) Garbage 

(b) Dust 

(c) Prohibition 

(d) Fuel

22. A day in winter is cold but 'to turn a cold shoulder' to a person is to:

(a) persue him 

(b) ignore him 

(c) approach him 

(d) hurt him 

Direction (23 to 25): Use suitable auxiliary verb in the sentence.

23. _______ we use the phone?

(a) May 

(b) Shall 

(c) Will 

(d) Would

24. Do you think I _________take a break now?

(a) would 

(b) must 

(c) might 

(d) None of these

25. You _____ not work this Saturday.

(a) must 

(b) need 

(c) can 

(d) None of these

26. ইতিহাসে 'তেমুচিন' কী নামে পরিচিত ছিল?

(a) সুলতান মামুদ 

(b) চেঙ্গিস খাঁ 

(c) নাদির শাহ 

(d) তৈমুরলঙ

27. মালিক গাজি সাহানা কোন সুলতানের সময়কালে প্রধান স্থপতি ছিলেন?

(a) মহম্মদ বিন তুঘলক 

(b) আলাউদ্দিন খলজি 

(c) ফিরোজশাহ তুঘলক 

(d) জালালউদ্দিন খলজি

28. গুপ্তযুগে রাজচিহ্ন হিসেবে কোন পশুর প্রতিকৃতি ব্যবহৃত হত ?

(a) গড়ুর 

(b) বরাহ 

(c) ষাঁড় 

(d) লক্ষ্মী

29. ধর্মাশোক নামটি কোথায় খুঁজে পাওয়া যায়?

(a) মাস্কিলিপি 

(b) জুনাগড় শিলালিপি 

(c) সারনাথ শিলালিপি 

(d) এলাহাবাদ লিপি

30. কোন কৃষাণ রাজা নিজেকে মহেশ্বর বলে দাবি করেন? 

(a) কুজল কদফিসিস 

(b) বিম কনফিসিস 

(c) কণিষ্ক 

(d) এদের কেউই নন

31. পান্ড্য রাজাদের রাজধানীর নাম কী ছিল?

(a) কেরালা 

(b) মাদুরাই 

(c) কাঞ্চি 

(d) বাতাপি

32. নীচের কোনটি রাষ্ট্রকূটদের পূর্বতন রাজধানী ছিল?

(a) সোপারা 

(b) ইলোরা 

(c) বাতাপী 

(d) অজস্তা

33. নর্তকী থেকে বৌদ্ধ সন্ন্যাসীনীতে রূপান্তরের গল্প কোন রচনা থেকে জানা যায়?

(a) শিলাপ্পাদিকরম 

(b) মনি মেখলাই 

(c) তোলকান্নিয়াম 

(d) মানুরাইকাঞ্জি

34. মত্তবিলাস প্রহসন কে রচনা করেন ?

(a) হর্ষবর্ধন 

(b) রাজা রাজেন্দ্র 

(c) জয়দেব 

(d) মহেন্দ্ৰ বৰ্মন

Read More : - WBCS Mains Exam Paper 3 2022 Detailed Solutions। WBCS Main 2022 History Answer Keys 

35. বৌদ্ধ পণ্ডিত ‘বসুবন্ধু’ কার রাজসভায় ছিলেন?

(a) বুধগুপ্ত 

(b) সমুদ্রগুপ্ত 

(c) কুমারগুপ্ত 

(d) স্কন্দগুপ্ত

36. দক্ষিণ ভারতের বিখ্যাত যুদ্ধ তাকোলাম কাদের মধ্যে হয়েছিল?

(a) চোল ও উত্তর চালুক্য

(b) চোল ও রাষ্ট্রকূট

(c) চোল ও হোয়সালা 

(d) চোল ও পান্ড্য

37. কোন বংশের শাসক বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেন?

(a) পুষ্যভূতি বংশ 

(b) কমণ বংশ 

(c) সেন বংশ 

(d) পাল বংশ

38. মাদুরাইকোন্ডা উপাধি নিয়েছিলেন:

(a) প্রথম পরাস্তক 

(b) উত্তম চোল 

(c) রাজরাজ ঢোল 

(d) রাজেন্দ্র চোল 

39. ‘মামেলুক' শব্দের অর্থ কী?

