West Bengal Higher Secondary (HS) Economics Question Paper 2025 with Answers pdf Download । উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রশ্ন উত্তর

0

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রশ্নপত্র 2025

West Bengal Higher Secondary (HS) Economics Question Paper 2025 with Answers pdf Download । উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রশ্ন উত্তর

প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভাল আছো। আজ তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক অর্থনীতি প্রশ্নপত্র 2025(Uchho Madhyamik Economics Proshno) উত্তরসহ। তোমাদের উচ্চমাধ্যমিক অর্থনীতি প্রশ্নপত্র(HS English Question Paper) কেমন হয়েছিল / কেমন ধরনের প্রশ্নপত্র পরীক্ষায় এসেছিলো চলো দেখে নেওয়া যাক। 

Class 12 Economics Question Answer 2025 

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক অর্থনীতি প্রশ্নপত্র 2025(Hs Economics Question Paper with Answer) তোমাদের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। Info Educations ওয়েবসাইট থেকে WBCHSE ক্লাস 12 অর্থনীতি প্রশ্নপত্রের PDF(HS Economics Question Paper with Answer pdf Download) সহজেই ডাউনলোড করা যাবে। Economics Question Paper 2025 প্রশ্নপত্রে বিগত বছরের বোর্ড পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন সংকলিত রয়েছে, যা চর্চা করলে তোমাদের দ্বাদশ শ্রেণির অর্থনীতি(Hs class 12 economics 2025 question paper with solutions) পরীক্ষায় আরও ভালো ফল করতে সাহায্য করবে। সঠিক অনুশীলন এবং পরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে তোমরা 100% নম্বর অর্জনের দিকে এগিয়ে যেতে পারবে।

West Bengal Higher Secondary Class 12th Economics Question Paper 2025

ECONOMICS

( New Syllabus )

2025

Total Time: 3 Hours 15 minutes |  Total Marks 80

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে । বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে । উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে । 

Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীর (SAQ) উত্তর,উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE - এ লিখতে হবে। 

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তরপত্রে লেখো: 1 x 10 = 10

(i) গড় স্থির ব্যয় রেখা হবে - 

(A) নিম্নমুখী

(B) অনুভূমিক

(C) U-আকৃতির

(D) ঊর্ধ্বগামী।

উত্তর : -  (A) নিম্নমুখী

(ii) যখন গড় ব্যয় সর্বনিম্ন, তখন প্রান্তিক ব্যয় হয় - 

(A) গড় ব্যয় থেকে বেশি

(B) গড় ব্যয় থেকে কম

(C) গড় ব্যয়ের সমান

(D) শূন্য।

উত্তর : -  (C) গড় ব্যয়ের সমান

(iii) নিচের কোন্ ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম স্বল্পকালে উৎপাদন বন্ধ কে দেয়?

(A) P > AC

(B) PAC

(C) P<AVC

(D) AVCP < AC.

উত্তর : -  (C) P<AVC

(iv) কোনো ফার্ম দাম গ্রহীতা হলে, AR এবং MR-এর মধ্যে সম্পর্ক হবে -

(A) AR > MR

(B) AR = MR

(C) AR < MR

(D) কোনোটিই নয়।

উত্তর : -  (B) AR = MR

(v) একচেটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় দাম স্থিতিস্থাপকতার মান হয় - 

(A) শূন্য

(B) 1এর থেকে বড়ো

(C) 1 এর থেকে ছোটো

(D) 1

উত্তর : - (D) 1

(vii) যদি MPC ০.৪ হয়, তাহলে বিনিয়োগ গুণকের মান হবে - 

(A) 8

(B)4/5

(C)5/4

(D) 5.

উত্তর : -  (D) 5

(viii) সমক পার্থক্য সর্বদা - 

(A) ধনাত্মক

(B) ঋণাত্মক

(C) শূন্য

(D) কোনোটিই নয়।

উত্তর : -  (D) কোনোটিই নয়।

(ix) মাথাগুণতি অনুপাত দ্বারা নিচের কোল্টি পরিমাপ করা হয়?

(A) জাতীয় আয়

(B) বেকারত্ব

(C) মুদ্রাস্ফীতি

(D) দারিদ্র্য।

উত্তর : -  (D) দারিদ্র্য।

(x) ভারতে আয় বৈষম্য অনুসন্ধান করার জন্য কমিটি গঠিত হয় কত সালে ?

