দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞান প্রশ্নপত্র। Class 10 Life Science Second Unit Test Suggestion 2025

0

পশ্চিমবঙ্গ পর্ষদ দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের জীবন বিজ্ঞান প্রশ্নপত্র সাজেশান 2025

দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞান প্রশ্নপত্র। Class 10 Life Science Second Unit Test Suggestion 2025

Madhyamik 2026 Life Science Question Paper 

তোমাদের সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইট এ। আশা করি তোমরা সবাই ভালো আছো। Info Educations দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মডেল প্রশ্নপত্র গুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। পরীক্ষার আগে অবশ্যই ভালো করে প্রাকটিস করে যেতে হবে এখান থেকে। 


Class 10 Life Science 2nd Unit Test Question Paper 2025 

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা August মাসে শুরু হতে চলেছে সব বিদ্যালয়ে। তাই Info Educations ছাত্রছাত্রীদের প্রস্তুতিকে আরও সহজ করে তুলতে নিয়ে চলে এসেছে WBBSE Class 10 All Subject Unit Test Question Papers। Dosom Shrenir Jibon Bigyan Dwitiyo Porjai Kromik Mulyaon Proshnopotro) ভালো করে প্রাকটিস করো। WBBSE Class 10 Life Science Question Paper টি অনেক অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের মাধ্যম্যে তৈরী করা হয়েছে। 


West Bengal Board Class 10 Life Science 2nd Unit Test Syllabus / Madhyamik 2026 Syllabus

WBBSE Class 10 Life Science 2nd Unit Test / দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ এর সিলেবাস এ থাকছে তোমাদের  চতুর্থ অধ্যায় : সংঘবদ্ধতার গোড়ার কথা। পঞ্চম অধ্যায় : বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ষষ্ঠ অধ্যায় : বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা। Class 10 ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ পূর্ণমান - ৪০ লিখিত।  যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।


West Bengal Board Life Science Madhyamik Class 10 Second Summative Evaluation 

WBBSE Class 10 Life Science Second Unit Test Question Paper

Set- 1

Class: X, Subject: Life Science

Full Marks : 40         Time : 1.20 Hrs.


দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট জীবন বিজ্ঞান প্রশ্ন 


(১। সঠিক উত্তরটি নির্বাচন করো :  ১x৯=৯                                                                     

১.১ খর্বধাবকের সাহায্যে বংশবিস্তার করে- 


(ক) রাঙাআলু


(খ) পাথরকুচি


(গ) কচুরিপানা


(ঘ) পটোল




১.২ গর্ভর্যন্ত্রের সহকারী কোশ হল—  


(ক) হ্যাপ্লয়েড


(খ) ডিপ্লয়েড


(গ) ডিপ্লয়েড


(ঘ) টেট্রাপ্লয়েড




১.৩ বৃদ্ধির যে পর্যায়ে নতুন অঙ্গের সৃষ্টি হয়, তা হল-


(ক) কোশ বিভাজন 


(খ) কোশের আয়তন বৃদ্ধি


(গ) কোশীয় বিভেদ


(ঘ) কোনোটিই নয়




১.৪ দ্বিসংকর জননে F, জনুতে হোমোজাইগোট থাকে-  


(ক)  4 টি


(খ) 2 টি


(ঘ) 12 টি


(গ) 6 টি




১.৫ দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ণ করা হলে পরবর্তী অপত্য জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে- 


(ক) 25%


(খ) 50%


(গ) 75%


(ঘ) 100%




১.৬ কোন প্রকার বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি লাল রং চিনতে পারে না?


(ক) ডিউটেরানোপিয়া 


(খ) প্রোটোনোপিয়া


(গ) থ্যালাসেমিয়া


(ঘ) হিমোফিলিয়া


১.৭ পৃথিবীর আদি বায়ুমণ্ডলে কোন গ্যাসটি ছিল না?


(ক) O2


(খ) NH3



(গ) H2



(ঘ) NH4





১.৮ কোনটি উটের RBC-এর বৈশিষ্ট্য নয়? 


