পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিহাস নবম ও দশম শ্রেণীর প্রশ্নপত্র ২০১৬
WBSSC SLST Previous Year Question Paper Download with Answers
WBSSC-SLST (State Level Selection Test) হল পশ্চিমবঙ্গের একটি প্রতিযোগিতামূলক শিক্ষক নিয়োগ পরীক্ষা, যা West Bengal School Service Commission (WBSSC) কর্তৃক পরিচালিত হয়। এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকার অনুমোদিত এবং সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হয়। পরীক্ষাটি রাজ্যজুড়ে সমন্বিতভাবে নেওয়া হয় এবং যোগ্য প্রার্থীদের মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়।
SLST Geography Question Paper 2016 PDF
WBSLST Geography IX - X Question Paper 2016 | WBSSC ভূগোল নবম ও দশম প্রশ্নপত্র (Pass/Hons) PDF সহ উত্তরসহ ডাউনলোড করুন। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) পরিচালিত State Level Selection Test (SLST) পরীক্ষার ভূগোল (Geography) বিষয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রশ্নপত্র ২০১৬(WBSSC SLST 2016 Question Paper) সালের সংস্করণ এখানে প্রদান করা হলো। ভূগোল প্রশ্নপত্রটি (SLST 2016 Question Paper Geography pdf Download)অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর দ্বারা যাচাই ও পরিমার্জিত হয়েছে এবং Pass ও Honours উভয় স্তরের জন্য উপযোগী। প্রশ্নের সঠিক উত্তর সহ নিচে দেওয়া রয়েছে। WB SLST Vugol Proshno Nobom o Dosom Shrenir Proshno Uttorsoho।
West Bengal School Service Commision Geography IX - X Question Paper 2016
Q1. ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী ক্রান্তি অঞ্চলকে বলে –
The transitional zone between Earth's crust and mantle is called –
(A) কনরাড বিযুক্তি / Conrad discontinuity
(B) গুটেনবার্গ বিযুক্তি / Gutenberg discontinuity
(C) মোহো বিযুক্তি / Mohorovicic discontinuity
(D) লেহম্যান বিযুক্তি / Lehman discontinuity
Ans: C
Q2. পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে ভূকম্পনের তরঙ্গ সৃষ্টি হয় তাকে বলে –
The point within the Earth's crust where shock waves are generated is called –
(A) কেন্দ্র / Focus
(B) উপকেন্দ্র / Epicentre
(C) মধ্যবিন্দু / Mean point
(D) নাভি / Naval
Ans: A
Q3. হিমালয়ের অধিকাংশ চ্যুতি হল –
Most faults in the Himalayas are –
(A) আয়াম স্খলন চ্যুতি / Strike slip faults
(B) অনুলোম চ্যুতি / Normal faults
(C) সংঘট্ট চ্যুতি / Thrust faults
(D) ট্রান্সফর্ম চ্যুতি / Transform faults
Ans: C
Q4. U আকৃতি উপত্যকা সাধারণত যে কারণে হয় –
U-shaped valleys are usually formed due to –
(A) নদীর ক্ষয় / River erosion
(B) হিমবাহের ক্ষয় / Glacier erosion
(C) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত / Volcanic eruption
(D) পলি সঞ্চয় / Sediment deposition
Ans: B
Q5. গ্রানাইট শিলার শল্কমোচন প্রক্রিয়া হল –
Exfoliation in granite rocks is a kind of –
(A) রাসায়নিক আবহবিকার / Chemical weathering
(B) শিলাচ্যুতি / Faulting
(C) যান্ত্রিক আবহবিকার / Physical weathering
(D) পুঞ্জিত ক্ষয় / Mass wasting
Ans: C
Q6. যে দুই শক্তির মিলিত কার্যের ফলে বদভূমি গঠিত হয় –
Badland topography is formed due to the combined action of –
(A) বায়ু ও হিমবাহ / Wind and glacier
(B) বায়ু ও জল / Wind and water
(C) জল ও হিমবাহ / Water and glacier
(D) জল ও সমুদ্র তরঙ্গ / Water and sea waves
Ans: B
Q7. কার্স্ট ভূমিরূপবিদ্যা যার সাথে সম্পর্কিত –
Karst geomorphology is associated with –
(A) গ্রাবরেখা সঞ্চয় / Graben formation
(B) সমুদ্রতলের পরিবর্তন / Sea level change
(C) চুনাপাথর গঠিত অঞ্চল / Limestone region
(D) পর্বত সৃষ্টি / Mountain building
Ans: C
Q8. মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ধীরে ধীরে শিলাখণ্ড ও মৃত্তিকার নিচে নামা হল –
Slow downhill movement of debris and soil due to gravity is called –
(A) ভূদ্রবাহ / Earth flow
(B) ভূমিধ্বস / Landslide
(C) ধীর সঞ্চালন / Creep
(D) হিমানী ধস / Avalanche
Ans: C
Q9. নিচের কোন ভূগোলবিদ জলবায়ুগত নিয়তিবাদের উপর জোর দিয়েছিলেন?