(A) 1948

(B) 1952

(C) 1960

(D) 1991 

উত্তর : - (C) 1960


(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি )

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1 x 10 = 10 

(i) ঠিক না ভুল লেখো :

পচনশীল দ্রব্যের যোগানের দামগত স্থিতিস্থাপকতা অত্যন্ত বেশি হয়।

উত্তর : - ভুল

অথবা,

ঠিক না ভুল লেখো :

খরার ফলে শস্যহানি হলে কৃষিজাত পণ্যের যোগান রেখা নিম্নমুখী হবে।

উত্তর : - ভুল 

(ii) শূন্যস্থান পূরণ করো :

একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেক বিক্রেতা _________দ্রব্য বিক্রয় করে ।

উত্তর : - পৃথকীকৃত 

(iii) ঠিক না ভুল লেখো :

লার্নারের মতে একচেটিয়া ক্ষমতার মাত্রা = P-MC / P

উত্তর : - ঠিক

অথবা,

ঠিক না ভুল লেখো : 

একচেটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় P = MC হয়।

উত্তর : - ভুল

(iv) ঠিক না ভুল লেখো :

পরিকল্পিত মুনাফাই হলো মার্ক-আপ।

উত্তর : - ঠিক

অথবা,

ঠিক না ভুল লেখো :

শিল্পজাত দ্রব্যের দাম হলো ব্যয় নির্ধারিত এবং উৎপাদন হলো চা নির্ধারিত।

উত্তর : - ঠিক

(v) নিম্নলিখিত রাশিমালার প্রসার নির্ণয় করো :

24, 13, 49, 52, 70, 8

উত্তর : - 62

(vi) ঠিক না ভুল লেখো :

সমক পার্থক্যের মান চলের সমস্ত মানের উপর নির্ভর করে।

উত্তর : - ঠিক

অথবা,

ঠিক না ভুল লেখো :

যদি কোনো চল রাশির মানগুলিকে 10 দ্বারা গুণ করা হয় তাহলে তা প্রসার একই থাকবে।

উত্তর : - ঠিক

(vii) শূন্যস্থান পূরণ করো :

গিনি সহগের সর্বনিম্ন মান হলো ___________। 

উত্তর : - 0

(viii) শূন্যস্থান পূরণ করো :

MRTP আইন ......সালে গৃহীত হয়েছিল।

উত্তর : - 1969

(ix) ঠিক না ভুল লেখো :

ভারতে জমির মালিকানা বণ্টনে বৈষম্য আছে।

উত্তর : - ঠিক

(x) শূন্যস্থান পূর্ণ করো :

বিশ্ব বাণিজ্য সংস্থা ............সালে স্থাপিত হয়েছিল।

উত্তর : - 1995


( বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলি )


3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 2 x 10 = 20

(a) চাহিদার পরিবর্তন বলতে কী বোঝায় ?

(b) কোনো দ্রব্যের দাম 50 টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪০ টাকা হলে চাহিদ 250 কিগ্রা থেকে হ্রাস পেয়ে 200 কিগ্রা হয়। তাহলে ঐ প্রবোর দামগত স্থিতিস্থাপকতার মান নির্ণয় করো।

অথবা,

চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে ?

(c) উৎপাদনের স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে একটি পার্থক্য লেখো। 

অথবা,

প্রান্তিক ব্যয়ের মধ্যে স্থির ব্যয়ের অংশ থাকে না কেন ?

(d) চাহিদার স্থিতিস্থাপকতার মান 1 হলে ফার্মের প্রান্তিক রেভেনিউ শূন্য প্রমাণ করো।

(e) রাজস্ব নীতি বলতে কী বোঝো ?

অথবা,

ঘাটতি বাজেট কী ?

(f) ছদ্ম বেকারত্ব কাকে বলে ?

অথবা,

মরশুমি বেকারত্ব কাকে বলে ?

(g) মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের (MGNREGS) উদ্দেশ্য কী ?

(h) ভারতে ব্যাংকিং ব্যবস্থার সংস্কারের জন্য নরসিংহম কমিটির দুইটি সুপারিশ উল্লেখ করো।

(i) টাকার চলতি খাতে রূপান্তরযোগ্যতার অর্থ কী ?

(j) বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলতে কী বোঝো?


4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 5 x 8 = 40

(a) উৎপাদন প্রক্রিয়ায় পরিবর্তনীয় অনুপাতের বিধিটি ব্যাখ্যা করো।

অথবা,

বৃহদায়তন শিল্পের অভ্যন্তরীণ ব্যয় সংকোচের সুবিধাগুলি লেখো।

(b) খাজনার আধুনিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো।

অথবা,

নগদ পছন্দ দ্বারা কীভাবে সুদের হার নির্ধারিত হয় তা ব্যাখ্যা করো। 

(c) জাতীয় আয় পরিমাপের আয় সুমারী পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো।

অথবা,

আয়ের বৃত্ত স্রোতের ধারণাটি একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

(d) বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য আলোচনা করো।

(e) বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি আলোচনা করো।

(f) নমনীয় বিনিময় হার ব্যবস্থায় কীভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয়?

(g) নিম্নে প্রদত্ত রাশিতথ্যের সমক পার্থক্য নির্ণয় করো :

X :            5    15      25      35

পরিসংখ্যা :1     3      5        1 

অথবা,

যদি n সংখ্যক পর্যবেক্ষণের প্রতিটির মান c হয়, তবে দেখাও যে, সমক পার্থক্যের মান শূন্য হয় ।

(h) ভারতে আয় বৈষম্যের কারণগুলি আলোচনা করো।

অথবা,

বেসরকারী কেন্দ্রায়ন কাকে বলে ? এর বিভিন্ন রূপগুলি কী কী ? ভারতের অর্থনীতি থেকে প্রতিটি রূপের উদাহরণ দাও । 1+2+2

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)