(ক) RBC নিউক্লিয়াসযুক্ত


(খ) RBC ডিম্বাকার


(গ) RBC স্ফীত হওয়ার ক্ষমতাযুক্ত


(ঘ) RBC নিউক্লিয়াসবিহীন




১.৯ পৃথিবীর আদিকোশ হল সম্ভবত- 


(ক) প্রোটোসেল


(খ) মাইক্রোস্ফিয়ার


(গ) কোয়াসারভেট


(ঘ) ভাইরাস


(B) শূন্যস্থান পূরণ করো : 1×3

________________ হল একটি গমনে সাহায্যকারী পেশী।

Ans: বাইসেপস হল একটি গমনে সাহায্যকারী পেশী।


গ্যামেট উৎপন্ন হয় _________________ কোশ বিভাজনে।

Ans: গ্যামেট উৎপন্ন হয় মিয়োসিস কোশ বিভাজনে।


________________হরমোন্ ডাবের জলে থাকে।

Ans: অক্সিন হরমোন্ ডাবের জলে থাকে।



(C) একটি বাক্যে উত্তর লেখো (যে কোনো তিনটি) : 1×3

৩.১ যৌন জননের সঙ্গে অনুক্রমের সম্পর্ক দেখো । 


অথবা, বয়ঃসন্ধি দশার দুটি বৈশিষ্ট্য লেখো । 


৩.২ ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে দুটি পার্থক্য লেখো।


৩.৩ মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি লোগো। 


৩.৪ বিসদৃশ শব্দ আলাদা করো : প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস।


৩.৫ কাকে সংকটকালীন হরমোন বলে?

Ans: অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বলে।


(D) সঠিক বিবৃত্তির পাশে সত্য ও ভুল বিবৃতির পাশে মিথ্যা লেখো (দুটি) : 1×2=2

1. মানুষের চোখের লেন্স উত্তল প্রকৃতির।

Ans: সত্য

2. ইনসুলিন রক্ত শর্করা কমায়।

Ans: সত্য

3.টিউলিপ ফুলে ফটোন্যাস্টি চলন ঘটে।

Ans: সত্য


(E) ‘A’ ও ‘B’ স্তম্ভে দেওয়া বিবৃতির মধ্যে সমতা বিধান করো (যে কোনো চারটি) : 1×4

স্তম্ভ ‘A’ স্তম্ভ ‘B’

(a) পরাগরেণু উৎপাদন (i) মানুষ

(b) ক্ষণপদ (ii) CH

(c) বামনত্ব (iii) অ্যামিবা

(d) দ্বিনেত্র দৃষ্টি (iv) মিয়োসিস

(e) পার্থেনোকাপি


(v) অক্সিন হরমোন

(vi) মায়োটোম পেশী

Ans:


স্তম্ভ A স্তম্ভ B

(a) পরাগরেণু উৎপাদন (iv) মিয়োসিস

(b) ক্ষণপদ (iii) অ্যামিবা

(c) বামনত্ব (ii) CH (Growth Hormone এর ঘাটতি)

(d) দ্বিনেত্র দৃষ্টি (i) মানুষ

(e) পার্থেনোকাপি (v) অক্সিন হরমোন


(F) সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো ছয়টি) : 2×6


১. DNA-এর ক্ষারকগুলির নাম লেখো।

Ans: DNA-এর ক্ষারকগুলি হল – অ্যাডেনিন, গুৱানিন, থাইমিন, সাইটোসিন।


২. ACTH এবং FSH-এর পুরো নাম লেখো।

Ans: ACTH – অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, FSH – ফলিকল স্টিমুলেটিং হরমোন।


৩. অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো।

Ans: অন্তঃক্ষরা গ্রন্থি রক্তে হরমোন নিঃসরণ করে; বহিঃক্ষরা গ্রন্থি সরাসরি কোনো অঙ্গ বা গহ্বরে নিঃসরণ করে।



৪. চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম লেখো।

Ans: চোখের প্রতিসারক মাধ্যমগুলি হল – কর্নিয়া, অ্যাকোয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার।


৫. পার্থেনোকাপি কাকে বলে?