Which geographer emphasized climatic determinism?
(A) গ্রিফিথ টেলর / Griffith Taylor
(B) ফ্রেডরিক রাটজেল / Friedrich Ratzel
(C) এলসওয়ার্থ হান্টিংটন / Ellsworth Huntington
(D) ইম্যানুয়েল কান্ট / Emmanuel Kant
Ans: C
Q10. মানবিক ভূগোলের প্রতিষ্ঠাতা কে?
Who is the founder of Humanistic Geography?
(A) হাটশোর্ন / Hartshorne
(B) টুয়ান / Tuan
(C) কার্ক / Kirk
(D) হার্ভে / Harvey
Ans: B
Q11. ভিডাল ডি লা ব্লাশের সঙ্গে কোন দর্শন যুক্ত?
Vidal de la Blache is associated with –
(A) সম্ভাবনাবাদ / Possibilism
(B) যুক্তিসঙ্গত প্রত্যক্ষবাদ / Logical positivism
(C) বস্তুবাদ / Materialism
(D) গঠনবাদ / Structuralism
Ans: A
Q12. "Ecumene" নামক বইটির রচয়িতা কে?
Who is the author of the book "Ecumene"?
(A) স্ট্র্যাবো / Strabo
(B) টলেমি / Ptolemy
(C) এরাসটোসথেনিস / Eratosthenes
(D) হ্যাগেট / Haggett
Ans: C
Q13. নিচের কোনটি নিয়ত বায়ু নয়?
Which of the following is not a planetary wind?
(A) বাণিজ্য বায়ু / Trade wind
(B) পশ্চিমা বায়ু / Westerlies
(C) জেট বায়ু / Jet stream
(D) মেরু বায়ু / Polar wind
Ans: C
Q14. টর্নেডো হল –
Tornado is a/an –
(A) ক্রান্তীয় ঘূর্ণবাত / Tropical cyclone
(B) প্রতীপ ঘূর্ণবাত / Anti-cyclone
(C) মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত / Temperate cyclone
(D) ঝড়ের চক্ষু / Eye of cyclone
Ans: A
Q15. সোলানচাক মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়াটি হল –
Solonchak soil develops through the process of –
(A) ক্যালসিফিকেশন / Calcification
(B) গ্লেইজেশন / Gleization
(C) স্যালিনাইজেশন / Salinization
(D) হিউমিফিকেশন / Humification
Ans: C
Q16. নিচের কোনটিতে ব্যাঘ্র উদ্ধার কেন্দ্র রয়েছে?
Which of the following has a tiger rescue centre?
(A) ঝড়খালি / Jharkhali
(B) সজনেখালি / Sajnekhali
(C) বকখালি / Bakkhali
(D) সন্দেশখালি / Sandeshkhali
Ans: A
Q17. পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে –
East Kolkata Wetlands have been declared as a –
(A) বিশ্ব হেরিটেজ স্থান / World Heritage Site
(B) রামসার স্থান / Ramsar Site
(C) জৈব বৈচিত্র্য অঞ্চল / Biodiversity Site
(D) পর্যটন ক্ষেত্র / Tourist Site
Ans: B
Q18. নিচের কোন দেশে ভেল্ড তৃণভূমি দেখা যায়?
Veld grassland is found in –
(A) উত্তর আমেরিকা / North America
(B) নিউজিল্যান্ড / New Zealand
(C) দক্ষিণ আফ্রিকা / South Africa
(D) পশ্চিম ইউরোপ / Western Europe
Ans: C
Q19. তথ্য প্রযুক্তি শিল্প অর্থনীতির কোন শ্রেণির অন্তর্গত?
Information Technology industry falls under which economic sector?