(a) তুর্কি সেনা 

(b) স্বাধীন পিতা-মাতার দাসপুত্র 

(c) সেনাপ্রধান 

(d) একপ্রকার কর 

40. নির্গুন ভক্তির সূচনাকার ছিলেন:

(a) রঘুনন্দন 

(b) রামানন্দ 

(c) গুরুনানক 

(d) কবীর

41. বিষয়গুলি সাজান:

শব্দ - অর্থ

A. বারিদ -  1. সচিব

B. দাবির - 2. ভারপ্রাপ্ত আধিকারিক

C. বাব - 3. গুপ্তচর

D. তারিজ - 4. সামরিক আধিকারিক

(a) A- 3 ,  B - 1 ,  C - 4 , D - 2 

(b) A- 3 ,  B - 1 ,  C - 2 , D - 4

(c) A- 1 ,  B - 2 ,  C - 3 , D - 4

(d) A- 1 ,  B - 3 ,  C - 4 , D - 2  

42. আড়াই দিন কা ঝোপড়া বলতে কী বোঝো?

(a) মন্দির 

(b) মসজিদ 

(c) সাধুদের কুঠির 

(d) মিনার 

43. কোন সুফী সন্তের দরগা আজমের-এ অবস্থিত ?

(a) নিজামুদ্দিন আউলিয়া 

(b) মঈনদ্দিন চিশতি

(c) সেলিম চিশতি

(d)  কুতুবুদ্দিন বখতিয়ার কাকী 

44. আমির খসরু কোন লোকভাষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন?

(a) খরিবোলি 

(b) আওয়াধি 

(c) ভোজপুরি 

(d) মৈথিলি

45. কোন জোড়াটি অশুদ্ধ ?

(a) আবুল ফজল— মুখ্য উপদেষ্টা 

(b) ফৈজি— কবি 

(c) বীরবল - অর্থমন্ত্রী 

(d) সবগুলোই ঠিক 

46. ‘খুদে আকবর' (Little Akbar) নামে পরিচিত ছিলেন।

(a) জাহাঙ্গির 

(b) খুররম 

(c) দারাশিকো 

(d) ঔরঙ্গজেব

47. কে দু-আসপা, শি-আসপা ব্যবস্থা চালু করেন?

(a) শাহজাহান 

(b) আকবর 

(c) জাহাঙ্গির 

(d) ঔরঙ্গজেব

48. কোন মুঘল স্থাপত্য কীর্তি দৈর্ঘ্য ও প্রস্থের দিক থেকে সমান ?

(a) লালকেল্লা 

(b) আগ্রার দুর্গ 

(c) তাজমহল 

(d) বুলন্দ দরওয়াজা 

49. রামায়নের কবি কৃত্তিবাস ওঝা কার পৃষ্ঠপোষকতা লাভ করেন ?

(a) রাজাগণেশ 

(b) গিয়াসউদ্দিন আজম শাহ 

(c) নাসিরউদ্দিন মামুদ শাহ 

(d) রুকন

50. হোসেনশাহি বংশের শেষ সুলতান কে ছিলেন?

(a) গিয়াসউদ্দিন মামুদ শাহ 

(b) নাসিরউদ্দিন মামুদ শাহ 

(c) শামসউদ্দিন ইউসুফ শাহ 

(d) জালালউদ্দিন ফতে শাহ

51. ক্রিপস মিশন প্রস্তাব একটি 'ফেল করা ব্যাঙ্কের ওপর আগামী দিনের চেক'-এর মতো, এই উক্তি কার?

(a) সর্দার বল্লভভাই প্যাটেল 

(b) মহাত্মা গান্ধী 

(c) সুভাষচন্দ্র বসু 

(d) জওহরলাল নেহরু

52. নীচের কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন?