Ans: পার্থেনোকাপি হল পরাগনিষেক ছাড়াই ফল উৎপন্ন হওয়া।


৬. ইস্ট্রোজেনের দুটি কাজ লেখো।

Ans: ইস্ট্রোজেনের দুটি কাজ – গর্ভাশয়ের গঠন, নারী বৈশিষ্ট্যের বিকাশ।


৭. “সন্তানের স্তনপান, সাইকেল চালানো, লেখা”- কোন্‌টি কোন প্রকারের প্রতিবর্ত ক্রিয়া।

Ans: সন্তানের স্তনপান – শর্তযুক্ত প্রতিবর্ত, সাইকেল চালানো ও লেখা – অভ্যাসগত প্রতিবর্ত।


৮. শূন্যস্থান পূরণ করো : উভয়লিতা ফুলের পুংকেশর অপসারণের পদ্ধতিকে __________ বলে।


অথবা, শুন্যস্থান পূরণ করো Y ক্রোমোজোমবাহিনিগুলি হল _________ জিন।  


৯.  রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে সংযোগরক্ষাকারী একটি উদ্ভিদের নাম লেখো।


১০.  প্রথম এক অঙ্গুলিবিশিষ্ট ঘোড়ার নাম কী?

অথবা, কী কারণে ক্যাকটাসের কিউটিকল থাকে?


(G) রচনাধর্মী প্রশ্ন উত্তর দাও : 5


৪.১ মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে? এর তিনটি গুরুত্ব লেখো।                                                        

অথবা, ইতরপরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো।                                              

৪.২ মেন্ডেলের একসংখ্যা জনন পরীক্ষার সাহায্যে প্রকট ও প্রশ্নের এবং ফিনোটাইপ ও জিনোটাইপ ব্যাখ্যা করো।                                                                                                                                    

অথবা, একজন হিমোফিলিয়া আক্রান্ত মহিলার মতো স্বাভাবিক পুরুষের বিয়ে হলে তাদের সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি? থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং-এর ভূমিকা লেখো।                                                                                                                          

৪.৩ তুলনামূলক অভ্যন্তরীণ অঙ্গসংস্থানগত প্রমাণ কাকে বলে? জৈব অভিব্যক্তির অঙ্গসংস্থানগত প্রমাণ হিসেবে মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীর হূৎপিণ্ডের মৌলিক গঠন আলোচনা করো।                           


অথবা, ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে পার্থক্য লেখো। পায়রার বায়ুগুলির অভিযোজনগত গুরুত্ব লেখো।                    


৪.৪ একটি আদর্শ নিউরোনের চিত্র এঁকে নিম্নলিখিত অংশ চিহ্নিত করো : 3+2

(i) অ্যাক্সন (ii) ডেনড্রন (iii) রানভিয়ারের পর্ব (iv) প্রান্তবুবুশ।

অথবা,

প্রতিবর্ত চাপের চিত্র অংকন করে চিহ্নিত করো : (i) কারক (ii) গ্রাহক (iii) অন্তঃবাহী স্নায়ু (iv) বহিঃস্নায়ু


WBBSE Madhyamik Life Science 2nd Unit Test Question Paper

Class 10 Second Unit Test Life Science Question Paper 2025

Set- 2

Class: X, Subject: Life Science

Full Marks : 40         Time : 1.20 Hrs.


জীবন বিজ্ঞান দশম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র  


🔵 বিভাগ – ক

সঠিক উত্তরটি নির্বাচন করে সম্পূর্ণ বাক্যে লেখো : (১ × ৮ = ৮)


১.১) অর্ধবায়ব কাণ্ডের দ্বারা অযৌন জনন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদ হলো –

ক) আলু খ) আদা গ) কচুরিপানা ঘ) পেঁয়াজ


১.২) সপুষ্পক উদ্ভিদের জাইগোটের ক্রোমোজোম সংখ্যা হল –

ক) n খ) 2n গ) 3n ঘ) 4n


১.৩) মানব বিকাশের যে দশায় হরমোনের প্রভাবে গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয়, সেটি হলো –

ক) শৈশব খ) বয়ঃসন্ধি গ) পরিণত দশা ঘ) বার্ধক্য


১.৪) প্রদত্ত কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো –

ক) কাণ্ডের দৈর্ঘ্য – বেঁটে

খ) বীজের আকার – কুঞ্চিত

গ) ফুলের বর্ণ – সাদা

ঘ) বীজপত্রের বর্ণ – সবুজ


১.৫) নিচের কোন জেনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস?