(A) প্রাথমিক ক্ষেত্র / Primary sector
(B) দ্বিতীয় শ্রেণির ক্ষেত্র / Secondary sector
(C) তৃতীয় শ্রেণির ক্ষেত্র / Tertiary sector
(D) কোয়াটারনারি ক্ষেত্র / Quaternary sector
Ans: D
Q20. জনসংখ্যার লভ্যাংশ বলতে বোঝায় –
Demographic dividend refers to –
(A) 0–5 বছর বয়সীদের সংখ্যা বৃদ্ধি / Increase in age group 0–5
(B) 6–15 বছর বয়সীদের সংখ্যা বৃদ্ধি / Increase in age group 6–15
(C) 16–64 বছর বয়সীদের সংখ্যা বৃদ্ধি / Increase in age group 16–64
(D) 65 বছরের বেশি বয়সীদের সংখ্যা বৃদ্ধি / Increase in 65+ population
Ans: C
Q21. শূন্য জনসংখ্যা বৃদ্ধি কবে ঘটে?
When does zero population growth occur?
(A) জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি / Birth rate > Death rate
(B) জন্মহার মৃত্যুহারের চেয়ে কম নয় / Birth rate ≤ Death rate
(C) জন্ম ও মৃত্যুহার উভয়ই বেশি / Both birth & death rates are high
(D) পরিব্রাজন বৃদ্ধি পায় / Migration increases
Ans: C
Q22. পশ্চিমঘাট পর্বতের কোন অঞ্চলটি ভারতের কফি রাজধানী নামে পরিচিত?
Which region in the Western Ghats is called the “Coffee Capital of India”?
(A) মুন্নার / Munnar
(B) আরাকু উপত্যকা / Araku Valley
(C) কোদাগু জেলা / Kodagu District
(D) চিক্কামাগালুরু জেলা / Chikkamagaluru District
Ans: C
Q23. নিচের কোন নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত?
Which river flows through the Kashmir Valley?
(A) ঝিলাম / Jhelum
(B) চেনাব / Chenab
(C) বিপাশা / Beas
(D) তাপি / Tapi
Ans: A
Q24. নিচের কোন রাজ্যে কোন মেট্রোপলিটন শহর নেই?
Which state has no metropolitan city?
(A) ঝাড়খণ্ড / Jharkhand
(B) রাজস্থান / Rajasthan
(C) ত্রিপুরা / Tripura
(D) কর্ণাটক / Karnataka
Ans: C
Q25. দুটি চলকের মধ্যে সম্পর্ক বোঝাতে কোন পরিসংখ্যান কৌশল ব্যবহৃত হয়?
Which statistical technique is used to analyze the relationship between two variables?
(A) রিগ্রেশন / Regression
(B) প্রমাণ বিচ্যুতি / Standard Deviation
(C) সহসম্পর্ক / Correlation
(D) জেড স্কোর / Z-score
Ans: A
Q26. বিমান চিত্র পাঠে সাহায্যকারী যন্ত্রটি হল –
The instrument used for reading aerial photographs is –
(A) মাইক্রোস্কোপ / Microscope
(B) স্টিরিওস্কোপ / Stereoscope
(C) থিওডোলাইট / Theodolite
(D) প্যানটাগ্রাফ / Pantograph
Ans: B
Q27. ভারতে ভূ-বৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে –
Which organisation prepares topographical maps in India?
(A) জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া / Geological Survey of India
(B) সার্ভে অফ ইন্ডিয়া / Survey of India
(C) ন্যাশনাল অ্যাটলাস ও থিম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন / NATMO
(D) ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট / Indian Statistical Institute
Ans: B
Q28. অর্থনৈতিক খাজনা ও নিম্নগামী শস্য ধারণার প্রবর্তক কে?
Who proposed the concept of economic rent and diminishing returns?
(A) ডি. রিকার্ডো / D. Ricardo
(B) টি. হ্যাগারস্ট্র্যান্ড / T. Hagerstrand
(C) জে. এইচ. ভন থুনেন / J. H. Von Thunen
(D) জে. সি. উইভার / J. C. Weaver
Ans: A
Q29. ‘Multiple Nuclei Theory’ কাদের সাথে সম্পর্কিত?
With whom is the ‘Multiple Nuclei Theory’ associated?
(A) গ্যারিসন / Garrison
(B) হোয়েট / Hoyt
(C) হ্যারিস ও উলম্যান / Harris and Ullman
(D) বার্জেস / Burgess
Ans: C
Q30. পরিষ্কার রাত্রির আকাশ মেঘাচ্ছন্ন রাত্রির চেয়ে শীতল হয় –
Clear nights are cooler than cloudy nights because of –
(A) ঘনীভবন / Condensation
(B) বিকিরণ / Radiation
(C) সূর্যরশ্মির তাপ / Insolation
(D) সঞ্চালন / Conduction
Ans: B
Q31. চ্যুতির ফলে নিচে বসে যাওয়া অংশকে বলে –
The down-thrown fault block is called –
(A) হর্স্ট / Horst
(B) কারেন / Karren
(C) রিফট ভ্যালি / Rift valley
(D) গ্রাবেন / Graben
Ans: D
Q32. কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের ‘লাইট হাউস’ বলা হয়?