(a) লর্ড হার্ডিঞ্জ 

(b) লর্ড মিন্টো 

(c) লর্ড কার্জন 

(d) লর্ড চেমসফোর্ড 

53. মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল - 

(a) অসহযোগ আন্দোলন 

(b) ভারত ছাড় আন্দোলন 

(c) নীল বিদ্রোহ 

(d) লবণ আন্দোলন

54. ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন ? -

(a) চট্টগ্রাম ষড়যন্ত্র মামলা 

(b) কাকোরি ষড়যন্ত্র মামলা 

(c) আইন অমান্য আন্দোলন 

(d) হোমরুল আন্দোলন

55. ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন - 

(a) লর্ড মাউন্ট ব্যাটেন 

(b) স্যার সিরিল র‍্যাডক্লিফ 

(c) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস 

(d) স্যার পেথিক লরেন্স

56. স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন - 

(a) বিস্টলভাই জে প্যাটেল ও ডঃ আনসারি 

(b) এম এন রায় ও মজফ্ফর আহমেদ 

(c) মতিলাল নেহরু ও সি আর দাশ 

(d) বি আর আম্বেদকর ও পি সি যোশি 

57. কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন

করে?

(a) আকবর 

(b) জাহাঙ্গির 

(c) শাহজাহান 

(d) ঔরঙ্গজেব

58. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?

(a) ফিরোজশাহ তুঘলক 

(b) চন্দ্রগুপ্ত মৌর্য 

(c) বিম্বিসার 

(d) আলাউদ্দিন খিলজি

59. গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন?

(a) লুম্বিনী 

(b) সারনাথ 

(c) কুশীনগর 

(d) বোধগয়া

60. গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন - 

(a) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

(b) বিষ্ণুগুপ্ত 

(c) প্রথম চন্দ্ৰগুপ্ত 

(d) স্কন্দগুপ্ত 

61. 'যুগান্তর দল' কবে স্থাপিত হয় ?

(a) 1905 

(b) 1906 

(c) 1907 

(d) 1908

62. ‘এখন আমরা নিয়তির সঙ্গে মিলিত হলাম' কে বলেছিলেন?

(a) মহাত্মা গান্ধী 

(b) রাজেন্দ্র প্রসাদ 

(c) সুভাষচন্দ্র বসু 

(d) জওহরলাল নেহরু 

63. 'গীতা রহস্য' গ্রন্থটির লেখক কে?

(a) অরবিন্দ ঘোষ 

(b) বালগঙ্গাধর তিলক 

(c) লালা লাজপৎ রায় 

(d) এদের কেউই নয়

64. স্বরাজ দল কবে গঠিত হয় ? 

(a) 1921 

(b) 1922 

(c) 1923 

(d) 1924

65. কত সালে কাবুলে অস্থায়ী ভারত সরকার স্থাপিত হয় ? 

(a) 1914 

(b) 1915 

(c) 1916 

(d) 1917

66. হোমরুল লিগ স্থাপনের কথা কত সালে ঘোষিত হয় ?

(a) 1915 

(b) 1916 

(c) 1917 

(d) 1918

67. সুভাষচন্দ্র বসু কত সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন?

(a) 1938 

(b) 1939 

(c) 1940 

(d) 1941

68. নৌ বিদ্রোহ কবে শুরু হয় ?

(a) 1945 

(b) 1946 

(c) 1947 

(d) 1948 

69. কবে ‘প্রত্যক্ষ সংগ্রাম' দিবস ঘোষিত হয়?

(a) 1945 

(b) 1946 

(c) 1947 

(d) 1948

70. কিংসফোর্ডের উদ্দেশ্যে বোমা নিক্ষেপ কবে হয় ?

(a) 1907 

(b) 1908 

(c) 1909 

(d) 1911 

Read More : - 50+ General Knowledge Questions With Answers For Competitive Exams Part - 3 

71. কত সালে বালগঙ্গাধর তিলকের মৃত্যু হয়?

(a) 1918 

(b) 1919 

(c) 1920 

(d) 1922

72. কত সালে সাইমন কমিশন ভারতে এসেছিল ?