ক) BbRr

খ) bbrr

গ) BBRr

ঘ) BbRR


১.৬) স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা হল –

ক) ০% খ) ২৫% গ) ৫০% ঘ) ১০০%


১.৭) ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষ হলো –

ক) ইকুয়াস খ) ইওহিপ্পাস গ) মেসোহিপ্পাস ঘ) মেরিচিপ্পাস


১.৮) পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা হলো –

ক) ২ টি খ) ১২ টি গ) ৭ টি ঘ) ৯ টি


১.৯) ‘যোগ্যতমের উদ্‌বর্তন’ ব্যাখ্যা করেন –

ক) ল্যামার্ক খ) হ্যালডেন গ) ডারউইন ঘ) দ্য ভ্রিস


PDF সংগ্রহ করতে চাইলে Payment করে ডাউনলোড করো 

💰 Price of This PDF : -  ₹20 only 

🛒 Get This PDF  Click Here👉 Access Now


বিভাগ – খ

অতিসংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো ৬টি): (১ × ৬ = ৬)


২.১) শূন্যস্থান পূরণ করো: একই গাছের দুটি ফুলের পরাগযোগকে বলে – ______________


২.২) বিসদৃশটি বেছে লেখো:

মানুষের হাত, তিমির ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ, পতঙ্গের ডানা


২.৩) সত্য অথবা মিথ্যা লেখো:

রোলার জিভের সাপেক্ষে স্বাভাবিক জিভ প্রকট বৈশিষ্ট্য।


২.৪) চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত –

শৈশব, পরিস্ফুরণ, বয়ঃসন্ধি, পরিণত দশা। বিষয়টি লিখো।


২.৫) বামস্তম্ভ ও ডানস্তম্ভ মেলাও –

বামস্তম্ভ:

ক) বৃহৎ কোলয়েড সমন্বয়

খ) হট ডাইলিউট সুপ

গ) ‘যোগ্যতমের উদ্‌বর্তন’

ডানস্তম্ভ:

১) হ্যালডেন

২) হার্বার্ট স্পেন্সর

৩) কোয়াসারভেট


২.৬) শব্দজোড়ার সম্পর্ক পূরণ করো:

TT : বিশুদ্ধ :: Tt : _________


২.৭) অ্যালিল কী?


২.৮) কনিডিয়া দ্বারা অযৌন জনন সম্পন্ন করে কোন ছত্রাক?


 বিভাগ – গ

সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো ৫টি): (২ × ৫ = ১০)


৩.১) পতাপরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য লেখো।


৩.২) মানব বিকাশের বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো।


৩.৩) মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কীভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও।


৩.৪) টেস্টক্রস বলতে কী বোঝো? উদাহরণ দাও।


৩.৫) থ্যালাসেমিয়া রোগে কী সমস্যা হয়? দুটি উল্লেখ করো।


৩.৬) সুন্দরীগাছের লবণ সহনশীলতার দুটি অভিযোজন লেখো।


৩.৭) ঘোড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে।


৩.৮) দেশীয় মাছের পুকুরে তেলাপিয়া মাছ ছাড়লে তাদের মধ্যে যে দুই ধরনের জীবনসংগ্রাম হয়, তা উল্লেখ করো।


🔴 বিভাগ – ঘ

দীর্ঘ প্রশ্ন (যে কোনো ২টি): (৫ × ২ = ১০)


৪.১) জনুক্রম কী? ফার্ন উদ্ভিদের জনুক্রম একটি শব্দচিত্রের সাহায্যে দেখাও।

অথবা,

সপুষ্পক উদ্ভিদের যৌন জনন প্রক্রিয়াটি শব্দচিত্রসহ উপস্থাপন করো।

সঙ্গে অঙ্গজ বংশবিস্তারের দুটি উপায় উদাহরণসহ লেখো।


৪.২) একটি বিশুদ্ধ কালো (BB) ও একটি বিশুদ্ধ সাদা (bb) গিনিপিগের মধ্যে একসংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও।

সঙ্গে মেডেলের পৃথকীকরণ সূত্র লেখো।

অথবা,

হিমোফিলিয়া রোগের দুটি জিনগত কারণ লেখো।

একজন স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে একজন হিমোফিলিক পুরুষের বিবাহ হলে সন্তানের সম্ভাব্য ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখাও।


৪.৩) জীবনের জৈব রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত বিবরণ মিলার ও উরের পরীক্ষার সাহায্যে লেখো।

অথবা,

ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের দুটি প্রধান বক্তব্য লেখো।

হৃদপিন্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে বিবর্তনের প্রমাণ দেয় তা ব্যাখ্যা করো।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)