Which volcano is known as the “Lighthouse of the Mediterranean Sea”?
(A) মাউন্ট এটনা / Mount Etna
(B) মাউন্ট ভিসুভিয়াস / Mount Vesuvius
(C) ফুজিয়ামা / Fujiama
(D) মাউন্ট স্ট্রমবলি / Mount Stromboli
Ans: D
Q33. নদী যখন ঢালের বিপরীত দিকে প্রবাহিত হয়, তখন তাকে বলে –
A river that flows opposite to the slope is called –
(A) পরবর্তী নদী / Subsequent river
(B) পুনর্ভবা নদী / Rescquent river
(C) অসংগত নদী / Insequent river
(D) বিপরীতমুখী নদী / Obsequent river
Ans: D
Q34. নদীর নিম্নক্ষয় যে উচ্চতার নিচে হয় না, তাকে বলে –
The lowest elevation below which no further river erosion occurs is –
(A) নিম্নতম তল / Lowest level
(B) সমুদ্র সমতল / Base level
(C) ডেটাম তল / Datum level
(D) ভূমি তল / Ground level
Ans: B
Q35. হিমবাহের পেছনে যে গভীর ফাটল সৃষ্টি হয় তাকে বলে –
The deep crevasse at the back of a glacier is called –
(A) অ্যারেৎ / Arete
(B) চূড়া / Peak
(C) সার্ক / Cirque
(D) বার্গশ্রুণ্ড / Bergschrund
Ans: D
Q36. উচ্চ ও নিম্ন জোয়ার-ভাটার মধ্যবর্তী অঞ্চলকে বলে –
The zone between high and low tides is called –
(A) তটভূমি / Shore
(B) সৈকত / Beach
(C) অগ্রতট / Foreshore
(D) পশ্চাৎ তটভূমি / Backshore
Ans: C
Q37. সময়-নির্ভর নয় এমন ভূমিরূপ বিবর্তনের মডেল প্রবর্তক ছিলেন –
Who proposed the time-independent model of landscape evolution?
(A) ডেভিস / Davis
(B) হ্যাক / Hack
(C) পেনক / Penck
(D) চোরলে / Chorley
Ans: B
Q38. খনিজ ও শিলার অবস্থানগত রাসায়নিক অবক্ষয়কে বলে –
The in-situ chemical decomposition of rocks and minerals is called –
(A) আবহবিকার / Weathering
(B) পুঞ্জিত ক্ষয় / Mass wasting
(C) রাসায়নিক আবহবিকার / Chemical weathering
(D) যান্ত্রিক আবহবিকার / Physical weathering
Ans: C
Q39. সলিফ্লাকশন দেখা যায় –
Solifluction is commonly seen in –
(A) মরু অঞ্চল / Desert region
(B) আর্কটিক অঞ্চল / Arctic region
(C) উষর অঞ্চল / Arid region
(D) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল / Equatorial region
Ans: B
Q40. অবস্থানগত বিশ্লেষণের প্রবর্তক –
Who is associated with Locational Analysis?
(A) সউন্ট / Saunt
(B) হ্যাগেট / Hagget
(C) হার্টশোর্ন / Hartshorne
(D) গুল্ড / Gould
Ans: B
Q41. নব-নিয়ন্ত্রণবাদ তত্ত্বের অবতারণা করেন –
The theory of Neo-determinism was propounded by –
(A) এইচ. জে. ম্যাকিন্ডার / H. J. Mackinder
(B) ও. এইচ. কে. স্পেইট / O. H. K. Spate
(C) জি. টেলর / G. Taylor
(D) এ. জে. হারবার্টসন / A. J. Herbertson
Ans: C
Q42. ‘Die Erdkunde’ গ্রন্থটি কার সঙ্গে জড়িত?
‘Die Erdkunde’ is associated with –
(A) কান্ট / Kant
(B) রিটার / Ritter
(C) হামবোল্ট / Humboldt
(D) হেটনার / Hettner
Ans: B
Q43. ভূগোলে 'Welfare Paradigm'-এর প্রবক্তা কে?