(a) 1925 

(b) 1926 

(c) 1928 

(d) 1930 

73. মীরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় কত সালে?

(a) 1928 

(b) 1929 

(c) 1930 

(d) 1940

74. কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে স্থাপিত হয়?

(a) 1932 

(b) 1934 

(c) 1937 

(d) 1938

75. ভারতের কমিউনিস্ট পার্টি কত সালে স্থাপিত হয় ? 

(a) 1920 

(b) 1922 

(c) 1925 

(d) 1927 

76. ভারতের শুষ্কতম অংশ - 

(a) পশ্চিম রাজস্থান 

(b) জম্মু ও কাশ্মীর 

(c) গুজরাট 

(d) মধ্যপ্রদেশ

77. গ্রীষ্মকালে ভারতের পশ্চিম উপকূলে অধিক বৃষ্টিপাতের কারণ - 

(a) ক্রান্তীয় অবস্থান 

(b) সমুদ্রের সান্নিধ্য 

(c) পশ্চিমঘাট পর্বত 

(d) হিমালয় পর্বত 

78. অলকানন্দা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থল নীচের কোন স্থানে অবস্থিত?

(a) বিষ্ণুপ্রয়াগ 

(b) দেবপ্রয়াগ 

(c) রুদ্রপ্রয়াগ 

(d) কর্ণপ্রয়াগ

79. নীচের কোন নদীটি বারংবার গতি পরিবর্তন করে? 

(a) ব্ৰহ্মপুত্র 

(b) গঙ্গা 

(c) তিস্তা 

(d) কোশি

80. গঙ্গা নদীর তীরে নীচের কোন শহরটি অবস্থিত নয় ? 

(a) ফতেপুর 

(b) ভাগলপুর 

(c) উত্তরকোশী 

(d) কানপুর 

81. পুষ্কর হ্রদ অবস্থিত - 

(a) তামিলনাডু 

(b) কেরল 

(c) রাজস্থান (আজমের) 

(d) ছাম্বা 

82. লোনার হ্রদটি অবস্থিত - 

(a) তামিলনাডু 

(b) কেরল 

(c) মহারাষ্ট্র 

(d) গুজরাট

83. কোন চাষের একটি প্রয়োজনীয় অংশ হল প্রুনিং (Pruning) ? 

(a) রবার 

(b) তামাক 

(c) কফি 

(d) চা

84. কোন রাজ্যে ভারতের 94% গোলমরিচ উৎপাদিত হয়?

(a) কেরল 

(b) কর্নাটক 

(c) তামিলনাডু 

(d) পশ্চিমবঙ্গ

85. নীচের কোন রাজ্য কোঙ্কন রেলওয়ের সুবিধা পায়?

(a) গোয়া, কর্নাটক, মহারাষ্ট্র, কেরল 

(b) মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল 

(c) তামিলনাড়ু, গোয়া, কেরল, মহারাষ্ট্র 

(d) গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, তামিলনাড়ু 

86. সারণি-I         -    সারণি-II

A. বিক্রম সারাভাই স্পেস সেন্টার     -   1. বেঙ্গালুরু

B.  সতীশ ধাওয়ান স্পেস সেন্টার   -      2. থুম্বা

C. স্পেস অ্যাপলিকেশন সেন্টার     -   3. শ্রীহরিকোটা

D. ইসরো স্যাটেলাইট সেন্টার       -       4. আমেদাবাদ

(a) A - 1   , B -  2 , C- 3 , D - 4 

(b) A - 2   , B -  3 , C- 4 , D - 1 

(c) A - 2   , B -  3 , C- 1 , D - 4 

(d) A - 3   , B -  2 , C- 4 , D - 1

87. নীচের কোনগুলি স্তূপ পর্বতের উদাহরণ?

(a) আরাবল্লী ও মহেন্দ্রগিরি 

(b) শিবালিক ও নীলগিরি 

(c) পশ্চিমঘাট ও সাতপুরা  

(d) অজন্তা ও শিবালিক

88. কোন জলপ্রপাতকে ‘ভারতের নায়াগ্রা' বলা হয় ? 

(a) চিত্রকূট 

(b) এন্না 

(c) চাচাই 

(d) দশম

89. এশিয়ার বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্রটি হল:

(a) যোগিমাটি 

(b) পুসা 

(c) মুপ্পান্ডাল 

(d) লাম্বা 

90. কফি রপ্তানিতে কোন বন্দর বিখ্যাত ?

(a) মামাগাঁও 

(b) কোচিন 

(c) নিউ ম্যাঙ্গালোর 

(d) এন্নোর

91. পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর হল - 

(a) জলপাইগুড়ি 

(b) আসানসোল 

(c) হাওড়া 

(d) কলকাতা 

92. পশ্চিমবঙ্গের জনঘনত্ব হল (2011) অনুযায়ী - 

(a) 767 

(b) 904 

(c) 1029 

(d) 1050

93. পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বোচ্চ শতাংশ ST জনসংখ্যা (2011 অনুযায়ী)  ?

(a) দার্জিলিং 

(b) আলিপুরদুয়ার 

(c) পুরুলিয়া 

(d) দক্ষিণ দিনাজপুর 

94. পশ্চিম বর্ধমানের জেলা সদর হল - 

(a) দুর্গাপুর 

(b) রাণীগঞ্জ 

(c) আসানসোল 

(d) বর্ধমান

95. লোধাসুলির জঙ্গল কোন জেলায় অবস্থিত ?

(a) হাওড়া 

(b) বাঁকুড়া

(c) ঝাড়গ্রাম 

(d) হুগলি 

96. ভারতের পূর্ব ও পশ্চিম প্রান্তের বিস্তার - 

(a) 3212 কিমি 

(b) 3214 কিমি 

(c) 2933 কিমি 

(d) 2936 কিমি

97. ভারতের মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য হল প্রায় - 

(a) 6000 কিমি 

(b) 6500 কিমি 

(c) 7000 কিমি 

(d) 7500 কিমি 

98. ভারতে ‘রাজ্য পুনর্গঠন কমিশন' স্থাপিত হয় কত সালে ?

(a) 1951 

(b) 1952 

(c) 1953 

(d) 1955

99. ভারত ও চিনের সীমারেখা কী নামে পরিচিত?

(a) র‍্যাডক্লিফ লাইন 

(b) ম্যাকমোহন লাইন 

(c) তিনবিঘা করিডর 

(d) ডুরাল্ড লাইন

100. ভারতের কোন রাজ্যটি সর্বাধিক রাজ্য সীমানা স্পর্শ করেছে?

(a) মধ্যপ্রদেশ 

(b) রাজস্থান 

(c) উত্তরপ্রদেশ 

(d) হিমাচল প্রদেশ


Top 100+  WBCS Mock Test in Bengali with Answers 

1 (c), 2(a), 3(c), 4(b), 5(d), 6(a), 7(c), 8(d), 9(b), 10(d), 11(d), 12(c), 13(d), 14(a), 15(b), 16(a), 17(c), 18(a), 19(c), 20(b), 21(a), 22(b), 23(a), 24(c), 25(b), 26(b), 27(c), 28(a), 29(d), 30(b), 31(b), 32(b), 33 (b), 34 (d), 35(b), 36(b), 37 (d), 38 (a), 39(b), 40(d), 41 (d), 42 (a), 43(b), 44(d), 45(c), 46(c), 47(c), 48(c), 49(d), 50(a), 51(b), 52(a), 53(a), 54(a), 55(b), 56(c), 57(b), 58 (d), 59(d), 60(a), 61(b) 62(d), 63(b), 64(c), 65(b), 66(b), 67(b), 68(b), 69(b), 70(b), 71(b). 72 (c), 73 (b), 74(b), 75(c), 76(a), 77(c), 78(b), 79(d), 80 (a), 81 (c), 82(c), 83(d), 84(a), 85(a), 86(b), 87(c), 88(a), 89(c), 90(c), 91(b). 92(c), 93(c), 94(c), 95(c), 96(c), 97(a), 98(c), 99(b), 100(c) .


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)