‘Welfare Paradigm’ in Geography is propounded by –
(A) পি. পি. সেমেনভ / P. P. Semenov
(B) পি. ক্র্যাপটকিন / P. Kropotkin
(C) গেরাসিমভ / Gerasimov
(D) এ. জে. হারবার্টসন / A. J. Herbertson
Ans: A
Q44. কোপেন জলবায়ু শ্রেণীবিভাজনে 'E' দ্বারা নির্দেশিত হয় –
In Koeppen’s classification, ‘E’ climate denotes –
(A) নিরক্ষীয় / Equatorial
(B) ক্রান্তীয় / Tropical
(C) মধ্য-অক্ষাংশীয় / Mid-latitude
(D) মেরু প্রদেশীয় / Polar
Ans: D
Q45. বিশ্বব্যাপী উষ্ণায়ন প্রধানত কিসের সঙ্গে জড়িত?
Global warming is mainly associated with –
(A) সৌর কলঙ্ক চক্র / Sunspot cycle
(B) গ্রীনহাউস গ্যাসের অতিরিক্ত উপস্থিতি / Excess greenhouse gases
(C) ওজোন স্তরের ক্ষয় / Ozone depletion
(D) সাধারণ বায়ুচলাচল / General wind circulation
Ans: B
Q46. কোরিওলিস বল ও বায়ুচাপের ঢালের সাম্যাবস্থা গঠন করে –
Balance between Coriolis force and pressure gradient generates –
(A) শান্ত বায়ু / Calm wind
(B) ঢাল নিয়ন্ত্রিত বায়ু / Gradient wind
(C) জিওস্ট্রফিক বায়ু / Geostrophic wind
(D) বিকৃত বায়ুপ্রবাহ / Deflected wind
Ans: C
Q47. মেসোস্ফিয়ার একটি –
Mesosphere is a –
(A) সমতাপ স্তর / Isothermal layer
(B) বিপরীত স্তর / Inversion layer
(C) স্বাভাবিক স্তর / Normal layer
(D) ওজন সমৃদ্ধ স্তর / Ozone-rich layer
Ans: A
Q48. মৌসুমী বায়ুর উৎপত্তির প্রধান কারণ –
The origin of monsoon is directly related to –
(A) পশ্চিমা বায়ু / Westerlies
(B) আঁধি / Andhi
(C) জেট বায়ুপ্রবাহ / Jet stream
(D) স্থল ও জলভাগের উপরিতলের উষ্ণতা পার্থক্য / Differential heating and cooling of land and water
Ans: D
Q49. মৃত্তিকার রঙ নির্ভর করে –
The colour of soil depends upon –
(A) গঠন / Structure
(B) গড়ন / Texture
(C) খনিজ ও জৈব পদার্থ / Mineral & organic matter
(D) গভীরতা / Depth
Ans: C
Q50. মৃত্তিকার কোন স্তরে লৌহ-অক্সাইডের আধিক্য বেশি দেখা যায়?
Which soil horizon has the highest concentration of iron-oxide?
(A) A-স্তর / A-horizon
(B) B-স্তর / B-horizon
(C) C-স্তর / C-horizon
(D) কর্তিত স্তর / Truncated layer
Ans: B
Q51. ক্রান্তীয় মৃত্তিকা সাধারণত যেটি নির্দেশ করে –
Tropical soils are generally referred to as –
(A) পেডালফার / Pedalfers
(B) পডজল / Podzols
(C) প্যালিওসল / Paleosols
(D) ল্যাটেরাইট / Laterites
Ans: D
Q52. ইউরেশিয়ার অন্তর্দেশীয় নাতিশীতোষ্ণ তৃণভূমি –
Temperate grasslands of interior Eurasia are known as –
(A) প্রেইরি / Prairie
(B) পাম্পাস / Pampas
(C) স্তেপ / Steppe
(D) ভেল্ড / Veld
Ans: C
Q53. মৃত্তিকা ক্ষয় রোধে কার্যকর নয় –
Which of the following does not help in preventing soil erosion?
(A) ধাপ চাষ / Terracing
(B) তৃণভূমি চাষ / Ploughing grassland
(C) বৃক্ষরোপণ / Afforestation
(D) সমোন্নতি চাষ / Contour ploughing
Ans: B
Q54. বাস্তুতন্ত্র হল –
Ecosystem is a –
(A) বন্ধ প্রণালী / Closed system
(B) যান্ত্রিক প্রক্রিয়া / Mechanical system
(C) মুক্ত প্রণালী / Open system
(D) অজীব প্রণালী / Abiotic system
Ans: C
Q55. যেসব প্রাণী উদ্ভিদ ও অন্যান্য প্রাণী খেয়ে বেঁচে থাকে, তারা হল –
Animals that feed on plants and other animals are –
(A) পরভোজী / Heterotrophs
(B) স্বভোজী / Autotrophs
(C) মাংসভোজী / Carnivores
(D) তৃণভোজী / Herbivores
Ans: A
Enter Your Comment